প্রশ্ন : স্থির জলে একটি নৌকার গতিবেগ ৪ কিমি/ঘণ্টা। নৌকাটি 5 ঘণ্টায় স্রোতের অনুকূলে 15কিমি. এবং স্রোতের প্রতিকূলে 22কিমি. গেলে, স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি।
সমাধানঃ
উত্তর : ধরি, স্রোতের বেগ xকিমি./ঘন্টা
: স্রোতের অনুকুলে নৌকার গতিবেগ (8+x) কিমি./ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ (৪-x) কিমি./ঘন্টা

প্রশ্ন : যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুন করলে 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের দ্বিগুন হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি।
সমাধানঃ
ধরি, এককের ঘরের অঙ্কটিx
দশকের ঘরের অঙ্কটি 2x








You must be logged in to post a comment.