Wbcs, Psc Geography important Questions and answers | rlearn

Geography Solved Questions [Wbcs, Psc]
PART NUMBER – – – – – – 4

  1. ’টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া’ কারা তৈরি করে ? (A) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (B) সার্ভে অফ ইন্ডিয়া (C) ডিফেন্স মিনিস্ট্রি (D) জিওগ্র্যাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

Ans: (B) সার্ভে অফ ইন্ডিয়া[SOI]

  1. দামোদর নদীর উৎপত্তি কোথায় ? (A) রাজমহল মালভূমি (B) ছোটনাগপুর মালভূমি (C) হিমালয় (D) পূর্বঘাট।

Ans: (B) ছোটনাগপুর মালভূমি , খামারপাত পাহাড়।

  1. পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত কিলোমিটার ? (A) 600 (B) 700 (C) 800 (D) 400

Ans: (A) 600 k.m

  1. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে ? (A) মেদিনীপুর (B) মুর্শিদাবাদ (C) পুরুলিয়া (D) বর্ধমান।

Ans: (C) পুরুলিয়া।

  1. নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয় ? (A) শোন (B) গোমতী (C) গণ্ডক (D) সুবর্ণরেখা।

Ans:(D) সুবর্ণরেখা ; শোন : ডানতীরের , গোমতি, গন্ডক : বামতীরের উপনদী।

  1. বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত ? (A) আমেরিকা (B) ব্রিটেন (C) ফ্রান্স (D) সোভিয়েত ইউনিয়ন।

Ans: (D) সোভিয়েত ইউনিয়ন।

  1. পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতের (2011) নিম্নক্রমে সাজানো রয়েছে ? (A) দার্জিলিং—পশ্চিম মেদিনীপুর—হুগলি (B) হুগলি—দার্জিলিং—মুর্শিদাবাদ (C) দার্জিলিং—হুগলি—মুর্শিদাবাদ (D) হুগলি—মুর্শিদাবাদ—দার্জিলিং।

Ans: (A) দার্জিলিং—পশ্চিম মেদিনীপুর—হুগলি।

  1. এল নিনো’ কী ? (A) বায়ুমন্ডলীয় ঘটনাবলী (B) পরিবেশগত ঘটনাবলী (C) সামুদ্রিক ঘটনাবলী (D) জলবায়ুগত ঘটনাবলী।

Ans: (C) সামুদ্রিক ঘটনাবলী ; পেরুর উপকূল বরাবর শীতল স্রোতের পরিবর্তে উষ্ণ স্রোতের উদ্ভব হয়।

  1. পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের (2011) নিম্নক্রম অনুসারে সাজানো রয়েছে ? (A) পশ্চিম মেদিনীপুর—বর্ধমান—বাঁকুড়া (B) পশ্চিম মেদিনীপুর—বর্ধমান—দক্ষিণ 24 পরগণা (C) দক্ষিণ 24 পরগণা—পশ্চিম মেদিনীপুর—বর্ধমান (D) দক্ষিণ 24 পরগণা—পশ্চিম মেদিনীপুর—বাঁকুড়া।

Ans: (C) দক্ষিণ 24 পরগণা—পশ্চিম মেদিনীপুর—বর্ধমান।

  1. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ বলে বিবেচিতি হয় ? (A) 1980 (B) 1990 (C) 1999 (D) 2003।

Ans: (C) 1999

  1. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি ? (A) লালমাটি (B) লবণাক্ত কাদামাটি (C) পলিমাটি (D) কালোমাটি।

Ans:(B) লবণাক্ত কাদামাটি।

  1. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? (A) দিল্লি (B) ভোপাল (C) দেরাদুন (D) লক্ষ্ণৌ।

Ans: (C) দেরাদুন।

  1. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ? (A) তিস্তা ও করলা (B) তিস্তা ও জলঢাকা (C) জলঢাকা ও তোর্সা (D) তিস্তা ও রায়ডাক।

