
Child Development And Pedagogy
Part Number – – – – – – – – – 1
(1) শিক্ষক হলে কোন ধরনের ছাত্রদের আপনি বিশেষ গুরুত্ব দেবেন ?
(a) অনুগত ছাত্রদের
(b) সক্রিয় ছাত্রদের
(c) অবস্থায় ধনী ছাত্রদের
(d) সুস্বাস্থ্যের অধিকারী ছাত্রদের
উত্তর- (b) সক্রিয় ছাত্রদের ।
(2) ক্লাসে গিয়ে কোনাে বিষয়ে পড়ানাে আপনি কীভাবে শুরু করবেন ?
(a) ছাত্রদের প্রশ্ন করার মাধ্যমে
(b) উদাহরণের মাধ্যমে
(c) গল্প বলার মাধ্যমে
(d) উপরােক্ত সব মাধ্যমই উপযুক্ত
উত্তর- (d) উপরােক্ত সব মাধ্যমই উপযুক্ত ।
(3) নতুন কোনাে অধ্যায়ের পাঠ শুরু করার পূর্বে পুরােনাে অধ্যায়টির পুনরনুশীলন ছাত্রদের জন্য প্রয়ােজনীয় । নীচের কোনটি এর সঠিক কারণ ?
(a) পূর্ববর্তী অধ্যায়ের সূত্র ধরে নতুন অধ্যায় পড়ানাে শুরু করলে ছাত্রদের বিষয়টির সম্পর্কসূত্র বুঝে নেওয়া সহজ হয়
(b) অধ্যায়টি শিখতে ছাত্রদের সুবিধা হয়
(c) ছাত্রদের দক্ষতার নিয়মিত মূল্যায়ন করা যায়
(d) ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি প্রয়ােজনীয়
উত্তর- (a) পূর্ববর্তী অধ্যায়ের সূত্র ধরে নতুন অধ্যায় পড়ানাে শুরু করলে ছাত্রদের বিষয়টির সম্পর্কসূত্র বুঝে নেওয়া সহজ হয় ।
(4) ছাত্রদের শিক্ষাগ্রহণের দক্ষতায় যেখানে বিভিন্নতা রয়েছে সেখানে আপনি শিক্ষাদানের কার্যকরী পদ্ধতি হিসেবে নীচের কোনটিকে বেছে নেবেন ?
(a) বক্তৃতা
(b) পরীক্ষা নেওয়া
(c) সমবায় শিক্ষণ
(d) নােট (Note)-এর শ্ৰতিলিখন
উত্তর- (c) সমবায় শিক্ষণ ।
(5) আপনার কোনাে ছাত্র যদি প্রত্যহ ঠিক সময়ে স্কুলে না-আসে আপনি কী ব্যবস্থা গ্রহণ করবেন ?
(a) প্রত্যহ তাকে শাস্তি দেবেন।
(b) সমবায়ের গুরুত্ব সম্পর্কে তাকে বুঝিয়ে বলবেন।
(c) প্রত্যহ স্কুলে আসা তার সহপাঠীদের উদাহরণ তার সামনে তুলে ধরবেন।
(d) সহানুভূতির সঙ্গে ধৈর্য ধরে তার স্বভাব পরিবর্তনের চেষ্টা করবেন।
উত্তর- (d) সহানুভূতির সঙ্গে ধৈর্য ধরে তার স্বভাব পরিবর্তনের চেষ্টা করবেন ।
(6) আপনার ছাত্ররা যদি পরীক্ষায় ধারাবাহিকভাবে কম নম্বর পায় তাহলে শিক্ষক হিসেবে আপনি কী করবেন ?
(a) কোনাে কোচিং ক্লাসে তাদের ভর্তি হতে বলবেন।
(b) তাদের সমস্যার দিকটি জেনে নিয়ে প্রয়ােজনীয় সহায়তা দেবেন।
(c) পড়াশােনার বাইরে আরও কিছু তাদের শেখাবেন।
(d) তাদের শাস্তি দিতে শুরু করবেন।
উত্তর- (b) তাদের সমস্যার দিকটি জেনে নিয়ে প্রয়ােজনীয় সহায়তা দেবেন ।
(7) শিক্ষণের ক্ষেত্রে সৃজনশীলতা বলতে আপনি কী বােঝেন ?
(a) কিছু সাজিয়ে তােলা
(b) কিছু তৈরি করা
(c) নতুন কিছু তৈরি করা
(d) কেবল নতুন কিছু সাজিয়ে তােলা
উত্তর- (c) নতুন কিছু তৈরি করা ।
(৪) ছাত্রদের বাড়ির কাজ দেওয়া উচিত কারণ—
(a) এর মাধ্যমেই শিক্ষকরা ক্লাসে তাদের শিক্ষাদানের সাফল্য বা ব্যর্থতা বুঝে নিতে পারেন
(b) এর ফলে ছাত্ররা বাড়িতেও পড়াশােনা করতে বাধ্য হয়
(c) এর ফলে শ্রেণিকক্ষে পড়ার বােঝা লাঘব হয়
(d) এর ফলে ছাত্ররা বাড়িতে দুষ্টুমি করার সময় পায় না
উত্তর- (a) এর মাধ্যমেই শিক্ষকরা ক্লাসে তাদের শিক্ষাদানের সাফল্য বা ব্যর্থতা বুঝে নিতে পারেন
(9)ক্লাসে কোনাে ছাত্র বেশি গােলমাল করলে কী করা উচিত বলে আপনি মনে করেন ?
