জীবদেহের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন

উদ্ভিদের সংবেদনশীলতা(চলন)

📝আলােক উদ্দীপকের প্রভাবে এককোশী শৈবালের স্থান পরিবর্তনকে কী বলা হয় ?
⏩ফটোট্যাকটিক চলন।
📝উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও।
⏩আলাের দিকে ক্ল্যামাইডােমােনাসের চলন।
📝উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত উদ্ভিদ চলনকে কী বলে?
⏩ন্যাস্টিক চলন।
📝উদ্দীপকের গতিপথ দ্বারা প্রভাবিত উদ্ভিদ চলনকে কী বলে ?
⏩ট্রপিক চলন ।
📝উদ্ভিদের কোন্ অঙ্গে নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে ?
⏩কাণ্ড।
📝সুন্দরীর শ্বাসমূলে কী প্রকার চলন দেখা যায় ?
⏩নেগেটিভ জিওট্রপিক।
📝পরাগনালিকার ডিম্বকের দিকে অগ্রসর হওয়াকে কী বলে?
⏩কেমােট্রপিজম।
📝অঙ্কুরিত বীজের ভ্রুণমূল ও ভ্রণমুকুলে কী চলন দেখা যায় ?
⏩ ট্রপিক চলন।
📝আলাের গতিপথের দিকে বিটপের সঞ্চালনকে কী বলে?
⏩ফোটোট্রপিক চলন।
📝সূর্যালােক দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে কী বলে?
⏩হেলিওট্রপিক চলন।
📝লজ্জাবতীর কোন কোশ চেষ্টীয় স্নায়ুতন্ত্রের মত কাজ করে?
⏩পালভিনাস কোশ ।
Q.লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম কী?
⏩Mimosa pudica
📝দিনের আলােয় পদ্মফুলের প্রস্ফুটন কী প্রকার চলন?
⏩ফোটোন্যাস্টি চলন।
Q. উদ্ভিদ কোশের প্রােটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনের নাম কী?
⏩সাইক্লোসিস।
Q. বিসদৃশটি বেছে লেখােফটোট্রপিজম, কেমেন্যাস্টি, জিওট্রপিজম, হাইড্রোট্রপিজম।
⏩কেমােন্যাস্টি।
📝রাসায়নিক বস্তুর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে কী বলা হয়?
⏩কেমেন্যাস্টি চলন।
📝টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুজে যায় এটি কী ধরনের ন্যাস্টিক?
⏩থার্মোন্যাস্টি ।
Q.জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম
(ক) সিসমােগ্রাফ
(খ) লিথােগ্রাফ
(গ) থার্মোগ্রাফ
(ঘ) ক্রেসকোগ্রাফ।☑️
📝সূর্যশিশিরের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে সঞ্চালিত হয়ে পতঙ্গকে আবদ্ধ করে—এটি কোন্ প্রকারের চলন?
