Geography Solved Questions [Wbcs, Psc]
PART NUMBER – – – – – – 4
- ’টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া’ কারা তৈরি করে ? (A) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (B) সার্ভে অফ ইন্ডিয়া (C) ডিফেন্স মিনিস্ট্রি (D) জিওগ্র্যাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
Ans: (B) সার্ভে অফ ইন্ডিয়া[SOI]
- দামোদর নদীর উৎপত্তি কোথায় ? (A) রাজমহল মালভূমি (B) ছোটনাগপুর মালভূমি (C) হিমালয় (D) পূর্বঘাট।
Ans: (B) ছোটনাগপুর মালভূমি , খামারপাত পাহাড়।
- পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত কিলোমিটার ? (A) 600 (B) 700 (C) 800 (D) 400
Ans: (A) 600 k.m
- পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে ? (A) মেদিনীপুর (B) মুর্শিদাবাদ (C) পুরুলিয়া (D) বর্ধমান।
Ans: (C) পুরুলিয়া।
- নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয় ? (A) শোন (B) গোমতী (C) গণ্ডক (D) সুবর্ণরেখা।
Ans:(D) সুবর্ণরেখা ; শোন : ডানতীরের , গোমতি, গন্ডক : বামতীরের উপনদী।
- বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত ? (A) আমেরিকা (B) ব্রিটেন (C) ফ্রান্স (D) সোভিয়েত ইউনিয়ন।
Ans: (D) সোভিয়েত ইউনিয়ন।
- পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতের (2011) নিম্নক্রমে সাজানো রয়েছে ? (A) দার্জিলিং—পশ্চিম মেদিনীপুর—হুগলি (B) হুগলি—দার্জিলিং—মুর্শিদাবাদ (C) দার্জিলিং—হুগলি—মুর্শিদাবাদ (D) হুগলি—মুর্শিদাবাদ—দার্জিলিং।
Ans: (A) দার্জিলিং—পশ্চিম মেদিনীপুর—হুগলি।
- ‘এল নিনো’ কী ? (A) বায়ুমন্ডলীয় ঘটনাবলী (B) পরিবেশগত ঘটনাবলী (C) সামুদ্রিক ঘটনাবলী (D) জলবায়ুগত ঘটনাবলী।
Ans: (C) সামুদ্রিক ঘটনাবলী ; পেরুর উপকূল বরাবর শীতল স্রোতের পরিবর্তে উষ্ণ স্রোতের উদ্ভব হয়।
- পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের (2011) নিম্নক্রম অনুসারে সাজানো রয়েছে ? (A) পশ্চিম মেদিনীপুর—বর্ধমান—বাঁকুড়া (B) পশ্চিম মেদিনীপুর—বর্ধমান—দক্ষিণ 24 পরগণা (C) দক্ষিণ 24 পরগণা—পশ্চিম মেদিনীপুর—বর্ধমান (D) দক্ষিণ 24 পরগণা—পশ্চিম মেদিনীপুর—বাঁকুড়া।
Ans: (C) দক্ষিণ 24 পরগণা—পশ্চিম মেদিনীপুর—বর্ধমান।
- দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ বলে বিবেচিতি হয় ? (A) 1980 (B) 1990 (C) 1999 (D) 2003।
Ans: (C) 1999
- পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি ? (A) লালমাটি (B) লবণাক্ত কাদামাটি (C) পলিমাটি (D) কালোমাটি।
Ans:(B) লবণাক্ত কাদামাটি।
- ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? (A) দিল্লি (B) ভোপাল (C) দেরাদুন (D) লক্ষ্ণৌ।
Ans: (C) দেরাদুন।
- জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ? (A) তিস্তা ও করলা (B) তিস্তা ও জলঢাকা (C) জলঢাকা ও তোর্সা (D) তিস্তা ও রায়ডাক।
Ans: (A) তিস্তা ও করলা।
- নিচের কোন সমস্যাটি ইন্দিরা গান্ধী খালের সেচ সেবিত অঞ্চলে দেখা যায় না ? (A) মৃত্তিকার লবণতা বেড়ে যাওয়া (B) ক্রমবর্ধমান জলজমা (C) খালে বায়ুর মাধ্যমে পলি সঞ্চয় (D) জলপ্রবাহের ঘাটতি।
Ans: (D) জলপ্রবাহের ঘাটতি ; বাকি অপশনগুলি খালের দরুন সৃষ্ট নেতিবাচক পরিস্থিতি।
- নিচের কোন তথ্য জোড়া সঠিকভাবে ম্যাচিং নয় ? (A) হিমালয় টার্শিয়ারি ভঙ্গিল পর্বত (B) দাক্ষিণাত্যের ট্র্যাপ শঙ্কু আগ্নেয় উদগম অঞ্চল (C) পশ্চিমঘাট প্যালিওজোয়িক ভঙ্গিল পর্বত (D) আরাবল্লী প্রি-ক্যামব্রিয়ান ক্ষয়্জাত পর্বত।
Ans: (C) পশ্চিমঘাট প্যালিওজোয়িক ভঙ্গিল পর্বত ; পশ্চিমঘাট আসলে প্রকৃত পর্বতমালা নয় , ডেকান ট্র্যাপের Faulted Edge.