(a) প্রহার করা
(b) ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা
(c) প্রধান শিক্ষকের কাছে পাঠানো
(d) তাকে শান্ত হতে বলা
উত্তর- (d) তাকে শান্ত হতে বলা ।
(10) দুজন ছাত্র বসার জায়গা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করলে আপনি কী ব্যবস্থা নেবেন ?
(a) তাদের বসার জায়গা পরিবর্তন করে দেবেন
(b) তাদের আলাদাভাবে ডেকে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন
(c) উভয়ের অভিভাবককে ডেকে সমস্যার বিষয়টি তুলে ধরে তাদের ব্যবস্থা নিতে বলবেন
(d) প্রধানশিক্ষককে বিষয়টি জানাবেন
উত্তর- (b) তাদের আলাদাভাবে ডেকে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন ।
(11) ব্ল্যাকবাের্ডে আপনার লেখা পড়তে নাপারায় একটি ছাত্র আপনাকে তা নিয়ে বার বার প্রশ্ন করছে । শিক্ষক হিসেবে আপনার কী উচিত হবে ?
(a) তার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন
(b) পরদিন সঠিকভাবে লেখার প্রস্তুতি নিয়ে তবে আপনি ক্লাসে যাবেন
(c) ক্লাসের পর ছাত্রটিকে আপনার সঙ্গে দেখা করতে বলবেন
(d) তাকে বকুনি দেবেন এবং চুপ করে থাকতে বলবেন
উত্তর- (b) পরদিন সঠিকভাবে লেখার প্রস্তুতি নিয়ে তবে আপনি ক্লাসে যাবেন ।
(12) কিছু ছাত্র পড়াশােনায় দুর্বল হলে শিক্ষক হিসেবে আপনি কী ব্যবস্থা নেবেন ?
(a) তাদের দুর্বল জায়গাটা তারা যাতেবুঝতে পারে সেজন্য তাদের সাহায্য করবেন।
(b) তাদের বারবার একই পড়া অভ্যাস করতে বলবেন।
(c) প্রতিদিন একঘণ্টা করে বাড়তি সময় পড়াশােনা করতে বলবেন।
(d) ভালাে ছাত্রদের সামনে যাতে তারা লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীননা-হয় তার ব্যবস্থা করবেন।
উত্তর- (a) তাদের দুর্বল জায়গাটা তারা যাতেবুঝতে পারে সেজন্য তাদের সাহায্য করবেন ।
(13) ছাত্ররা যাতে পড়ায় মন বসাতে পারে সেজন্য শিক্ষক হিসেবে আপনি কী করতে পারেন ?
(a) পড়ানোর সময় মজার মজার কথা বলবেন।
(b) পাঠদানকে তথ্যের সঙ্গে মজাদার উদাহরণ সহযােগে আকর্ষণীয় করে তুলবেন।
(c) তাদের ক্লাস থেকে আগেভাগে ছেড়ে দেবেন।
(d) ক্লাসের কিছুটা সময় তাদের নানা গল্প শােনাবেন।
উত্তর- (b) পাঠদানাকে তথ্যের সঙ্গে মজাদার উদাহরণ সহযােগে আকর্ষণীয় করে তুলবেন ।
(14) শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে নীচের কোনটি কার্যকরী ?
(a) সাইন ল্যাঙ্গুয়েজ
(b) ব্রেইল
(c) ম্যাপ ও চার্ট
(d) এর সবকটিই
উত্তর- (a) সাইন ল্যাঙ্গুয়েজ ।
(15) ভুলে যাওয়ার প্রথাগত তত্ত্ব অনুযায়ী –
(a) ভুলে যাওয়া হল প্রতিবন্ধকতার ফল
(b) ভুলে যাওয়া হল ক্ষয়ের যত্ন
(c) শিখন হল অভ্যাসের ফল
(d) উপরােক্ত কোনােটিই নয়
উত্তর- (c) শিখন হল অভ্যাসের ফল ।
16 শিশুর বৃদ্ধি (Growth) ও বিকাশ (Development) নির্ভর করে –
(a) জিনগত বৈশিষ্ট্যের ওপর
(b) পরিবেশের ওপর
(c) ব্যক্তির ওপর
(d) উপরােক্ত সবকটিই
উত্তর- (d) উপরােক্ত সবকটিই ।
(17) একটি শ্রেণিকক্ষে শিক্ষাদানের ক্ষেত্রে নিম্নলিখিত কোটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ?
(a) টেবিল-চেয়ার
(b) গ্লোব, ম্যাপ, অভিধান
(c) ব্ল্যাকবাের্ড
(d) পূর্বোক্ত সবকটি
উত্তর- (c) ব্ল্যাকবাের্ড ।
(18) শিশুদের স্মৃতিশক্তি’ বলতে বােঝায় –
(a) নতুন প্রশ্ন মনে রাখার ক্ষমতা
(b) শেখা বিষয় বারবার শেখার ক্ষমতা
(c) অভিজ্ঞতালব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা
(d) পাঠ মনে রাখার ক্ষমতা
উত্তর- (c) অভিজ্ঞতালব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা ।
(19) নীচের কোন বক্তব্যটি সঠিক বলে আপনি মনে করেন ?
