মাধ্যমিক গণিত সাজেশন 2022

মাধ্যমিক সাজেশন 2022 টেস্ট পরীক্ষা :
1) 7 cm বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ঐ ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্কন করো।
2) অর্ধবৃত্তস্থ কোণ  এক সমকোণ ।

মনে করি O কেন্দ্রীয় বৃত্তের ∠ACB∠ACB হল অর্ধবৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে ∠ACB∠ACB = 1 সমকোণ 

প্রমাণ : একই বৃত্তচাপ APB এর উপর অবস্থিত ∠AOB∠AOB কেন্দ্রস্থ কোণ এবং ∠ACB∠ACB পরিধিস্থ কোণ। 

অতএব ∠AOB=2∠ACB∠AOB=2∠ACB 

কিন্তু AOB একটি রেখাংশ। 

অতএব ∠AOB∠AOB = 2 সমকোণ। 

অর্থাৎ 2∠ACB2∠ACB = 2 সমকোণ। 

অতএব ∠ACB∠ACB = 1 সমকোণ। 

3) দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 । সংখ্যা দুটি হিসাব করে লিখি

4) 3.5 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি । ওই বৃত্তের উপর অবস্থিত যে – কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি ।

5) উপপাদ্য নম্বর 48

6) পাঠ্যপুস্তক পৃষ্ঠা নম্বর 12 এর প্রয়ােগ নম্বর 18

7) পাঠ্যপুস্তক পৃষ্ঠা নম্বর 196 এর দাগ নম্বর 8

8) পাঠ্যপুস্তক পৃষ্ঠা নম্বর 161 এর 7 দাগের iv নম্বর।

অনুপাত ও সমানুপাত
চক্রবৃদ্ধিসুদ
অনুপাত ও সমানুপাত
ভেদ
করণী
বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য
বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য
লম্ববত্তাকার চোঙ।
লম্ববত্তাকার চোঙ

One thought on “মাধ্যমিক গণিত সাজেশন 2022”

  1. Pingback: মাধ্যমিক গণিত সাজেশন 2022 - Rlearn Education

Comments are closed.