(ক) কেমােট্যাকটিক✅
(খ) কেমােট্রপিক
(গ) কেমােন্যাস্টি
(ঘ) সিসমেন্যাস্টি।
📝শর্করার দ্বারা আকৃষ্ট হয়ে মসের শুক্রাণুর আর্কিগােনিয়ামের দিকে গমনকে বলা হয়।
(ক) কেমােট্যাকটিক চলন ✅
(খ) ফোটোট্যাকটিক চলন
(গ) ন্যাস্টিক চলন
(ঘ) সিসমেন্যাস্টি চলন।
📝ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়াকে বলা হয়—–
(ক) অটোনমিক চলন
(খ) রিওট্যাকটিক চলন
(গ) কেমােট্যাকটিক চলন ☑️
(ঘ) ন্যাস্টিক চলন।
📝উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমােনটির নাম—-
(ক) অক্সিন ✅
(খ) থাইরক্সিন।
(গ) জিবেরেলিন
(ঘ) সাইটোকাইনিন।
📝ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিকতা নির্বাচন করাে-
(ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত
(খ) উদ্ভিদ বা উদ্ভিদ-অংগের সামগ্রিক স্থান পরিবর্তন হয়।
(গ) ভলভক্স নামক শেওলায় এই চলন দেখা যায়।
(ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন।✅
📝লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করা মাত্র সেটি নুইয়ে যায় এটি একপ্রকার
(ক) কেমােন্যাস্টি
(খ) ফটোট্রপিজম।
(গ) ফটোট্যাকটিক
(ঘ) সিসমেন্যাস্টি। ✅
📝পদ্মফুল প্রস্ফুটনে যে প্রকার চলন দেখা যায় তা হল—-
(ক) কেমােন্যাস্টি
(খ) ফোটোন্যাস্টি✅
(গ) সিসমেন্যাস্টি
(ঘ) থার্মোন্যাস্টি।
📝বনচাঁড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হল—-
(ক) বলন
(খ) পরিচলন
(গ) প্রকরণ✅
(ঘ) আবর্তন।
Q. কচি কলাপাতা গুটিয়ে থাকা একপ্রকার—
(ক) এপিন্যাস্টি চলন
(খ) হাইপােন্যাস্টি চলন
(গ) সিসমেন্যাস্টি চলন
(ঘ) কোনােটিই নয়।
📝কোনটিতে থার্মোন্যাস্টি চলন দেখা যায় ?
(ক) পদ্ম
(খ) টিউলিপ
(গ) সন্ধ্যামালতী
(ঘ) সূর্যমুখী।
📝পতঙ্গভুক উদ্ভিদের পত্র ফাঁদে কোন প্রকার চলন দেখা যায়?
(ক) কেমােন্যাস্টি
(খ) সিসমেন্যাস্টি
(গ) নিকটিন্যাস্টি
(ঘ) থার্মেন্যাস্টি।
📝কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঝুঁজে যায়। এটি হল—
(ক) ফটোন্যাস্টি✅
(খ) সিসমেন্যাস্টি
(গ) কেমােন্যাস্টি
(ঘ) থার্মোন্যাস্টি।
ক্লোরােফর্মের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয়—–
(ক) কেমােন্যাস্টি✅
(খ) সিসমেন্যাস্টি
(গ) ফোটোট্রপিজম
(ঘ) নিকটিন্যাস্টি।
📝 বনচাঁড়াল উদ্ভিদের পাতার পত্রফলকের সঞ্চালনের কারণ হল-
(ক) স্নায়ু উদ্দীপনা প্রবহণ
(খ) বায়ুপ্রবাহ
(গ) রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন✅
(ঘ) স্পর্শজনিত উদ্দীপনা।
Q. অ্যামিবয়েড চলন যেটিতে দেখা যায় তা হল
(ক) সূর্যমুখী ফুল
(খ) ক্ল্যামাইডােমােনাস
(গ) মিক্সোমাইসেটিস✅
(ঘ) ফার্নের শুক্রাণু।
শূন্যস্থান পূরণ করো:
1.বাহ্যিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্ৰচলনকে ট্যাকটিক বলে।
2.আলাের প্রভাবে ক্ল্যামাইডােমােনাসের সামগ্রিক স্থান পরিবর্তন ফোটোট্যাকটিক চলন।
