GENERAL SCIENCE QUESTIONS
Q. ব্ল্যাকফুট ডিসিস হয় -আর্সেনিক দূষণের ফলে ।
Q. জলদূষণের যে রোগে যকৃৎ আক্রান্ত হয়ে যায়
– হেপাটাইটিস।
Q. পারদ দূষণ এর জন্য যে রোগ হয় – মিনামাটা ।
Q. ইটাই ইটাই রোগ হয়
– ক্যাডমিয়াম দূষণ এর জন্য।
Q. ইউট্রফিকেশন কোন প্রকার দূষণ এর সাথে যুক্ত – – –
জলদূষণের ।
Q. পানীয় জলে N2 এর পরিমান মাত্রাতিরিক্ত থাকলে যে রোগ হয়
ব্লুবেবি সিন্ড্রোম।
Q. DDT এর পুরো নাম লেখো –
ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন।
Q. DDT হলো একপ্রকার –
কীটনাশক (pesticide) ।
📝SPM এর পুরো নাম লেখো।
suspended particulate mater
Q. পানীয় জলে আর্সেনিক এর গ্রহণযোগ্য মাত্রা
০.০৫ ppm
Q. সিসা দূষণের ফলে কোন রোগ হয় –
ডিসলেক্সিয়া।
Q. জল দূষণের ফলে সৃষ্ট দুটি রোগ
কলেরা ও টাইফয়েড।
Q. কোন কাপড়ে তাড়াতাড়ি ময়লা বসে না?
রেশমি।
Q. মানবদেহে অ্যান্টিবডির কাজ কী?
রােগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি।
Q. খাদ্য উপাদানের চাহিদা কিসের ওপর নির্ভর করে?
বয়স ও শ্রম।
Q. মায়ের দুধে কোন খাদ্য উপাদান নেই?
লৌহ।
Q. মানুষের হাড় শক্ত করার জন্য প্রয়ােজন-
ভিটামিন ‘ডি’
Q. কচু শাক খেলে গলা চুলকায়-
ক্যালসিয়াম অক্সালেট থাকায়।
Q. তরল পদার্থে তাপ পরিবাহিত হয়-
পরিচলন পদ্ধতিতে।
Q. কোন লােহায় বেশি পরিমানে কার্বণ থাকে?
কাস্ট আয়রন বা পিগ আয়রনে
Q. কৃত্রিম সিল্ক কোনটি?
রেয়ন
Q. অ্যালকোহলের হিমাঙ্ক কত?
১৩০ ডিগ্রী সেন্টিগ্রেড
Q. মােমবাতির জ্বলন কী ধরনের পরিবর্তন?
⇒ রাসায়নিক ও ভৌত ।
Q.জলের ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলাে—-
৪ ডিগ্রি C
Q. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
অ্যামপ্লিফায়ার
Q. ডায়নামাে আবিষ্কার করেন?
মাইকেল ফ্যারাডে
Q.টেলিফোন আবিষ্কার করেন ?
গ্রাহাম বেল।
Q.আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে–
ক্যালসিয়াম সালফেট
Q. ক্যালসিয়াম কার্বনেট কোথায় দ্রবিভূত হয়না?
জলে।
Q. পানকরা জলের সাথে ক্লোরিন মেশানাে হয় কেন?
ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংশ করার জন্য
Q. ক্ষার লাল লিটমাসকে— নীল করে
📝সমুদ্রের পানিতে সর্বাধিক কী দ্রবিভূত থাকে?