Ans: (A) তিস্তা ও করলা।

  1. নিচের কোন সমস্যাটি ইন্দিরা গান্ধী খালের সেচ সেবিত অঞ্চলে দেখা যায় না ? (A) মৃত্তিকার লবণতা বেড়ে যাওয়া (B) ক্রমবর্ধমান জলজমা (C) খালে বায়ুর মাধ্যমে পলি সঞ্চয় (D) জলপ্রবাহের ঘাটতি।

Ans: (D) জলপ্রবাহের ঘাটতি ; বাকি অপশনগুলি খালের দরুন সৃষ্ট নেতিবাচক পরিস্থিতি।

  1. নিচের কোন তথ্য জোড়া সঠিকভাবে ম্যাচিং নয় ? (A) হিমালয় টার্শিয়ারি ভঙ্গিল পর্বত (B) দাক্ষিণাত্যের ট্র্যাপ শঙ্কু আগ্নেয় উদগম অঞ্চল (C) পশ্চিমঘাট প্যালিওজোয়িক ভঙ্গিল পর্বত (D) আরাবল্লী প্রি-ক্যামব্রিয়ান ক্ষয়্জাত পর্বত।

Ans: (C) পশ্চিমঘাট প্যালিওজোয়িক ভঙ্গিল পর্বত ; পশ্চিমঘাট আসলে প্রকৃত পর্বতমালা নয় , ডেকান ট্র্যাপের Faulted Edge.

  1. গুরুত্ব অনুসারে নিচের কোন উপাদানগুলির সহজলভ্যতা ভারতে লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থান নির্ণয়ে প্রভাবিত করেছে ? (A) লৌহ আকর-কোকিং কয়লা-চুনাপাথর–ম্যাঙ্গানীজ (B) কোকিং কয়লা–লৌহ আকর–চুনাপাথর–ম্যাঙ্গানিজ (C) লৌহ আকর–ম্যাঙ্গানীজ–চুনাপাথর–কোকিং কয়লা (D) কোকিং কয়লা–ম্যাঙ্গানীজ–লৌহ আকর–চুনাপাথর।

Ans: (A) লৌহ আকর-কোকিং কয়লা-চুনাপাথর–ম্যাঙ্গানীজ.

  1. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত ? (A) গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা (B) হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম (C) মাজাগাঁও ডক, মুম্বাই (D) কোচিন শিপইয়ার্ড, কোচি.

Ans: (D) কোচিন শিপইয়ার্ড, কোচি.

  1. নিচের কোন স্থানে আকাশে থ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায় ? (A) সান্দাকফু (B) ফালুট (C) দার্জিলিং (D) কালিম্পং.

Ans: (B) ফালুট ।

  1. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত ? (A) ভদ্রা (B) ব্রাহ্মণী (C) দামোদর (D) ভীমা।

Ans: (B) ব্রাহ্মণী।

  1. স্ত্রীশিক্ষার হার বাড়ানো জন্মহারকে কীভাবে প্রভাবিত করতে পারে ? (A) জন্মহার বাড়বে (B) জন্মহার কমবে (C) এই হার অপরিবর্তিত থাকলে (D) উপরের কোনোটিই নয়।

Ans: (B) জন্মহার কমবে।

  1. কোন রাজ্যে ভারতের হীরার খনিগুলি অবস্থিত ? (A) উত্তর প্রদেশ (B) কর্ণাটক (C) মধ্যপ্রদেশ (D) গুজরাট।

Ans: (C) মধ্যপ্রদেশ ; পান্নাতে।

  1. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর–নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ কী ? (A) দক্ষিণ–পূর্ব আয়ন বায়ু (B) প্রত্যাবর্ত মৌসুমী বায়ু (C) পশ্চিমী ঝঞ্ঝা (D) অক্লুসান।

Ans: (B) প্রত্যাবর্ত মৌসুমী বায়ু।

  1. ভারতের অভ্র উৎপাদনের প্রধান খনিগুলি কোথায় অবস্থিত ? (A) বিহার (B) ছত্তিশগড় (C) ঝাড়খন্ড (D) ওড়িশা।

Ans:(C) ঝাড়খন্ড।

  1. ভারতের কোন তটীয় রাজ্যে মৃত্তিকাক্ষয় অত্যন্ত আশঙ্কাজনক/উদ্বেগপূর্ণ ? (A) কেরল (B) তামিলনাড়ু (C) ওড়িশা (D) কর্ণাটক।

