wbcs Solved Geography Questions |rlearn

Indian Geography Solved Questions

PART NUMBER – – – – – – – – – 5

1 . পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে (A) জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে (B) পর্যটন ক্ষেত্র হিসেবে (C) বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে (D) রামসার স্থান হিসেবে।

Ans: (D) রামসার স্থান হিসেবে।

  1. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে (A) দামোদর উপত্যকায় (B) শোন উপত্যকায় (C) মহানদী উপত্যকায় (D) গোদাবরী উপত্যকায়।

Ans: (A) দামোদর উপত্যকায়।

  1. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত — (A) তরাই (B) ডুয়ার্স (C) তাল (D) দিয়ারা।

Ans: (B) ডুয়ার্স।

  1. তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে (A) 1লা জুন, 2013 (B) 1লা জুন, 2014 (C) 1লা জুন, 2015 (D) 1লা জুন, 2016.

Ans: (B) 1লা জুন, 2014 ; এটি ২ রা জুন, 2014 হবে।

  1. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? (A) পুরুলিয়া (B) বাঁকুড়া (C) জলপাইগুড়ি (D) দার্জিলিং।

Ans: (D) দার্জিলিং।

  1. ভারতের Central Inland Water Transport Corporation -এর সদর দপ্তরটি অবস্থিত (A) এলাহাবাদে (B) কলকাতায় (C) কোচিনে (D) মুম্বাই-এ।

Ans: (B) কলকাতায়।

  1. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত ? (A) তিস্তা ও করলা নদীর (B) তিস্তা ও জলঢাকা নদী (C) জলঢাকা ও রায়ঢাক নদী (D) তিস্তা ও রায়ঢাক নদী।

    Ans: (A) তিস্তা ও করলা নদীর।

  2. ধনেখালি কী জন্য বিখ্যাত ? (A) তাঁত শিল্পের জন্য (B) কাগজ শিল্পের জন্য (C) পাট শিল্পের জন্য (D) চর্ম শিল্পের জন্য।

Ans:(A) তাঁত শিল্পের জন্য

10 . ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার (A) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি (B) পুরাতন পলি (C) নতুন পলি (D) কর্দমাক্ত অঞ্চল।

Ans: (A) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি।

11 . নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় ? (A) ভিতর কণিকা : অলিভ রিডলে কচ্ছপ (B) দলমা পাহাড় : বন্য হাতি (C) কাজিরাঙ্গা : একশৃঙ্গ গন্ডার (D) দচিগাম : এশীয় সিংহ।

Ans:(D) দচিগাম : এশীয় সিংহ ; দচিগাম ন্যাশনাল পার্কে কৃষ্ণসার হরিণ বিখ্যাত।

12 . পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় ? (A) হাওড়া থেকে হুগলি (B) হাওড়া থেকে রানিগঞ্জ (C) হাওড়া থেকে বর্ধমান (D) শিয়ালদহ থেকে নৈহাটি।

Ans:(A) হাওড়া থেকে হুগলি।

13 . কোলকাতায় মেট্রোরেল চালু হয় (A) 1984 খ্রিঃ (B) 1986 খ্রিঃ (C) 1988 খ্রিঃ (D) 1989 খ্রিঃ।

Ans:(A) 1984 খ্রিঃ

14 . শোলা অরণ্য দেখা যায় (A) হিমালয় পর্বতে (B) পশ্চিমঘাট পর্বতে (C) বিন্ধ্য পর্বতে (D) পূর্বঘাট পর্বতে।

Ans:(B) পশ্চিমঘাট পর্বতে।

15 . জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ? (A) 0-5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি (B) 6-15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি (C) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি (D) 65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি।

Ans:(C) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি।

16 . নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি ? (A) মিজোরাম (B) ত্রিপুরা (C) ওড়িশা (D) মধ্যপ্রদেশ।

Ans:(C) ওড়িশা।

17 . পশ্চিমবঙ্গে শিক্ষার হার (A) 82.67% (B) 74.04% (C) 77.08% (D) 71.16%

Ans:(C) 77.08%

18 . কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ? (A) গোদাবরী ও কাবেরীর (B) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে (C) কৃষ্ণা ও কাবেরীর মধ্যে (D) মহানদী ও গোদাবরীর মধ্যে।

Ans:(B) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে।

19 . নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে (A) ঝাড়খণ্ডের (B) বিহারের (C) ওড়িশার (D) আসামের।

Ans:(A) ঝাড়খণ্ডের

20 . স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না ? (A) কোচবিহার (B) হাওড়া (C) দার্জিলিং (D) মুর্শিদাবাদ।

Ans:(A) কোচবিহার

21 . নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ? (A) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বনভূমি (B) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি (C) পার্বত্য অঞ্চলে আদ্র নাতিশীতোষ্ণ বনভূমি (D) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি।

Ans:(B) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি।

22 . মানস সরোবর অবস্থিত (A) কারাকোরাম পর্বতশ্রেণিতে (B) পিরপাঞ্জাল পর্বতশ্রেণিতে (C) কৈলাস পর্বতশ্রেণিতে (D) মহাভারত পর্বতশ্রেণিতে।

Ans:(C) কৈলাস পর্বতশ্রেণিতে।

23 . বাঁস্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ? (A) উত্তরপ্রদেশ (B) গুজরাট (C) রাজস্থান (D) মধ্যপ্রদেশ।