ক্লোরিন লবন
Q. কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুতে মােটেও পাওয়া যায়না?
রেডন
Q. গ্রাফাইট অধাতু হলেও-
তড়িৎ পরিবাহী
Q. যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে কী বলে?
হাইড্রোজিনেশন
Q. বাড়িতে ব্যবহৃত এলপিজি এর উপাদান প্রধানত কী কী?
Ans: প্রােপেন ও বিউটেন
Q. নিরপেক্ষ তরলের মান কত?
Ans:৭
Q. রক্তের Ph এর পরিমান হল – –
Ans: ৭.৪
Q. মানুষের শরীরের সব থেকে শক্ত অঙ্গ – –
Ans:দাঁতের এনামেল।
Q. মস্তিষ্কের আবরণী কি নাম পরিচিতি
=মেনিনজেস।
Q. ফুসফুস এর আবরণী কি নামে পরিচিত –
Ans:প্লুরা।
Q. হৃৎপিন্ডের আবরন কে কি বলা হয়–
Ans:পেরিকার্ডিয়াম।
Q. পেট্রোলের রাসায়নিক নাম কী?
Ans:গ্যাসােলিন
📝যক্ষ্মা জীবানু দ্বারা সাধারনত আক্রান্ত হয়= Ans:ফুসফুস
📝হেপাটাইটিস (জন্ডিস) রােগের প্রধান কারণ-
Ans:ভাইরাস
📝পাগলা কুকুরে কামড়ালে হতে পারে Ans:জলাতঙ্ক
📝রােগ প্রতিরােধক শক্তি বাড়ায় –
Ans: ভিটামিন
📝এইডস এক প্রকার –
ভাইরাস
Q. ভয়াবহতা অনুযায়ী সবচেয়ে খারাপ রােগ= Ans:এইডস
Q. পােলিওতে আক্রান্ত হয়-শিশুরা বেশি
Q. ডিপথেরিয়া একটি- সংক্রামক রােগ
Q. কোন খনিজের অভাবে গলগন্ড রােগ হয়= আয়ােডিন
Q. গাজর, আম ও কাঁঠাল প্রভৃতিতে থাকে প্রচুর পরিমানে – ভিটামিন-এ
Q. লিউকোপেনিয়া কাকে বলে?
* রক্তে শ্বেতকণিকার সংখ্যা কমে যাওয়াকে
Q. পায়ে ক্যান্সার হয় যারা বেশি
— আলকাতরা নিয়ে কাজ করে
Q. এন্টামিবা হিস্টোলাইটিকার সংখ্যাধিক্যে মানবদেহে সৃষ্টি হয়= আমাশয়।
Q. ফিতাকৃমির মূখ্য পৃষ্ঠপােষক হচ্ছে – মানবদেহ।
Q. ইনফ্লুয়েঞ্জা ও হামের টিকা প্রস্তুত করা হয়-ভাইরাস থেকে।
Q. বিশুদ্ধ জল পান করলে হয়না-আমাশয়।
Q. বিসিজি( BCG) টিকা দেওয়া হয়* – যক্ষা রােগের জন্য।
Q. রাতকানা রােগ হয় কোন ভিটামিনের অভাবে?
→ ভিটামিন-এ
Q. Ascorbic acid বলা হয় কোন ভিটামিনকে?
-ভিটামিন সি।
Q. সর্দি, কাশি হয় কোন ভিটামিনের অভাবে?
Ans:ভিটামিন সি।
Q. ঠোঁটের কোন ও মুখের চারদিকে ফেটে যায়*
ভিটামিন বি২(B2) এর অভাবে
Q. ভিটামিন B1এর অভাবে কোন রােগ হয়?
বেরিবেরি
Q. সবচেয়ে বেশি পটাশিয়াম (k) পাওয়া যায় কিসে?
ডাবে
📝 দরিদ্রদের প্রােটিন কোনটি? ডাল
Q. সবুজ তরি-তরকারিতে সবচেয়ে বেশি থাকে= খনিজ পদার্থ ও ভিটামিন
Q. দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয়
=ল্যাকটোজ
Q. মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়ােজন কোনটি?
= প্রােটিন বা আমিষ
Q. আদর্শ বা সম্পূর্ণ খাদ্য বলা হয় কাকে?
= দুধকে
Q. ডিম ও দুধে থাকে না কোন ভিটামিন?
– ভিটামিন-সি
Q. বিষাক্ত নিকোটিন থাকে কোনটিতে?
– তামাকে
Q. কফির কোন উপাদানটির জন্য ঘুম হয়না – ক্যাফিন
Q. জটিল খাদ্য ভেঙ্গে সরল হওয়ার প্রক্রিয়াকে বলে= অপচিতি বিপাক
Q. দেহে সর্বোচ্চ তাপ উৎপাদনকারী উপাদান→ চর্বি।
Q. ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশীর= সংকোচনে
Q. ১গ্রাম শর্করা বা ১ গ্রাম আমিষ থেকে প্রাপ্ত শক্তি=
