কিষান সভা বা নিখিল ভারত কিষান সভা| মাধ্যমিক ইতিহাস সাজেশান

কিষান সভা বা নিখিল ভারত কিষান সভা|Madhyamik History

প্রশ্ন:- টীকা লেখ: কিষান সভা বা নিখিল ভারত কিষান সভা।

ভূমিকা :- প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কমিউনিস্ট ভাবধারার প্রভাবে ভারতের কৃষকশ্রেণি সাম্রাজ্যবাদী অপশাসনের বিরুদ্ধে ক্রমে সচেতনহয়ে ওঠে। এর ফলশ্রুতিতে ১৯৩৬ খ্রিস্টাব্দে নিখিল ভারত কিষান সভা প্রতিষ্ঠিত হয়।

প্রেক্ষাপট: ১৯২০ খ্রিস্টাব্দের অহিংস অসহযোগ আন্দোলন এবং ১৯৩০ খ্রিস্টাব্দের আইন অমান্য আন্দোলনে কৃষকশ্রেণি যুক্ত হয়ে পড়ে। তাদের সংগঠিত করে কৃষক আন্দোলন জোরদার করার উদ্দেশ্যে এই সময় জাতীয়তাবাদী, বামপন্থী ও সমাজতান্ত্রিক নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে।

জাতীয় নেতাদের উদ্যোগ: প্রথমে এন জি রঙ্গ এবং ই এম এস নাম্বুদ্রিপাদ কিষান সভা গড়ে তোলার উদ্যোগ নেন। তাঁরা ১৯৩৫ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতীয় কৃষক ও কৃষি শ্রমিক যুগ্ম সংস্থা নামে কৃষকদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন।

কিষান সভা প্রতিষ্ঠা: ১৯৩৬ খ্রিস্টাব্দে নিখিল ভারত কিষান সভা প্রতিষ্ঠিত হয়।উত্তরপ্রদেশের লখনউ শহরে প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন বিহারের কৃষক নেতা স্বামী সহজানন্দ সরস্বতী।

কিষান সভা বা নিখিল ভারত কিষাণ সভার লক্ষ্য :

কিষান সভার প্রধান লক্ষ্যগুলি ছিল –

(১) জমিদারি ও মহাজনি প্রথার বিলোপ,
(২) ভূমিরাজস্ব ও খাজনার পরিমাণ হ্রাস,
(৩) বেগার প্রথার অবসান,
(৪) সেচ ব্যবস্থার উন্নতি,
(৫) বনজ সম্পদ সংগ্রহের চিরাচরিত অধিকার ফিরিয়ে দেওয়া,
(৬) জাতীয় আন্দোলনে কৃষকদের শামিল করা প্রভৃতি।
গুরুত্ব: নিখিল ভারত কিষান সভা প্রতিষ্ঠার ফলে কৃষকশ্রেণির ওপর শোষণের বিরুদ্ধে কৃষকরা সচেতন হয়ে ওঠে। ভারতের স্বাধীনতা আন্দোলনে কৃষকরা আরও বেশি সংখ্যায় যোগ দিতে থাকে।

উপসংহার :- কিষান সভা ব্রিটিশবিরোধী কৃষক আন্দোলনের এক প্রাতিষ্ঠানিক ভিত গড়ে দেয়। রুশ ঐতিহাসিক জি. কাতোভস্কি নিখিল ভারত কিষান সভার প্রতিষ্ঠাকে ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা বলে উল্লেখ করেছেন।

Welcome Visitor

Rlearn Education