
পশ্চিমবঙ্গ পুলিশ |আবগারি দপ্তর
ইতিহাস এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
PART —1
1. কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া’ বা ‘হিন্দুস্থান’ নামকরণ হয়েছে ? সিন্ধু
2. ভারতবর্ষের ‘হিন্দুস্থান’ নামকরণ করেছিলেন কারা? – পারসিকরা
3. ভারতকে ‘নৃ-তত্ত্বের যাদুঘর’ বা ‘প্রত্নতাত্ত্বিক যাদুঘর’ আখ্যা কে করেছেন?– ভিনসেন্ট স্মিথ
4. প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি ?– রাজতরঙ্গিনী
5.আর্যরা কোন জাতির বংশধর?- নর্ডিক জাতি
6. রাজপুতরা কোন জাতির বংশধর?– হূন
7 ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ’ বলা হয় কেন?— বৈচিত্র্যের জন্য
8. ‘অর্থশাস্ত্র’ কে রচনা করেন?– কৌটিল্য
9. ‘বুদ্ধচরিত’ কার রচনা?- অশ্বঘােষ।
10. হর্ষচরিত’ কে রচনা করেন?—বাণভট্ট
11. ‘ইণ্ডিকা’ গ্রন্থের রচয়িতা কে? মেগাস্থিনিস।
12. রামচরিত’ গ্রন্থের রচয়িতা কে?—সন্ধ্যাকর নন্দী
13. ‘বিক্রমাঙ্কচরিত’ কে রচনা করেন ?– বিলহন
14. রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে ?– কাশ্মির
15. সর্বপ্রথম কোন বিদেশী দূত ভারতে আসেন?—মেগাস্থিনিস
16. ইতিহাসের জনক রূপে কে পরিচিত?—হেরােডোটাস
17. রামচরিত মানস গ্রন্থের রচয়িতা কে?— তুলসি দাস
18. এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেন?—হরিষেণ
19. ‘এলাহাবাদ প্রশস্তি’-তে কোন রাজার কীর্তি বর্ণিত আছে ?—সমুদ্রগুপ্ত
20. ভারতীয় সভ্যতা কত প্রাচীন ?- 8500 বছর
21. ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি?– মেহেরগড় সভ্যতা।
22. মেহেরগড় সভ্যতা কে আবিস্কার করেন?—জা ফ্রাঁসােয়া জারিজ
23. মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা?- নব্যপ্রস্তর যুগ
24. কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে?—১৯৭৪ খ্রিঃ।
25. মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল?– কৃষিকেন্দ্রিক
26. সিন্ধু সভ্যতা / হরপ্পা সভ্যতা কোন যুগের?—তাম্রপ্রস্তর যুগ
27. হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিস্কৃত হয় ?—১৯২২ খ্রিঃ
28. হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির সভ্যতা?= নগর সভ্যতা
29. হরপ্পা / সিন্ধু সভ্যতার খনন কাৰ্য কোন্ ভারতীয় পরিচালনা করেন?– দয়ারাম সাহানি
30. হরপ্পা সভ্যতার পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কী ?—লােথাল
31. কে সর্বপ্রথম মহেনজোদারাে সভ্যতা আবিষ্কার করেন ?—রাখালদাস বন্দ্যোপাধ্যায়
32. মহেনজোদারাে কথাটির অর্থ কী ছিল?— মৃতের স্তুপ
33. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?—সিন্ধু
34. হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু ছিল—তামা, টিন
35. দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?— হরপ্পা অঞ্চলে ।
36. হরপ্পা সভ্যতার লিপির নাম কী ছিল?— সিন্ধু লিপি
37. ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি?- ঋগবেদ
38. কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃৎ ছিল?—মেহেরগড় সভ্যতা
39. আর্যরা প্রথম কবে ভারতে আসে?– ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে
40. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?—ঋগবেদ
41. আর্যদের স্বর্ণমুদ্রার নাম কী ছিল?—নিস্ক
42. বেদের অপর নাম কী ?—শ্রুতি
43. বেদের কয়টি ভাগ আছে ?– 4 টি
44. বেদের কোন অংশকে বেদান্ত’ বলে? শেষের অংশ।
45. ঋগবৈদিক যুগের প্রধান দেবতার নাম কী ছিল ? অধি।
46.আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কী ছিল ?– গরু
47. বৈদিক সভ্যতার স্রষ্টা কারা?—আর্যরা
44. বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম লােপামুদ্রা
49. বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল ?– সংস্কৃত
s০. ‘দশ রাজার যুদ্ধ’ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? – ঋগবেদ-এ
51.বৌদ্ধধর্মের প্রবর্তক কে ছিলেন ?—বুদ্ধদেব
52. “ত্রিপিটক’ কাদের ধর্মগ্রন্থ ?– বৌদ্ধদের।
53. ত্রিপিটক কোন ভাষায় রচিত ?– পালি
54. আর্যসত্য সম্বন্ধে কে বলেছিলেন ?– বুদ্ধদেব
55.জৈনধর্মের প্রবর্তক কে ছিলেন ?– মহাবীর
56.জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ?– ঋষভনাথ
57. শেষ জৈন তীর্থঙ্করের নাম কী ?– মহাবীর
58. ‘চতুর্যাম’ কে প্রবর্তন করেন?– পার্শ্বনাথ
59. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?– দ্বাদশ অঙ্গ
60. ‘বুদ্ধ’ কথার অর্থ কী ?– জ্ঞানী
6l. মহাবীর কোথায় দেহ ত্যাগ করেন ?—পাবানগরীতে
62. গৌতমবুদ্ধ কোথায় দেহ ত্যাগ করে ? –কুশী নগরীতে
63. নিগম’ কথার অর্থ কী? বণিক সংঘ
64. বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ করেন সেই স্থানের নাম কী ?– বুদ্ধগয়া
65. বুদ্ধদেবের পুত্রের নাম কী ছিল?– রাহুল
66. অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কী?- অষ্টমার্গ
67. লােথাল কোথায় অবস্থিত ?– গুজরাট
68. মহাজন শব্দের অর্থ হল— বৃহৎ রাজ্য
69. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতে কুয়ার্ট মহাজন পদ ছিল ?—ষোলােটি
70. যােড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ পূরবী কালে সাম্রাজ্যে পরিণত হয় ?–মগধ
71. মগধের রাজা কে ছিলেন?—বিম্বিসার
72. কোন বিদেশী জাতি প্রথম ভারত আক্রমণ করে?—পারসিক
73. পারসিকরা কবে ভারত আক্রমণ করে?– ৫৫৮ খ্রিস্টপূর্বাব্দে
74. কার উপাধি ছিল ‘কুনিক’?– অজাতশত্রু
75. অশােক কবে সিংহাসনে বসেন?—২৭৩ খ্রিস্টপূর্বাব্দে
76. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন?– মহাপদ্মানন্দ
77. নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?—ধননন্দ
78. মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?– চন্দ্রগুপ্ত মৌর্য
79, চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?—৩২৪ খ্রিস্টপূর্বাব্দে
80. বিম্বিসারকে ‘অমিত্রাঘাত’ উপাধি কারা দেন ?– গ্রীক
৪1. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন?—মেগাস্থিনিস
82. অজাত শত্রু কে ছিলেন ?—বিম্বিসারের পুত্র
83. ভারতের নৌবিদ্রোহ কবে হয়েছিল?– ১৯৪৬
84. মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন ?—বৃহদ্রথ
85, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?—অশােক
86. মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল?-পাটলিপুত্র
87. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?—সিমুক
88. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ? হর্ষঙ্ক বংশের
89.কোন মৌর্যসম্রাটকে“ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট ” বলা হয়?– চন্দ্রগুপ্ত মৌর্য
90. সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?—গৌতমীপুত্র সাতকর্ণী।
91. কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?—কুল কদফিসেস।
92 কোন কুষাণ সম্রাট মহেশর’ উপাধি ধারণ করেন ?—বিম কদফিসেস
93. শকাব্দ কে প্রচলন করেন?– কণিষ্ক
94. শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয় ?– ৭৮ খ্রিষ্টাব্দ
95. দ্বিতীয় অশােক কাকে বলা হয় ?– কণিষ্ক
96. কণিষ্কের সভাকবি কে ছিলেন?— অশ্বঘােষ
97. কোন রাজবংশের আমলে ‘গান্ধার শিল্পের বিকাশ ঘটে ?– কুষাণ
98. ‘শক-যবন-পত্নব-নিসূদন’ হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে ?– গৌতমীপুত্র সাতকর্ণী
99. গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?– শ্রীগুপ্ত
100. কোন গুপ্ত সম্রাট ‘পরাক্রমাঙ্ক’ উপাধি গ্রহণ করেন ?— সমুদ্রগুপ্ত
