Model Activity task class 9( November)
১. ঠিক উত্তর নির্বাচন করো : ১ X ৮=৮
১.১ নীচের যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয় সেটি হলো—
(ক) একটি ন্যাপথালিন বলের ভর
(খ) একটি ন্যাপথালিন বলের ভরবেগ
(গ) একটি ন্যাপথালিন বলের গন্ধ
(ঘ) একটি ন্যাপথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল।
উত্তরঃ (গ) একটি ন্যাপথালিন বলের গন্ধ।
১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের—
(ক) ভর সমান
(খ) প্রোটনসংখ্যা সমান
(গ) নিউট্রনসংখ্যা সমান
(ঘ) ভরসংখ্যা সমান
উত্তরঃ (ঘ) ভরসংখ্যা সমান।
১.৩ ভরবেগের মাত্রীয় সংকেত হলো
(ক) MLT
(খ) MLT2
(গ) ML2T
(ঘ) MLT-1
উত্তরঃ (ঘ) MLT-1
১.৪ জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো
(ক) জলের ঘনত্ব
(খ) জলের সান্দ্রতা
(গ) জলের তাপ পরিবাহিতা
(ঘ) জলের পৃষ্ঠটান
উত্তরঃ (ঘ) জলের পৃষ্ঠটান।
১.৫ শক্তির মাত্রীয় সংকেত হলো
(ক) ML2T2
(খ) ML-2T2
(গ) ML2T-2
(ঘ) ML-2T-2
উত্তরঃ (ঘ) ML-2T-2
Model Activity Task Class 9 Part 8
১.৬ কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো –
(ক) Nm
(খ) Nm2
(গ) N/m2
(ঘ) N/m
উত্তরঃ (ঘ) N/m
১.৭ গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ার নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো
(ক) N2O5
(খ) N2O
(গ) NO2
(ঘ) NO
উত্তরঃ (গ) NO2
১.৮ একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোঁড়া হলো। যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির
(ক) গতিশক্তি সর্বাধিক
(খ) স্থিতিশক্তি সর্বাধিক
(গ) গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান
(ঘ) গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম
উত্তরঃ (খ) স্থিতিশক্তি সর্বাধিক।
২. শূন্যস্থান পূরণ করো : ১×৩=৩
২.১ বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কোলয়ডীয় মিশ্রণের উদাহরণ হলো ________
উত্তরঃ নদীর ঘোলা জল।
২.২ জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে ___________ হয়।
উত্তরঃ কম
২.৩ SI পদ্ধতিতে ক্ষমতার একক হলো _________
উত্তরঃ ওয়াট।
৩. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো : ১ X ৬ = ৬
৩.১ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি।
উত্তরঃ সত্য
৩.২ একটি বস্তু R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে R cm।
উত্তরঃ মিথ্যা
৩.৩ 12C স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 u
উত্তরঃ সত্য
৩.৪ ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে।
উত্তরঃ সত্য
৩.৫ যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রঙ হলুদ তার pH > 7
উত্তরঃ সত্য
৩.৬ কার্য একটি ভেক্টর রাশি।
মিথ্যা ।
৪. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও : ১ X ৩ = ৩
৪.১ SI এককে এক মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত?
উত্তরঃ 44 gm
৪.২ রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে?
উত্তরঃ ইস্পাত
৪.৩ একটি অ্যাসিড লবণের সংকেত লেখো।
উত্তরঃ NaHCO3
৫.১ STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 g/L হলে SI এককে এই ঘনত্বের মান নির্ণয় করো।
উত্তরঃ 1g /L = 1 kg/m3
অর্থাৎ, SI এককে হাইড্রোজেন গ্যাসের এই ঘনত্বের মান 0.0898 kg/m3
৫.২ একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184। পরমাণুটির ভরসংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো।
উত্তরঃ মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হয়। তাই, মৌলটির পরমাণুতে প্রোটন আছে = (184÷2) টি = 92 টি, পরমাণুর নিউট্রন সংখ্যা = (পরমাণুর ভর সংখ্যা – পরমাণুর প্রোটন সংখ্যা)
অর্থাৎ, এতে নিউট্রন আছে (235 – 92) টি = 143 টি
৫.৩ এক লিটার দ্রবণে 18g গ্লুকোজ (আণবিক ওজন 180) আছে। দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো।
উত্তরঃ গ্লুকোজের আণবিক ওজন 180
অর্থাৎ, 1 মোল গ্লুকোজ = 180 গ্রাম গ্লুকোজ
180 গ্রাম গ্লুকোজ = 1 মোল গ্লুকোজ ।
1 গ্রাম গ্লুকোজ = 1/180 মোল গ্লুকোজ
18 গ্রাম গ্লুকোজ = 1×18 / 180 মোল গ্লুকোজ
= 1/10 মোল গ্লুকোজ = 0.1 মোল গ্লুকোজ ।
উত্তর: ওই দ্রবণের মোলার মাত্রা 0.1 মোল/লিটার
৫.৪ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কী বিকারক ব্যবহার করবে? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো।
উত্তরঃ বিকারক: বেরিয়াম ক্লোরাইড দ্রবণ (BaCl2) বিকারক হিসাবে ব্যবহার করতে হবে।
লঘু সালফিউরিক অ্যাসিডের (H2SO4) জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড (BaCl2) দ্রবণ যোগ করলে অদ্রাব্য সাদা অধঃক্ষেপ (BaSO4) উৎপন্ন হয়।
সমীকরণ: H2SO4 + BaCl2 = BaSO4↓ + 2HCI
লঘু হাইড্রোক্লোরিক (HCI) এর জলীয় দ্রবণে BaCl2 দ্রবণ যোগ করা কোন অধঃক্ষেপ পড়ে না।
৫.৫ জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো।
উত্তরঃ জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হলে দ্রবণটি হয় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ।
অপরদিকে জলে প্রোটিন অণু দ্রবীভূত হলে দ্রবণটি হয় কোলয়ডীয় দ্রবণ। যেমন-স্টার্চকে জলে মিশিয়ে গরম করলে স্টার্চের কোলয়ডীয় দ্রবণ উৎপন্ন হয়
৫.৬ কোনো বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো (2mE)1/2
উত্তরঃ
৫.৭ সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কীভাবে নির্ণয় করা যায়?
