পশ্চিমবঙ্গ পুলিশ / আবগারি পুলিশ /ইতিহাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর l

ইতিহাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
PART NUMBER – – – – – 2

  1. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে শুরু হয়েছিল?– ১৫৫৬ খ্রীঃ

197.হলদিঘাটের যুদ্ধ কবে শুরু হয়েছিল। ?- ১৫৭৬ খ্রীঃ

198.রানাপ্রতাপ কোন যুদ্ধে মােঘলদের কাছে পরাজিত হয় ?–হলদিঘাটের যুদ্ধে

  1. “দীন-ই-ইলাহী’ কে প্রবর্তন করেন ? = আকবর
  2. ‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন?– আবুল ফজল

201 .আকবরের রাজসভা শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কে ছিলেন ?—তানসেন

  1. বীরবল কে ছিলেন?-~~-আকবরের প্রধান মন্ত্রী।

203.মিয়া তানসেন কেন বিখ্যাত ছিলেন? সংগীতজ্ঞ হিসাবে।

  1. মনসবদারি প্রথা কে প্রচার করেছিলেন ?-~~- আকবর
  • আকবর কত খ্রিস্টাব্দে দীন-ই-ইলাহী” ধর্মমত চালু করেন?- ১৫৮২
  • ‘জাবতি প্রথা কে প্রবর্তন করেন?– আকবর
  • তজুক ই জাহাঙ্গিরী’গ্রন্থের রচয়িতা কে ছিলেন?– জাহাঙ্গীর
  • শাহজাহান কবে মােঘল সিংহাসনে বসেন ?~~-১৬২৮ খ্রীঃ
  • কোন মোঘল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রে ভারতে আসেন ?– জাহাঙ্গীর
  • তাজমহল কার নির্দেশে নির্মিত হয়েছিল ?— শাহজাহান
  • ময়ূর সিংহাসানের শিল্পী কে ছিলেন?- বেবাদল খাঁ।

212 ঔরঙ্গজেব করে মোঘল সিংহাসনে বসেন ?–১৬৫৮ খ্রীঃ

. কোন শিখ গুরু লদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন?– গুরু গোবিন্দ সিং

  • শিখদের দশম গুরু কে ছিলেন ?—গুরু গোবিন্দ সিংহ
  • তেগবাহাদুর কে ছিলেন ?–নবম গুরু।
  • কার আমলে মােঘল সাম্রাজ্যের সীমা সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল?– ঔরঙ্গজেব

217 কত খ্রিস্টাব্দে ওরঙ্গজেবের মৃত্যু ঘটে?–১৭০৭

  1. মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?–শিবাজী

219.শিবাজীর পতাকার নাম কী ছিল ?- ডাগোয়া ঝান্ডা

220)শিবাজির রাজ্য অভিষেক কবে হয়েছিল ?– ১৭৬৪

221.নাদির শাহ করে ভারত আক্রমণ করেন ?– ১৭৩৯

  1. একজন ভক্তিবাদী সাধকের নাম লেখ ?– নানক
  • দোঁহা কী?—কবিরের উপদেশ
  • দাদু কে ছিলেন?- মধ্যযুগে একজন ভক্তিবাদী সাধু
  • ‘আলাই দরওয়াজা’ কে নির্মাণ করেন?– আলাউদ্দিন খলজি
  • মােঘল যুগে কামবাক্স কাকে বলা হত ?– ঔরঙ্গজেবের পুত্রকে
  • ‘কুতুবমিনার’ কার স্মৃতি রক্ষায় নির্মিত হয় ?—খাজা কুতুবউদ্দিনের
  • মােঘল আমলে একজন বিখ্যাত চিত্রকরের নাম উল্লেখ কর।—বিযেন দাস
  • ‘আড়াই-দিন-কা ঝােপড়া’ কে নির্মাণ করেন— কুতুবউদ্দিন আইবক
  • পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে?– বরােবুদুরের স্তুপ
  • আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?—মালদহের পান্ডুয়ায়
  • দিল্লির পুরানা কিল্লা’ কে নির্মাণ করেন?—শেরশাহ
  • দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল ?—শাহজাহান
  • কোন মন্দিরকে ‘কৃষ্ণ প্যাগােডা’ বলা হয় ?—কোনারকের সূর্যমন্দির
  • ভক্তি শব্দের অর্থ কী?– ভজন

236, তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন?– ঈষা খাঁ।

  1. কোন সুলতানকে বাংলার আকবর বলা হয়?- সুলতান হুসেন শাহ
  • কে কাশ্মিরের আকবর নামে পরিচিত?— জয়নুল আবেদিন
  • মৈথলী কোকিল’ কাকে বলা হয়?- বিদ্যাপতিকে
  • শ্ৰীকৃবিজয়’ কার লেখা?–মালাধর বসু
  • ‘মনসামঙ্গল কাব্য কার রচনা?— বিজয়গুপ্ত
  • বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?– সিরাজউদ্দৌলা

243.ভাস্কো দা গামা কবে ভারতে আসেন ?—১৪৯৮

  1. ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? পাের্তুগালের
  • কত খ্রিস্টাব্দে কোলকাতা নগরীর পত্তন ঘটে?- ১৬৯০
  • বাংলায় পাের্তুগিজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল?—হুগলি
  • স্যার টমাসরাে কত খ্রিস্টাব্দে জাহাঙ্গিরের দরবারে উপস্থিত হয়েছিলেন?—১৬১৫
  • ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার দত্তক কে প্রদান করেছিলেন ?– সম্রাট ফারুকশিয়ার
  • বাংলায় ফরাসীদের প্রধান ঘাঁটি কোথায় ছিল?—চন্দননগর
  • ফোর্ড উইলিয়াম দুর্গ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?- ১৭০০
  • কার নাম অনুসারে ফোর্ড উইলিয়াম দুর্গের নামকরণ হয়েছিল?– তৃতীয় উইলিয়াম
  • কত খ্রিস্টাব্দে সম্রাট ফারুকশিয়ার কোম্পানীকে দেওয়ানী প্রদান করেছিল?– ১৭১৭
  • ভারতে তামাকের প্রচলন করেছিলেন কারা ?– পাের্তুগিজরা
  • নবাবি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?– মুর্শিদাবাদ
  • কে বাংলা দেশকে ‘রেশম ভাঙার’ বলে উল্লেখ করেছিলেন? মানুচি
  • মােঘল যুগে একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম কী?—গুজরাত
  • কত খ্রিস্টাব্দে ইউরােপ থেকে ভারতে আসার জলপথ আবিস্কৃত হয় ?– ১৪৯৮
  • ‘চেটিয়ার’ নামে কারা পরিচিত ?– তামিলনাড়ুর বণিক শ্রেণি
  • কোলকাতা নগরীর পত্তন কে করেন?—জব চার্ণক
  • বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?—রবার্ট ক্লাইভ
  • দস্তক কী?– শুল্কহীন ব্যবসা বাণিজ্য
  • আলিনগরের সন্ধি কত সালে হয়েছিল?- ১৭৫৭
  • আলিনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?– সিরাজউদ্দৌলা ও ইংরেজ।
  • এলাহাবাদের প্রথম সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?–১৭৬৫
  • পলাশির যুদ্ধ কবে হয়েছিল?–১৭৫৭

266, কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?– ফরাসী ও ইংরেজ

  1. প্রথম কর্নাটকের যুদ্ধ কবে হয়েছিল?- ১৭৬৪
  • ইংরেজরা কত খ্রিস্টাব্দে চন্দননগর দখল করেছিলেন?-১৭৫৭
  • বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?–১৭৬৪
  • বিদারার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?—১৭৫৯
  • বিদারার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?– ওলন্দাজ ও ইংরেজ
  • মিরজাফরের পর বাংলার নবার কে হন?– মিরকাশিম
  • মিরজাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে হন?—নজম উদ-দৌলা
  • হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?- ১৮১৭
  • সিরাজ উদ-দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন?- মিরজাফর।

276, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল?- ১৭৫৬

277, এলাহাবাদের প্রথম সন্ধি কালের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?— সুজা উদ-দৌলা ও ইংরেজ

