দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান : আলো
PART NUMBER – 01
1. অবতল দর্পণের ফোকাসগামী কোনাে রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর কোন পথে যায় ?
Ans= প্রধান অক্ষের সমান্তরালভাবে
2. অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলােক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে কী বলে?
Ans=> মুখ্য ফোকাস / ফোকাস
3. বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া কোনাে রশ্মি প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে ?
Ans=> বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া কোনাে রশ্মি প্রতিফলনের পর যে পথে এসেছিল সেই পথেই ফিরে আসবে।
4. অবতল দর্পণের ফোকাস দিয়ে কোনাে রশ্মি আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিটি কিভাবে নির্গত হবে ?
Ans=> প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে।
5. গােলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
Ans=> ফোকাস দূরত্ব।
6. অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব গঠিত হয় ?
Ans= প্রতিবিম্ব দর্পণটির পিছনে গঠিত হয়।
7. একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 cm হলে তার ফোকাস দূরত্ব কত ?
Ans=> 15 cm
৪. দাড়ি কামানাের সময় ব্যবহৃত অবতল দর্পণের সাপেক্ষে মুখের অবস্থান কোথায়?
Ans= দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে।
৪. সদবিম্ব গােলীয় দর্পণের সামনে না পিছনে গঠিত হয় ?
Ans= সামনে (অসদবিম্ব – পিছনে)
10. কোন্ গােলীয় দর্পণের ফোকাস অসদ ?
Ans=> উত্তল দর্পণে ।
11. অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দর্পণের সাপেক্ষে কোথায় গঠিত হয় ?
Ans=> সামনে (উত্তল দর্পণ – পিছনে)
12. দর্পণের উপরস্থ আপতন বিন্দু ও বক্রতা সংযােগকারী সরলরেখা হল গােলীয় দর্পণের ———-।
Ans= অভিলম্ব।
13. অসীমে অবস্থিত কোন বস্তুর অবতল দর্পণের কোথায় গঠিত হয় ?
Ans=> ফোকাসে।
14. অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে ওই বস্তুর অসদ প্রতিবিম্ব গঠিত হয় ? / অবতল দর্পণ কখন,বস্তুর অসদবিম্ব গঠন করে ?
Ans=> ফোকাস ও মেরুর মধ্যে।
15. অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব কখন গঠিত হয় ?
Ans=> বস্তুটি ফোকাসে বা ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত থাকলে
16. অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন সদ্ ও কখন অসদ হয় ?
Ans=> প্রতিবিম্ব সদ্ হবে যখন বস্তুটি ফোকাস দূরত্বের বেশি দূরত্বে থাকে এবং প্রতিবিম্ব অসদ হবে যখন বস্তুটি ফোকাস ও মেরুর মধ্যে থাকে।
17. উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয় ?
Ans=> দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে
18. অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কোন দিকে থাকে ?
Ans= প্রতিফলক তলের সামনে।
19. উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কোন দিকে থাকে ?
Ans:প্রতিফলক তলের পিছনে
20. উত্তল দর্পণ কখন সদবিম্ব গঠন করে ?
Ans:অসদ বস্তুর ক্ষেত্রে।
21.গােলীয় দর্পকে জলে ডােবালে দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে ?
Ans:কোনাে পরিবর্তন হবে না
22. উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কোন দিকে থাকে ?
Ans=> উত্তল দর্পণের পিছনে
23. টর্চ ব্যবহৃত অবল প্রতিফলকের সাপেক্ষে বস্তুটি কোথায় রাখা হয় ?
An=> ফোকাসে।
24. অবতল দর্পণর সামনে ফোকাসে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ?প্রতিবিম্বের প্রকৃতি কী হবে ?
Ans:প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। উৎপন্ন প্রতিবিম্ব – সদ, অবশীর্ষ ও বিবর্ধিত।
25. বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত।
Ans: 3/4
26. কোনাে মাধ্যমে আলাের বেগ বাড়লে পরম প্রতিসরাঙ্কের মানের কী পরিবর্তন ঘটবে?
Ans=পরম প্রতিসরাঙ্ক এর মান বাড়বে।
27. বায়ু থেকে কাচে আলাে প্রবেশ করলে কখন কোনাে প্রতিসরণ ঘটবে না?
Ans=> বায়ু থেকে আলােকরশ্মি লম্বভাবে কাঁচের ওপর পড়লে সরাসরি একই দিক বরাবর প্রতিসৃত হয় অর্থাৎ এক্ষেত্রে কোনাে দিক পরিবর্তন ঘটে না।
28. প্রতিসরণ হওয়ার মূল কারণ কী ?
