ভারতের প্রাচীন যুগের ইতিহাস /আদিম মানব ও প্রস্তরযুগ /মেহেরগড় সভ্যতা /হরপ্পা সভ্যতা /Complete mcq

           Ancient Indian History

        ভারতের প্রাচীন যুগের ইতিহাস📝      


   

     আদিম মানব ও প্রস্তরযুগ 

প্রশ্ন: পুরাণে ভারতকে কোন দ্বীপ বলা হয়েছে?

(ক) সিন্ধু দ্বীপ

(খ) জম্বু দ্বীপ

(গ) বালি দ্বীপ

(ঘ) মাল দ্বীপ

উত্তর- (খ) জম্বু দ্বীপ 

প্রশ্ন: হিমালয়ের কোন অঞ্চল দিয়ে প্রচীন যুগের বেশিরভাগ বিদেশী জাতি ভারতে প্রবেশ করে?

(ক) পশ্চিমাঞ্চল

(খ) মধ্যাঞ্চল

(গ) পূর্বাঞ্চল

(ঘ) কোনটিই নয়

উত্তর- (ক) পশ্চিমাঞ্চল

প্রশ্ন: গ্রীক বীর আলেকজান্ডার কোন গিরিপথ ধরে ভারতে আসেন?

(ক) বোলান 

(খ) খহিবার

(গ) জোজিলা

(ঘ) নাথুলা

উত্তর- (ক) বােলান

প্রশ্নঃ কোন গিরিপথের মধ্য দিয়ে পারস্য থেকে ভারতে প্রাচীন পারসিকরা আসত?

(ক) বোলান

(খ) খাইবার

(গ) জোজিলা

(ঘ) নাথুলা 

উত্তর- (ক) বোলান

প্রশ্ন : ভারতের কোন অঞ্চলকে আটবিক অঞ্চল বলা হয় ?

(ক) উত্তর ভারত

(খ) মধ্যভারত

(গ) দক্ষিণ ভারত

(ঘ) পূর্ব ভারত

উত্তর- (খ) মধ্যভারত

প্রশ্ন : হােমো স্যাপিয়েন্সদের আবির্ভাব ঘটেছিল-

(ক) আফ্রিকার ইথিওপিয়ায়

(খ) আফ্রিকার তানজানিয়ায়

(গ) মধ্য এশিয়ায়

(ঘ) দক্ষিন-পূর্ব এশিয়ায়

উত্তর- (ক) আফ্রিকার ইথিওপিয়ায়

প্রশ্নঃ কাকে দক্ষিণ ভারতের তামিল সাহিত্যের জনক বলা হয় ?

(ক) অগন্ত্য 

(খ) তিরুভাল্লার

(গ) বাল্মীকি

(ঘ) মামুস্নার 

উত্তর- তিরুভাল্লার 

প্রশ্ন : রাজস্থানের থর মরুভূমি ইতিপূর্বে কি ধরনের ভূভাগ ছিল ?

(ক) পার্বত্য ভূমি

(খ) মালভূমি

(গ) তরাই অঞ্চল

(ঘ) সমভূমি

উত্তর- (ঘ) সমভূমি

প্রশ্নঃ ভারতের কোন অঞ্চলে মােঙ্গালীয় জনগােষ্ঠীর আধিক্য দেখা যায় ?

(ক) উত্তর পূর্ব ভারত

(খ) পূর্ব ভারত

(গ) মধ্য ভারত

(ঘ) দক্ষিণ ভারত

উত্তর- (ক) উত্তর পূর্ব ভারত

প্রশ্ন : ভারতের কোন অঞ্চলে নিরক্ষীয় জলবায়ুর প্রভাব আছে?

(ক) দক্ষিণ ভারত

(খ) মধ্য ভারত

(গ) পশ্চিম ভারত

(ঘ) পূর্ব ভারত

উত্তর- (ক) দক্ষিণ ভারত

প্রশ্ন : ভারতের কোন রাজ্যে উত্তরপূর্ব মৌসুমী বায়ুর ফলে বৃষ্টিপাত হয় ?

(ক) তামিলনাড়ু ও পণ্ডিচেরী

(খ) গােয়া

(গ) গুজরাট

(ঘ) পশ্চিমবঙ্গ

উত্তর- (ক) তামিলনাড়ু ও পণ্ডিচেরী

প্রশ্ন : ভারতের কোন দ্বীপপুঞ্জ দক্ষিণপূর্ব এশিয়ার নিকটে অবস্থিত ?