  1. কোন নবাবের নাম অনুসারে মুর্শিদাবাদ নামকরণ হয় ?– মুর্শিদকুলি খাঁ
  • নাদির শাহের ভারত আক্রমণ কালে মােঘল সম্রাট কে ছিলেন?—মহম্মদ শাহ
  • অন্ধকূপ হত্যার নায়ক কে ছিলেন?– সিরাজ উদ-দৌলা
  • ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল?-১৭৭০
  • ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন ?– নজম উদ-দৌলা
  • ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গর্ভনর জেনারেল কে ছিলেন ?– লর্ড কার্টিয়ার
  • এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে হয়েছিল?–১৭৬৪
  • সিরাজউদৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?- ১৭৫৬
  • সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয় কত খ্রিস্টাব্দে?- ১৭৬৩
  • স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠা কে করেন?– নিজাম-উল-মুলুক
  • কলকাতার নাম কে আলিনগর রেখেছিলেন ?—সিরাজউদদৌলা।
  • কত খ্রিস্টাব্দে সিরাজ কলকাতা আক্রমণ করেন ?- ১৭৫৬
  • সিরাজের কলকাতা আক্রমণ কালে ইংরেজ গভর্নর কে ছিলেন ?– ড্রেক
  • ইংরেজরা কত সালে পণ্ডিচেরী অধিকার করে?– ১৭৬০
  • আই-লা-স্যাপেলের’ সৃপ্তি স্বাক্ষরিত হয়েছিল কবে?-১৭৪৮
  • বাংলার নবাবি আমলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?– মুরশিদকুলি খাঁ।
  • দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়?- ১৭৪৯
  • তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল?—১৭৫৬।

296, বন্দিবাসের যুদ্ধ কবে শুরু হয়েছিল?- ১৭৬০

  1. বন্দিবাসের যুদ্ধে কারা জয়লাভ করে?- ইংরেজ
  • দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন ?– নজম উদ-দৌলা

299, দেওয়ানি লাভের সময় কলকাতার গভর্নর জেনারেল কে ছিলেন ?– লর্ড ক্লাইভ

  1. কোন সময়কালকে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায় বলা হয়?- ১৭৫৭-১৭৬৫
  • আকবর কত খ্রিস্টাব্দে বাংলা দখল করেন ?– ১৫৭৬
  • পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল?- ১৭৬১
  • শ্রীরাপত্তমের সন্ধি কবে হয়েছিল?- ১৭৯০
  • কত খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়?- ১৭৬৭
  • কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশুর যুদ্ধের অবসান ঘটে?—মাদ্রাজের সন্ধি