3.উদ্ভিদের কাণ্ডে আলােক অনুকূলবর্তী ও মূলে
আলোকপ্রতিকূলবর্তী চলন ঘটে।
4.ভলভক্স উদ্ভিদে ফোটোট্যাকটিক চলন দেখা যায়।
5.ট্রপিক চলনের দুটি বহিঃস্থ উদ্দীপক হল আলাে ও জল
6.অক্সিজেন দ্বারা নিয়ন্ত্রিত ট্রপিক চলনকে বলে এরােট্রপিক চলন।
7.লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূলে নেগেটিভ জিওট্রপিক চলন হয়।
8.জিওট্রপিক চলন অভিকর্ষজ টান নামক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
9.উদ্ভিদের মূল অংশে নেগেটিভ ফোটোট্রপিজম দেখা যায়।
10.ভেনাস ফ্লাই ট্রাপে কেমােন্যাস্টিক চলন দেখা যায়।
11.বাবলা গাছের পাতা দিনের বেলা খুলে যায় ও রাতের বেলা মুড়ে যায়, এটি একপ্রকার নিকটিন্যান্টি চলন।
12.লজ্জাবতীর পুত্রমূলের স্ফীত অংশের নাম পালভিনাস
13.রােটেশন চলন পাতাশ্যাওলার কোশ-এ দেখা যায়।
14.উদ্ভিদের পাতার ফোটোট্রপিজমকে বলে তির্যক ফোটোট্রপিজম।
15.উদ্ভিদের রিফ্লেক্স আর্ক’-এর অস্তিত্ব প্রমাণ করতে জগদীশচন্দ্র
16.বসু রেজোন্যান্ট রেকর্ডার নামক যন্ত্র ব্যবহার করেন।
17.ফুলের প্রস্ফুটন একপ্রকার এপিন্যাস্টি চলন।।
18.সন্ধ্যামালতী ফুল দিনের মৃদু আলােয় ফোটে।।
19.অক্সিন হরমােন সবসময় আলাের বিপরীত দিকে থাকতে
20.বনচাড়ালে প্রকরণ চলন দেখা যায়।
21.কুমড়োর কাগুৱােমে সারকুলেশন বা আবর্তন গতি দেখা যায়।
22.উদ্ভিদের পুষ্প গঠন ও পরিস্ফুটনে আপেক্ষিক দিবাদৈর্ঘ্যের প্রভাবকে ফোটোপিরিয়ডিজম বলা হয়।
23.গমনে সক্ষম একটি উদ্ভিদ ভলভক্স
ঠিক-ভুল নির্বাচন করাে
Q. উন্নত শ্রেণির উদ্ভিদে ট্যাকটিক চলন দেখা যায় না।✅
Q. থার্মোট্যাকটিক চলন হল সামগ্রিক আবিষ্ট চলন।✅
Q. হেলিওট্রপিজমের প্রধান উদ্দীপক হল সূর্যালােক।✅
Q.ফোটোট্রপিক চলন একপ্রকার আবিষ্ট সামগ্রিক চলন।✖️
📝জিব্বেরেলিন হরমােন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ✖️
📝বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্ৰচলনকে বলা হয় আবিষ্ট বক্ৰচলন।✅
Q.পাতাকে প্রতিকূল আলােকবর্তী বলে।✖️
Q.ন্যাস্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে।✖️
Q. ন্যাস্টিক চলন প্রধানত পাতা ও ফুলের পাপড়িতে ঘটে।✅
Q.বল্লী ও রােহিনী জাতীয় উদ্ভিদে বৃদ্ধিজ চলন দেখা যায়।✅
Q. উদ্ভিদদেহে রাসায়নিক পদার্থের প্রভাবে থিগমােট্রপিকচলন ঘটে।✖️
Q. প্ৰকরণ চলনের জন্য দায়ী কোশের রসস্ফীতি চাপের তারতম্য। ✅
Q. জুঁই ফুলের পাপড়ি রাতে প্রস্ফুটিত হয়’—এটি একপ্রকার কেমােন্যাস্টিক চলন।✖️
উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন :
📝অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন্ হরমােন?
উঃ অক্সিন।
📝একটি নাইট্রোজেনযুক্ত আম্লিক হরমােনের নাম লেখাে।
⏩অক্সিন। IAA(ইনডােল অ্যাসেটিক অ্যাসিড) ।
📝পরাগযােগ ও নিষেকের পর ডিম্বাশয়ে কোন্ হরমােনের পরিমাণ বেড়ে যায় ?