(ক) আন্দামান নিকোবর

(খ) লাক্ষাদ্বীপ।

(গ) দমন ও দিউ

(ঘ) কোনটিই নয় 

উত্তর- (ক) আন্দামান নিকোবর

প্রশ্ন : ভারতের কোন নদী অববাহিকা সব থেকে শষ্য শ্যামলা ও উর্বর?

(ক) গঙ্গা-যমুনা

(খ) নমর্দা

(গ) সিন্ধু

(ঘ) ব্রম্মপুত্র

উত্তর- (ক) গঙ্গা-যমুনা

প্রশ্ন : হােমা স্যাপিয়েন্স বা আধুনিক মানুষ কোন সময় আসে ?

(ক) টারসিয়ারি যুগে 

(খ) প্লেইস্টোসিন যুগে

(গ) মধ্যজীবীয় যুগে

(ঘ) কোনটিই নয়

উত্তর- (খ) প্লেইস্টোসিন যুগে

প্রশ্ন : তাম্রপ্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত ?

(ক) টারসিয়ারি যুগ

(খ) প্লেইস্টোসিন যুগ

(গ) হােলােসিন যুগ

(ঘ) কোনটিই নয়

উত্তর- (গ) হােলােসিন যুগ

প্রশ্ন : লিটন এপ হল-

(ক) শিম্পাঞ্জি

(খ) গিবনগ 

(গ) গােরিলা

(ঘ) ওরাং ওটাং

উত্তর- (খ) গিবন 

প্রশ্ন : হােমো হাবিলিস কথার অর্থ

(ক) দক্ষ মানুষ

(খ) দন্ডায়মান মানুষ

(গ) বুদ্ধিমান মানুষ

(ঘ) এদের কোনটিই নয়

উত্তর- (ক) দক্ষ মানুষ

প্রশ্ন : হােমো স্যাপিয়েন্স কথার অর্থ

(ক) দন্ডায়মান মানুষ

(খ) জাভা মানব

(গ) বুদ্ধিমান মানুষ

(ঘ) দক্ষ মানুষ।

উত্তর- (গ) বুদ্ধিমান মানুষ

প্রশ্ন : হােমো ইরেক্টাস কথার অর্থ হল

(ক) দক্ষ মানুষ।

(খ) দন্ডায়মান মানুষ

(গ) বুদ্ধিমান মানুষ

(ঘ) কোনটিই নয়

উত্তর- (খ) দন্ডায়মান মানুষ

প্রশ্ন : পিকিং মানব নামে পরিচিত

(ক) হােমাে ইরেক্টাস

(খ) হােমাে হ্যাবিলিস

(গ) সিনানথ্রোপাস।

(ঘ) রােডেশীয় মানব

উত্তর- (গ) সিনানথ্রোপাস

প্রশ্নঃ কোন মানবগােষ্ঠী প্রথম পাথরের হাতিয়ার ব্যবহার শুরু করে ?

(ক) অস্ট্রালােপিথেকাস

(খ) ড্রায়ােপিথেকাস।

(গ) ইজিপ্টেপিথেকাস।

(ঘ) কোনটিই নয়

উত্তর- (ক) অস্ট্রালােপিথেকাস।

প্রশ্ন : ‘হিন্দু রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা

(ক) জি ভান্ডারকার

(খ) এ এস আলতেকর

(গ) এ এল ব্যাসাম

(ঘ) কেউই নন

উত্তর- (খ) এ এস আলতেকর

প্রশ্ন : Archeological Survay of India প্রতিষ্ঠিত হয়েছিল

(ক) ১৮৭৫ সালে।

(খ) ১৮৮১ সালে

(গ) ১৮৮৫ সালে

(ঘ) ১৮৯০ সালে।

উত্তর- (খ) ১৮৮১ সালে।

প্রশ্ন : Political History of Ancient India’ গ্রন্থটির লেখক।

(ক) এ এস আলতেকার

(খ) হেমচন্দ্র রায়চৌধুরী

(গ) রোমিলা থাপার

(ঘ) ভান্ডারকার

উত্তর- হেমচন্দ্র রায়চৌধুরী

প্রশ্ন : উত্তর-পূর্ব ভারতে যে জনগােষ্ঠীর মানুষ বেশি দেখা যায়

(ক) প্রােটো অস্ট্রেলীয়

(খ) মঙ্গোলীয়

(গ) ভূমধ্যসাগরীয়

(ঘ) নর্ডিক

উত্তর- (খ) মঙ্গোলীয়

আর্য কথার অর্থ কী?