306, ‘সলবই এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়?- ১৭৮২

307, লন্ডনে ‘প্রথম গােলটেবিল বৈঠক’ কত খ্রিস্টাব্দে বসে ?- ১৯৩০

  1. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?– টিপু সুলতান ও ইংরেজ
309. দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়?– ১৭৮০
310. কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?— ওয়ারেন হেস্টিংস
311. কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?—চতুর্থ ইজ্জা মহীশূর
312. কত খ্রিস্টাব্দে প্রথম ‘রেগুলেটিং অ্যাক্ট পাশ করা হয়?- ১৭৭৩
313. কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে ?- ১৭৭২
314. বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল?– ১৮০২
315. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ কবে প্রতিষ্ঠিত হয়?– ১৮০০
316. দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে শুরু হয়েছিল ?– ১৮০৩
317. তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়েছিল?– ১৮১৭
318. পােটোনােভার যুদ্ধ কবে হয়েছিল?— ১৭৮১
319. ম্যাঙ্গালােরের সন্ধি কবে হয়েছিল ?—১৭৮৪
320. তৃতীয় ইঞ্জা মহীশূর যুদ্ধ কবে হয়েছিল?- ১৭৯০
321. অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?– ১৮০৯
322. সগৌলির সন্ধি কবে সাক্ষরিত হয়?- ১৮১৬
323. সুরাটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?- ১৭৭৫
324. ভারতে কোন গভর্নর জেনারেল ‘সত্ত্ববিলােপ নীতি’ প্রবর্তন করেন ?– লর্ড ডালহৌসী
325. বাংলার প্রথম গর্ভনর জেনারেল কে?— ওয়ারেন হেস্টিংসে।
326, ‘ইন্ডিয়ান পেনাল কোড’ কার আমলে রচিত হয় ?– লর্ড বেন্টিঙ্ক
327. মাহে কাদের উপনিবেশ ছিল?– ফরাসীদের
328. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?– রণজিৎ সিংহ ও ইংরেজ
329. কোন গভর্নর পিন্ডারি দস্যুদের দমন করেছিলেন?- লর্ড বেন্টিঙ্ক
330. ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয় ?– নানা ফড়নবিশ
331. ‘সব লাল হাে জায়েগা’ কথাটি কার ?— রণজিৎ সিং-এর
332. কে ‘অধীনতামূলক মিত্ৰতা’ নীতি প্রবর্তন করেন ?- লর্ড ওয়েলসলি
333. ‘চিলিয়ানওয়ালা’ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?- শিখ ও ইংরেজ
334. কোন গভর্নর জেনারেল পঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?—লর্ড ডালহৌসী।
335. কত খ্রিস্টাব্দে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় ?– ১৮৪৯
336. ইয়ান্দাবুর সন্ধি’ কত সালে হয়েছিল?- ১৮২৬
337, ‘মাদ্রাজের সন্ধি’ কবে হয়েছিল?—১৭৬৯ খ্রিঃ
338. কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গা, মহীশূর যুদ্ধ শুরু হয়?- ১৭৯৯
339. প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয় কবে?-১৭৭৫ খ্রিঃ
340. হায়দার আলি কবে মহীশূরের ক্ষমতা দখল করেন ?– ১৭৬১
341. ‘প্রথম ইঙ্গ নেপাল’ যুদ্ধ কবে হয়েছিল ?– ১৮১৪
342. কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়?- ১৭৮১ খ্রিঃ
343. পিটের ভারত শাসন কবে পাশ করা হয়?- ১৭৮৪ খ্রিঃ
344. আমিনি কমিশন কবে গঠিত হয়?- ১৭৭৬ খ্রিঃ
345. ভ্রাম্যমান আদালত কে স্থাপন করেন ?– লর্ড কর্নওয়ালিস
346. নিয়মিত পুলিশ বাহিনী কে প্রথম গড়ে তােলেন ?– লর্ড কর্ণওয়ালিস
347. তৃতীয় পানিপথের যুদ্ধে কারা পরাজিত হয়েছিল?— মারাঠারা
348. অমৃতসর সরােবর কে খনন করেন ?– শিখ গুরু রামদাস
349. ইংরেজ বণিকদের প্রথম রাজনৈতিক আধিপত্য কোথায় প্রতিষ্ঠিত হয় ?—বাংলাদেশে
350. কাটোয়া, গিরিয়া ও উদয়নালা যুদ্ধে পরাজিত হয়ে মিরকাশিম কোথায় আশ্রয় নেয় ?– অযােধ্যায়
351. হায়দার আলির মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে ?– ১৭৮২
352. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কবে?- ১৭৯৩
353, কার নেতৃত্বে ঢাকায় গুপ্ত বিপ্লবী দল বি.ডি.-এর জন্ম হয়?— হেমচন্দ্র ঘােষ
354. শ্রীরামপুর ব্যাপটিস্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?–১৮০০