উঃ অক্সিন।
📝একটি কৃত্রিম অক্সিনের নাম লেখাে।
উঃIBA
📝কোন্ হরমােন শাখাকলমে মূল সৃষ্টিতে সাহায্য করে ?
উঃ NAA
প্রঃ কোন্ হরমােনে মূল ও কাণ্ডের ওপর বিপরীতমুখী প্রভাব দেখায় ?
উঃ অক্সিন।
প্রশ্ন :টারপিনয়েড গােষ্ঠীভুক্ত একটি উদ্ভিদ হরমােনের নাম লেখাে।
উঃ জিব্বেরেলিন।
প্রঃ একটি প্রােটিনবিহীন হরমােনের নাম লেখো।
উঃ জিব্বেরেলিন
প্রঃ কোন বিজ্ঞানী জিব্বেরেলিন আবিষ্কার করেন?
উঃ এইচি কুরােসাওয়া।
প্রঃ জিব্বেরেলিনের রাসায়নিক নাম লেখাে।
উঃজিব্বেরেলিক অ্যাসিড ।
প্রঃ জিব্বেরেলিন হরমােন কোন ছত্রাক থেকে পাওয়া যায় ?
উঃ জিব্বেরেলা ফুজিকুরই।
প্রঃ জলে দ্রবণীয় দুটি উদ্ভিদ হরমােনের নাম লেখাে।
উঃ অক্সিন ও জিব্বেরেলিন।
📝 বীজপত্রে ও পরিপক্ক বীজে কী হরমােন পাওয়া যায় ?
উঃ জিবেরেলিন।
প্রঃ বিসদৃশ শব্দটি বেছে লেখাে–অক্সিন, অগ্রন্থ প্রকটতা, বীজের সুপ্তাবস্থা দুরীকরণ,কোশবিভাজন, ট্রপিকচলন নিয়ন্ত্রণ।
উঃবীজের সুপ্তাবস্থা দূরীকরণ।
প্রঃ কোন্ হরমােন ‘অ্যান্টি-জিবেরেলিন’ নামে পরিচিত?
উঃ অ্যাবসাইসিক অ্যাসিড।
📝 ডাবের জলে কোন হরমােন থাকে ?
Ans: কাইনিন।
📝 উদ্ভিদের জরা বিলম্বিত করে কোন্ হরমােন ?
Ans: সাইটোকাইনিন।
প্রঃ একটি ক্ষারীয় প্রকৃতির হরমােনের নাম লেখাে।
উঃ সাইটোকাইনিন।
📝কোন হরমােন বিচ্ছিন্ন পাতার ক্লোরােফিল বিনষ্টকরণ
প্রতিরােধ করে?
⏩কাইনিন।
প্রঃ অ্যাডেনিন গােষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমােনের নাম কী ?
Ans:সাইটোকাইনিন।
📝 কোন হরমোন পাতার ক্লোরোফিল গঠন করে ?
Ans:সাইটোকাইনিন ।
Q. কোশের সাইটোপ্লামের বিভাজন নিয়ন্ত্রণকারী হরমােনের নাম
Ans:সাইটোকাইনিন ।
📝 একটি গ্যাসীয় উদ্ভিদ হরমােনের নাম লেখাে।
Ans:ইথিলিন।
📝 একটি প্রকল্পিত হরমােনের নাম লেখাে।
উঃ ফ্লোরিজেন।
কোন বিজ্ঞানী ফ্লোরিজেন হরমােন আবিষ্কার করেন ?
Ans:
📝 কোন হরমােন কাঁচা ফল পাকাতে সাহায্য করে?
Ans :ইথিলিন।
প্রঃ বৃদ্ধিরােধক একটি উদ্ভিদ হরমােনের নাম লেখাে।
উঃঅ্যাবসাইসিক অ্যাসিড।
📝 বিসদৃশটি বেছে লেখাে।
অক্সিন, ট্রপিক চলন, কোশবিভাজন, অগ্রস্থ প্রকটতা, বীজের জরাবস্থা দূরীকরণ।
⏩কোশবিভাজন।
📝 কোন্ হরমােন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে?