(ক) একটি জাতি

(খ) সৎ বংশজাত ব্যক্তি

(গ) একটি ভাষা গােষ্ঠী (ঘ) একটি যাযাবর গােষ্ঠী

উত্তর – সৎ বংশজাত ব্যক্তি

প্রশ্ন : সম্প্রতি গবেষণা অনুসারে ভারতের প্রাচীন সভ্যতার সূচনা হয়েছিল

(ক) মালাবার উপকূলে

(খ) উত্তর-পূর্ব ভারত

(গ) হরপ্পা সভ্যতায়

(ঘ) গাঙ্গেয় উপত্যকায়

উত্তর- (ক) মালাবার উপকূলে

              মেহেরগড় সভ্যতা 

প্রশ্নঃ মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?

(ক) রাভী নদীর তীরে

(খ) বােলান নদীর তীরে

(গ) সরস্বতী নদীর তীরে

(ঘ) কোনটিই নয় 

উত্তর- (খ) বােলান নদীর তীরে

প্রশ্ন : কত সালে মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়?

(ক) 1973 সালে

(খ) 1974 সালে

(গ) 1975 সালে

(ঘ) 1976 সালে

উত্তর- (খ) 1974 সালে

প্রশ্ন : মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন

(ক) জাঁ ফ্রাঁসােয়া জারিজ 

(খ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

(গ) দয়ারাম সাহানি

(ঘ) স্যার জন মাশাল

উত্তর- (ক) জাঁ ফ্রাঁসােয়া জারিজ

প্রশ্ন : মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় আধুনা পাকিস্থানের কোন অঞ্চল থেকে ?

(ক) বেলুচিস্তান থেকে 

(খ) সিন্ধু থেকে

(গ) পাঞ্জাব থেকে

(ঘ) উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে

উত্তর- (ক) বেলুচিস্তান থেকে

প্রশ্ন : মেহেরগড় সভ্যতার মােট কয়টি স্তর আবিষ্কৃত হয়েছে ?

(ক) চারটি

(খ) পাঁচটি

(গ) ছয়টি

(ঘ) সাতটি

উত্তর- (ঘ) সাতটি

প্রশ্ন : মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা ?

(ক) প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা 

(খ) মধ্য প্রস্তর যুগের সভ্যতা

(গ) নব্য প্রস্তর যুগের সভ্যতা 

(ঘ) ধাতব যুগের সভ্যতা

উত্তর- (গ) নব্য প্রস্তর যুগের সভ্যতা

প্রশ্ন : মেহেরগড় সভ্যতার কোন স্তরে ধাতব যুগের ইঙ্গিত পাওয়া যায় ?

(ক) চতুর্থ স্তর

(খ) পঞ্চম স্তর

(গ) ষষ্ঠ স্তর 

(ঘ) সপ্তম স্তর

উত্তর- (গ) ষষ্ঠ স্তর 

প্রশ্ন : মেহেরগড় সভ্যতার কোন স্তরে নব্য প্রস্তর যুগের চিহ্ন পাওয়া যায় ?

(ক) দ্বিতীয় স্তরে

(খ) তৃতীয় স্তরে

(গ) চতুর্থ স্তরে

(ঘ) সপ্তম স্তরে

উত্তর- (ক) দ্বিতীয় স্তরে

প্রশ্ন: মেহেরগড় সভ্যতা আবিষ্কারে জ্যাঁ ফ্ৰাঁসােয়া জারিজকে সাহায্য করেছিল

(ক) দয়ারাম সাহানি

(খ) রিচার্ড মিডাে

(গ) আলেকজান্ডার কানিংহাম

(ঘ) মার্শাল

উত্তর- (খ) রিচার্ড মিডাে

প্রশ্ন : কত সালে মেহেরগড় সভ্যতা গড়ে ওঠে?

(ক) আনুমানিক খ্রিষ্টপূর্ব ১০,০০০ অব্দে

(খ) আনুমানিক খ্রিষ্টপূর্ব ৯,০০০ অব্দে

(গ) আনুমানিক খ্রিষ্টপূর্ব ৭,০০০ অব্দে

(ঘ) আনুমানিক খ্রিষ্টপূর্ব ৫,০০০ অব্দে

উত্তর- (গ) আনুমানিক খ্রিষ্টপূর্ব ৭,০০০ অব্দে

প্রশ্ন : প্রথম কার্পাস চাষের নমুনা পাওয়া যায়-

(ক) হরপ্পায়।

(খ) মেহেরগড়ে

(গ) মহেঞ্জোদাড়ােতে

(ঘ) কোনটিই নয়

উত্তর- (খ) মেহেরগড়ে

প্রশ্ন : প্রাক হরপ্পা সংস্কৃতির প্রাচীনতম নিদর্শন আবিষ্কৃত হয়েছে

(ক) মহেঞ্জোদাড়াে।

(খ) চানহুদারো 

(গ) মেহেরগড় 

(ঘ) কোনটিই নয়

উত্তর- (গ) মেহেরগড়

                হরপ্পা সভ্যতা 

প্রশ্ন : জন মার্শালের মতে ‘হরপ্পা’ কথার অর্থ কী ? 