৪ কিলাে ক্যালােরী
📝তেঁতুলে থাকে কোন অ্যাসিড→ টারটারিক অ্যাসিড
Q. সূর্যের আলাে থেকে আমরা কোন ভিটামিন পাই= ভিটামিন-ডি
Q. দুধ ও ডিমে প্রচুর পরিমানে পাওয়া যায় কোন ভিটামিন= ভিটামিন-ডি(vit-D) ।
Q. সুষম খাদ্য বলতে কী বােঝায়?
* খাদ্যের ছয়টি উপাদান উপযুক্ত পরিমাণে গ্রহণ করাকে।
Q. হ্রস্ব দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিকে দেওয়া হয়।
= অবতল লেন্স ।
📝দীর্ঘ দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিকে দেওয়া হয়।
=উত্তল লেন্স ।
Q. মায়নাস লেন্স বলতে আমরা কি বুঝি?
Ans:অবতল লেন্স।
📝সিলিনড্রিকাল লেন্স ব্যবহার করে–বিষম দৃষ্টি সম্পন্ন লােক
Q. প্রখর রােদে পিচঢালা রাস্তার দিকে তাকালে কিছু রাস্তা জলসিক্ত মনে হয় কেন?
= আলাের প্রতিসরণ- এর জন্য
Q. একটি নীল কাঁচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে= লাল রং
Q. পরিষ্কার জলেতে মাছ প্রকৃত স্থান থেকে একটু উচুতে দেখা যায়——আলাের প্রতিসরণের জন্য
Q. বিদ্যুৎবিল পরিশােধ করার সময় আমরা যার জন্য বিল পরিশােধ করি তা হচ্ছে= শক্তি
Q. বৈদ্যুতিক ক্ষমতার একক = ওয়াট
Q. বিদ্যুৎ পরিবাহকের রােধের একক=ওহম
Q. যে তাপমাত্রায় উত্তপ্ত করলে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় তাকে বলে =কুরী বিন্দু
Q. প্রতিটি চুম্বক দন্ডই গঠিত হয়= অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকের সমন্বয়ে
Q. বৈদ্যুতিক ঘন্টায় ব্যবহার করা হয়?
=এসি তড়িৎ চুম্বক
Q. আলােক বিদ্যুৎকোষ ব্যবহৃত হয়→ ক্যালকুলেটরে
Q. স্থায়ীত্ব বৃদ্ধির জন্য বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত হয়= নাইট্রোজেন
Q. বিদ্যুৎ সম্পন্ন পদার্থ বিদ্যুৎহীন পদার্থকে= আকর্ষণ করে
Q. বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনে সবচেয়ে সরল যন্ত্র=ইলেক্ট্রোফেরাস স্থায়ী চুম্বক নির্মাণে সুবিধাজনক।
Q. বৈদ্যুতিক চুম্বক নির্মাণে সুবিধাজনক= লােহা
Q. জলের তরঙ্গ, তারের তরঙ্গ ও কঠিন পদার্থের তরঙ্গ কোনটির উদারহন?
= আড় তরঙ্গের উদাহরন
Q. শব্দ তরঙ্গ চলতে পারেনা কোন মাধ্যমে?
= শূণ্য মাধ্যমে
Q. একটা ভাল শব্দ নিরােধক ঘরের দেওয়ালের বৈশিষ্ট্য হচ্ছে= সমস্ত শব্দ শুষে নেওয়া
Q. শব্দ সবচেয়ে দ্রুত বেগে চলে–গরম ও ভিজা বাতাসে।
Q. প্রতিফলিত শব্দকে কী বলে?——-প্রতিধ্বনি
Q. হ্যানিসেনের রােগ কোন রােগের অপর নাম?
——– টিউমার
Q. প্লাস্টিক সার্জারির জনক কে?
—–আইভারসন
Q. মেডিসিনের জনক বলা হয় কাকে?
——-হিপােক্রেটিসকে।
Q. ট্রাকোমা রােগটি কোন অঙ্গের সাথে জড়িত?
=চোখ
Q. কুষ্ঠ চিকিৎসা করা হয়———দ্বারা।
=সালফোনস
Q. শব্দ পরিমাপের একক কি =বেল বা ডেসিবেল।
Q. আকাশে বিদ্যুৎ চমকাবার পর তার শব্দ শােনা যায় কেন?
= আলাের গতি,শব্দের গতির চেয়ে বেশি
Q. কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষতা –বাড়ে
Q শব্দের সাহায্যে নির্ণয় করা যায়না কোনটি?
