
ভারতের ভূগােল :একনজরে ভারত
অবস্থান ও রাজনৈতিক বিভাগ
✸ভারতের অক্ষাংশ : উওরে 37⁰6′ ‘উঃ অক্ষাংশ (কাশ্মীরের উত্তরসীমা)। দক্ষিণে 8⁰4 উত্তর অক্ষাংশ ( কন্যাকুমারীকা অন্তরীপ )।
✸ভারতের দ্রাঘিমাংশ : পশ্চিমে 68°7′ পূঃ দ্রাঘিমা (গুজরাটের পশ্চিম সীমা)। পূর্বে 97⁰25′ পূর্ব দ্রাঘিমা ( অরুণাচল প্রদেশের পূর্বসীমা ।
✸অক্ষাংশ অনুসারে ভারত অবস্থিত : উওর গােলার্ধে ।
✸দ্রাঘিমা অনুসারে ভারত অবস্থিত : পূর্ব গােলার্ধে।
✸ভারতের উওরতম স্থান : কাশ্মীরের ইন্দিরা কল (indira Col)।
✸ভারতের দক্ষিণতম স্থান : আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণ সীমা ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট ( পূর্ব নাম )
✸ভারতের পশ্চিমতম স্থান : গুজরাটের গুহার মােটার পশ্চিম ।
✸ ভারতের পূর্বতম স্থান : অরুণাচল প্রদেশের কিবিথু।
✸ভারতকে উওর দক্ষিণ এই দুই অংশে ভাগ করেছে : 23⁰30′ উঃ অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা ।
✸কর্কটক্রান্তি রেখা ভারতের যে রাজ্যের মধ্য দিয়ে গেছে : গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ,ত্রিপুরা, মিজোরাম (7টি রাজ্য) ।
✸ভারতকে পূর্ব পশ্চিম এই অংশে ভাগ করেছে : 80° পূর্ব দ্রাঘিমা ।
✸ভারতের প্রমাণ দ্রাঘিমা : 82°30′ পূর্ব (এলাহাবাদ, সােনহাট ও কোকনদের মধ্য দিয়ে বিস্তৃত) ।
✸ভারতের প্রমাণ সময় : এলাহাবাদ বা সােনহাট বা কোকনদের সময় ।
✸ভারতের প্রমাণ সময় গ্রীনিচের থেকে এগিয়ে : 5 ঘঃ 30মি ।
✸গুজরাটের সৌরাষ্ট্র ও অরুণাচল প্রদেশের পূর্বসীমায় সূর্যোদয়ের সময়ের পার্থক্য : প্রায় 2 ঘন্টা ।
✸ভারতের উত্তর-দক্ষিণে বিস্তার : 3214 কিমি ( ইন্দিরা কল-কন্যাকুমারিকা )
✸ভারতের পূর্ব-পশ্চিমে বিস্তার : 2933 কিমি ( কচ্ছের রন-অরুণাচল প্রদেশ )
✸ভারতের আয়তন : 3287263 বর্গ কিমি, (এর মধ্যে চিনে আছে 37555 বর্গ কিমি এবং পাকিস্তানে আছে 78114 বর্গ কিমি)
✸আয়তনের হিসেবে পৃথিবীতে ভারতের স্থান : সপ্তম (রাশিয়া, কানাডা, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পর)
✸ভারত পৃথিবীর মােট স্থলভাগের : 2.4 শতাংশ স্থান অধিকার করে আছে ।
✸ভারতের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য : 6100 কিমি
✸ ভারতের মােট উপকূলের দৈর্ঘ্য : 7516 কিমি ।
✸204 টি দ্বীপ দ্বারা গঠিত : আন্দামান ।
✸58টি দ্বীপ দ্বারা গঠিত : নিকোবর ।
✸27টি প্রবাল দ্বীপ দ্বারা গঠিত : লাক্ষাদ্বীপ
✸ভারতের মানচিত্র :বােনস, ল্যাম্বার্টের কনিক্যাল অর্থমাফিক অভিক্ষেপের সাহায্যে অঙ্কন করা যায়।
✸ 1937 সালের আগে মায়ানমার ভারতের একটি রাজ্য ছিল। ঐ বছর এটি একটি আলাদা দেশ হয় এবং 1948 সালে দেশটি স্বাধীনতা লাভ করে।
জলবায়ু :ভারতের ভূগোল
✸ভারত যে জলবায়ুর অন্তর্গত সেটি হল : উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।
✸‘মৌসম’ শব্দের অর্থ হল : ঋতু।
✸ভারতে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল : (i) পাঞ্জাব-হরিয়ানা, (ii) করমণ্ডল উপকূল (তামিলনাড়ু)।
✸ ভারতে পশ্চিমী ঝঞ্জার প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় : (1) পাঞ্জাব-হরিয়ানা, (2) জম্মু ও কাশ্মীর, (3) তামিলনাড়ু।
✸ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল হল : (i) মেঘালয়ের রাজধানী শিলং,(ii) পশ্চিমঘাট পর্বতের পূর্বাল (বেঙ্গালুরু)
✸ভারতে বর্ষার আগমন প্রথম ঘটে : কেরালা (1লা জুন)
✸ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল : মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির নিকট, মৌসিনরাম (1,221 সেমি) ।
✸ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল : জয়সীলমের (বার্ষিক 12 সেমি)
✸ভারতের উষ্ণতম অঞ্চল : ব্রিয়াওয়ালি, বিকানীর জেলা, রাজস্থান (56° সে.)
✸ভারতের শীতলতম অঞ্চল : জম্মু ও কাশ্মীরের লাডাক (50° সে.)
✸পশ্চিম ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল : মালাবার উপকূল।
ভারতের স্বাভাবিক উদ্ভিদ: ভূগােল
✸ভারতের বনভূমির মােট আয়তন : 63.73 মিলিয়ন হেক্টর।
✸ ভারতের আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ : 20.64% (India-2008 অনুযায়ী)
✸ভারতে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি : {i} মিজোরাম (82.98%), (ii) লাক্ষাদ্বীপ (84.38%) (কেন্দ্রশাসিত রাজ্য)
✸ভারতে বনভূমির পরিমাণ সবচেয়ে কম : (i) হরিয়ানা (3.97%), (ii) দমন ও দিউ (5.36%) (কেন্দ্রশাসিত রাজ্য)
✸ ভারতে সর্বাধিক বনভূমির প্রাধান্য দেখা যায় : ক্রান্তীয় আর্দ্র পর্ণমােচী (37%)
✸চিরহরিৎ বনভূমির দুটি প্রধান বৃক্ষ হল—গর্জন, আবলুস।
✸পর্ণমােচী বৃক্ষের জন্য বৃষ্টিপাত প্রয়ােজন : 50-150 সেমি।
✸ভারতে সাভানা তৃণভূমি দেখা যায় : আরাবল্লি পর্বতের পূর্বাংশ ও পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে।
✸মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে বলে : জেরােফাইট।
✸পর্বতের উঁচু অংশে দেখা যায় : সরলবর্গীয় বৃক্ষ ।
✸দুটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ হল : পাইন, ওক।
✸বদ্বীপ অঞ্চলের বনভূমিকে বলে : ম্যানগ্রোভ অরণ্য ।
✸ভারতের বনজ সম্পদ সাধারণত ব্যবহৃত হয় : জ্বালানি ও শিল্পে।