(ক) মৃতের স্তূপ

(খ) পশুপাখির খাদ্য

(গ) কালাে বালা

(ঘ) কোনটিই নয়

উত্তর- (খ) পশুপাখির খাদ্য

প্রশ্ন : হরপ্পা’ কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?

(ক) রাভী

(খ) শতদ্রু

(গ) ঘর্ঘরা।

(ঘ) ভাদুর

উত্তর- (ক) রাভী 

প্রশ্ন : হরপ্পা নগরের আবিষ্কর্তা কে ?

(ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

(খ) দয়ারাম সাহানি

(গ) আর এস বিস্ত

(ঘ) জে পি যােশী

উত্তর- (খ) দয়ারাম সাহানি

প্রশ্ন : কত সালে হরপ্পা আবিষ্কৃত হয় ?

(ক) 1915 সালে

(খ) 1920 সালে

(গ) 1921 সালে

(ঘ) 1922 সালে

উত্তর- (গ) 1921 সালে

প্রশ্ন : হরপ্পা শহরের আকৃতি কেমন ছিল ?

(ক) আয়তাকার

(খ) বৃত্তাকার

(গ) ত্রিভুজাকার

(ঘ) কোনটিই নয়

উত্তর- (ক) আয়তাকার

প্রশ্ন : হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?

(ক) সিন্ধু

(খ) বিতস্তা

(গ) সরস্বতী

(ঘ) ঘর্ঘরা

উত্তর- (ক) সিন্ধু

প্রশ্নঃ মহেঞ্জোদাড়াে শব্দের অর্থ কী ?

(ক) পশুপতির খাদ্য

(খ) একশৃঙ্গ অশ্ব

(গ) মৃতের স্থূপ

(ঘ) কোনটিই নয়

উত্তর- (খ) মৃতের স্তুপ 

প্রশ্ন : মহেদাড়াে শহরটি কে আবিষ্কার করেন ?

(ক) দয়ারাম সাহানি

(খ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

(গ) ননীগােপাল মজুমদার 

(ঘ) কেউই নন।

উত্তর- (খ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন : কত সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জদাড়াে আবিষ্কার করেন ?

(ক) 1920 সালে

(খ) 1922 সালে

(গ) 1925 সালে

(ঘ) 1928 সালে

উত্তর- (খ) 1922 সালে

প্রশ্ন : মহেদাড়ােতে প্রাপ্ত স্তরের সংখ্যা কয়টি ?

(ক) ছয়টি

(খ) সাতটি

(গ) আটটি

(ঘ) দশটি

উত্তর- (খ) সাতটি

প্রশ্ন : সিন্ধু সভ্যতার বৃহত্তম শহর কোনটি ?

(ক) লােথাল

(খ) মহেঞ্জদাড়াে

(গ) কালিবঙ্গান

(ঘ) ধােলাভিয়া

উত্তর- (খ) মহেঞ্জদাড়াে

প্রশ্ন : হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ?

(ক) প্রাচীন প্রস্তর যুগের 

(খ) মধ্যপ্রস্তর যুগের

(গ) নব্য প্রস্তর যুগের 

(ঘ) তাম্র প্রস্তর যুগের

উত্তর- (ঘ) তাম্র প্রস্তর যুগের

প্রশ্ন : হরপ্পার বেশিরভাগ ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে কোথা থেকে ?

(ক) অবিভক্ত পাঞ্জাব প্রদেশ

(খ) পাকিস্থানের সিন্ধু প্রদেশ

(গ) হরিয়ানায়

(ঘ) রাজস্থান ও গুজরাট থেকে

উত্তর- (ঘ) রাজস্থান ও গুজরাট থেকে

প্রশ্ন : সিন্ধু সভ্যতার কোন নগরে বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছে?

(ক) লােথাল

(খ) মহেঞ্জদাড়াে

(গ) হরপ্পা

(ঘ) কালিবঙ্গান 

উত্তর- (খ) মহেঞ্জদাড়াে

প্রশ্ন : মহেঞ্জদাড়াে কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?