- গুরুত্ব অনুসারে নিচের কোন উপাদানগুলির সহজলভ্যতা ভারতে লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থান নির্ণয়ে প্রভাবিত করেছে ? (A) লৌহ আকর-কোকিং কয়লা-চুনাপাথর–ম্যাঙ্গানীজ (B) কোকিং কয়লা–লৌহ আকর–চুনাপাথর–ম্যাঙ্গানিজ (C) লৌহ আকর–ম্যাঙ্গানীজ–চুনাপাথর–কোকিং কয়লা (D) কোকিং কয়লা–ম্যাঙ্গানীজ–লৌহ আকর–চুনাপাথর।
Ans: (A) লৌহ আকর-কোকিং কয়লা-চুনাপাথর–ম্যাঙ্গানীজ.
- ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত ? (A) গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা (B) হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম (C) মাজাগাঁও ডক, মুম্বাই (D) কোচিন শিপইয়ার্ড, কোচি.
Ans: (D) কোচিন শিপইয়ার্ড, কোচি.
- নিচের কোন স্থানে আকাশে থ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায় ? (A) সান্দাকফু (B) ফালুট (C) দার্জিলিং (D) কালিম্পং.
Ans: (B) ফালুট ।
- কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত ? (A) ভদ্রা (B) ব্রাহ্মণী (C) দামোদর (D) ভীমা।
Ans: (B) ব্রাহ্মণী।
- স্ত্রীশিক্ষার হার বাড়ানো জন্মহারকে কীভাবে প্রভাবিত করতে পারে ? (A) জন্মহার বাড়বে (B) জন্মহার কমবে (C) এই হার অপরিবর্তিত থাকলে (D) উপরের কোনোটিই নয়।
Ans: (B) জন্মহার কমবে।
- কোন রাজ্যে ভারতের হীরার খনিগুলি অবস্থিত ? (A) উত্তর প্রদেশ (B) কর্ণাটক (C) মধ্যপ্রদেশ (D) গুজরাট।
Ans: (C) মধ্যপ্রদেশ ; পান্নাতে।
- তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর–নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ কী ? (A) দক্ষিণ–পূর্ব আয়ন বায়ু (B) প্রত্যাবর্ত মৌসুমী বায়ু (C) পশ্চিমী ঝঞ্ঝা (D) অক্লুসান।
Ans: (B) প্রত্যাবর্ত মৌসুমী বায়ু।
- ভারতের অভ্র উৎপাদনের প্রধান খনিগুলি কোথায় অবস্থিত ? (A) বিহার (B) ছত্তিশগড় (C) ঝাড়খন্ড (D) ওড়িশা।
Ans:(C) ঝাড়খন্ড।
- ভারতের কোন তটীয় রাজ্যে মৃত্তিকাক্ষয় অত্যন্ত আশঙ্কাজনক/উদ্বেগপূর্ণ ? (A) কেরল (B) তামিলনাড়ু (C) ওড়িশা (D) কর্ণাটক।
Ans: (C) ওড়িশা ।
- নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয় ? (A) ভুটান (B) বাংলাদেশ (C) মরিশাস (D) নেপাল।
Ans: (C) মরিশাস।
- পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা হল (A) Lignite (লিগনাইট) (B) Anthracite (আনথ্রাসাইট) (C) Bituminous (বিটুমিনাস) (D) উপরোক্ত কোনটিই নয়।
Ans: (C) Bituminous (বিটুমিনাস) ; পশ্চিমবঙ্গের কয়লা গন্ডয়ানা যুগের।
- ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দ্যেশ ছিল (A) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি (B) গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন (C) জলবিদ্যুৎ উৎপাদন (D) অতিরিক্ত জলের সংরক্ষণ।
Ans: (A) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি।