Ans: (C) ওড়িশা ।

  1. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয় ? (A) ভুটান (B) বাংলাদেশ (C) মরিশাস (D) নেপাল।

Ans: (C) মরিশাস।

  1. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা হল (A) Lignite (লিগনাইট) (B) Anthracite (আনথ্রাসাইট) (C) Bituminous (বিটুমিনাস) (D) উপরোক্ত কোনটিই নয়।

Ans: (C) Bituminous (বিটুমিনাস) ; পশ্চিমবঙ্গের কয়লা গন্ডয়ানা যুগের।

  1. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দ্যেশ ছিল (A) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি (B) গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন (C) জলবিদ্যুৎ উৎপাদন (D) অতিরিক্ত জলের সংরক্ষণ।

Ans: (A) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি।

  1. কলকাতা এবং লণ্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে (A) কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে (B) কলকাতা তিন ঘন্টার বেশী এগিয়ে (C) কলকাতা পনেরো মিনিট এগিয়ে (D) কলকাতা দশ ঘন্টা পিছিয়ে।

Ans: (A) কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে।

  1. সবুজ বিপ্লব সীমিত ছিল (A) পশ্চিমবঙ্গের ধান চাষে (B) মহারাষ্ট্রের তুলা চাষে (C) পঞ্জাব-হরিয়ানার গম চাষে (D) অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে।

Ans: (C) পঞ্জাব-হরিয়ানার গম চাষে।

  1. কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল (A) KMC (কলকাতা নগর নিগম ) (B) KC (কলকাতা নিগম) (C) KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক) (D) CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )।

Ans: (A) KMC (কলকাতা নগর নিগম )।

31.2011 Census অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল (A) কেরালা (B) পশ্চিমবঙ্গ (C) উত্তর প্রদেশ (D) ঝাড়খন্ড।

Ans: পশ্চিমবঙ্গ (বিহার)।

  1. কোন স্থানকে নগর / শহর বলা হয় তখনই যদি থাকে (A) বিপুল জনগন (B) নগর এবং শহর (C) বেশী সংখ্যক মানুষ কৃষিজাত ক্রিয়ায় যুক্ত থাকে না (D) উপরোক্ত সবকটি।

Ans: (D) উপরোক্ত সবকটি।

  1. Plate Tectonics তত্ত্ব ব্যাখ্যা করে – (A) পর্বতমালার সৃষ্টি (B) সমুদ্রতলের ব্যাপ্তি (C) ভূমিকম্পের সৃষ্টি (D) উপরোক্ত সবকটি।

Ans: (D) উপরোক্ত সবকটি।

  1. Satellite তথ্য সংগ্রহ করে (A) বনজঙ্গলের সীমানা সংক্রান্ত (B) নদী এবং নদীর গতিপথ সংক্রান্ত (C) আসন্ন ঝড় এবং তুফান সংক্রান্ত (D) উপরোক্ত সবকটি।

Ans: (D) উপরোক্ত সবকটি।

  1. ভারতীয় জনগণনা অনুযায়ী ‘মৌজা’ হল (A) Community Development Block (B) খাজনা গ্রাম (Revenue Village) (C) ছোট থানা (D) উপরোক্ত কোনটিই নয়।

Ans: (B) খাজনা গ্রাম (Revenue Village)।

  1. 2001 Census এ মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখন্ডিত করে সৃষ্টি হয়েছে (A) নর্মদা উপত্যকা এবং ছত্রিশগড় (B) মধ্যপ্রদেশ এবং নর্মদা উপত্যকা (C) মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় (D) মধ্যপ্রদেশ এবং বিধর্ব।

Ans: (C) মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়।

  1. টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা Survey of India -র প্রধান অফিস হল (A) মুসৌরীতে (B) সিমলায় (C) দেরাদুনে (D) নৈনীতালে।

Ans: (C) দেরাদুনে।

  1. শুষ্ক কৃষি (Dry Farming) সম্ভব হয় যদি (A) Ground water ব্যবহার করা যায় (B) Quick maturing এবং Resistant শষ্য চাষ করা যায় (C) টেকনলজি উন্নত হয় (D) উপরোক্ত প্রতিটিই।