উত্তরঃ 100 বা তার বেশি পাতলা কাগজ গুলিকে দু আঙ্গুলে চেপে ধরে সাধারণ স্কেল দিয়ে পাতাগুলির বেধ বিভিন্ন জায়গায় মেপে নিয়ে তা থেকে গড় বেধ নির্ণয় করতে হবে।
গড় বেধকে পাতার সংখ্যা (n) দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যাবে।
৫.৮ আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কী কী সিদ্ধান্তে উপনীত হন?
উত্তরঃ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কতগুলি উপনীত হন ।
1) যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে যায়। সেহেতু বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থান শূন্য অর্থাৎ পরমাণু নিরেট নয়।
2) 20000 এরমধ্যে 1টি কণা যে পথে যায় আবার সেই পথে ফিরে আসে অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত আলফা কণা আর 1টি ঋণাত্মক আধানের বিকর্ষণ এর জন্য ফিরে আসে। এই ঋনাত্মক আধান পরমাণুর খুব কম আয়তন দখল করে থাকে এবং পরমাণু সমস্ত ভর ওই স্থানে কেন্দ্রীভূত। রাদারফোর্ড পরমাণুর ভেতরে এই ক্ষুদ্র অংশের নাম দেন নিউক্লিয়াস।
৫.৯. এক কিলোগ্রাম ভরের একটি বস্তুI m/s বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে তা নির্ণয় করো।
উত্তরঃ গতিশক্তি = (1/2) × ভর × (গতিবেগ)2 = (1/2) × 1 × 12 = 0.5 জুল
৬. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ x ৪=১২
৬.১ একটি ট্রেন 60 km/h দ্ৰুতিতে চলছিল। ব্রেক ক্যার ফলে 1 m/s2 মন্দন সৃষ্টি হলো। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করো।
উত্তরঃ
৬.২ একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। যদি ঐ যৌগটির একটি অণুতে একটিই ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো (তোমাকে দেওয়া আছে P=31)। যৌগটির অণুর আয়তন সম্বন্ধে তুমি কী বলতে পারো?
উত্তরঃ
৬.৩. একটি হাল্কা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m ও M। বস্তুদুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো।
উত্তরঃ প্রদত্ত হালকা বস্তুর ভর = m
প্রদত্ত ভারী বস্তুর ভর = M
ধরি দুটি বস্তুর ভরবেগ = P
হালকা বস্তুর গতিশক্তি E1 = P/2 m
ভারী বস্তুর গতিশক্তি E2 = P/2 M
হালকা বস্তুর গতিশক্তি : ভারী বস্তুর গতিশক্তি
= P/2m : P/2M
= 1/m : 1/M
= M : m [ উভয়কে Mm দ্বারা গুন করে]
যেহেতু M>m তাই, E1 > E2
উত্তর: হালকা বস্তুর গতিশক্তি বেশি।
৬.৪ নীচের প্রতিটির একটি করে উদাহরণ দাও:
ক) অভিকর্ষ বল কাজ করছে,
খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে,
গ) বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না।
উত্তর:(ক) একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে।
(খ) একটি বস্তুকে উপরের দিকে তোলা হচ্ছে, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে।
(গ) এক ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হেটে গেল এক্ষেত্রে বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না কারণ অভিকর্ষ বল ও সুটকেসের সরন পরস্পর লম্ব ।
Also read this article – –
https://www.rlearn.in/2021/10/madhyamik-mcq-lifescience.html