- কলকাতা এবং লণ্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে (A) কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে (B) কলকাতা তিন ঘন্টার বেশী এগিয়ে (C) কলকাতা পনেরো মিনিট এগিয়ে (D) কলকাতা দশ ঘন্টা পিছিয়ে।
Ans: (A) কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে।
- সবুজ বিপ্লব সীমিত ছিল (A) পশ্চিমবঙ্গের ধান চাষে (B) মহারাষ্ট্রের তুলা চাষে (C) পঞ্জাব-হরিয়ানার গম চাষে (D) অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে।
Ans: (C) পঞ্জাব-হরিয়ানার গম চাষে।
- কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল (A) KMC (কলকাতা নগর নিগম ) (B) KC (কলকাতা নিগম) (C) KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক) (D) CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )।
Ans: (A) KMC (কলকাতা নগর নিগম )।
31.2011 Census অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল (A) কেরালা (B) পশ্চিমবঙ্গ (C) উত্তর প্রদেশ (D) ঝাড়খন্ড।
Ans: পশ্চিমবঙ্গ (বিহার)।
- কোন স্থানকে নগর / শহর বলা হয় তখনই যদি থাকে (A) বিপুল জনগন (B) নগর এবং শহর (C) বেশী সংখ্যক মানুষ কৃষিজাত ক্রিয়ায় যুক্ত থাকে না (D) উপরোক্ত সবকটি।
Ans: (D) উপরোক্ত সবকটি।
- Plate Tectonics তত্ত্ব ব্যাখ্যা করে – (A) পর্বতমালার সৃষ্টি (B) সমুদ্রতলের ব্যাপ্তি (C) ভূমিকম্পের সৃষ্টি (D) উপরোক্ত সবকটি।
Ans: (D) উপরোক্ত সবকটি।
- Satellite তথ্য সংগ্রহ করে (A) বনজঙ্গলের সীমানা সংক্রান্ত (B) নদী এবং নদীর গতিপথ সংক্রান্ত (C) আসন্ন ঝড় এবং তুফান সংক্রান্ত (D) উপরোক্ত সবকটি।
Ans: (D) উপরোক্ত সবকটি।
- ভারতীয় জনগণনা অনুযায়ী ‘মৌজা’ হল (A) Community Development Block (B) খাজনা গ্রাম (Revenue Village) (C) ছোট থানা (D) উপরোক্ত কোনটিই নয়।
Ans: (B) খাজনা গ্রাম (Revenue Village)।
- 2001 Census এ মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখন্ডিত করে সৃষ্টি হয়েছে (A) নর্মদা উপত্যকা এবং ছত্রিশগড় (B) মধ্যপ্রদেশ এবং নর্মদা উপত্যকা (C) মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় (D) মধ্যপ্রদেশ এবং বিধর্ব।
Ans: (C) মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়।
- টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা Survey of India -র প্রধান অফিস হল (A) মুসৌরীতে (B) সিমলায় (C) দেরাদুনে (D) নৈনীতালে।
Ans: (C) দেরাদুনে।
- শুষ্ক কৃষি (Dry Farming) সম্ভব হয় যদি (A) Ground water ব্যবহার করা যায় (B) Quick maturing এবং Resistant শষ্য চাষ করা যায় (C) টেকনলজি উন্নত হয় (D) উপরোক্ত প্রতিটিই।
Ans: (B) Quick maturing এবং Resistant শষ্য চাষ করা যায়।
- যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হল (A) রেগুর (Regur) (B) ল্যাটারিটিক মৃত্তিকা (C) রেগোলিথ (D) রাঙামাটি।
Ans: (A) রেগুর (Regur) ।
