WBCS GEOGRAPHY SOLVED QUESTIONS
PART NUMBER – – – – – – 2
- দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে (A) গঙ্গোত্রী (B) মৈত্রী (C) ভারতী (D) অলকা।
Ans:(C) ভারতী।
- ভারতে ‘Coastal Regulation Zones’ সনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুনাকের উপর ভিত্তি করে : (A) জোয়ারের উচ্চতা (B) সমুদ্রের স্তর বৃদ্ধি (C) জলের গভীরতা (D) সমুদ্র তালের উচ্চতা।
Ans: (A) জোয়ারের উচ্চতা।
- ‘আঁধি’ নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে (A) পাঞ্জাব (B) পশ্চিমবঙ্গ (C) আসাম (D) উত্তরপ্রদেশ।
Ans: (A) পাঞ্জাব।
- পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য (A) মালদা (B) দার্জিলিং (C) বাঁকুড়া (D) হাওড়া।
Ans: (B) দার্জিলিং।
- ভারতের বায়লাদিলা পর্বত বিখ্যাত উৎপাদনের জন্য : (A) অ্যালুমিনিয়াম (B) লৌহ আকরিক (C) বক্সাইট (D) মাইকা।
Ans: (B) লৌহ আকরিক।
- নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশী ? (A) পশ্চিমবঙ্গ (B) মহারাষ্ট্র (C) উত্তরপ্রদেশ (D) বিহার।
Ans:(D) বিহার (২০১১ সেন্সাস )।
- মধ্যপ্রদেশে উৎপন্ন ‘বক্সাইট’ ব্যবহৃত হয় (A) ব্রোঞ্জ উৎপাদনে (B) অ্যালুমিনিয়াম উৎপাদনে (C) তামা উৎপাদনে (D) অভ্র উৎপাদনে।
Ans: (B) অ্যালুমিনিয়াম উৎপাদনে।
- ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত : (A) ঝিলাম (B) শতদ্রু (C) বিপাশা (D) সিন্ধু।
Ans: (B) শতদ্রু।
- গঙ্গানদী সমুদ্রে প্রবাহিত হয় (A) মোহনার মাধ্যমে (B) ব-দ্বীপের মাধ্যমে (C) পাখির পায়ের মত মোহনার মাধ্যমে (D) উপরের কোনটিই নয়।
Ans: (B) ব-দ্বীপের মাধ্যমে।
- পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ’ নামে নিমোক্ত সালে ঘোষনা করা হয়েছে ? (A) 1999 (B) 1989 (C) 1979 (D) 1969
Ans: 1989 [right answer 1987 হবে]
- নাগার্জুনাসাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত : (A) কৃষ্ণা (B) কাবেরী (C) তুঙ্গভদ্রা (D) সোন।
Ans: (A) কৃষ্ণা।
- শাল এক ধরনের (A) কনিফেরাস গাছ (B) পর্ণমোচি গাছ (C) চিরহরিৎ গাছ (D) জোরোফাইটিক গাছ।
Ans: (B) পর্ণমোচি গাছ।
- পাশ্চিমবঙ্গে 2001 সেনসাস অনুযায়ী , সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায় (A) মালদায় (B) উত্তর দিনাজপুরে (C) দক্ষিণ দিনাজপুরে (D) দক্ষিণ 24 -পরগনায়।
Ans: (B) উত্তর দিনাজপুরে।
- বাঁকুড়ায় মৃত্তিকা হচ্ছে (A) পডজলিক মৃত্তিকা (B) অ্যালুভিয়াল মৃত্তিকা (C) ল্যাটারিটিক মৃত্তিকা (D) সল্টি মৃত্তিকা।
Ans: (C) ল্যাটারিটিক মৃত্তিকা।
- 2001 সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গে জেলাগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায় (A) কলকাতায় (B) পুরুলিয়ায় (C) হুগলিতে (D) উত্তর দিনাজপুরে।
Ans: (A) কলকাতায়।
- ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় (A) লাক্ষাদ্বীপে (B) দমন ও দিউ-এ (C) সুন্দরবনে (D) নর্মদা নদীর মোহনায়।
Ans: (A) লাক্ষাদ্বীপে।
- হিমালয় হচ্ছে (A) ভঙ্গিল পর্বত (B) স্তুপ পর্বত (C) অবশিষ্ট পর্বত (D) টেবিল ল্যান্ড।
Ans: (A) ভঙ্গিল পর্বত।
- কপিলধারা ফলসের অবস্থান (A) সোন নদীর উপর (B) চম্বল নদীর উপর (C) নর্মদা নদীর উপর (D) কৃষ্ণা নদীর উপর।
Ans: (C) নর্মদা নদীর উপর।
- টোডা উপজাতি দেখতে পাওয়া যায় (A) ঝাড়খন্ডে (B) ছত্তিশগড়ে (C) উত্তরাখন্ডে (D) নীলগিরি পর্বতে।
Ans: (D) নীলগিরি পর্বতে।
- পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত (A) সার (B) লোকোমোটিভ (C) লোহা ও ইস্পাত (D) উপরের কোনটিই নয়।
Ans: (B) লোকোমোটিভ।
- লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে (A) অতিরিক্ত জলরাশির চাপে (B) প্লেটের সঞ্চালনে (C) জলধারের নীচের চ্যুতির জন্য (D) ভঙ্গিল পর্বত সৃষ্টি থেকে।
Ans:(B) প্লেটের সঞ্চালনে।
- পশ্চিমবঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় নিম্নোক্ত অঞ্চলে (A) মেদিনীপুর অঞ্চলে (B) ঝাড়গ্রাম অঞ্চলে (C) নন্দীগ্রাম অঞ্চলে (D) হলদিয়ায়।
Ans: (D) হলদিয়ায়।
- নিম্নে উল্লিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির উত্পাদন ক্ষমতা (মেগাওয়াট) সবচেয়ে বেশি ? A. শবরীগিরি (কেরালা) B. কয়না (মহারাষ্ট্র) C. ভাকরা-নাঙ্গাল (পাঞ্জাব) D. কুনডা (তামিলনাড়ু)।
Ans: C. ভাকরা-নাঙ্গাল (পাঞ্জাব)।
- পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত— A. তরাই ও ডুয়ার্স B. বারেন্দ্রভূমি C. দিয়ারা D. বাগরী।