Ans= বিভিন্ন মাধ্যমে আলাের বেগ বিভিন্ন হয়।
29. প্রতিসরাঙ্ক বলার সময় একবর্নী আলাের কথা বলা হয় কেন ?
Ans= কারণ, প্রতিসরাঙ্ক আলাের বর্ণের ওপর নির্ভর করে।
30.আলাের বেগের মাধ্যমে কি প্রতিসরাঙ্ককে প্রকাশ করা যায় ?
Ans=> হ্যাঁ, আলোর বেগের মাধ্যমে প্রতিসরাঙ্ককে প্রকাশ করা যায় ।
31. কোনাে প্রতিসারক তলের ওপর লম্বভাবে আপতিত রশ্মির প্রতিসরণের ফলে চ্যুতি কত হয় ?
Ans=> শূন্য
32. সূর্যালােকের দৃশ্যমান কোন্ বর্ণের আলাের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি ?
Ans=> বেগুনি
33. দৃশ্যমান আলােকরশ্মির মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি এবং কোটির সবচেয়ে কম ?
Ans=> সবচেয়ে বেশি – বেগুনি এবং সবচেয়ে কম – লাল।
34. প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 অপেক্ষা কম । এক্ষেত্রে কোন মাধ্যম ঘনতর ?
Ans=> প্রথম মাধ্যম
35. প্রিজমের কয়টি প্রতিসারক তল থাকে ? Ans=> 2 টি
36. প্রিজমের মােট কয়টি তল থাকে ?
Ans=> 5 টি
37. পাতলা প্রিজমের প্রতিসারক কোণের মান কত ? Ans=> 10° বা তার কম
38. শূন্য মাধ্যমের প্রতিসরাষ্কের মান কত ? Ans=1
39. ঘন মাধ্যমের আলাের বেগ কমার জন্য কোন রাশিটির পরিবর্তন ঘটে ?
Ans=> তরঙ্গদৈর্ঘ্য কমে যায়
40. দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোনাে আলােকরশ্মির কৌণিক চ্যুতি কত ?
Ans=> শূন্য
41. বায়ু , হীরে , কাচ , জল , বরফ – এদের মধ্যে কোনটির আলােকীয় ঘনত্ব সবচেয়ে বেশি এবং কোটির সবচেয়ে কম ?
Ans=> সবচেয়ে বেশি – হীরে ও সবচেয়ে কম – বায়ু
42. প্রিজমের শীর্ষকোণ বড়াে হলে প্রতিসৃত রশ্মির চ্যুতি কেমন হবে ?
Ans=> চ্যুতি হ্রাস পাবে
43. প্রিজমের নূন্যতম চ্যুতির অবস্থান কতগুলি হতে পারে ?
Ans=>1 টি
44. প্রিজমের একটি প্রতিসারক তলে সাদা আলাে আপতিত হলে কোন বর্ণের প্রতিসরণ চেয়ে বেশি হবে ?
Ans= লাল।
45. প্রিজম দ্বারা গঠিত সাদা আলাের প্রান্তিক বর্ণদুটি কী কী ?
Ans=> লাল ও বেগুনি
46. সমান্তরাল কাচ ফলকে আলাের প্রতিসরণের ফলে আলােকরশ্মির চ্যুতি কত?
Ans=> সমান্তরাল কাচ ফলকে আলাের প্রতিসরণের ফলে আলােকরশ্মির শূন্য হবে।
47. উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসদ হয় ?
Ans=> বস্তু , ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে থাকলে উত্তল লেন্স দ্বারা অসদবিম্ব তৈরি হবে।
48. উত্তল লেন্সে গঠিত অসদবিম্বের প্রকৃতি কী হবে ?
Ans=> সমশীর্ষ ও বিবর্ধিত।
49. উত্তল লেন্সের অসদবিম্ব গঠনকে কাজে লাগিয়ে লেন্সকে কি হিসাবে ব্যবহার করা যায় ?
Ans=> লেন্সকে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার
50. লেন্সের ফোকাসে কোনাে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ?
51. জলের মধ্যে একটি বায়ুর বুদবুদ সৃষ্টি হয়েছে। এটা অভিসারী না অপসারী লেন্সের মতাে আচরণ করবে ?
Ans=> জলের মধ্যে সৃষ্ট বায়ুর বুদ্বুদ অভিসারী লেন্স অর্থাৎ উত্তল লেন্সের মতাে আচরণ করবে।
52. সদবিম্ব বস্তুর সাপেক্ষে লেন্সের কোন্ পাশে গঠিত হয় ?