(ক) রাভী

(খ) সিন্ধু

(গ) ভােগাবর।

(ঘ) ঘর্ঘরা

উত্তর- (খ) সিন্ধু

প্রশ্ন : চ্যালকোলিথিক যুগের সভ্যতার উদাহরণ হল-

(ক) মেহেরগড় সভ্যতা 

(খ) হরপ্পা সভ্যতা

(গ) বৈদিক সভ্যতা

(ঘ) মৌর্য সভ্যতা

উত্তর- (খ) হরপ্পা সভ্যতা

সিন্ধু সভ্যতার কোন শহরে বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে?

(ক) হরপ্পা

(খ) লােথাল

(গ) মহেদাড়াে।

(ঘ) কালিবান

(ক) হরপ্পা

‘হরপ্পায় প্রাপ্ত শস্যাগার কৃষি উৎপাদনের স্বচ্ছলতার পরিচয় দেয় – এই মন্তব্যটি কে করেছেন?

(ক) রােমিলা থাপার 

(খ) ডি ডি কোশাম্বী

(গ) এ এল ব্যাসাম।

(ঘ) রামশরন শর্মা

(গ) এ এল ব্যাসাম

হরপ্পা সভ্যতা হল————-

(ক) প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা

(খ) প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা

(গ) ঐতিহাসিক যুগের সভ্যতা

(ঘ) লৌহ যুগের সভ্যতা

(খ) প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা

হরপ্পা বর্তমান কোন জেলায় অবস্থিত?

(ক) সিন্ধু প্রদেশের লারকানা জেলায়

(খ) পাঞ্জাবের মন্টগােমারী জেলায়।

(গ) গুজরাটে

(ঘ) কোনটিই নয়

(খ) পাঞ্জাবের মন্টগােমারী জেলায়

মহেঞ্জদাড়াে বর্তমান কোন জেলায় অবস্থিত?

(ক) সিন্ধু প্রদেশের লারকানা জেলায়

(খ) পাঞ্জাবের মন্টগােমারি জেলায়

(গ) হরিয়ানা।

(ঘ) উত্তরপ্রদেশ

(ক) সিন্ধু প্রদেশের লারকানা জেলায়

হরপ্পা সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্র কোনটি ?

(ক) দাইমাবাদ

(খ) ধােলাভিরা

(গ) লােথাল

(ঘ) রংপুর

(খ) বােলাভিরা

লােথাল কোন নদীর তীরে অবস্থিত?

(ক) সিন্ধু

(খ) রাভী

(গ) ভােগাবর

(ঘ) বিতস্তা

উত্তরঃ (গ) ভোগাবর।

হরপ্পা সংস্কৃতিতে ধান চাষের চিহ্ন কোথায় পাওয়া যায় ?

(ক) চানহুদারাে

(খ) ধােলাভিরা

(গ) সুকাজেন্দোর

(ঘ) লোথাল

উত্তর: (ঘ) লােথাল।

প্রশ্ন: হরপ্পা সংস্কৃতির স্বাভাবিক পােতাশ্রয় কোথায় গড়ে উঠেছিল?

(ক) হরপ্পা।

(খ) লােথাল।

(গ) রংপুর

(ঘ) কালিবঙ্গান

উত্তর: (খ) লােথাল

লােথাল নগরীর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?

(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(খ) জন মার্শাল

(গ) এস আর রাও

(ঘ) দয়ারাম সাহানি

উত্তর: (গ) এস আর রাও

প্রশ্ন: কালিবান কোন নদীর তীরে অবস্থিত?

(ক) সিন্ধু ।

(খ) রাভী

(গ) ঘর্ঘরা

(ঘ) শতদ্রু

উত্তর:(গ) ঘর্ঘরা

কালিবান কথার অর্থ হল—

(ক) মৃতের স্তুপ।

(খ) শষ্যাগার

(গ) কালাে বালা।

(ঘ) পশুপতির খাদ্য

(গ) কালাে বালা

হরপ্পার কোন কেন্দ্রে যজ্ঞকুণ্ড আবিষ্কৃত হয়েছে?

(ক) কালিবঙ্গন

(খ) রংপুর।

(গ) ধােলাভীরা

(ঘ) কোটডিজি

(ক) কালিবঙ্গান 

হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে স্টেডিয়া পাওয়া যায় ?

(ক) চানহুদারাে

(খ) রংপুর

(গ) ধােলাভিরা

(ঘ) লােথাল

(গ) ধােলাভিরা

উন্নত জলনিকাশি ব্যবস্থা লক্ষ্য করা যায়- হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটিতে?