⏩ফ্লোরিজেন।
📝 কোন্ অ্যামাইনাে অ্যাসিড থেকে অক্সিনের জৈৰ সংশ্লেষ হয় ?
⏩ট্রিপটোফ্যান।
📝উদ্ভিদ কোশ বিভাজনে সাহায্যকারী হরমােনের নাম লেখাে?
⏩ অক্সিন।
📝 পত্ররন্ধ্র বন্ধ করার জন্য দায়ী উদ্ভিদ হরমােনটির নাম কী?
⏩ অ্যাবসাইসিক অ্যাসিড।
📝 IBA-এর পুরাে নামটি লেখাে।
⏩ ইনডােল বিউটারিক অ্যাসিড।
📝উদ্ভিদের স্ট্রেস সহ্যকারী’ হরমােন কোনটি?
⏩ অ্যাবসাইসিক অ্যাসিড।
প্রঃ হরমােনের ক্রিয়া ধ্বংসকারী রাসায়নিক পদার্থের নাম লেখাে।
উঃ) পটাশিয়াম সায়ানাইড।
📝আগাছা দমনে কোন হরমােন ব্যবহার হয়?
⏩2, 4-D হরমােন।
📝কোন হরমােন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে ?
⏩IAA
📝 উদ্ভিদ হরমােন প্রয়ােগ করে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন পদ্ধতিকে কী বলা হয় ?
⏩পার্থেনােকাপি।
📝একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমােনের নাম করাে।
⏩IAA বা ইন্ডােল অ্যাসিটিক অ্যাসিড।
📝উদ্ভিদের ভ্রুণমুকুলাবরণীতে পাওয়া যায়—
(ক) ইথিলিন
(খ) IAA✅
(গ) ফ্লোরিজেন
(ঘ) সাইটোকাইনিন। ।
Q. কোন্ হরমােনের পরিবহণ সর্বদা নিম্নমুখী ?
(ক) জিবেরেলিন
(খ) অক্সিন✅
(গ) সাইটোকাইনিন
(ঘ) কোনােটিই নয়।
📝কোন হরমােনটি উদ্ভিদের কোলিওপটাইলে পাওয়া যায় ?
(ক) জিব্বেরেলিন
(খ) ইথিলিন
(গ) অক্সিন✅
(ঘ) 2,4-D
📝নীচের কোন হরমােনটির ব্যাবহারিক প্রয়োেগ ব্যাপক—
(ক) অক্সিন ।✅
(খ) জিব্বেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) সবকটিই।
📝কোন্ হরমােনটি কাণ্ড ও মূলের অগ্রথ ভাজক কলায় উৎপন্ন হয় ?