Ans=> বস্তু লেন্সের যে পাশে থাকে, সদবিম্ব সর্বদা তার বিপরীত পাশে গঠিত হয়।
53. ক্যামেরায় কোন ধরণের লেন্স ব্যবহার করা হয় ?
Ans=> উত্তল লেন্স
54. ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব সদ্ না অসদ ? Ans=> সদ
55. লেন্সে প্রতিবিম্ব গঠনের সময় কোন্ ধর্ম ব্যবহৃত হয় ?
Ans=> লেন্সের অভিসারী বা অপসারী ধর্ম।
56. উত্তল লেন্সের অক্ষের সঙ্গে সমান্তরাল আলােকরশ্মি গুচ্ছ লেন্সটইর উপর আপতিত হয়ে নির্গমনের পর অক্ষের ওপর আপতিত হয়ে কোন্ বিন্দুতে মিলিত হয় ? এই বিন্দুতে উৎপন্ন প্রতিবিম্ব সদ্ না অসম্ ?
Ans=> ফোকাস বিন্দুতে , সদ
57. একটি উত্তল লেন্সকে তার সম প্রতিসরাঙ্কবিশিষ্ট কোনাে তরলে ডােবালে লেন্সটির ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে ? Ans=> ফোকাস দৈর্ঘ্য অসীমে হবে
58. অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে ? Ans=> অসদ্ ও সমশীর্ষ
59. উত্তল লেন্সে কখন একটি বস্তুর অসদ্ প্রতিবিম্ব গঠিত হয় ?
Ans= লক্ষ্যবস্তু লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে থাকলে।
60. কোন ধরনের লেন্সের ক্ষেত্রে আলােককেন্দ্র লেন্সের বাইরে অবস্থিত হতে পারে ?
Ans=> উত্তলাবতল ও অবতলােত্তল।
61. উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সটির সাপেক্ষে কোথায় গঠিত হবে ?
Ans=> ফোকাস তলে
62. একটি যন্ত্রের নাম লেখাে যেখানে উত্তল লেন্সের অসদ, সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের ধর্মকে কাজে লাগানাে হয় ?
Ans=> অণুবীক্ষণ যন্ত্র
63. সান গ্লাস (Sunglass) এ কী ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
Ans=> অবতলােত্তল
64. তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে লাল, নীল, বেগুনি ও হলুদ বর্ণের আলােকে সাজাও।
Ans=> লাল > হলুদ > নীল > বেগুনি
65. রংধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালি ?
Ans=> অশুদ্ধ বর্ণালি
66. রেডিয়ােথেরাপিতে ক্যানসার কোশকে ধ্বংস করার জন্য কোন্ রশ্মি ব্যবহার করা হয় ? Ans=> গামা
67. দৃশ্যমান আলাের পাল্লা কত ?
Ans= 400 nm – 800 nm
68. তরঙ্গদৈর্ঘ্য হিসাবে প্রদত্ত রশ্মিগুলিকে উৰ্দ্ধক্রমে সাজাও : দৃশ্যমান আলাে, অতিবেগুনি, গামা রশ্মি ও মাইক্রোওয়েভ ।
Ans=> গামা রশ্মি < অতিবেগুনি রশ্মি < দৃশ্যমান আলাে < মাইক্রোওয়েভ।
69. উপগ্রহ যােগাযােগ ব্যবস্থায় কোন রশ্মি ব্যবহার করা হয় ?
Ans=> মাইক্রোওয়েভ রেডিওওয়েভ।
70. আলাের কোন ধর্মের জন্য উদীয়মান সূর্যের রঙ লাল হয় ?
Ans=> বিক্ষেপণ
71. আলাের কোন ধর্মের জন্য দিনের বেলাতে আকাশকে নীল দেখায় ?
Ans=> আলাের বিক্ষেপণ
72. আমাদের চোখ কোন্ আলাের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবেদী ? Ans=> হলুদ
MCQ QUESTIONS
1. গােলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা –
(a) 1টি☑️
(b) 2টি
(c) 3টি
(d) 4টি
2. গােলীয় দর্পণের গৌণ ফোকাসের সংখ্যা –
(a) 1টি
(b) 2ট
(c) 3টি
(d) অসংখ্য☑️
3. একটি বিন্দু আলােক উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পাওয়ার জন্য কোন্ ধরণের দর্পণ ব্যবহার করতে হবে ?
(a) উত্তল
(b) অবতল☑️
(c) সমতল
(d) সবকটি
4. গােলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r ও ফোকাস দৈর্ঘ্য f এর মধ্যে সম্পর্ক হল –
(a) f = 2r
(b) r = 2f✅
(c) r = f
(d) r = 3f
5. কোন্ দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র অধিক পাওয়া যায় ?