(a) সকল শিশুর অনুভূতি একই রকমের
(b) সকল শিশুর প্রকৃতি একই রকমের
(c) সকল শিশুর আগ্রহ একই ধরনের
(d) শিশুদের একেকজনের শিক্ষাগ্রহণের ক্ষমতা একেক ধরনের।
উত্তর- (d) শিশুদের একেকজনের শিক্ষাগ্রহণের ক্ষমতা একেক ধরনের ।
(20) বর্তমানে প্রকৃত শিক্ষাগ্রহণে ছাত্রদের অনীহার অন্যতম কারণ হল –
(a) শিক্ষাব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল
(b) যথাযথ সিলেবাস ও শিক্ষার মডেলের অভাব রয়েছে
(c) শিক্ষাবাণিজ্যে অত্যধিক অর্থের বিনিয়ােগ।
(d) ছাত্ররা শিক্ষাগ্রহণের ভবিষ্যৎ সম্ভাবনা দেখতে পায় না
উত্তর- (b) যথাযথ সিলেবাস ও শিক্ষার মডেলের অভাব রয়েছে ।
(21) সাধারণত কিশাের ছাত্রছাত্রীরা কোন্ ধরনের শিক্ষকদের সম্মান করে বলে আপনি মনে করেন ?
(a) নিজের বিষয়ে খুব ভালাে জ্ঞানসম্পন্ন শিক্ষকদের
(b) আর্থিকভাবে সচ্ছল শিক্ষকদের
(c) সরল সাদাসিধে শিক্ষকদের
(d) ভালাে পােশাক পরা শিক্ষকদের
উত্তর- (a) নিজের বিষয়ে খুব ভালাে জ্ঞানসম্পন্ন শিক্ষকদের ।
(22) নিম্নলিখিত কোটি শিক্ষার ফল ?
(a) পারদর্শিতা
(b) বুদ্ধিমত্তার বিকাশ
(c) পূর্ণতার প্রাপ্তি
(d) ধীশক্তি
উত্তর- (a) পারদর্শিতা ।
(23) নিম্নলিখিত কোন বিষয়টি শিক্ষক/শিক্ষিকার কর্তব্যের সঙ্গে যুক্ত নয় ?
(a) ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য প্রস্তুত করা
(b) ছাত্রছাত্রীদের নিয়মশৃঙ্খলা শেখানাে
(c) ছাত্রছাত্রীদের পড়াশােনার বাইরের কাজে অংশগ্রহণ করানাে
(d) ছাত্রছাত্রীদের মাসিক ও বার্ষিক রিপাের্ট তৈরি করা
উত্তর- (c) ছাত্রছাত্রীদের পড়াশােনার বাইরের কাজে অংশগ্রহণ করানাে ।
(24) শ্রেণিকক্ষে একজন শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত ?
(a) দক্ষ পরিচালকের
(b) বন্ধুর মতাে
(c) প্রভাবশালী ব্যক্তির
(d) ছাত্রদের মুগ্ধ করার কৌশল অর্জনকারীর
উত্তর- (a) দক্ষ পরিচালকের ।
(25) কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থা কে প্রবর্তন করেন ?
(a) টি, পি, নান
(b) স্পেনসার
(c) ফ্রয়েবেল
(d) মন্তেসরি
উত্তর- (c) ফ্রয়েবেল ।
(26) যদি কোনাে ছাত্র আপনার ক্লাসে পড়ানাের সময় বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে আপনার মনােভাব কেমন হওয়া উচিত ?
(a) আপনি ছাত্রটিকে ক্লাস থেকে চলে যেতে বলবেন
(b) ছাত্রটির এবংবিধ আচরণের কারণ অনুসন্ধান করবেন
(c) আপনি তাকে ক্লাসে সঠিক আচরণ করার জন্য বলবেন
(d) আপনি তাকে বেশি করে Home Task দেবেন
উত্তর- (b) ছাত্রটির এবংবিধ আচরণের কারণ অনুসন্ধান করবেন ।
(27) একজন শিক্ষক ছাত্রদের অনুপ্রাণিত করতে পারেন –
(a) উপযুক্ত পুরস্কার দিয়ে
(b) যথাযথ পরিচালনার দ্বারা
(c) বিভিন্ন উদাহরণের দ্বারা
(d) শ্রেণিতে বক্তৃতা দিয়ে।
উত্তর- (a) উপযুক্ত পুরস্কার দিয়ে ।
(28) যে শিশু প্রতিদিন শ্রেণিকক্ষে অমনোেযােগী, তার জন্য কী করবেন ?
(a) প্রধান শিক্ষককে জানাবেন
(b) অভিভাবককে জানাবেন
(c) তাকে প্রহার করবেন
(d) অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে নিয়ে সমাধানের জন্য সচেষ্ট হবেন
উত্তর- (d) অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে নিয়ে সমাধানের জন্য সচেষ্ট হবেন ।
(29) ক্লাসে একজন শিক্ষক তার কণ্ঠস্বরকে কোন্ উচ্চতায় রাখবেন ?
