Wbcs Geography Solved Questions
PART NUMBER – – – – – 3
1.‘তিন বিঘা করিডর’ যোগ করেছে — (A) ভারত ও পাকিস্তানকে (B) ভারত ও চিনকে (C) ভারত ও ভুটানকে (D) ভারত ও বাংলাদেশকে।
Ans: (D) ভারত ও বাংলাদেশকে।
2. ‘Global Positioning System (GPS)’ দিয়ে পরিমাপ করা হয়— (A) জলের গভীরতা (B) সমুদ্রের খনিজদ্রব্যের অবস্থান (C) অক্ষাংশ ও দ্রাঘিমাংশ (D) গোলকের পরিধি।
Ans: (C) অক্ষাংশ ও দ্রাঘিমাংশ।
3.পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় — (A) হুগলী জেলায় (B) হাওড়া জেলায় (C) বাঁকুড়া জেলায় (D) মালদা জেলায়।
Ans:(C) বাঁকুড়া জেলায়।
4. ভারতের প্রথম ‘Remote Sensing Satellite’ হচ্ছে— (A) P6 (B) P4 (C) IRS 1A (D) CARTOSAT.
Ans: (C) IRS 1A
5. কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণাকেন্দ্রের নাম — (A) হিন্দু (B) অক্ষ (C) ভারতী (D) ইন্দ্রপ্রস্থ।
Ans: (C) ভারতী ; ১ম – দক্ষিণ গঙ্গোত্রী, ২য় – মৈত্রী।
6. যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয়— (A) মেদিনীপুরের পালঝারি গ্রামে (B) বাঁকুড়ার ভুলাগ্রামে (C) বাঁকুড়ার নতুনবন্ধ গ্রামে (D) মেদিনীপুরের আরাবারি গ্রামে।
Ans: (D) মেদিনীপুরের আরাবারি গ্রামে।
7. বঙ্গদেশের ব-দ্বীপের দক্ষিণ-পূর্বদিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে— (A) ‘Subsidence’ বা নিমজ্জন (B) ‘Emergence’ বা উত্থান (C) Progradation (D) উপরোক্ত কোনটিই নয়।
Ans:(B) ‘Emergence’ বা উত্থান।
8. নিমগাছ হচ্ছে — (A) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ গাছ (B) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ (C) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ (D) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ।
Ans: (B) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ।
9. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছে— (A) বাঘ সংরক্ষণের জন্য (B) সুন্দরী গাছের জন্য (C) ম্যানগ্রোভ গাছের জন্য (D) জীব বৈচিত্র্যের জন্য।
Ans: জীব বৈচিত্র্যের জন্য।
10. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলে— (A) রেগোলিথ (B) খাদর (C) রেগুর (D) ভাবর।
Ans: (C) রেগুর।
11. ভারতের ‘ল্যাটারাইটিক’ মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন— (A) লৌহ কণায় সমৃদ্ধ (B) হিউমাস এ সমৃদ্ধ (C) ব্যাসল্ট লাভা সমৃদ্ধ (D) ইউরেনিয়াম সমৃদ্ধ।
Ans: (A) লৌহ কণায় সমৃদ্ধ।
12. ‘Aerial Photographs’ নিম্নলিখিত যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়— (A) মাইক্রোস্কোপ (B) স্টিরিওস্কোপ (C) প্যারাল্যাক্সবার (D) থিওডোলাইট।
Ans: (C) প্যারাল্যাক্সবার।
13. সিন্ধু নদের উত্পত্তিস্থল হচ্ছে— (A) শেষনাগ হ্রদ (B) ভীমতাল হ্রদ (C) নাসের হ্রদ (D) মানস সরোবর হ্রদ।
Ans: (D) মানস সরোবর হ্রদ।
14. পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2011-এর সেন্সাস অনুযায়ী হচ্ছে— (A) 57% (B) 76% (C) 64.84% (D) 60.79%
Ans: 76%
15. ভারত ও বাংলাদেশের মধ্যে ‘গঙ্গাজল চুক্তি’ সম্পাদিত হয়েছিল কোন সালে ? (A) 1994 (B) 1995 (C) 1996 (D) 1997।
Ans: (C) 1996
16. পীরপাঞ্জাল গিরি শ্রেণি হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত— (A) ‘Greater’ হিমালয় বা উচ্চ হিমালয় (B) ‘Trans Himalayas’ অংশ বিশেষ (C) ‘Lesser’ হিমালয় বা মধ্যহিমালয় (D) শিবালিক।
Ans: (A) ‘Greater’ হিমালয় বা উচ্চ হিমালয়।
17. পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে — (A) World Heritage Site (B) Ramsar Site (C) জীব বৈচিত্র্য অঞ্চল (D) উপরোক্ত কোনটিই নয়।
Ans: (B) Ramsar Site.