(a) উত্তল✅
(b) অবতল
(c) সমতল
(d) অধিবৃত্তীয়
6. সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হল –
(a) 0
(b) 1
(c) 100
(d) অসীম☑️
7. বক্রতা বাড়লে গােলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য –
(a) কমে ✅
(b) বাড়ে
(c) একই থাকে
(d) বাড়তে পারে আবার কমতেও পারে
৪. ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের কৌণিক উন্মেষের মান-
(a) 10° এর সমান
(b) 10° এর কম ☑️
(c) 10° এর বেশি
(d) সঠিকভাবে বলা যায় না
9. উত্তল দর্পণে সমান্তরাল আলােকরশ্মি আপতিত হলে , প্রতিফলিত রশ্মিগুচ্ছ –
(a) অপসারী হয়✅
(b) অভিসারী হয়
(c) সমান্তরাল হয়
(d) সবগুলিই হতে পারে
10. উত্তল দর্পণে সদ্বস্তুর প্রতিবিম্ব হবে –
(a) সদ্ ও অবশীর্ষ
(b) অসদ্ ও অবশীর্ষ
(c) সদ ও সমশীর্ষ
(d) অসদ ও সমশীর্ষ✅
11. কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসদ হয় ?
(a) উত্তল দর্পণ☑️
(b) অবতল দর্পণ
(c) সমতল দর্পণ
(d) অধিবৃত্তীয় দর্পণ
12. 20 cm বক্রতা ব্যাসার্ধের একটি অবতল মেরু থেকে কত দূরে প্রধান অক্ষের ওপর একটি বস্তুকে রাখলে বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে ?
(a) 20cm
(b) 20 cm অপেক্ষা বেশি
(c) 20 cm অপর কম
(d) 10 cm অপেক্ষা কম। ✅
13. কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা বড়াে হয় ?
(a) উত্তল দর্পণ
(b) অবতল দর্পণ☑️
(c) সমতল দর্পণ
(d)অধিবৃত্তীয় দর্পণ
14. গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি হল –
(a) উত্তল দর্পণ☑️
(b) অবতল দর্পণ
(c) সমতল দর্পণ
(d) উত্তল লেন্স
15. গলার চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয় ?
(a) উত্তল দর্পণ
(b) অবতল দর্পণ☑️
(c) সমতল দর্পণ
(d) অধিবৃত্তীয় দর্পণ
16. দাড়ি কামানাের জন্য কোন্ দর্পণ ব্যবহার করা হয় ?
(a) উত্তল দর্পণ
(b) অবতল দর্পণ✅
(c) সমতল দর্পণ
(d)অধিবৃত্তীয় দর্পণ
17. সােলার কুকারে কোন্ দর্পণ ব্যবহার করা হয় ?
(a) উত্তল দর্পণ
(b) অবতল দর্পণ✅
(c) সমতল দর্পণ
(d) অধিবৃত্তীয় দর্পণ ।
18. সার্চ লাইট বা হেডলাইটে কোন্ দর্পণ ব্যবহার করা হয় ?
(a) উত্তল দর্পণ
(b) অবতল দর্পণ ✅
(c) সমতল দর্পণ
(d) অধিবৃত্তীয় দর্পণ
19. কোনাে অবতল গােলীয় দর্পণে বস্তুকে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে, প্রতিবিম্বের প্রকৃতি হবে——
(a) সদ্ , বিবর্ধিত ও অশীর্ষ ✅
(b) অসদ , বিবর্ধিত ও অবশীর্ষ
(c) সদ্ , বিবর্ধিত ও সমশীর্ষ
(d) অসদ , ক্ষুদ্রাকার ও সমশীর্ষ
20. উত্তল দর্পণের সামনে যে-কোনাে স্থানে বস্তু রাখলে , প্রতিবিম্বের প্রকৃতি হবে
(a) সমশীর্ষ ও ক্ষুদ্রাকৃতি ✅
(b) সমশীর্ষ ও বিবর্ধিত
(c) অবশীর্ষ ও ক্ষুদ্রাকৃতি
(d) অবশীর্ষ ও বিবর্ধিত
21. অবতল দর্পণ দ্বারা বস্তু অপেক্ষা বড়াে সমশীর্ষ প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে রাখতে হবে।
(a) দর্পণের ফোকাসের মধ্যে ☑️
(b) দর্পণের ফোকাসে
(c) দর্পণের ফোকাসের বাইরে
(d) অসীম দূরত্বে
22. অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত একটি বিস্তৃত বস্তু দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি
(a) সদ্ , অবশীর্ষ ও বিবর্ধিত ☑️
(b) অসদ , অবশীর্ষ ও বিবর্ধিত
(c) সদ্ , অবশীর্ষ ও ক্ষুদ্রাকৃতি
(d) অসদ , সমশীর্ষ ও বিবর্ধিত
23. অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত একটি বিস্তৃত বস্তু থাকলে , ওই বস্তু দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হবে –
(a) সদ্ ও অবশীর্ষ
(b) অসদ ও অবশীর্ষ
(c) সদ্ ও সমশীর্ষ
(d) অসদ ও সমশীর্ষ☑️
24. আলাে প্রতিসরণের জন্য দায়ী হল
(a) আলােকরশ্মির প্রকৃতি
(b) আলােকরশ্মির বর্ণ
(c) বিভিন্ন মাধ্যমে আলাের গতিবেগ☑️
(d) কোনােটিই নয়
25. এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলাের যে ধর্ম অপরিবর্তিত থাকে তা হল –
(a) গতিবেগ
(b) তরঙ্গদৈর্ঘ্য
(c) কম্পাঙ্ক ☑️
(d) বিস্তার
26. কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি কোন আলাের ক্ষেত্রে ?