(a) যথেষ্ট উচ্চতায়
(b) সাধারণ উচ্চতায়
(c) অল্প উচ্চতায়।
(d) কখনও নীচু গলায় কখনও বা উঁচু গলায়
উত্তর- (d) কখনও নীচু গলায় কখনও বা উঁচু গলায় ।
(30) ভি-গ্রেড’দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধকতাসম্পন্ন একজন ছাত্রকে দেওয়া হবে –
(a) অপেক্ষাকৃত কম কাজ
(b) শ্রেণিকক্ষে বিশেষ ব্যবহার
(c) ক্লাসরুমে বিশেষ ব্যবহার এবং সিডি-র মাধ্যমে সহায়তা
(d) পিতামাতা ও বন্ধুদের দ্বারা তার নিয়মিত কাজে সহায়তা
উত্তর- (c) ক্লাসরুমে বিশেষ ব্যবহার এবং সিডি-র মাধ্যমে সহায়তা ।
(31) জনৈক শিক্ষক তার গণতান্ত্রিক প্রকৃতির জন্য ছাত্রদের গােটা শ্রেণিকক্ষে ছড়িয়ে ছিটিয়ে বসতে অনুমতি দিলেন । একজন অভিভাবক এই অবস্থা পছন্দ না করে প্রতিবাদমুখর হলেন ।অভিভাবকদের পরিস্থিতি সামলানাের সঠিক পদ্ধতি কী হওয়া উচিত ?
(a) অভিভাবকদের উচিত শিক্ষকের ওপর আস্থা রাখা এবং সমস্যা নিয়ে তাঁর সঙ্গে আলােচনা করা
(b) অভিভাবকদের উচিত শিশুটিকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া
(c) স্কুলের প্রধানের কাছে শিক্ষকদের বিরুদ্ধে অভিভাবকদের অভিযােগ জানানাে উচিত
(d) অভিভাবকদের উচিত তাদের সন্তানদের সেকশন পরিবর্তন করে দিতে স্কুল-প্রধানকে জানানাে।
উত্তর- (a) অভিভাবকদের উচিত শিক্ষকের ওপর আস্থা রাখা এবং সমস্যা নিয়ে তাঁর সঙ্গে আলােচনা করা ।
(32) কণিকা বাড়িতে বিশেষ কথা বলে না কিন্তু স্কুলে প্রচুর কথা বলে । এ থেকে বােঝা যায়
(a) কণিকা তার বাড়ি পছন্দ করে না
(b) স্কুলের চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া হয়
(c) শিক্ষকরা দাবি করেন যে, স্কুল শিশুদের প্রচুর কথা বলতে দেওয়া উচিত
(d) স্কুলে শিশুদের প্রচুর কথা বলার সুযোগ দেওয়া হয়
উত্তর- (b) স্কুলের চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া হয় ।
(33) শিক্ষার মানােন্নয়নের জন্য যেটির বিশেষ প্রয়ােজন –
(a) শিক্ষকদের পর্যাপ্ত বেতন প্রদান
(b) ছাত্রদের ধারাবাহিকভাবে মূল্যায়ন
(c) স্কুলবাড়ির উন্নতিসাধন
(d) পাঠক্রমের পুনর্বিন্যাস
উত্তর- (b) ছাত্রদের ধারাবাহিকভাবে মূল্যায়ন ।
(34) যখন ছাত্ররা ফেল করে, তখন আপনার সিদ্ধান্ত কী হবে ?
(a) শিক্ষকের ব্যর্থতা
(b) পাঠ্যপুস্তকের ব্যর্থতা
(c) পঠন পদ্ধতির ব্যর্থতা
(d) ছাত্রছাত্রীর ব্যক্তিগত ব্যর্থতা
উত্তর- (d) ছাত্রছাত্রীর ব্যক্তিগত ব্যর্থতা ।
(35) ছাত্রদের বাড়ির কাজ (Home Task) দেওয়ার যৌক্তিকতা হল, এর ফলে –
(a) তারা বাড়িতে পড়াশােনা করে
(b) বাড়িতে ব্যস্ত থাকা।
(c) ছাত্রছাত্রীদের উন্নতির পরিমাপ করা যায়
(d) ছাত্রছাত্রীরা নিজে নিজে পড়ার অভ্যাস গড়ে তােলে
উত্তর- (c) ছাত্রছাত্রীদের উন্নতির পরিমাপ করা যায় ।
(36) ব্ল্যাকবাের্ডে লেখার ক্ষেত্রে যেটি বিশেষগুরুত্বপূর্ণ, তা হল –
(a) হস্তাক্ষর ভালাে হবে
(b) লেখার অক্ষর বড়াে বড়াে হবে
(c) অনেক বেশি লেখা যাবে
(d) লেখা ছােটো কিন্তু পরিচ্ছন্ন হবে
উত্তর- (a) হস্তাক্ষর ভালাে হবে ।
(37) একজন শিক্ষকের প্রধান ক্রটি হল –
(a) তার দৈহিক প্রতিবন্ধকতা
(b) তার অপরিণত মানসিক অবস্থা
(c) তার দুর্বল ব্যক্তিত্ব
(d) তাঁর নিম্ন সামাজিক ও অর্থনৈতিক অবস্থান
উত্তর- (b) তার অপরিণত মানসিক অবস্থা ।
(38) বিদ্যালয়ে ছাত্রদের খেলাধূলা করতে দেওয়া উচিত, কারণ—
(a) এর ফলে ছাত্রদের মধ্যে পারস্পরিক সহযােগিতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
(b) তারা শারীরিকভাবে বলশালী হয়ে উঠবে।
(c) এটা তাদের সময় কাটাতে সাহায্য করবে।
(d) এতে শিক্ষকদের কাজের সুবিধা হবে
উত্তর- (a) এর ফলে ছাত্রদের মধ্যে পারস্পরিক সহযােগিতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে ।
(39) নীচের কোনটিকে আপনি ছাত্রদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে মনে করেন?