(ক) লােথাল

(খ) কালিবঙ্গন।

(গ) সুকাগেন্দর।

(ঘ) ধােলাভিরা

(ঘ) ধােলাভিরা

প্রাক্ হরপ্পা থেকে প্রকৃত হরপ্পার পরিপূর্ণ সভ্যতার নিদর্শন কোথায় আবিষ্কৃত হয়েছে?

(ক) সুকাজের অঞ্চলে। 

(খ) আমারঅলে

(গ) বনওয়ালি অঞ্চলে

(ঘ) কোটডিজি অঞ্চলে

(খ) আমারঅঞ্চলে।

ইরানের কোন সীমান্ত অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?

(ক) কোটডিজি অঞ্চলে

(খ) সুকাজেন্দের অঞ্চলে

(গ) আমরী অঞ্চলে

(ঘ) কোনটিই নয়

(খ) সুকাজেন্দের অঞ্চলে।

কোন নদীর তীরে অতি সাম্প্রতি হরপ্পা সংস্কৃতির অধিকাংশ কেন্দ্র আবিষ্কৃত হয়েছে?

(ক) রাভী

(খ) সরস্বতী

(গ) ঘর্ঘরা

(ঘ) শতদ্রু

(খ) সরস্বতী

চানহুদারাে কে আবিষ্কার করেন?

(ক) ননীগােপাল মজুমদার।

(খ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

(গ) এস আর রাও

(ঘ) আর এস বিস্ত

উত্তরঃ (ক) ননীগােপাল মজুমদার

হরপ্পার বনওয়ালি কেন্দ্রটি কে আবিষ্কার করেন?

(ক) এস আর রাও

(খ) ননীগােপাল মজুমদার

(গ) ডি শর্মা

(ঘ) আর এস বিস্ত

(ঘ) আর এস বিস্ত

প্রশ্ন: হরপ্পার কোন কেন্দ্র থেকে ঘােড়া ব্যবহারের তথ্য পাওয়া যায় ?

(ক) কোটডিজি

(খ) কালিবঙ্গান

(গ) সুরকোটাডা

(ঘ) রংপুর

উত্তরঃ (গ) সুরকোটা

প্রশ্নঃ হরপ্পা সংস্কৃতি ছিল মূলত

(ক) মাতৃতান্ত্রিক

(খ) পিতৃতান্ত্রিক

(গ) কৌম

(ঘ) কোনটিই নয়

উত্তর: (ক) মাতৃতান্ত্রিক

প্রঃ কোন পশুকে হরপ্পাবাসীরা পােষ মানাতে পারেনি

(খ) গােরু

(গ) ঘােড়া।

(ঘ) মােষ

(গ) ঘােড়া।

সিন্ধুবাসীরা যে শস্যর উৎপাদন জানত না সেটি হল

(ক) যব

(খ) গম

(গ) আখ

(ঘ) তুলাে

(গ) আখ

সিন্ধু সভ্যতার যুগে মানুষ—-

(ক) চাষবাস করত।

(খ) লােহার ব্যবহার জানত

(গ) মুদ্রা প্রচলন করেছিল 

(ঘ) গুহায় বসবাস করত

(ক) চাষবাস করত

সিন্ধু সভ্যতায় কোন অর্থকারী ফসল উৎপন্ন হত?

(ক) রাবার।

(খ) রেশম

(গ) কার্পাস ও তুলা

(ঘ) ভুট্টা

(গ) কার্পাস ও তুলা

হরপ্পাবাসীদের কোন শিল্পের সঙ্গে বর্তমান পাঞবের শিল্পের মিল দেখা যায় ?

(ক) হাতির দাঁতের শিল্প

(খ) ধাতু শিল্প

(গ) জাহাজ শিল্প

(ঘ) কার্পাস বা সুতিবস্ত্র শিল্প

(ঘ) কার্পাস বা সুতিবস্ত্র শিল্প

কোন ঐতিহাসিকদের মতে- ‘হরপ্পার শাসনব্যবস্থা ছিল পুরােহিততান্ত্রিক?

(ক) জাতীয়তাবাদী ঐতিহাসিক 

(খ) মার্কসীয় ঐতিহাসিক

(গ) ঔপনিবেশিক ঐতিহাসিক

 (ঘ) সংশােধনবাদী ঐতিহাসিক

(গ) ঔপনিবেশিক ঐতিহাসিক

কোন ধাতুর ব্যবহার সিন্ধু বাসীদের অজানা ছিল?