(a) বেগুনি✅
(b) লাল
(C) হলুদ
(d) নীল
27. সাধারণত মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক নির্ণয়ের জন্য আপতিত আলাের বর্ণ ধরা হয় কোন্ বর্ণের আলােকরশ্মিকে?
(a) লাল
(b) নীল
(C) হলুদ☑️
(d) সবুজ
28. কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে কম ?
(a) হীরক
(b) জল
(c) বায়ু ✅
(d) কাচ
29. আলােকরশ্মি বায়ু থেকে কাচে প্রবেশ করলে কী ঘটে?
(a) তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায়
(b) তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায় ☑️
(c) কম্পাঙ্ক বৃদ্ধি পায়
(d) গতিবেগ বৃদ্ধি পায়
30. প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম হয় , যখন আপতন কোণের মান –
(a) 0° ✅
(b) 45°
(c) 90°
(d) 60° হয় ।
31. কোন্ আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলাের প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় ?
(a) 0° ☑️
(b) 45°
(c) 90°
(d) 60°
32. প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বোচ্চ হলে,যখন আপতন কোণের মান-
(a) 0°
(b) 45°
(C) 90° ✅
(d) 60° হয় ।
33. সমান্তরাল কাচ ফলকে প্রতিসরণের ক্ষেত্রে আলােকরশ্মির চ্যুতির পরিমাণ হবে ?
(a) 0° ☑️
(b) 45°
(c) 90°
(d) 60°
34. কাচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ হল-
(a) 0°☑️
(b) 45°
(c) 90°
(d)60°
35. প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা –
(a) 2☑️ (b) 3
(c) 4 (d) 5
36. প্রিজমের মধ্য দিয়ে সাদা আলাের প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হল ?
(a) লাল (b) হলুদ
(c) সবুজ (d) বেগুনি☑️
37. কাচ মাধ্যমের কোন্ বর্ণের আলাের প্রতিসরণ সবচেয়ে কম হয় ?
(a) লাল✅ (b) বেগুনি
(c) নীল (d) কমলা
38. লেন্সের আলোেককেন্দ্র হল——–
(a) একটি সচলবিন্দু
(b) একটি নির্দিষ্ট বিন্দু☑️
(c) অসীমে অবস্থিত একটি বিন্দু
(d) কোনাে বিন্দুই নয়
39. আলােককেন্দ্র দিয়ে যাওয়া আলােকরশ্মির চ্যুতি – (a) 0° ✅(b) 45° (c) 60° (d) 90°
40. একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 cm হলে বস্তুকে লেন্স থেকে কত দূরে রাখলে লেন্সটিকে বিবর্ধক কাচরূপে ব্যবহার করা যাবে? (a) 10 cm☑️ (b) 20 cm (c) 40 cm
(d) অসীমে
41. অবতল লেন্সের আলােক কেন্দ্র ও অসীমের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে ট্র
(a) ফোকাসে
(b) ফোকাস ও আলােক কেন্দ্রের মধ্যে✅
(C) বক্রতা কেন্দ্রে
(d) অসীমে
42. একটি উত্তল লেন্সের সামনে 20 cm দূরে একটি বস্তু রাখায় বস্তুর সমান আকারের সদবিম্ব গঠিত হয় ।লেন্সটির ফোকাস দূরত্ব হল – (a) 20 cm (b) 40 cm (c) 10 cm☑️ (d) অসীমে
43. উত্তল লেন্সের দ্বারা অসদবিম্ব গঠিত হয় যখন বস্তু –
(a) ফোকাসে থাকে
(b) আলােক কেন্দ্র ও ফোকাসের
মধ্যে থাকে✅
(c) দ্বিগুণ ফোকাস দূরত্বে থাকে
(d) অসীমে থাকে
44. চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় না –
(a) হলুদ বিন্দুতে
(b) অন্ধবিন্দুতে✅
(c) লেন্সে
(d) রেটিনায়
45. মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে –
(a) বড়াে ও উল্টো
(b) ছােটো ও উল্টো☑️
(c) বড়াে ও সােজা
(d) ছােটো ও সােজা
46. মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় , তার প্রকৃতি
(a) অসদ্ ও অবশীর্ষ
(b) সদ্ ও সমশীর্ষ
(c) অসদ ও সমশীর্ষ
(d) সদ্ ও অবশীর্ষ✅
47. চোখের করনিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় –
(a) NO (b) H2
(c) N2 ☑️ (d) NO2
48. ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব –
(a) সদ্ ও অবশীর্ষ ✅
( b) সদ্ ও সমশীর্ষ
(d) অসদ্ ও অবশীর্ষ
(c) অসদ ও সমশীর্ষ
49. ক্যামেরায় কি নিয়ন্ত্রণের জন্য ডায়াফ্রাম বা স্টপ ব্যবহার করা হয় –
(a) প্রতিবিম্বের আকার
(b) আলােক সম্পাতের সময়
(c) প্রবিষ্ট আলাের পরিমাণ✅
(d) প্রতিবিম্বের প্রকৃতি
50. সমান্তরাল আলােকরশ্মিগুচ্ছকে অভিসারী আলােকরশ্মিতে পরিনত করতে কী ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
(a) উত্তল লেন্স ☑️
(b) অবতল লেন্স।
(c) সমতল লেন্স
(d) যে কোনাে লেন্স
51. কোন্ লেন্স সমান্তরাল আলােকরশ্মি গুচ্ছকে অপসারী আলােকরশ্মিতে পরিনত করে ?
(a) উত্তল লেন্স
(b) অবতল লেন্স।☑️
(c) সমতল লেন্স
(d) যে কোনাে লেন্স
52.বিবর্ধক কাচ হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
(a) উত্তল লেন্স ✅
(b) অবতল লেন্স
(c) সমতল লেন্স।
(d) যে কোনাে লেন্স
53. একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে।
(a) ফোকাসে।
(b) দ্বিগুণ ফোকাস দূরত্বে
(c) অসীমে✅
(d) বক্রতা
54. আতস কাচ কী ধরনের লেন্স –
(a) উত্তল লেন্স ☑️
(b) অবতল লেন্স
(c) সমতল লেন্স
(d) যে কোনাে লেন্স
55. উত্তল লেন্সে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন 1 হবে –
(a) ফোকাসে
(b) দ্বিগুণ ফোকাস দূরত্বে✅
(c) অসীমে
(d) আলােক কেন্দ্র ও ফোকাসের মধ্যে
56. ক্যামেরার অভিলক্ষ্য হিসাবে কোন্ ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
(a) উত্তল লেন্স ☑️
(b) অবতল লেন্স
(c) সমতল লেন্স
(d) যে কোনাে লেন্স
57. মায়ােপিয়া বা হ্রস্ব দৃষ্টি দূর করার জন্য কোন্ ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
(a) উত্তল লেন্স
(b) অবতল লেন্স☑️
(c) সমতল লেন্স
(d) যে কোনাে লেন্স
58. হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি দূর করার জন্য কোন্ ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
(a) উত্তল লেন্স ☑️
(b) অবতল লেন্স
(c) সমতল লেন্স
(d) যে কোনাে লেন্স
59. মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয় ?
(a) রেটিনায়✅
(b) অন্ধবিন্দুতে
(c) করনিয়ায়
(d) কোরয়েড
60. সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব কত ? বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত ?
(a) 10 cm
(b) 20 cm
(c) 25 cm☑️
(d) 30 cm
61.একজন ছাত্র ক্লাসে ব্ল্যাকবাের্ড দেখতে পায় না , কিন্তু তার সামনে বেঞ্চের ওপর রাখা বই পড়তে পারে। ওই ছাত্রটিকে কী ধরনের লেন্স যুক্ত চশমা দিতে হবে ?