(a) সত্যবাদিতা
(b) সহযােগিতা
(c) শিক্ষকের আদেশ মেনে চলা আজ্ঞানুবর্তিতা
(d) দায়িত্ববােধসম্পন্ন মানসিকতা
উত্তর- (c) শিক্ষকের আদেশ মেনে চলা আজ্ঞানুবর্তিতা ।
(40) রচনাভিত্তিক পরীক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ, কারণ—
(a) ছাত্রদের উত্তর ভিন্ন ভিন্ন হয়।
(b) পরীক্ষার ফলাফল ভিন্ন ভিন্ন হয়
(c) শিক্ষকের দৃষ্টিভঙ্গি ও মনোভাব উত্তরপত্রের ওপর প্রভাব বিস্তার করে
(d) ছাত্রদের উত্তর দেওয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন করে ।
উত্তর- (c) শিক্ষকের দৃষ্টিভঙ্গি ও মনোভাব উত্তরপত্রের ওপর প্রভাব বিস্তার করে ।
(41) একজন শিক্ষকের প্রাথমিক কাজ কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?
(a) পাঠ্যসূচির অন্তর্ভুক্ত শিক্ষাদান
(b) ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে উদ্দীপনা ও নির্দেশ দেওয়া।
(c) উপরােক্ত দুটিই সত্য
(d) কোনােটিই ঠিক নয়
উত্তর- (b) ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে উদ্দীপনা ও নির্দেশ দেওয়া ।
(42) শিক্ষা মানুষকে কী দেয় বলে আপনি মনে করেন ?
(a) বিনয়ী করে
(b) সম্মান বাড়ায়
(c) সামাজিক প্রতিষ্ঠা দেয়
(d) আচরণের পরিবর্তন করে
উত্তর- (a) বিনয়ী করে ।
(43) শিক্ষককে ‘বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক’ বলা হয়, কেন ?
(a) মানবতার উচ্চ আদর্শে ছাত্রদের উদ্বুদ্ধ করেন বলে।
(b) মহান সংস্কারক ও জাতীয় রক্ষাকর্তা বলে।
(c) শিক্ষকদের কাজের প্রকৃতি ওই ধরনের বলে
(d) কোনােটিই নয়
উত্তর- (a) মানবতার উচ্চ আদর্শে ছাত্রদের উদ্বুদ্ধ করেন বলে ।
(44) শিক্ষকতার চাকরি না-পেলে আপনি কী করবেন ?
(a) গৃহশিক্ষকতা
(b) অন্য কোনাে চাকরি
(c) শিক্ষকতার চাকরি না-পেলে অন্য চাকরি করবেন না।
(d) শিক্ষকতার চাকরির জন্য ফের চেষ্টা করবেন।
উত্তর- (d) শিক্ষকতার চাকরির জন্য ফের চেষ্টা করবেন
(45) আপনার স্কুলে একটি মেলার আয়ােজন করা হয়েছে । শিক্ষক হিসেবে আপনি কী করবেন ?
(a) মেলাটি দেখতে যাবেন
(b) অনুষ্ঠানে অংশ নেবেন
(c) সেখানে আপনিও একটি দোকান করবেন।
(d) মেলায় আগতদের বিনামূল্যে পানীয় জল বিতরণ করবেন।
উত্তর- (b) অনুষ্ঠানে অংশ নেবেন ।
(46) গ্রামবাসীদের মধ্যে কোনাে বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে, উক্ত গ্রামের শিক্ষক হিসেবে আপনি কী করবেন ?
(a) বিষয়টি গ্রামপঞ্চায়েতে জানাবেন
(b) গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করবেন
(c) গ্রামবাসীদের থেকে দূরত্ব বজায় রাখবেন।
(d) পুলিশে খবর দেবেন
উত্তর- (b) গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করবেন ।
(47) বইয়ে উল্লিখিত পদ্ধতি অনুসারে আপনি কোনো সমস্যা সমাধান করতে শেখালেও জনৈক ছাত্র ভিন্ন পদ্ধতিতে সমস্যাটি সমাধানের চেষ্টা করল । আপনি ছাত্রটিকে –
(a) একই বিষয়ের অন্যান্য বই পড়তে উৎসাহিত করবেন
(b) একই বিষয়ের অন্যান্য বই পড়তে নিষেধ করবেন
(c) পরীক্ষায় নম্বর তোলার প্রয়োজনে ক্লাসে দেখানো পদ্ধতিটিই অনুসরণ করতে বলবেন
(d) ক্লাস শেষ তার সঙ্গে কথা বলবেন
উত্তর- (a) একই বিষয়ের অন্যান্য বই পড়তে উৎসাহিত করবেন ।
(48) নীচের কোন্ শিক্ষাব্যবস্থার মাধ্যম হল পরিবার –
(a) প্রথাগত শিক্ষার
(b) প্রথা বহির্ভূত শিক্ষার
(c) দূরশিক্ষার
(d) প্রথা বিবর্জিত শিক্ষার
উত্তর- (b) প্রথা বহির্ভূত শিক্ষার ।
(49) স্কুলে ছাত্রদের মধ্যে অনুপস্থিতির অভ্যাস গড়ে উঠলে—
(a) প্রধান শিক্ষক অভিভাবকদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন।