Ans: (B) Quick maturing এবং Resistant শষ্য চাষ করা যায়।

  1. যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হল (A) রেগুর (Regur) (B) ল্যাটারিটিক মৃত্তিকা (C) রেগোলিথ (D) রাঙামাটি।

Ans: (A) রেগুর (Regur) ।

  1. ভারতীয় সময় (IST) গণনা করা হয় (A) 82°30’ E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত (B) দিল্লীতে অবস্থিত 80°30’ E দ্রাঘিমা রেখা অনুযায়ী (C) কলকাতায় অবস্থিত 88°30’ E দ্রাঘিমা রেখা অনুযায়ী (D) নাসিকে অবস্থিত 84°00’ E দ্রাঘিমা রেখা অনুযায়ী।

Ans: ভারতীয় সময় (IST) গণনা করা হয়।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে ? (A) ট্রোপোস্ফেয়ার (B) থার্মোস্ফেয়ার (C) স্ট্র্যাটোস্ফেয়ার (D) মেসোস্ফেয়ার।

Ans: (C) স্ট্র্যাটোস্ফিয়ার ।

  1. “সামাজিক বনসৃজন” কার্যে (A) ইউক্যালিপটাস রোপন (B) জ্বালানী জাতীয় বৃক্ষরোপন (C) বনের সম্পদ বিক্রয় (D) উপরোক্ত প্রতিটিই।

Ans: (D) উপরোক্ত প্রতিটিই।

  1. পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ (A) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা (C) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু (D) আরবসাগরীয় শাখা ভারতীয় মৌসুমী বায়ু।

Ans: (B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা।

  1. কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় (A) বর্গাদার দ্বারা চাষ (B) চাষী নিজেই জমির মালিক (C) ক্ষেতমুজর দ্বারা চাষ (D) উপরের কোনটিই নয়।

Ans: (B) চাষী নিজেই জমির মালিক।

  1. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায় ? (A) নিরক্ষরেখার নিকট (B) কর্কটক্রান্তির নিকট (C) মকরক্রান্তির নিকট (D) আর্কটিক সার্কেল।

Ans: (B) কর্কটক্রান্তির নিকট।

  1. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল (A) তিস্তা, জলঢাকা, রায়ডাক (B) গঙ্গা, ব্রহ্মপুত্র (C) তিস্তা, গঙ্গা (D) দামোদর, গঙ্গা।

Ans: (A) তিস্তা, জলঢাকা, রায়ডাক।

  1. দাক্ষিণাত্য জলদ্বারা পরিবেষ্টিত (A) দক্ষিণ এবং পূর্বে (B) দক্ষিণ এবং পশ্চিমে (C) দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিনপূর্বে (D) পূর্বে এবং পশ্চিমে।

Ans: (C) দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিনপূর্বে।

  1. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে (A) উত্তরে (B) উত্তর এবং উত্তর পূর্বে (C) উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে (D) উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে।

Ans: (D) উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে।

  1. ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হল (A) 1950 এর দশক (B) 1960 এর দশক (C) 1970 এর দশক (D) উপরের কোনটিই নয়।

Ans: (B) 1960 এর দশক।

  1. তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকবার কারণ (A) এই রাজ্যের দীর্ঘতম সমুদ্রতট (B) জলের গভীরতা বেশী (C) তীরে কিছু উপসাগর আছে (D) তীর rocky নয়।

Ans: (B) জলের গভীরতা বেশী।

  1. ভারতবর্ষের তৈল শোধনাগার বেশীর ভাগই (A) খনিজ তৈলখনি ভিত্তিক (B) বন্দর ভিত্তিক (C) পাইপ লাইন টার্মিনাল ভিত্তিক (D) উপরোক্ত সবকটি।

Ans: ভারতবর্ষের তৈল শোধনাগার বেশীর ভাগই (A) খনিজ তৈলখনি ভিত্তিক (B) বন্দর ভিত্তিক (C) পাইপ লাইন টার্মিনাল ভিত্তিক (D) উপরোক্ত সবকটি।