
ইতিহাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
PART NUMBER – – – – – 2
- দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে শুরু হয়েছিল?– ১৫৫৬ খ্রীঃ
197.হলদিঘাটের যুদ্ধ কবে শুরু হয়েছিল। ?- ১৫৭৬ খ্রীঃ
198.রানাপ্রতাপ কোন যুদ্ধে মােঘলদের কাছে পরাজিত হয় ?–হলদিঘাটের যুদ্ধে
- “দীন-ই-ইলাহী’ কে প্রবর্তন করেন ? = আকবর
- ‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন?– আবুল ফজল
201 .আকবরের রাজসভা শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কে ছিলেন ?—তানসেন
- বীরবল কে ছিলেন?-~~-আকবরের প্রধান মন্ত্রী।
203.মিয়া তানসেন কেন বিখ্যাত ছিলেন? সংগীতজ্ঞ হিসাবে।
- মনসবদারি প্রথা কে প্রচার করেছিলেন ?-~~- আকবর
- আকবর কত খ্রিস্টাব্দে দীন-ই-ইলাহী” ধর্মমত চালু করেন?- ১৫৮২
- ‘জাবতি প্রথা কে প্রবর্তন করেন?– আকবর
- তজুক ই জাহাঙ্গিরী’গ্রন্থের রচয়িতা কে ছিলেন?– জাহাঙ্গীর
- শাহজাহান কবে মােঘল সিংহাসনে বসেন ?~~-১৬২৮ খ্রীঃ
- কোন মোঘল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রে ভারতে আসেন ?– জাহাঙ্গীর
- তাজমহল কার নির্দেশে নির্মিত হয়েছিল ?— শাহজাহান
- ময়ূর সিংহাসানের শিল্পী কে ছিলেন?- বেবাদল খাঁ।
212 ঔরঙ্গজেব করে মোঘল সিংহাসনে বসেন ?–১৬৫৮ খ্রীঃ
. কোন শিখ গুরু লদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন?– গুরু গোবিন্দ সিং
- শিখদের দশম গুরু কে ছিলেন ?—গুরু গোবিন্দ সিংহ
- তেগবাহাদুর কে ছিলেন ?–নবম গুরু।
- কার আমলে মােঘল সাম্রাজ্যের সীমা সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল?– ঔরঙ্গজেব
217 কত খ্রিস্টাব্দে ওরঙ্গজেবের মৃত্যু ঘটে?–১৭০৭
- মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?–শিবাজী
219.শিবাজীর পতাকার নাম কী ছিল ?- ডাগোয়া ঝান্ডা
220)শিবাজির রাজ্য অভিষেক কবে হয়েছিল ?– ১৭৬৪
221.নাদির শাহ করে ভারত আক্রমণ করেন ?– ১৭৩৯
- একজন ভক্তিবাদী সাধকের নাম লেখ ?– নানক
- দোঁহা কী?—কবিরের উপদেশ
- দাদু কে ছিলেন?- মধ্যযুগে একজন ভক্তিবাদী সাধু
- ‘আলাই দরওয়াজা’ কে নির্মাণ করেন?– আলাউদ্দিন খলজি
- মােঘল যুগে কামবাক্স কাকে বলা হত ?– ঔরঙ্গজেবের পুত্রকে
- ‘কুতুবমিনার’ কার স্মৃতি রক্ষায় নির্মিত হয় ?—খাজা কুতুবউদ্দিনের
- মােঘল আমলে একজন বিখ্যাত চিত্রকরের নাম উল্লেখ কর।—বিযেন দাস
- ‘আড়াই-দিন-কা ঝােপড়া’ কে নির্মাণ করেন— কুতুবউদ্দিন আইবক
- পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে?– বরােবুদুরের স্তুপ
- আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?—মালদহের পান্ডুয়ায়
- দিল্লির পুরানা কিল্লা’ কে নির্মাণ করেন?—শেরশাহ
- দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল ?—শাহজাহান
- কোন মন্দিরকে ‘কৃষ্ণ প্যাগােডা’ বলা হয় ?—কোনারকের সূর্যমন্দির
- ভক্তি শব্দের অর্থ কী?– ভজন
236, তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন?– ঈষা খাঁ।
- কোন সুলতানকে বাংলার আকবর বলা হয়?- সুলতান হুসেন শাহ
- কে কাশ্মিরের আকবর নামে পরিচিত?— জয়নুল আবেদিন
- মৈথলী কোকিল’ কাকে বলা হয়?- বিদ্যাপতিকে
- শ্ৰীকৃবিজয়’ কার লেখা?–মালাধর বসু
- ‘মনসামঙ্গল কাব্য কার রচনা?— বিজয়গুপ্ত
- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?– সিরাজউদ্দৌলা
243.ভাস্কো দা গামা কবে ভারতে আসেন ?—১৪৯৮
- ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? পাের্তুগালের
- কত খ্রিস্টাব্দে কোলকাতা নগরীর পত্তন ঘটে?- ১৬৯০
- বাংলায় পাের্তুগিজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল?—হুগলি
- স্যার টমাসরাে কত খ্রিস্টাব্দে জাহাঙ্গিরের দরবারে উপস্থিত হয়েছিলেন?—১৬১৫
- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার দত্তক কে প্রদান করেছিলেন ?– সম্রাট ফারুকশিয়ার
- বাংলায় ফরাসীদের প্রধান ঘাঁটি কোথায় ছিল?—চন্দননগর
- ফোর্ড উইলিয়াম দুর্গ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?- ১৭০০
- কার নাম অনুসারে ফোর্ড উইলিয়াম দুর্গের নামকরণ হয়েছিল?– তৃতীয় উইলিয়াম
- কত খ্রিস্টাব্দে সম্রাট ফারুকশিয়ার কোম্পানীকে দেওয়ানী প্রদান করেছিল?– ১৭১৭
- ভারতে তামাকের প্রচলন করেছিলেন কারা ?– পাের্তুগিজরা
- নবাবি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?– মুর্শিদাবাদ