(a) উত্তল লেন্স
(b) অবতল লেন্স ✅
(c) সমতল লেন্স
(d) যে কোনাে লেন্স
62. একটি উত্তল লেন্সের ফোকাসের থেকে কম দূরত্বে বস্তু থাকলে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি হবে –
(a) সদ্ ও সমশীর্ষ
(b) সদ্ ও অবশীর্ষ
(c) অসদ ও সমশীর্ষ
(d) অস ও সমশীর্ষ✅
63. একটি উত্তল লেন্সের f ও 2f এর মধ্যবর্তী দূরত্বে বস্তু থাকলে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি হবে –
(a) সদ্ ও সমশীর্ষ
(b) সদ্ ও অবশীর্ষ☑️
(c) অস ও সমশীর্ষ
(d) অসদ ও সমশীর্ষ
64. একটি উত্তল লেন্সের 2f এর থেকে বেশি দূরত্বে বস্তু থাকলে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি হবে –
(a) সদ্ ও সমশীর্ষ
(b) সদ্ ও অবশীর্ষ ☑️
(c) অসদ ও সমশীর্ষ
(d) অসদ ও সমশীর্ষ
65. অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি সর্বদাই –
(a) সদ্ ও সমশীর্ষ
(b) সদ্ ও অবশীর্ষ
(c) অসদ ও সমশীর্ষ
(d) অসদ ও সমশীর্ষ✅
66. কোনাে বস্তুর বিবর্ধিত অসদবিম্ব গঠন করতে হলে উত্তল লেন্স থেকে বস্তু-দূরত্ব হওয়া উচিত –
(a) f এর সমান
(b) 2f এর সমান
(c) f এর কম✅
(d) f এর বেশি
67. একটি সবুজ বস্তুকে হলুদ আলাে দ্বারা আলােকিত করলে বস্তুটির বর্ণ কেমন দেখাবে ?
( a) হলুদ
(b) নীল
(c) কালাে ✅
(d) সবুজ
68. একটি উত্তল লেন্সের থেকে অসীম দূরত্বে কোনাে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে –
(a) সদ ও সমশীর্ষ
(b) সদ্ ও অবশীর্ষ✅
(c) অসদ ও সমশীর্ষ
(d) অসদ ও সমশীর্ষ
69. আলােককেন্দ্রগামী কোনাে আলােকরশ্মির চ্যুতি হয় –
(a) 0°✅
(b) 45°
(c) 60°
(d) 90°
70. বর্ণালি সৃষ্টির কারণ আলাের –
(a) প্রতিফলন
(b) প্রতিসরণ
(c) বিচ্ছুরণ✅
(d) বিক্ষেপণ
71. অস্বচ্ছ কোনাে বস্তুর বর্ণ সৃষ্টির কারণ আলাের –
(a) প্রতিফলন
(b) প্রতিসরণ
(c) বিচ্ছুরণ☑️
(d) বিক্ষেপণ
72. প্রদত্ত আলােগুলির মধ্যে কোন্ বর্ণের আলাের বিক্ষেপণ কম –
(a) লাল☑️
(b) হলুদ
(c) বেগুনি
(d) সবুজ
73. প্রদত্ত আলােগুলির মধ্যে কোন্ বর্ণের আলাের বিক্ষেপণ বেশি –
(a) লাল
(b) হলুদ
(c) বেগুনি ☑️
(d) সবুজ
74. শূন্যস্থানে বিভিন্ন বর্ণের আলাের বেগ –
(a) সমান ✔️
(b) অসমান
(c) শব্দের বেগের সমান
(d) শব্দের বেগের চেয়ে কম
75. সূর্যের আলাে হল –
(a) একবর্নী
(b) দ্বিবর্নী
(c) বহুবর্নী✅
(d) বর্ন হীন
76. কোন বর্ণের আলাের সাপেক্ষে কোনাে মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করা হয় –
(a) লাল
(b) নীল
(c) সবুজ
(d) হলুদ✅
77. দৃশ্যমান আলাের মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম –
(a) লাল✅
(b) বেগুনি
(c) নীল
(d) আকাশী
78. দৃশ্যমান আলাের মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি –
(a) লাল
(b) বেগুনি✅
(c) নীল
(d) আকাশী
79. কোন্ আলাের ক্ষেত্রে প্রিজমের চ্যুতি সবচেয়ে কম ?
(a) লাল
(b) বেগুনি ☑️
(c) নীল
(d) আকাশী
80. কোন্ আলাের ক্ষেত্রে প্রিজমের চ্যুতি সবচেয়ে বেশি ?
(a) লাল
(b) বেগুনী✅
(c) নীল
(d) আকাশী
81. দৃশ্যমান আলাের মধ্যে কার গতিবেগ সবচেয়ে বেশি –
(a) লাল ✅
(b) বেগুনি
(c) নীল
(d) হলুদ
82. দৃশ্যমান আলাের মধ্যে কার গতিবেগ সবচেয়ে কম –
(a) লাল
(b) বেগুনি ☑️
(c) নীল
(d) হলুদ
83. নীল বর্ণের পরিপূরক বর্ণ কোনটি?