101. ভারতের নেপােলিয়ান কাকে বলা হয়?—সমুদ্রগুপ্ত
102. গুপ্তবংশে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?—২৭৫ খ্রিস্টাব্দ
103. ‘গুপ্তাব্দ’ কোন বছর থেকে প্রচলিত হয় ?– ৩২০ খ্রিস্টাব্দ
104. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?—পুরুষপুর
105. ভারতের ‘রক্ষাকারী রাজা‘ কাকে বলা হয়?—স্কন্দগুপ্ত
106. ‘নবরত্ন’ কোন গুপ্ত রাজার রাজসভা অলংকৃত করেছিলেন?—দ্বিতীয় চন্দ্রগুপ্ত
107. ‘সর্বোরাজোচ্ছেত্তা’ উপাধি কে গ্রহণ করেন?—সমুদ্রগুপ্ত
108. শকারি’ উপাধি কে ধারণ করেন ?– দ্বিতীয় চন্দ্রগুপ্ত
109. কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য’ উপাধি গ্রহণ করেন?—প্রথম কুমারগুপ্ত
110. কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয় ?– গুপ্ত
111. গুজরাটের ‘সুদর্শন সরােবর বাঁধ’ কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেন ?— স্কন্দগুপ্ত
112. ভারতে প্রবেশকারী হুনরা কী নামে পরিচিত?– শ্বেতহূন
113, বাংলার প্রথম ‘সার্বভৌম রাজা কে ছিলেন?—শশাঙ্ক
114. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?- কর্ণসুবর্ণ
115. কে “শিলাদিত্য’ উপাধি গ্রহণ করেন?- হর্ষবর্ধন
116. হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?— ৬০৬ খ্রিস্টাব্দে
117. হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত করেন ?– কনৌজ
118. সকলােত্তরপথনাথ’ কাকে বলা হয়?হর্ষবর্ধনকে
119. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন বৈদেশিক পরিব্রাজক ভারতে আসেন ?— হিউয়েন সাঙ
120. পাল বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন ?– গােপাল
121. কে ‘বিক্রমশীল’ উপাধি ধারণ করেন ?– ধর্মপাল
122. সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?– সামন্ত সেন
123. কৌলিণ্য প্রথার প্রবর্তক কে ছিলেন?– বল্লাল সেন
124. ‘দানসাগর ও অদ্ভুদসাগর’-এর রচয়িতা কে ছিলেন ?—বল্লাল সেন
125. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?—দিব্যক
126. চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?–দ্বিতীয় পুলকেশী
127. পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?-—স্কন্দ বর্মন
128. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?– নরসিংহ বর্মন।
129. চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?—রাজেন্দ্র চোল
130. দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম কী?– রবিকীর্তি
131. রাষ্ট্রকুট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?– দস্তিদূর্গ
132. পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল?–
কান্ঞ্চি
133. সুদর্শন হ্রদ কোন রাজার আমলে খনন করা হয় ?—চন্দ্রগুপ্ত মৌর্য
134. প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর কোনটি ?—তাম্রলিপ্ত
135. মৌর্য যুগে অর্থনীতির ভিত্তি কী ছিল?– কৃষিকাজ
136. তৃতীয় বৌদ্ধসংগীতি কে আহ্বান করেন ?– অশােক
137. মহাবলীপুরমের রথমন্দির কে নির্মাণ করেন?- নরসিংহ বর্মন
138. অজন্তার গুহা মন্দির কোন রাজাদের আমলে নির্মিত হয় ?– চোল রাজাদের
139. রঘুবংশম’ কে রচনা করেন?– কালিদাস
140. মুদ্রারাক্ষস’ কে রচনা করেন?– বিশাখদত্ত
141. সূর্যসিদ্ধান্ত’ কে রচনা করেন?- আর্যভট্ট
142. শব্দকোষ’ কে রচনা করেন ?—অমরসিংহ
143. ‘দশকুমার চরিত’ কে রচনা করেন?– দন্ডিন
144. ‘মিতাক্ষরা’ কে রচনা করেন ?– বিজ্ঞানেশ্বর
145. ‘খণ্ডখাদ্য গ্রন্থের রচয়িতা কে ছিলেন?– ব্রহ্মগুপ্ত
146. ‘পঞতন্ত্রের রচয়িতা কে ছিলেন?–বিষ্ণু শর্মা
147. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে ? ৭১২
148. ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে?–পাব
149. ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?-গজনির সুলতান মামুদ
150. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?—- ১৭ বার
151. মহম্মদ ঘােরীর ভারত আক্রমণকালে দিল্লির রাজা কে ছিলেন?~-পৃথ্বীরাজ চৌহান
152. প্রথম তরাইনের যুদ্ধ কবে হয়েছিল?– ১১৯১
153. প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হয় ?-মহম্মদ ঘােরী
154, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে শুরু হয়েছিল?–১৯৯২
155. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়?—পৃথ্বীরাজ চৌহান
156. দিল্লির সুলতানি শাসন কবে থেকে শুরু হয়?- ১২০৬
157, দিল্লির সুলতানি শাসন কে প্রতিষ্ঠিত করেন?-কুতুবউদ্দিন আইবক
158. দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?– কুতুবউদ্দিন আইবক
159. ‘আইবক’ শব্দটির অর্থ কী?– দাস
160. কুতুবমিনারের কাজ কে শুরু করেছিলেন?– কুতুবউদ্দিন আইবক
161. দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?—ইলতুৎমিস
162. দিল্লির প্রথম মহিলা শাসকের নাম কী?– সুলতানা রাজিয়া
163. খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?–জালালউদ্দিন খলজি
164. খলজি বংশের প্রকৃত/শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?– আলাউদ্দিন খলজি
165. আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন?–১২৯৬ খ্রিষ্টাব্দ
166. ‘হিন্দুস্থানের তােতাপাখি’ কাকে বলে?—আমীর খসরু
167. তুঘলক বংশের প্রতিষ্ঠাতার নাম কী ?—গিয়াসউদ্দিন তুঘলক
168. ভারতের ইতিহাসে কাকে ‘পাগলা রাজা’ বলা হয়?–মহম্মদ বিন-তুঘলক
169. দিল্লির কোন সুলতান তাষ মুদ্রা প্রচলন করেন?- মহম্মদ বিন-তুঘলক
170. মহম্মদ বিন-তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন?—দেবগিরিতে
171. মহম্মদ বিন-তুঘলক প্রবর্তিত তা মিশ্রিত ধাতব মুদ্রার নাম কী?📝দোকানী
172.মহম্মদ বিন-তুঘলকের রাজত্বকালে আগত বৈদেশিক পরিব্রাজক কে ছিলেন?– ইবন বতুতা
I73.তৈমুর লঙ কবে ভারত আক্রমণ করেন?-১৩৯৮ খ্রিস্টাব্দ।
174.কোন সুলতানের সময় তৈমুর লঙ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?- নাসিরুদ্দিন মামুদশাহ
175, কত সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে?– ১৫২৬ খ্রিঃ।
176. আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কী ছিল ?— মালিক কাফুর
177. পানিপথের প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল?–১৫২৬ খ্রিস্টাব্দে ।
178. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদী
179. পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?– ইব্রাহিম লােদী
180. লোদী-বংশের শেষ সুলতান কে ছিলেন ?– ইব্রাহিম লোদী
181. খানুয়ার যুদ্ধ কবে শুরু হয়েছিল ? ১৫২৭ খ্রীঃ
182. সুলতানি সাম্রাজ্যের শেষ স্মৃতিটুকু কে মুছে দিয়েছিল ?——– বাবর
183. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও সংগ্রাম সিংহ।
184. তুজুক-ই-বাপরি বা ‘বাবরনামা’ গ্রন্থের লেখক কে?– বাবর
185. কোন বছর ঘরঘরার যুদ্ধ সংগঠিত হয়েছিল ?—১৫২৯ খ্রীঃ
185. বাবর কী উপাধি গ্রহণ করেছিল- বাদশাহ
187. চৌসারের যুদ্ধ কবে শুরু হয়েছিল?–১৫৩৮ খ্রীঃ
188. চৌসারের যুদ্ধে কে জয়লাভ করেছিলেন ?– শেরশাহ
189. শেরশাহের সেনাপতির নাম কী ছিল?– ব্ৰহ্মজিৎ গৌড়
190. জমি জরিপ প্রথা কে চালু করেন ?—শেরশাহ
191. হুমায়ুন কথার অর্থ কী ?—–ভাগ্যবান
192 গ্রান্ড ট্রাঙ্ক রােড’ কে নির্মাণ করেন?–শেরশাহ
193. শেরশাহের পূর্ব নাম কী ছিল ?—ফরিদ খাঁ।
194. শাসনকার্যের সুবিধার জন্য সমগ্র রাজ্যকে শেরশাহ ক’টি ভাগে ভাগ করেছিলেন?- ——-৪৭টি
195.সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু কখেন?———————-শেরশাহ।
This is very helpful .