(b) বিদ্যালয় আধিকারিকগণ বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলার মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন।
(c) শিক্ষকবৃন্দ এটাকে গুরুত্বপূর্ণ সমস্যা বিবেচনা না-করে সমস্যা সমাধানে মনােযােগ দেবেন।
(d) নিয়মিত উপস্থিত ছাত্রদের তুলনায় অনিয়মিত ছাত্রদের ক্লাসে কম গুরুত্ব দেবেন।
উত্তর- (c) শিক্ষকবৃন্দ এটাকে গুরুত্বপূর্ণ সমস্যা বিবেচনা না-করে সমস্যা সমাধানে মনােযােগ দেবেন ।
(50) শিশুদের বিকাশ সম্পর্কে বিদ্যালয়কে সজাগ থাকতে হবে, যাতে –
(a) শিশুরা জ্ঞান অর্জন করতে পারে
(b) শিশুরা জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে ও ভবিষ্যৎ জীবনযাপনের দক্ষতা অর্জন করে
(c) জাতীয় প্রয়ােজনমাফিক দক্ষতা অর্জন করে
(d) স্বাস্থ্যবান হওয়ার দক্ষতা অর্জন করে
উত্তর- (b) শিশুরা জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে ও ভবিষ্যৎ জীবনযাপনের দক্ষতা অর্জন করে ।
<span style="font-size:medium;"><b><i>Child Development & Pedagogy</i></b></span>
- সাধারণ শিক্ষার মূল উদেশ্য হল –
(a) প্রাথমিক শিক্ষাকে সার্বজনীনতা দেওয়া
(b) শিক্ষাকে বৃত্তিমুখী করা
(c) শিক্ষার মাধ্যমে ব্যক্তির প্রাথমিক প্রয়ােজন মেটানাে
(d) শিক্ষাকে সকলের জন্য বাধ্যতামূলক করা
উত্তর- (c) শিক্ষার মাধ্যমে ব্যক্তির প্রাথমিক প্রয়োজন মেটানো ।
2 . নতুন শিক্ষানীতির (New Education Policy) উদ্দেশ্য কী ?
(a) সকলের জন্য শিক্ষার সমান সুযােগ সৃষ্টি করা।
(b) সমগ্র শিক্ষাব্যবস্থার উন্নতি করা।
(c) শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সম্পর্ক স্থাপন।
(d) শিক্ষা থেকে ডিগ্রিকে পৃথক করা ।
উত্তর- (b) সমগ্ৰ শিক্ষাব্যবস্থার উন্নতি করা ।
(3) প্রাথমিক স্তরে মহিলারাই ভালাে শিক্ষক, কারণ –
(a) তাঁরা শিশুদের সঙ্গে অপেক্ষাকৃত বেশি ধৈর্য ধরে মেশেন
(b) অল্প বেতনে কাজ করতে রাজি থাকেন
(c) এই স্তরের চাকরিতে উচ্চ শিক্ষার বিশেষ প্রয়োজন নেই
(d) তাঁদের অন্য চাকরি পাওয়ার সুযোগ কম
উত্তর- (a) তাঁরা শিশুদের সঙ্গে অপেক্ষাকৃত বেশি ধৈর্য ধরে মেশেন ।
(4) ছাত্রদের শিক্ষাসংক্রান্ত সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায় –
(a) কঠোর পরিশ্রম
(b) গ্রন্থাগারে পড়াশােনা
(c) প্রাইভেট টিউশন
(d) নিৰ্ণায়ক শিক্ষা
উত্তর- (a) কঠোর পরিশ্রম ।
(5) একজন শিক্ষকের পক্ষে কোনটা গুরুত্বপূর্ণ ?
(a) ক্লাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখা
(b) ক্লাসে সময়মতো উপস্থিত হওয়া
(c) ছাত্রদের অসুবিধা দূর করা
(d) ভালো বক্তা হওয়া
উত্তর- (c) ছাত্রদের অসুবিধা দূর করা
(6) ছাত্রদের Home Task পরীক্ষা করার উত্তম পদ্ধতি হল –
(a) ক্লাসের বুদ্ধিমান ছাত্রদের দ্বারা পরীক্ষা করানো
(b) উত্তরগুলি সমষ্টিগতভাবে পরীক্ষা করানো
(c) নমুনা উত্তরের সাহায্যে উত্তরগুলি পরীক্ষা করা
(d) শিক্ষক নিজেই নিয়মিত উত্তরগুলি পরীক্ষা করবেন।
উত্তর- (d) শিক্ষক নিজেই নিয়মিত উত্তরগুলি পরীক্ষা করবেন ।
(7) প্রাথমিক স্তরে মাতৃভাষার শিক্ষা দেওয়া ভালো, কারণ –
(a) এটা শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবে
(b) এটা শিক্ষাকে সহজ করে তুলবে
(c) এটা বুদ্ধির বিকাশে সাহায্য করবে
(d) এটা শিশুদের প্রাকৃতিক পরিবেশে শিক্ষা গ্ৰহণে সাহায্য করবে
উত্তর- (d) এটা শিশুদের প্রাকৃতিক পরিবেশে শিক্ষা গ্ৰহণে সাহায্য করবে ।
(8) বিদ্যালয়ে অবসর সময়ে আপনি কী করবেন ?