18. 2001 -এর সেন্সাস অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত হচ্ছে— (A) 933 নারী /1000 পুরুষ (B) 927 নারী /1000 পুরুষ (C) 898 নারী /1000 পুরুষ (D) 800 নারী /1000 পুরুষ।
Ans: (A) 933 নারী /1000 পুরুষ।
19. নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত উপত্যকা দিয়ে— (A) ‘Synclinal’ উপত্যকা (B) U -আকারের উপত্যকা (C) চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা (D) ব-দ্বীপ।
Ans: (C) চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা।
20. 2001 -এর সেন্সাস অনুযায়ী ভারতে সর্বনিম্ন শিক্ষার হার পাওয়া যায় নিম্নলিখিত রাজ্যে— (A) রাজস্থান (B) ঝাড়খন্ড (C) বিহার (D) মধ্যপ্রদেশ।
Ans: (C) বিহার।
21. ভারতের কোন রাজ্যে নারী-পুরুষের আনুপাতিক হার নারীদের প্রতিকূলে আছে ? (A) উত্তরপ্রদেশ (B) পশ্চিমবঙ্গ (C) পাঞ্জাব (D) হরিয়ানা।
Ans: (D) হরিয়ানা।
22. উচ্চ জন্মহার নিম্নোক্ত কোন বিষয়টির সঙ্গে সম্পর্ক যুক্ত ? (A) মহিলা স্বাক্ষরতার উচ্চহার (B) মহিলা স্বাক্ষরতার নিম্নহার (C) পুরুষ স্বাক্ষরতার উচ্চহার (D) উপরোক্ত কোনটিই নয়।
Ans: (B) মহিলা স্বাক্ষরতার নিম্নহার।
23. ‘Bauxite’ থেকে নিম্নলিখিত দ্রব্য উত্পন্ন হয়— (A) অ্যালুমিনিয়াম (B) অ্যালুমিনা (C) বায়োটাইট অভ্র (D) চালকোপাইরাইট।
Ans: (A) অ্যালুমিনিয়াম।
24. প্রশান্ত মহাসাগরের ‘এল নিনো’ ভারতের— (A) মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে (B) মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে (C) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃদ্ধি করে (D) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হ্রাস করে।
Ans: (B) মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে।
25. ভারতের 1991-2001 সালের বার্ষিক জনবৃদ্ধির হার হচ্ছে – (A) 3% (B) 1.93% (C) 4% (D) 2%
Ans: (B) 1.93% ; এটি আসলে exponential growth rate ।
26. নর্মদা নদীর উৎপত্তি কোথায় ? (A) অমরকন্টক মালভূমি (B) বিন্ধ্য পর্বতমালা (C) মাইখাল পর্বতমালা (D) পালনী পর্বত।
Ans: (A) অমরকন্টক মালভূমি।
27. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ? (A) জম্মু ও কাশ্মীর (B) হিমাচল প্রদেশ (C) অরুণাচল প্রদেশ (D) মণিপুর।
Ans: (D) মণিপুর।
28. ‘সবুজ বিপ্লব’ প্রথমে কোথায় ঘটেছিল ? (A) পাঞ্জাব ও হরিয়ানা (B) বিহার ও পশ্চিমবঙ্গ (C) অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু (D) গুজরাট ও মহারাষ্ট্র।
Ans: (A) পাঞ্জাব ও হরিয়ানা।
29. গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ? (A) লৌহ (B) কয়লা (C) বক্সাইট (D) পেট্রোলিয়াম
Ans: (B) কয়লা।
30. ভারতের কয়লা প্রধানত (A) অ্যানথ্রাসাইট (B) বিটুমিনাস (C) লিগনাইট (D) পিট।
Ans: (B) বিটুমিনাস।
31. বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে (A) ভূমিক্ষয় (B) দূষণ (C) বন্যা (D) উপরোক্ত সবকটি।
Ans: (D) উপরোক্ত সবকটি।
32. পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় (A) পুরুলিয়া মালভূমি অঞ্চলে (B) উত্তর বাংলা সমতলভূমিতে (C) পূর্বের জেলাগুলিতে (D) রাঢ় অঞ্চলে।
Ans: (D) রাঢ় অঞ্চলে।
33. এন্ডেমিক উদ্ভিদ তারাই, যারা জন্মায় (A) মিষ্টি জলে (B) ছায়াযুক্ত অঞ্চলে (C) অন্য উদ্ভিদের উপরে (D) কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে।