(a) লাল
(b) বেগুনি
(c) নীল
(d) হলুদ✅
84. রামধনুতে আলাের কী ঘটে –
(a) শুধু বিচ্ছুরণ
(b) শুধু প্রতিসরণ
(c) বিচ্ছুরণ ও প্রতিফলন
(d) প্রতিফলন, প্রতিসরণ ও বিচ্ছুরণ✅
85. একটি ব্যক্তি সবুজ রঙের জামা ও সাদা রঙের প্যান্ট পরে আছে । নীল আলােতে ওই জামা ও প্যান্টের রঙ হবে যথাক্রমে –
(a) হলুদ ও সাদা
(b) সবুজ ও নীল
(c) কালাে ও নীল ☑️
(d) কালাে ও সাদা
86. জলের প্রতিসরাঙ্ক যদি সব বর্ণের আলাের জন্য সমান হতাে তবে রামধনুকে কেমন দেখাত ?
(a) কালাে
(b) উজ্জ্বল সাদা রঙের পটি ☑️
(c) হলুদ
(d) সবুজ
87. লাল, হলুদ ও বেগুনি আলাের জন্য একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্বের ক্রম হবে –
(a) লাল < হলুদ< বেগুনি
(b) বেগুনি < হলুদ< লাল ✅
(c) লাল < বেগুনি < হলুদ
(d) হলুদ < বেগুনি < লাল
88. আলাের বর্ণ কিসের ওপর নির্ভর করে –
(a) কম্পাঙ্ক
(b) বেগ
(c) তরঙ্গদৈর্ঘ্য ☑️
(d) বিস্তার
89. অবলােহিত তরঙ্গের শক্তি কার থেকে বেশি –
(a) দৃশ্যমান আলাে
(b) অতিবেগুনি রশ্মি
(c) গামা রশ্মি
(d) মাইক্রোওয়েভ✅
90. অবলােহিত রশ্মি কোন্ দুটি তরঙ্গের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ?
(a) দৃশ্যমান আলাে ও মাইক্রোওয়েভ☑️
(b) দৃশ্যমান আলাে ও রেডিওতরঙ্গ
(c) অতিবেগুনি ও দৃশ্যমান আলাে
(d) x-রশ্মি ও দৃশ্যমান আলাে
91. শরীরে ভিটামিন-D তৈরিতে সাহায্য করে –
(a) দৃশ্যমান আলাে
(b) অতিবেগুনি রশ্মি ✅
(c) গামা রশ্মি
(d) মাইক্রোওয়েভ
92. বিপদ সংকেত হিসাবে লাল আলাে ব্যবহার করা হয় কারণ –
(a) তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক ☑️
(b) তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন
(c) লাল আলাের গতিবেগ বেশি
(d) লাল আলাে বায়ুমন্ডলে বেশি বিক্ষিপ্ত হয়
93. নীচের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য ক্রমবর্ধমান পর্যায়ে আছে ?
(a) Y -রশ্মি , অতিবেগুনি রশ্মি , দৃশ্যমান রশ্মি , রেডিয়াে তরঙ্গ✅
(b) দৃশ্যমান রশ্মি , রেডিয়াে তরঙ্গ , y -রশ্মি , অতিবেগুনি রশ্মি
(c) দৃশ্যমান রশ্মি , অতিবেগুনি রশ্মি , রেডিয়াে তরঙ্গ , Y -রশ্মি
(d) রেডিয়াে তরঙ্গ , দৃশ্যমান রশ্মি , অতিবেগুনি রশ্মি , Y -রশ্মি
94.নিমে প্রদত্ত কোন্ তড়িৎচুম্বকীয় তরঙ্গ গ্রুপের কম্পাঙ্ক ক্রমবর্ধমান পর্যায়ের ?
(a) মাইক্রোতরঙ্গ , ইনফ্রারেড রশ্মি , অতিবেগুনি রশ্মি , X-রশ্মি✅
(b) ইনফ্রারেড রশ্মি , অতিবেগুনি রশ্মি , X-রশ্মি , মাইক্রোতরঙ্গ
(c) অতিবেগুনি রশ্মি , X-রশ্মি , মাইক্রোতরঙ্গ , ইনফ্রারেড রশ্মি
(d) x-রশ্মি , অতিবেগুনি রশ্মি , ইনফ্রারেড রশ্মি , মাইক্রোতরঙ্গ