(a) টিচার্স রুমে বিশ্রাম নেবেন
(b) লাইব্রেরিতে পত্রপত্রিকা পড়বেন
(c) অফিসে ক্লার্কের সঙ্গে কথা বলবেন
(d) ছাত্রদের দেওয়া বাড়ির কাজগুলি পরীক্ষা করবেন
উত্তর- (d) ছাত্রদের দেওয়া বাড়ির কাজগুলি পরীক্ষা করবেন ।
9) একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে । এ অবস্থায় আপনি কী করবেন ?
(a) ছাত্রটির পিতামাতাকে জানাবেন
(b) তাকে শাস্তি দেবেন
(c) তার কাছে দেরির কারণ জানতে চাইবেন।
(d) এতে মনােযােগ দেওয়ার কারণ নেই
উত্তর- (c) তার কাছে দেরির কারণ জানতে চাইবেন ।
(10) স্ত্রীশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ –
(a) ছেলেদের তুলনায় মেয়েরা বেশি বুদ্ধিমান।
(b) মেয়েরা ছেলেদের তুলনায় সংখ্যায় কম।
(c) অতীতে ছেলেদের তুলনায় মেয়েরা কম সুযােগসুবিধা পেয়েছে।
(d) একমাত্র মেয়েরাই সামাজিক পরিবর্তনে নেতৃত্বদানে সক্ষম।
উত্তর- (d) একমাত্র মেয়েরাই সামাজিক পরিবর্তনে নেতৃত্বদানে সক্ষম ।
(11) শিক্ষার প্রকৃত অর্থ হল –
(a) ব্যক্তিগত সমন্বয়সাধন বা সমঝোতা
(b) আচরণের পরিবর্তন
(c) জ্ঞান অর্জন
(d) দক্ষতা অর্জন
উত্তর- (a) ব্যক্তিগত সমন্বয়সাধন বা সমঝোতা ।
(12) শিক্ষকের প্রধান গুরুত্বপূর্ণ কাজ হল –
(a) শিক্ষাবিষয়ক কাজকর্ম সংগঠিত করা
(b) শ্রেণিকক্ষে বক্তৃতা দেওয়া
(c) ছাত্রদের দেখাশোনা করা
(d) ছাত্রদের মূল্যায়ন করা
উত্তর- (a) শিক্ষাবিষয়ক কাজকর্ম সংগঠিত করা ।
(13) জীবনে সাফল্যলাভের জন্য ছাত্রদের আপনি কীভাবে অনুপ্রাণিত করবেন ?
(a) কেবলমাত্র পাঠ্যসূচিশভিত্তিক পড়াশোনার দ্বারা
(b) প্রাসঙ্গিক পড়াশোনার দ্বারা
(c) নিবিড় পড়াশোনার অভ্যাসের মাধ্যমে গভীর জ্ঞান অর্জনের দ্বারা
(d) আবৃত্তির মাধ্যমে শিক্ষাগ্ৰহণের দ্বারা
উত্তর- (c) নিবিড় পড়াশোনার অভ্যাসের মাধ্যমে গভীর জ্ঞান অর্জনের দ্বারা ।
(14) কোনো বিষয় পড়ানোর ক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষকের বিস্তারিত Lesson Plan – এর প্রয়োজন হয় না, কারণ –
(a) লেসন প্ল্যানের সাহায্য ছাড়াই তাঁরা ভালোভাবে পড়াতে পারেন
(b) ক্লাসে কৌতূহলী ছাত্রের সংখ্যা কম
(c) ক্লাসে শিক্ষকেরা যদি কোনো ভুল পড়ান, তবে তারা ছাত্রদের বাধা বা প্রতিবাদের মুখে পড়েন না
(d) যেভাবে অভিজ্ঞতার মাধ্যমে কোনো শিক্ষক কোনো বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করেছেন, তেমনি সংক্ষিপ্ত খসড়া পাঠক্রম থেকে তাঁরা নিজেদের প্রস্তুত করে তোলেন।
উত্তর- (d) যেভাবে অভিজ্ঞতার মাধ্যমে কোনো শিক্ষক কোনো বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করেছেন, তেমনি সংক্ষিপ্ত খসড়া পাঠক্রম থেকে তাঁরা নিজেদের প্রস্তুত করে তোলেন ।
- আপনি ক্লাসে একটি বিষয় পড়াচ্ছেন । একজন ছাত্র অপ্রাসঙ্গিক একটি প্রশ্ন জিজ্ঞাসা করল । আপনি কী করবেন ?
(a) তাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করার অনুমতি দেবেন
(b) তাকে এ ধরনের প্রশ্ন করার অনুমতি দেবেন না।
(c) এটাকে ক্লাসের শৃঙ্খলাভঙ্গ মনে করে তাকে শাস্তি দেবেন।
(d) ক্লাসের পঠন শেষ হওয়ার পর আপনি তার প্রশ্নের উত্তর দেবেন
উত্তর- (d) ক্লাসের পঠন শেষ হওয়ার পর আপনি তার প্রশ্নের উত্তর দেবেন ।
(16) ‘বেসিক এডুকেশন’ ধারণাটির প্রবক্তা কে ?