(ক) তামা

(খ) লােহা

(গ) ব্রোঞ্জ

(ঘ) সােনা।

(খ) লােহা

সিন্ধু সভ্যতার প্রধান খাদ্যশস্য হল

(ক) গম ও যব

(খ) কার্পাস ও গম

(গ) ধান ও গম

(ঘ) ভুট্টা ও ধান

(ক) গম ও যব

সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল(ক) পশুপালন

(খ) কৃষিকাজ

(গ) বানিজ্য

(ঘ) কোনটিই নয়

(খ) কৃষিকাজ

যেটি সিন্ধু লিপির বৈশিষ্ট্য ছিল না।

(ক) এটি ছিল চিত্রলিপি

(খ) এটি ডানদিক থেকে বামদিকে লেখা হত, আবার বাম দিক থেকে ডান।

দিকে লেখা হয়েছে।

(গ) এটি লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি

(ঘ) এতে 400 টি লিপি ছিল

(ঘ) এতে 400 টি লিপি ছিল

ভারতীয়দের মধ্যে কে সিন্ধু সভ্যতার শিলালিপি পাঠোদ্ধারের চেষ্টা করেছেন?

(ক) নৃতাত্ত্বিকবিদ এম. আর. মহাদেবন

(খ) জন মার্শাল

(গ) মার্টিমার হুইলার

(ঘ) এদের কেউই নন

(ক) নৃতাত্ত্বিকবিদ এম. আর. মহাদেবন

হরপ্পার খননকার্যে যে বিখ্যাত নৃত্যরত নর্তকীর মূর্তিটি পাওয়া গেছে সেটি কি দিয়ে তৈরী ?

(ক) লােহা

(খ) ব্রো

(গ) টেরাকোটা

(ঘ) লাল চুনাপাথর

Ans:(খ) ব্রো

হরপ্পা সভ্যতায় বানিজ্যিক লেনদেন চলত

(ক) কড়ি

(খ) বিনিময় ব্যবস্থার মাধ্যমে

(গ) মুদ্রার মাধ্যমে

(ঘ) সােনা ব্যবহার করে

Ans:(খ) বিনিময় ব্যবস্থার মাধ্যমে

সিল্কবাসীরা ল্যাপিস ল্যাজুলি নামক মূল্যবান পাথর আমদানি করত কোথা থেকে?

(ক) মেসােপটেমিয়া থেকে

(খ) দক্ষিন ভারত থেকে

(গ) আফগানিস্থান থেকে 

(ঘ) পারস্য থেকে

Ans:(গ) আফগানিস্থান থেকে

কোন কোন বিশেষ পন্য সিন্ধু উপত্যকা থেকে মেসােপটেমিয়ায় রপ্তানি করা হত?

(ক) সােনা, রূপাে

(খ) বিভিন্ন অলংকার, মশলা

(গ) খাদ্যশস্য

(ঘ) ল্যাপিস ল্যাজুলী

Ans:(খ) বিভিন্ন অলংকার, মশলা

সিন্ধুবাসীরা সােনা আমদানি করত কোথা থেকে?

(ক) আফগানিস্থান থেকে 

(খ) মহীশূর থেকে

(গ) বিহার থেকে

(ঘ) কোনটিই নয়

Ans:(খ) মহীশূর থেকে

হরপ্পাবাসীদের প্রধান রপ্তানীকারক দ্রব্য কী ছিল?

(ক) সুতিবস্ত্র

(খ) হাতির দাঁতের কারুকার্য করা জিনিস

(গ) চুনাপাথর

(ঘ) সােনা, তামা

Ans:(খ) হাতির দাঁতের কারুকার্য করা জিনিস

হরপ্পাবাসীরা তামা আমদানি করত কোথা থেকে?

(ক) আফগানিস্থান

(খ) পারস্য

(গ) রাজস্থানের ক্ষেত্রী 

(ঘ) মহারাষ্ট্র

Ans:(গ) রাজস্থানের ক্ষেত্রী

জেড পাথর কোথা থেকে আমদানি করত হরপ্পাবাসীরা?