= বস্তুর ঘনত্ব
Q. শব্দ শক্তির কারণ কী? = বস্তুর কম্পন
Q. এলিফ্যান্থিয়াসিস রােগ হয় কোন প্রাণীর কামড়ে?
= কিউলেক্স মশা
Q. মানবদেহেরে কোন অঙ্গে এঞ্জিওপ্লাষ্টিক করা হয়?
= হার্ট -এ.
Q. পেস মেকার অপর কোন নামে পরিচিত?
=S. A. Node
Q. রােগ প্রতিরােধক পেনিসিলিন কিসের দ্বারা উৎপন্ন হয়?
=ব্যাকটেরিয়া দ্বারা
Q. Aspirin হলো একপ্রকার =Drug
📝কোন অঙ্গ খারাপ হলে ডায়াবেটিস হয়?
———অগ্ন্যাশয়
Q. ডেঙ্গু রােগের কারণ হচ্ছে ———-ভাইরাস
Q. ব্লাড সুগার হচ্ছে প্রবাহিত রক্তের এর—- মাত্রা।
— – – গ্লকোজ।
Q. ক্যাপসুলের খােলক কি দ্বারা নির্মিত?
— — শ্বেতসার।
Q. অ্যালার্জি থেকে কোন রােগটি হতে পারে?
– – – – – – অ্যাজমা।
Q. একজন মাঝি নৌকা চালানাের সময় প্রয়ােগ করে =নিউটনের তৃতীয় সূত্র
Q. পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে কী বলে?
= অভিকর্ষ
Q. কঠিন পদার্থ তাপে পরিবাহিত হয় কিভাবে?
=পরিবহন পদ্ধতিতে
Q. তরল পদার্থে তাপ পরিবাহিত হয় কিভাবে?
=পরিচলন পদ্ধতিতে
Q. তাপ পরিবহনের কোন পদ্ধতির জন্য কোন মাধ্যমের প্রয়ােজন হয়?
* বিকিরণ
Q. আমরা শক্তির জন্য প্রত্যক্ষ বা পরােক্ষভাবে কিসের উপর নির্ভর করি?
=সূর্যের উপর
Q. একটি কাঁচ পাত্রের জলের তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেন্ট্রিগ্রেড থেকে ৬৫ ডিগ্রী সেন্টিগ্রেড এ বৃদ্ধি করলে কি হয়?
=জলের আয়তন বাড়বে।
Q. জলকে বরফে পরিনত করলে আয়তন কী হয়?
=বাড়ে
Q. সামুদ্রিক প্রাণী বরফ আচ্ছন্ন জলে বেঁচে থাকে তার কারণ কী?
→ নীচের জল কখনও জমাট বাঁধেনা।
Q. কোন মস্তিস্ক যেকোনাে সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
= পুরুষ।
Q. শীতকালে ধাতব পদার্থকে অধাতব পদার্থের চেয়ে ঠান্ডা মনে হওয়ার কারণ কী?——ধাতব পদার্থ সুপরিবাহী বলে।
Q. একটা জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে=কারণ ভিতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ যায়- বিকিরণ পদ্ধতিতে
Q. সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে – – – – =বিকিরণ পদ্ধতিতে ।
Q. সৌরচুল্লীর উপর সমতল কাঁচের শীটের ঢাকনি দেয়া হয় তার কারণ কী?
কাঁচের জন্য সূর্য থেকে প্রাপ্ত তাপ সৌর চুল্লীতে আবদ্ধ থাকে।
Q. ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কেন?
=শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।
Q. গ্রীষ্মকালে আমরা কালাে কাপড় পরিধান করিনা কেন?
=কালাে কাপড় তাপ শােষণ করে।
Q. থার্মমিটারে পারদ ব্যবহার করা হয় কেন?
অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায়।
📝একটি গৌণ দূষকের উদাহরণ হল–
=PAN(Peroxyacetyl nitrate )
One thought on “GENERAL SCIENCE /MOST IMPORTANT QUESTION”
Comments are closed.