Ans: (B) গুজরাট।

24 . শিলং শহর অবস্থিত (A) নাগা পর্বতে (B) গারো পর্বতে (C) খাসি পর্বতে (D) মিকির পর্বতে।

Ans:(C) খাসি পর্বতে।

25 . পশ্চিমবঙ্গের ‘Dry Port’ -এর অবস্থান হল (A) কলকাতা (B) হলদিয়া (C) কলকাতা, হলদিয়া ও দিঘা (D) কলকাতা ও হলদিয়া।

Ans:(A) কলকাতা

  1. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি (A) আন্দামান দ্বীপ (B) নিকোবর দ্বীপ (C) ব্যারন দ্বীপ (D) পাম্বন দ্বীপ।

Ans:(C) ব্যারন দ্বীপ ।

27 . ‘ডলফিন নোজ‘ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে (A) পর্যটন কেন্দ্র (B) পুরাতাত্ত্বিক কেন্দ্র (C) জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল (D) বন্দরের মাল পারাপারের জন্য রোপওয়ে।

Ans:(C) জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল।

28 . ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে (A) জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড় -এ (B) বিহারের পূর্ণিয়া জেলায় (C) রাজস্থানের জয়্সালমির অঞ্চল -এ (D) কর্ণাটকের মাইশোর পাহাড় -এ।

Ans: (A) জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড় -এ।

  1. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ (A) স্যাডেল শৃঙ্গ (B) ডায়াবোল শৃঙ্গ (C) কার নিকোবর (D) উপরের কোনোটিই নয়।

Ans:(A) স্যাডেল শৃঙ্গ।

30 . রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত । (A) গুজরাট সমভূমি (B) আরাবল্লির পশ্চিম পাদদেশ (C) উত্তর প্রদেশের উত্তরাঞ্চল (D) বিহার।

Ans: (C) উত্তর প্রদেশের উত্তরাঞ্চল।

31 . ভারত ও মায়্নামারের মধ্যে ____ পর্বতশ্রেণি অবস্থিত (A) লুসাই (B) নামচা বারোয়া (C) খাসি (D) তুরা।

Ans:(A) লুসাই।

32 . ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে : (A) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত (B) কাশ্মীর উপত্যকা (C) উত্তর কাশ্মীর সমভূমি (D) পুঞ্চ। Ans: (A) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত

33 . আগ্রা দিয়ে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক এই নামে পরিচিত : (A) NH-5 (B) NH-8 (C) NH-3 (D) NH-6

Ans: (C) NH-3

34 . পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় (A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ (B) হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ (C) চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ

Ans: খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ।

35 . নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয় ? (A) সুইৎজারল্যান্ড (B) UAE (C) দক্ষিণ আফ্রিকা (D) ব্রাজিল।

Ans: (A) সুইৎজারল্যান্ড।

36 . ভূতত্ত্ববিদগণের মতে কোশী নদীর গতিপথ পরিবর্তনের ফল (A) গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত (B) উত্তরবঙ্গের তিস্তা নদীর বন্যা (C) কলকাতা বন্দরের অবনতি (D) গ্যাংটক ও দার্জিলিং অঞ্চলের ভূমিকম্প।

Ans: (C) কলকাতা বন্দরের অবনতি।

  1. পূর্ব রেলপথের সদর দপ্তর ____ -এ অবস্থিত (A) রাঁচি (B) খড়গপুর (C) দিসপুর (D) কোলকাতা।

Ans: (D) কোলকাতা

38 . জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে — (A) জাতীয় সড়ক – 35 (B) জাতীয় সড়ক – 02 (C) জাতীয় সড়ক – 06 (D) জাতীয় সড়ক – 32।

Ans:(A) জাতীয় সড়ক – 35

  1. চিলকা হ্রদ হল (A) নোনা জলের হ্রদ (B) স্বাদু জলের হ্রদ (C) বর্ষাকালে স্বাদু জলের হ্রদ (D) গীষ্মকালে নোনা জলের হ্রদ।

Ans:(A) নোনা জলের হ্রদ।

40 . মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে (A) মহানন্দা নদী (B) জলঙ্গী নদী (C) ভাগীরথী নদী (D) মাথাভাঙ্গা নদী।

Ans:(C) ভাগীরথী নদী।

41 . ছোটোনাগপুর মালভূমি গঠিত প্রধানত (A) বেলে পাথর, চুনাপাথর ও শেল দ্বারা (B) গ্রানাইট, চুনাপাথর ও ডোলোমাইট দ্বারা (C) আর্কাইন যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা (D) গোণ্ডয়ানা কয়লা, বেলেপাথর ও চুনাপাথর দ্বারা।

Ans:(C) আর্কাইন যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা।

4 2. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি এইখানে অবস্থিত : (A) গঙ্গাসাগর (B) কলকাতা (C) আসানসোল (D) ফারাক্কা ।

Ans:(B) কলকাতা।

43 . ভারতের ______রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত । (A) বিহার (B) ওডিশা (C) কর্ণাটক (D) রাজস্থান।

Ans:(B) ওডিশা।

44 . ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত : (A) কারাকোরাম (B) কাশ্মীর (C) গডউইন অস্টিন (D) কেনিথ।

Ans:(C) গডউইন অস্টিন।

45 . ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) : (A) হাওড়া (B) উত্তর ২৪ পরগণা (C) পাটনা (D) এন. সি. আর।।

Ans:(B) উত্তর ২৪ পরগণা।