Ans: (D) কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে।
34. সিসমোগ্রাফ হল (A) মেঘের ছবি তোলার যন্ত্র (B) ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র (C) সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র (D) বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন মাপার যন্ত্র।
Ans: (B) ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র (রিখটার স্কেল)।
35. কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ? (A) শতদ্রু (B) ইরাবতী (C) চন্দ্রভাগা (D) ঝিলম।
Ans: (D) ঝিলম।
36. বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় (A) বর্ষার প্রথমে (B) বর্ষা শেষে (C) শীতকালে (D) গ্রীষ্মকালে।
Ans: (A) বর্ষার প্রথমে।
37. পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোণ বিশিষ্ট স্থানগুলি যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয় (A) সমদিকপাতী রেখা (B) সমনতি রেখা (C) শূণ্যদিকপাতী রেখা (D) সমোষ্ণ রেখা।
Ans: (B) সমনতি রেখা।
38. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উত্পাদন হয় ? (A) ছত্তিশগড় (B) ঝাড়খন্ড (C) ওড়িশা (D) অন্ধ্রপ্রদেশ।
Ans: (B) ঝাড়খন্ড।
39. পাট চাষের প্রধান ক্ষেত্র হল (A) তামিলনাড়ু (B) পশ্চিমবঙ্গ (C) কেরল (D) হিমাচল প্রদেশ।
Ans: (B) পশ্চিমবঙ্গ।
40. পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল (A) পালনী পর্বত (B) নীলগিরি পর্বত (C) পালঘাট গ্যাপ (D) আন্নামালাই পর্বত।
Ans: (B) নীলগিরি পর্বত।
41. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ? (A) তোর্সা (B) রায়ডাক (C) মেছি (D) পাগলা।
Ans: (B) রায়ডাক।
42. ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল (A) 2011 সালে (B) 1991 সালে (C) 2005 সালে (D) 2001 সালে।
Ans: (A) 2011 সালে।
43. ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক (A) জেট স্ট্রিম (B) তাপমান (C) হিমালয় পর্বতের অবস্থিতি (D) নিম্ন বায়ুর গতিবিধি।
Ans: (B) তাপমান।
44. এপ্রিল মাসে কোথায় ঝড়বৃষ্টির আশঙ্কা খুব বেশী ? (A) অসম (B) পশ্চিমবঙ্গ (C) বিহার (D) রাজস্থান।
Ans: (B) পশ্চিমবঙ্গ।
45. ধারওয়ার যুগের গ্রানাইট ও নীস পাওয়া যায় (A) শিবালিক পর্বতমালায় (B) ডেকান মালভূমিতে (C) ছোটনাগপুরের মালভূমিতে (D) কিরথার পর্বতমালায়।
Ans: (C) ছোটনাগপুরের মালভূমিতে।
46. প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম (A) কেওলাদেও ঘানা অভয়ারণ্য (B) গির আরণ্য (C) সুন্দরবন (D) বন্দিপুর জাতীয় উদ্যান।
Ans: (A) কেওলাদেও ঘানা অভয়ারণ্য, রাজস্থান।
47. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উত্পন্ন হয় ? (A) মহারাষ্ট্র (B) গুজরাট (C) অন্ধ্রপ্রদেশ (D) পাঞ্জাব।
Ans: (A) মহারাষ্ট্র।
48. ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক ? (A) উত্তরপ্রদেশ (B) মহারাষ্ট্র (C) তামিলনাডু (D) অন্ধ্রপ্রদেশ।
Ans: (A) উত্তরপ্রদেশ।
49. ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান (A) রাজস্থান (B) অসম (C) মধ্যপ্রদেশ (D) পশ্চিমবঙ্গ।
Ans: (D) পশ্চিমবঙ্গ , সুন্দরবন।
50. ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ? (A) ওড়িশা (B) ঝাড়খন্ড (C) ছত্তিশগড় (D) পশ্চিমবাংলা।
Ans: (B) ঝাড়খন্ড।