(a) ড. জাকির হােসেন
(b) ড. রাজেন্দ্র প্রসাদ
(c) মহাত্মা গান্ধি
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর- (c) মহাত্মা গান্ধি ।
(17) একজন শিক্ষকের সাফল্য নির্ভর করে –
(a) ছাত্রদের সর্বাধিক সাফল্যে
(b) ভালাে বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তিত্বে
(c) ভালাে শিক্ষাদানে
(d) উন্নত চরিত্রে
উত্তর- (c) ভালাে শিক্ষাদানে ।
(18) একজন শিক্ষক যিনি তাঁর ছাত্রদের মনােযােগ আকর্ষণে ব্যর্থ, তার উচিত –
(a) তার শিক্ষাপদ্ধতির পর্যালােচনা করা ও তার উন্নতি করা।
(b) ছাত্রদের মধ্যে দোষ খুজে বের করা
(c) চাকরি থেকে পদত্যাগ করা
(d) শ্ৰতিলিখন শুরু করা
উত্তর- (a) তার শিক্ষাপদ্ধতির পর্যালােচনা করা ।
19) এখনকার শিক্ষকদের কাছে কোন্ শিক্ষার ধারাটি গুরুত্বপূর্ণ ?
(a) মুখস্থশক্তি বৃদ্ধি করা
(b) চটপটে করে তােলা
(c) আত্মবিকাশে সাহায্য দান
(d) সামগ্রিক উন্নতিবিধান করা
উত্তর- (b) চটপটে করে তােলা ।
(20) ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন-এর লক্ষ্য হল –
(a) শিক্ষক-শিক্ষণের কলেজ স্থাপন করা
(b) শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়গুলির গুণমান বজায় রাখা
(c) শিক্ষক-শিক্ষণের কলেজগুলিকে অর্থ-সাহায্য দান
(d) শিক্ষাসংক্রান্ত গবেষণাকে পৃষ্ঠপােষকতা প্রদান
উত্তর- (b) শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়গুলির গুণমান বজায় রাখা ।
(21) ছাত্রদের হােম-টাস্ক বা বাড়ির কাজ পরীক্ষা করার সবচেয়ে ভালাে পদ্ধতি হল –
(a) নিয়মিতভাবে শিক্ষকের দ্বারাই ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করা
(b) ক্লাসে দলবদ্ধভাবে ছাত্রদের দিয়ে বাড়ির কাজ পরীক্ষা করানাে
(c) ক্লাসের বুদ্ধিমান ছাত্রদের দিয়ে এই কাজ করানাে
(d) নমুনা উভয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের বাড়ির কাজ পরীক্ষা করা
উত্তর- (a) নিয়মিতভাবে শিক্ষকের দ্বারাই ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করা ।
(22) জীবনে সাফল্য পেতে ছাত্রছাত্রীদের কীভাবে উদীপ্ত করা উচিত ?
(a) তাদের নিবিড়ভাবে পড়াশুনাে করতে বলে
(b) তাদের সশব্দে পড়তে বলে
(c) ছাত্রদের বাছবিচার করে পড়াশুনাে করতে বলে
(d) যখন সম্ভব তখন পড়াশুনাে করতে বলে
উত্তর- (a) তাদের নিবিড়ভাবে পড়াশুনাে করতে বলে ।
(23.) শিক্ষার নতুন নীতির উদ্দেশ্য হল –
(a) সমগ্র শিক্ষা ব্যবস্থার সংশােধন
(b) শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযােগসাধন
(c) শিক্ষা এবং ডিগ্রিলাভের মধ্যে সংযােগ ছিন্ন করা
(d) সকলের জন্য শিক্ষার সমান সুযােগ তৈরি করা
উত্তর- (b) শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযােগসাধন ।
(24) কীভাবে একজন শিক্ষক ছাত্রদের মধ্যে সামাজিক মূল্যবােধ জাগিয়ে তুলতে পারেন ?
(a) ছাত্রদের ভালাে গল্প বলে
(b) আদর্শ আচরণের মাধ্যমে
(c) তাদের মধ্যে শৃঙ্খলার বােধ জাগিয়ে তুলে
(d) মহান মনীষীদের কথা গল্পচ্ছলে বলে
উত্তর- (b) আদর্শ আচরণের মাধ্যমে
(25) মাইন্ড ম্যাপিং বা মনের মানচিত্রায়ণ বলতে কী বােঝায় ?
(a) মনের কর্মপদ্ধতি নিয়ে গবেষণা
(b) বােঝার ক্ষমতা বিকশিত করার পদ্ধতি
(c) কোনাে অ্যাডভেঞ্চারের প্ল্যানিং করা
(d) মনের ছবি আঁকা
উত্তর- (c) কোনাে অ্যাডভেঞ্চারের প্ল্যানিং করা ।
(26)শিশুর সমাজ-মনস্তাত্ত্বিক প্রয়ােজনের সঙ্গে সম্পর্কিত নয় —
(a) সঙ্গীর প্রয়ােজন
(b) আবেগের নিরাপত্তার প্রয়ােজন
(c) শরীর থেকে বর্জ্যপদার্থ নিয়মিতভাবে নিষ্কাশনের প্রয়ােজন
(d) সামাজিক স্বীকৃতি বা প্রশংসার প্রয়ােজন
উত্তর- (c) শরীর থেকে বর্জ্যপদার্থ নিয়মিতভাবে নিষ্কাশনের প্রয়ােজন ।
One thought on “Child Development & Pedagogy /Primary & upper primary tet/Ctet-rlearn.in”
Comments are closed.