355. কোলকাতায় হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?– ১৮২৭
356. ভারতে ইংরেজী শিক্ষাকে কবে সরকারী নীতি হিসাবে ঘােষণা করা হয়?- ১৮৩৫
357. চার্লস উডের নির্দেশনামা প্রকাশিত হয় কবে?—১৮৫৪
358. বাংলাদেশে দ্বৈতশাসন ব্যবস্থার প্রবর্তন করেন কোন গভর্নর ?– লর্ড ক্লাইভ
359. কোন বড়লাট ভারতে ইংরেজী শিক্ষাখাতে সরকারী অর্থ ব্যায়ের সিদ্ধান্ত নেয়?– লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
360. প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি কে?– সত্যেন্দ্রনাথ ঠাকুর
361. মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে ?– ১৮২১
362, ১৭৬৪ খ্রিঃ বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন ?– মীরকাশিম
363. রেগুলেটিং অ্যাক্ট কবে পেশ করা হয়?—১৭৭৩ খ্রিস্টাব্দে
364. কাকে মহীশূর ‘শার্দুল’ বলা হয় ?– টিপু সুলতান।
365. বাংলায় একশালা ও দশশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?– লর্ড কর্ণওয়ালিস
366. লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে কে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশােধ নেয়?— সর্দার উধম সিং
367. ভাইয়াচারি বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয়?—পাঞ্জাবে।
368. কোলকাতায় সুপ্রিম কোর্ট কে চালু করেন ?
-ওয়ারেন হেস্টিংস
369. সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?—১৭৬৩
370. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত ?– সন্ন্যাসী বিদ্রোহ
371. সন্নাসী বা ফকির বিদ্রোহের একজন নেতার নাম লেখ।- ভবানী পাঠক
372. ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে কোন বিদ্রোহ ভয়াবহ আকার ধারণ করে?– রংপুর বিদ্রোহ
373. কত খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহের সূচনা হয়েছিল?
374. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সংগঠিত হয়েছিল কার নেতৃত্বে?– সূর্যসেন
375. চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল?- ১৭৬৮
376. আবু তােরাপের নেতৃত্বে কোথায় কৃষক বিদ্রোহ ঘটেছিল?—সন্দীপে
377. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে ছিলেন?– সৈয়দ আহমদ
378. ভারতে কমিউনিস্ট আন্দোলনের জনক বা প্রবর্তক রূপে কে পরিচিত?— মানবেন্দ্রনাথ রায়
379, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?—হাজি শরিয়ৎ উল্লাহ
380. কোল বিদ্রোহের একজন অন্যতম নায়কের নাম লেখ।–সুইমুণ্ডা
381. সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?—১৮:৫৫
382. বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য কী ছদ্মনামে বাটাভিয়া গিয়েছিলেন?— এম.এন. রায়
383. কোন মাঠে প্রায় ১০০০০ সাঁওতাল সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘােষণা করেন?—ভাগনাডিহির মাঠে
384. কত খ্রিস্টাব্দে সিপাই বিদ্রোহ শুরু হয়েছিল?- ১৮৫৭
385. সিপাই বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?—মঙ্গল পাণ্ডে
386, মানবেন্দ্রনাথ রায় কোথায় মার্কসবাদে দীক্ষিত হন?– মেক্সিকো।
387. বাংলায় নীলচাষীদের ওপর নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?– হিন্দু পেট্রিয়ট
388, কোন গভর্নর জেনারেলের সময় ভারতে সিপাই বিদ্রোহ শুরু হয়?- লর্ড ক্যানিং
389. নীলবিদ্রোহকে কেন্দ্র করে কাকে বাংলার নানাসাহেব বলা হয়?—রামরতন মল্লিককে
39). শিশির কুমার ঘােয কোন পত্রিকার সম্পাদক ছিলেন ?—অমৃতবাজার
391. কোথায় প্রথম মুণ্ডা বিদ্রোহের সূচনা হয়েছিল?– ছােটনাগপুরে
392. কে প্রথম ১৮৫৭-এর মহাবিদ্রোহকে ‘প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলে ঘােষণা করেছিলেন?– বিনায়ক দামােদর সাভারকর
393. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?– লর্ড ক্যানিং
394. ব্রিটিশ শাসনের প্রথম শতকের একটি কৃষক বিদ্রোহের নাম কর।- ফরাজি বিদ্রোহ
395. “ওয়াহাবি’ কথার অর্থ কী?– নবজাগরণ
396, ভাইসরয় কথাটির অর্থ কী?—রাজপ্রতিনিধি
397. কোন সালে সন্দীপের বিদ্রোহ শুরু হয়েছিল?- ১৭৬৯