(ক) রাজস্থান

(গ) দক্ষিণ ভারত

(খ) মধ্য এশিয়া

(খ) মধ্য এশিয়া

Ans:(ঘ) পারস্য 

পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে।

(ক) হরমা সভ্যতায়।

(খ) মেহেরগড় সভ্যতায়

(গ) বৈদিক সভ্যতায়

(ঘ) কোনটিই নয়

Ans:(ক) ইরমা সভ্যতায়

সিন্ধুবাসীরা কোন উপকূলের মাধ্যমে বানিজ্য করত

(ক) মাকরান উপকূল 

(খ) গুজরাট উপকূল

(গ) কোঙ্কন উপকূল 

(ঘ) মালাবার উপকূল

Ans:(ক) মাকরান উপকূল

মার্কসীয় দর্শন অনুসারে প্রাচীন ভারতে ক্রীতদাস প্রথা উদ্ভব ঘটে

(ক) সিন্ধু সভ্যতার সময় 

(খ) বৈদিক যুগে

(গ) মৌর্য যুগে

(ঘ) মৌর্য পরবর্তী যুগে

Ans:(ক) সিন্ধু সভ্যতার সময়

সিন্ধু বাসীদের সমাধি প্রক্রিয়ায় বিশেষত্ব থেকে জানা যায় আবিষ্কৃত কবরস্থান হল

(ক) পাঁচটি

(খ) ছয়টি

(গ) সাতটি

(ঘ) আটটি

Ans:(খ) ছয়টি

লােথাল কোথায় অবস্থিত?

(ক) পাঞ্জাব

(খ) গুজরাট

(গ) রাজস্থান

(ঘ) হরিয়ানা।

Ans:(খ) গুজরাট

হরপ্পা সভ্যতার কেন্দ্র কালিঙ্গান কোন প্রদেশে অবস্থিত?

(ক) বালুচিস্থান

(খ) পাঞ্জাব

(গ) রাজস্থান

(ঘ) কোনটিই নয়

Ans:(গ) রাজস্থান

হরপ্পাবাসীদের মধ্যে কোন কোন পূজার অস্থিত্ব ছিল ?

(ক) আদি শিবের পূজা

(খ) লিঙ্গের পূজা

(গ) পিপ্পলি বৃক্ষ, জল, আগুন, নদীর পুজা

(ঘ) উপরের সবগুলি

Ans:(ঘ) উপরের সবগুলি

সিন্ধু সভ্যতায় কোন পশুর ছবি পাওয়া যায়নি ?

(খ) গরু

(গ) বাঘ

(ঘ) কোনটিই নয়

Ans:(খ) গরু

একাধিক মৃতদেহ সমাধির চিহ্ন পাওয়া গেছে।

(ক) রংপুর থেকে।

(খ) ভােলভিরা থেকে

(গ) আলমগিরপুর থেকে 

(ঘ) বনওয়ালি থেকে

Ans:(খ) ধােলভিরা থেকে

প্রত্নতাত্ত্বিকদের মতে উত্তর ভারতে কবে ভয়াবহ ভূমিকম্প হয় ?

(ক) খ্রীঃপূঃ 1500 অব্দে 

(খ) খ্রীঃপূঃ 1700 অব্দে

(গ) খ্রীঃপূঃ 1900 অব্দে 

(ঘ) খ্রীঃপূঃ 2200 অব্দে

Ans: (গ) খ্রীঃপূঃ 1900 অব্দে

হরপ্পাসভ্যতার ধ্বংস আর্য আক্রমনের ফলে ঘটে- এই মত কে উপস্থাপন করেন?

(ক) মার্শাল

(খ) রােমিলা থাপার

(গ) এ এল ব্যাসাম

(ঘ) মাটিমার হুইলার

Ans:(গ) এ এল ব্যাসাম

‘প্লাবনে সিন্ধু সভ্যতা ধ্বংস প্রাপ্ত হয়’- এই মতটি কে উপস্থাপন করেছেন?

(ক) এম আর সাহানী 

(খ) মার্টিমার হুইলার

(গ) ডি এফ হােলস।

(ঘ) কেউই নন

Ans:(ক) এম আর সাহানী।

সিন্ধু সভ্যতার সমসাময়িক একটি অ-ভারতীয় সভ্যতা হল

(ক) লােথাল সভ্যতা

(খ) চৈনিক সভ্যতা

(গ) জাপানি সভ্যতা

(ঘ) কোনটিই নয়

Ans:(খ) চৈনিক সভ্যতা

সিন্ধু সভ্যতার সীলমােহরে কোন দেবতার মূর্তি খােদাই করা থাকত?

(খ) বরুন

(গ) পশুপতি শিব

(ঘ) অগ্নি

Ans:(গ) পশুপতি শিব

সিন্ধু সভ্যতার প্রাদেশিক রাজধানী কোন শহরকে বলা হয় ?

(ক) লােথাল

(খ) রংপুর

(গ) সুকাজের

(ঘ) রাখিগরহী

Ans:(ঘ) রাখিগরহী