(ক) ABA
(খ) সাইটোকাইনিন
(গ) জিব্বেরেলিন
(ঘ) অক্সিন।✅
📝উদ্ভিদদেহে ট্রপিকচলন নিয়ন্ত্রণকারী হরমােনটির নাম হল–
(ক) অক্সিন✅
(খ) থাইরক্সিন
(গ) জিব্বেরেলিন
(ঘ) সাইটোকাইনিন।
📝অক্সিন সম্বন্ধে প্রথম যে উদ্ভিদে পরীক্ষা হয়, সেটি হল—-
(ক) গম
(খ) ঘাস।
(গ) যই✅
(ঘ) পাইন।
📝ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে গৌণবৃদ্ধি ঘটায়[
(ক) GA
(খ) অক্সিন✅
(গ) কাইনিন
(ঘ) 2,4-D।
📝বীজের অঙ্কুরােদগম ঘটাতে কোন হরমােন প্রধান ভূমিকা।
(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন ✅
(গ) ইথিলিন
(ঘ) জিয়াটিন
Q. উদ্ভিদের দেহে সর্বপ্রথম হরমােনের উপস্থিতি প্রমাণ করেন –
(ক) থিম্যাস
(খ) ভেন্ট
(গ) চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন✅
(ঘ) মিলার
Q. কোন হরমােন প্রয়ােগ করে জিনগত বামনত্ব দূর করা হয়-
(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন ✅
(গ) ইথিলিন
(ঘ) জিয়াটিন
Q. জিব্বেরেলিন হরমােনের পরিবহণ—-
(ক) উর্ধমুখী
(খ) পার্শ্বমুখী
(গ) উর্ধ্ব ও নিম্ন উভয়মুখী✅
(ঘ) নিম্নমুখী।
📝নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমােনটি হল
(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন ✅
(গ) ইথিলিন
(ঘ) জিয়াটিন
সারসংক্ষেপ :1. লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে পত্রকগুলি তৎক্ষণাৎ মুড়ে যায়। একে বলে সিসমেন্যাস্টিক চলন।
2. বনচাঁড়ালের পার্শ্বপত্রে দেখা যায় প্রকরণ চলন।
3.হরমােন হল একপ্রকার অভ্যন্তরীণ উদ্দীপক।
4.বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বনচাঁড়াল উদ্ভিদ নিয়ে উদ্ভিদের সাড়াপ্রদান-সংক্রান্ত পরীক্ষা করেন।
5.পার্শ্বীয়মূলের তির্যক অভিকর্ষবর্তী চলন দেখা যায়।
6.অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত ট্রপিক চলনকে জিওট্রপিক চলন বলা হয়।
7.উদ্দীপকের প্রভাবে সৃষ্ট প্রতিক্রিয়াকে বলে সাড়া।
8.সংবেদনশীলতা দেখা যায় প্রাণী ও উদ্ভিদ উভয়েই।
9.ভলভক্স জীবটিতে সামগ্রিক চলন দেখা যায়।
10.আবিষ্ট বক্র চলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় যেটি তা হল ট্রপিক চলন।
11. শ্বাসমূলে প্রতিকূল অভিকর্ষ বর্তী চলন দেখা যায়।
12.সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন দ্বারা।
13.উদ্দীপক হল এক ধরনের শক্তি।
14.পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে, সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতাই হল সংবেদনশীলতা।
15.টারপেনয়েড গােষ্ঠীভুক্ত উদ্ভিদ হরমােনটি হল জিব্বারেলিন।
16.দিনের আলােয় পদ্মফুলের প্রস্ফুটন এক ধরনের ন্যাস্টিক চলন।
17.উদ্ভিদ অঙ্গের বক্ৰচলন যখন উদ্দীপকের গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে বলা হয় ট্রপিক চলন।
18.ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমােনটি হল অক্সিন।
19. একটি অভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ হল কোশের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন।
20.ডাবের জল ও নারকেলের দুধে কাইনিন প্রাকৃতিক হরমােন পাওয়া যায়।
21.উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্রটি হল ক্রেসকোগ্রাফ।
22.হরমােন শব্দটি প্রথম ব্যবহার করেন বেলিস ও স্টারলিং।
23.একটি প্রাকৃতিক হরমােন হল অক্সিন।
24.একটি কৃত্রিম হরমােন হল NAA
25.বীজের দ্রুত অঙ্কুরােদ্গম ঘটায় জিব্বেরেলিন।
26.অক্সিন আবিষ্কার করেন ওয়েন্ট।
27.অঙ্কুরােদ্গমকালে বীজমধ্যস্থ অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে জিব্বেরেলিন।
28.কাইনিন হরমােনটি অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

29.ফটোট্যাকটিক চলন দেখা যায় ক্ল্যামাইডােমােনাস ও ভলভক্সে।

3 thoughts on “জীবদেহের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন”

  1. Pingback: মাধ্যমিক জীবন বিজ্ঞান | Madhyamik Life Science|rlearn - Rlearn Education

Comments are closed.