Ans: A. তরাই ও ডুয়ার্স।
- ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত ? A. হিমালয় B. ভারত মহাসাগর C. আন্টার্কটিকা D. আরবসাগর।
Ans: C. আন্টার্কটিকা।
- কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দুরত্ব A. দক্ষিণ মেরুর সাপেক্ষে B. উত্তর মেরুর সাপেক্ষে C. নিরক্ষরেখার সাপেক্ষে D. পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে।
Ans:C. নিরক্ষরেখার সাপেক্ষে।
- নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল ? A. নাগাল্যান্ড B. মণিপুর C. অসম D. অরুণাচল প্রদেশ।
Ans: D. অরুণাচল প্রদেশ।
- ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে— A. হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য B. জলবিদ্যুৎ উত্পাদনের জন্য C. চাষের জমিতে জল সরবরাহের জন্য D. উপরের কোনটিই নয়।
Ans: A. হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য।
- লাদাক অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ? A. শ্রীনগর B. টিসকি C. মানালি D. লে।
Ans: D. লে।
- সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত— A. বৃষ্টি-নির্ভর একফসলি চাষ করে B. ভ্রমণার্থীদের পরিসেবা প্রদান করে C. মাছ ধরে D. বাঁধ নির্মাণ করে।
Ans: C. মাছ ধরে।
- নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী ? A. লোহিত মৃত্তিকা B. রেগুর মৃত্তিকা C. পলল মৃত্তিকা D. ল্যাটেরাইট মৃত্তিকা।
Ans: B. রেগুর মৃত্তিকা।
- পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত— A. আসাম ও বাংলাদেশ B. বিহার ও ঝাড়খন্ড C. সিকিম ও ভূটান D. ওড়িষ্যা ও ঝাড়খন্ড।
Ans: A. আসাম ও বাংলাদেশ।
- পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যা আসে— A. আরব সাগরীয় প্রবাহের ফলে B. বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে C. প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা D. পশ্চিমী ঝঞ্ঝার ফলে।
Ans: B. বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে. ।
- সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ? A. শ্রীহরিকোটা B. তারাপুর C. হায়দ্রাবাদ D. চাঁদিপুর।
Ans: A. শ্রীহরিকোটা।
- পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়— A. 1000 মিটারের নীচে B. 1000 মি — 1500 মি C. 1500 মি — 3000 মি D. 3000 মিটারের উপরে।
Ans:A. 1000 মিটারের নীচে।
- নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ? A. লেগুন B. গিরিখাত C. চ্যুতি D. মিয়েন্ডার।
Ans: C. চ্যুতি।
- হলদিয়া একটি — A. পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র B. গভীর সমুদ্রের মত্স্যচাষ কেন্দ্র C. লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র D. কারিগরি শিল্পকেন্দ্র।
Ans: A. পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র।
- পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল— A. মালদা B. জলপাইগুড়ি C. দার্জিলিং D. কোচবিহার।
Ans: C. দার্জিলিং।
- ‘ডানকান প্রণালী’ নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ? A. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ B. দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান C. ক্ষুদ্র আন্দামান ও নিকোবর D. আমিনদিভি ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ।
Ans: B. দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান।
- ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ? A. ভারত ও পাকিস্তান B. ভারত ও চিন C. ভারত ও নেপাল D. ভারত ও বাংলাদেশ।
Ans:B. ভারত ও চিন।
- কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ‘ভারতের রূঢ়’ বলা হয় ? A. ভিলাই B. দুর্গাপুর C. রাউরকেল্লা D. জামশেদপুর।
Ans: B. দুর্গাপুর।
- ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ? A. হিমালয় পর্বত B. সিন্ধু-গাঙ্গেয় সমভূমি C. আরাবল্লী পর্বত D. শিবালিক পর্বত।
Ans: C. আরাবল্লী পর্বত।
- বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়— A. টোপোগ্রাফিকাল মানচিত্র B. স্যাটেলাইট ইমেজারী C. জি. আই. এস. D. অক্সফোর্ড অ্যাটলাস।
Ans: A. টোপোগ্রাফিকাল মানচিত্র ।
- ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল— A. কূপ ও নলকূপ B. খাল C. জলাশয় D. সাগর ও মহাসাগর।
Ans: B. খাল।
https://www.rlearn.in/2021/11/coronavirus-gk.html
https://www.rlearn.in/2021/11/physical-geography.html