- কে বাংলা দেশকে ‘রেশম ভাঙার’ বলে উল্লেখ করেছিলেন? মানুচি
- মােঘল যুগে একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম কী?—গুজরাত
- কত খ্রিস্টাব্দে ইউরােপ থেকে ভারতে আসার জলপথ আবিস্কৃত হয় ?– ১৪৯৮
- ‘চেটিয়ার’ নামে কারা পরিচিত ?– তামিলনাড়ুর বণিক শ্রেণি
- কোলকাতা নগরীর পত্তন কে করেন?—জব চার্ণক
- বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?—রবার্ট ক্লাইভ
- দস্তক কী?– শুল্কহীন ব্যবসা বাণিজ্য
- আলিনগরের সন্ধি কত সালে হয়েছিল?- ১৭৫৭
- আলিনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?– সিরাজউদ্দৌলা ও ইংরেজ।
- এলাহাবাদের প্রথম সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?–১৭৬৫
- পলাশির যুদ্ধ কবে হয়েছিল?–১৭৫৭
266, কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?– ফরাসী ও ইংরেজ
- প্রথম কর্নাটকের যুদ্ধ কবে হয়েছিল?- ১৭৬৪
- ইংরেজরা কত খ্রিস্টাব্দে চন্দননগর দখল করেছিলেন?-১৭৫৭
- বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?–১৭৬৪
- বিদারার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?—১৭৫৯
- বিদারার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?– ওলন্দাজ ও ইংরেজ
- মিরজাফরের পর বাংলার নবার কে হন?– মিরকাশিম
- মিরজাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে হন?—নজম উদ-দৌলা
- হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?- ১৮১৭
- সিরাজ উদ-দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন?- মিরজাফর।
276, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল?- ১৭৫৬
277, এলাহাবাদের প্রথম সন্ধি কালের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?— সুজা উদ-দৌলা ও ইংরেজ
- কোন নবাবের নাম অনুসারে মুর্শিদাবাদ নামকরণ হয় ?– মুর্শিদকুলি খাঁ
- নাদির শাহের ভারত আক্রমণ কালে মােঘল সম্রাট কে ছিলেন?—মহম্মদ শাহ
- অন্ধকূপ হত্যার নায়ক কে ছিলেন?– সিরাজ উদ-দৌলা
- ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল?-১৭৭০
- ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন ?– নজম উদ-দৌলা
- ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গর্ভনর জেনারেল কে ছিলেন ?– লর্ড কার্টিয়ার
- এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে হয়েছিল?–১৭৬৪
- সিরাজউদৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?- ১৭৫৬
- সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয় কত খ্রিস্টাব্দে?- ১৭৬৩
- স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠা কে করেন?– নিজাম-উল-মুলুক
- কলকাতার নাম কে আলিনগর রেখেছিলেন ?—সিরাজউদদৌলা।
- কত খ্রিস্টাব্দে সিরাজ কলকাতা আক্রমণ করেন ?- ১৭৫৬
- সিরাজের কলকাতা আক্রমণ কালে ইংরেজ গভর্নর কে ছিলেন ?– ড্রেক
- ইংরেজরা কত সালে পণ্ডিচেরী অধিকার করে?– ১৭৬০
- আই-লা-স্যাপেলের’ সৃপ্তি স্বাক্ষরিত হয়েছিল কবে?-১৭৪৮
- বাংলার নবাবি আমলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?– মুরশিদকুলি খাঁ।
- দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়?- ১৭৪৯
- তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল?—১৭৫৬।
296, বন্দিবাসের যুদ্ধ কবে শুরু হয়েছিল?- ১৭৬০
- বন্দিবাসের যুদ্ধে কারা জয়লাভ করে?- ইংরেজ
- দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন ?– নজম উদ-দৌলা
299, দেওয়ানি লাভের সময় কলকাতার গভর্নর জেনারেল কে ছিলেন ?– লর্ড ক্লাইভ
- কোন সময়কালকে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায় বলা হয়?- ১৭৫৭-১৭৬৫
- আকবর কত খ্রিস্টাব্দে বাংলা দখল করেন ?– ১৫৭৬
- পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল?- ১৭৬১
- শ্রীরাপত্তমের সন্ধি কবে হয়েছিল?- ১৭৯০
- কত খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়?- ১৭৬৭
- কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশুর যুদ্ধের অবসান ঘটে?—মাদ্রাজের সন্ধি
306, ‘সলবই এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়?- ১৭৮২
307, লন্ডনে ‘প্রথম গােলটেবিল বৈঠক’ কত খ্রিস্টাব্দে বসে ?- ১৯৩০
- শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?– টিপু সুলতান ও ইংরেজ