- ভারতীয় সময় (IST) গণনা করা হয় (A) 82°30’ E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত (B) দিল্লীতে অবস্থিত 80°30’ E দ্রাঘিমা রেখা অনুযায়ী (C) কলকাতায় অবস্থিত 88°30’ E দ্রাঘিমা রেখা অনুযায়ী (D) নাসিকে অবস্থিত 84°00’ E দ্রাঘিমা রেখা অনুযায়ী।
Ans: ভারতীয় সময় (IST) গণনা করা হয়।
- বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে ? (A) ট্রোপোস্ফেয়ার (B) থার্মোস্ফেয়ার (C) স্ট্র্যাটোস্ফেয়ার (D) মেসোস্ফেয়ার।
Ans: (C) স্ট্র্যাটোস্ফিয়ার ।
- “সামাজিক বনসৃজন” কার্যে (A) ইউক্যালিপটাস রোপন (B) জ্বালানী জাতীয় বৃক্ষরোপন (C) বনের সম্পদ বিক্রয় (D) উপরোক্ত প্রতিটিই।
Ans: (D) উপরোক্ত প্রতিটিই।
- পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ (A) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা (C) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু (D) আরবসাগরীয় শাখা ভারতীয় মৌসুমী বায়ু।
Ans: (B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা।
- কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় (A) বর্গাদার দ্বারা চাষ (B) চাষী নিজেই জমির মালিক (C) ক্ষেতমুজর দ্বারা চাষ (D) উপরের কোনটিই নয়।
Ans: (B) চাষী নিজেই জমির মালিক।
- পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায় ? (A) নিরক্ষরেখার নিকট (B) কর্কটক্রান্তির নিকট (C) মকরক্রান্তির নিকট (D) আর্কটিক সার্কেল।
Ans: (B) কর্কটক্রান্তির নিকট।
- পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল (A) তিস্তা, জলঢাকা, রায়ডাক (B) গঙ্গা, ব্রহ্মপুত্র (C) তিস্তা, গঙ্গা (D) দামোদর, গঙ্গা।
Ans: (A) তিস্তা, জলঢাকা, রায়ডাক।
- দাক্ষিণাত্য জলদ্বারা পরিবেষ্টিত (A) দক্ষিণ এবং পূর্বে (B) দক্ষিণ এবং পশ্চিমে (C) দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিনপূর্বে (D) পূর্বে এবং পশ্চিমে।
Ans: (C) দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিনপূর্বে।
- পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে (A) উত্তরে (B) উত্তর এবং উত্তর পূর্বে (C) উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে (D) উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে।
Ans: (D) উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে।
- ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হল (A) 1950 এর দশক (B) 1960 এর দশক (C) 1970 এর দশক (D) উপরের কোনটিই নয়।
Ans: (B) 1960 এর দশক।
- তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকবার কারণ (A) এই রাজ্যের দীর্ঘতম সমুদ্রতট (B) জলের গভীরতা বেশী (C) তীরে কিছু উপসাগর আছে (D) তীর rocky নয়।
Ans: (B) জলের গভীরতা বেশী।
- ভারতবর্ষের তৈল শোধনাগার বেশীর ভাগই (A) খনিজ তৈলখনি ভিত্তিক (B) বন্দর ভিত্তিক (C) পাইপ লাইন টার্মিনাল ভিত্তিক (D) উপরোক্ত সবকটি।
Ans: ভারতবর্ষের তৈল শোধনাগার বেশীর ভাগই (A) খনিজ তৈলখনি ভিত্তিক (B) বন্দর ভিত্তিক (C) পাইপ লাইন টার্মিনাল ভিত্তিক (D) উপরোক্ত সবকটি।