
WBP Staff Officer Cum Instructor Exam 2021
1. মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
ⓐ প্যারােটিড
ⓑ পিটুইটারি
ⓒ যকৃৎ ✔
ⓓ অগ্ন্যাশয়।
2. সাধারণ অবস্থায় নীচের কোন ধাতুটি তরল ?
ⓐ রেডিয়াম
ⓑ পারদ ✔
ⓒ দস্তা
ⓓ ইউরেনিয়াম।
3. নীচের কোনটি সাধারণ লবণের উৎস?
ⓐ হেলাইট (Halite) ✔
ⓑ পাইরাইট (Pyrite)
ⓒ বক্সাইট (Bauxite)
ⓓ ক্যালসাইট (Calcite)
4. শব্দের প্রতিধ্বনির কারণ কী ?
ⓐ শব্দের প্রতিফলন ✔
ⓑ শব্দের প্রতিসরণ
ⓒ শব্দের শোষণ
ⓓ শব্দের বিচ্ছুরণ।
5. যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় না ?
ⓐ E
ⓑ K
ⓒ A
ⓓ C ✔
6. টি. ভি. রিমােট কন্ট্রোল-এ কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
ⓐ লেজার তরঙ্গ laser
ⓑ ইনফ্রারেড় তরঙ্গ Infrared (IR) ✔
ⓒ আন্ট্রাসনিক তরঙ্গ Ultrasonic
ⓓ রেডিয়াে তরঙ্গ Radio Waves
7. লােহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়?
ⓐ অগ্ন্যাশয়
ⓑ অস্থিমজ্জা ✔
ⓒ হৃদয়
ⓓ যকৃৎ
8. নীচের কোনটি DNA-তে নেই ?
ⓐ থাইমিন
ⓑ ইউরাসিল ✔
ⓒ অ্যাডেনিন
ⓓ সাইটোসিন
9. বিশুদ্ধ জলের pH মান কত ?
ⓐ 9
ⓑ 12
ⓒ 3
ⓓ 7 ✔
10. কোন গ্যাস গ্রীন হাউস এফেক্টে (Greenhouse Effect) মুখ্য ভূমিকা পালন করে ?
ⓐ SO2
ⓑ জলীয় বাষ্প
ⓒ CO2 ✔
ⓓ H2
11. তুলার তন্তু কি দিয়ে তৈরি?
ⓐ প্রােটিন
ⓑ ফ্যাট
ⓒ সেলুলােজ ✔
ⓓ স্টার্চ
WBP Warder Exam 2019
1. সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হল –
ⓐ 9000° C
ⓑ 4000° C
ⓒ 6000° C
ⓓ 3000° C
Answer : ⓒ 6000° C
2. নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়?
ⓐ সামচাপরেখা (Isobars) – চাপ
ⓑ সমকালীন (Isochronal) – সময়
ⓒ সমােষ্ণরেখা (Isotherms) – তাপমাত্রা
ⓓ সমবর্ষণরেখা (Isohyets) – আর্দ্রতা
Answer :ⓓ Isohyets – আর্দ্রতা
3. পতঙ্গ সম্বােন্ধিত পড়াশােনাকে বলে
ⓐ ইকোলজি
ⓑ ইটিমােলজি
ⓒ এন্টোমােলজি
ⓓ অ্যান্থােলজি
Answer: ⓒ এন্টোমােলজি
4. ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন ?
ⓐ মােহিন পান্ডে
ⓑ আশুতােষ ভার্মা
ⓒ বিক্রম সারাভাই
ⓓ রাকেশ শর্মা
Answer: ⓒ বিক্রম সারাভাই
5. নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে ভারী?
ⓑ ওসমিয়াম (Os)
ⓒ পারদ (Hg)
ⓓ সোনা (Au)
ⓐ সিসা (Lead Pb)
Answer : ⓑ ওসমিয়াম (Os)
6. তাপ মাপার যন্ত্র হল –
ⓐ Thermometer
ⓑ Calorimeter
ⓒ Lactometer
ⓓ Barometer
Answer : Calorimeter( ক্যালোরিমিটার)
West Bengal Police (WBP) SI Excise 2018
1. HIV ছড়ায় –
ⓐ খাবার ভাগের মাধ্যমে। একই খাবার খেলে
ⓑ একই বিছানা ব্যবহার করলে
ⓒ ইঞ্জেকশনের একই সূচ ব্যবহার করলে
ⓓ করমর্দন দ্বারা
Answer : C
2. কে মাকমিলান (K Macmillan)আবিষ্কার করেছিলেন –
ⓐ ব্যারােমিটার
ⓑ সেন্টিগ্রেড স্কেল
ⓒ বাইসাইকেল ✔
ⓓ আধুনিক মুদ্রণ প্রযুক্তি
3. বার (Bar) নিম্নের কোনটির একক?
ⓐ চাপ (Pressure) ✔
ⓑ বল (Force)
ⓒ মত্ততা (Acceleration)
ⓓ গতিবেগ (Force)
WBP SI (UB & AB) Kolkata Police 2005
1. একটি তড়িৎ চুম্বক হলো –
ⓐ প্রাকৃতিক চুম্বক
ⓑ স্থায়ী চুম্বক
ⓒ অস্থায়ী চুম্বক ✔
ⓓ চুম্বক নয়
2. নিম্নে কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসেবে অ্যামিনো অ্যাসিড?
ⓐ স্নেহপদার্থ
ⓑ প্রােটিন ✔
ⓒ শ্বেতসার
ⓓ শর্করা
3. বায়ুমণ্ডলের প্রধানতঃ কোন গ্যাসটির অত্যাধিক নিষ্ক্রমণের ফলে ‘গ্রীন হাউস’ প্রভাব দেখা যায়?
ⓐ কার্বন–ডাই–অক্সাইড ✔
ⓑ নাইট্রিক–অক্সাইড
ⓒ সালফার–ডাই–অক্সাইড
ⓓ কার্বন–মনাে–অক্সাইড
4. 0° C শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
ⓐ 320 m/s
ⓑ 322 m/s
ⓒ 0 m/s ✔
ⓓ 330 m/s
5. জলে কিছু লবণ মেশান হলাে, নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক –
ⓐ বৃদ্ধি হয় ✔
ⓑ হ্রাস পায়
ⓒ অপরিবর্তিত থাকে
ⓓ কোনটাই নয়
6. পরমাণু কেন্দ্রের ব্যাসার্ধ প্রায় –
ⓐ 10-10 cm
ⓑ 10-13 cm ✔
ⓒ 10-15 cm
ⓓ 10-8 cm
7. নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মােটর গাড়ির নিঃসৃত ধােয়ার মধ্য উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করছে?
ⓐ কপার
ⓑ নিকেল
ⓒ সিসা✔
ⓓ লােহা
8. শস্য পুষ্টি যােজনায় কেন সীম গােষ্ঠী উদ্ভিদের চাষের প্রাথমিক প্রয়ােজনীয়তা আছে?
ⓐ এদের মূল এ নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকার জন্য✔
ⓑ মাটিতে নাইট্রেট যােগ করে
ⓒ সবুজ সার যােগ করে
ⓓ নাইট্রোজেন যৌগ তৈরি করে
9. কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে?
ⓐ 273K
ⓑ 4K
ⓒ 277K✔
ⓓ 0K
10. কোরিওলিস বল (Coriolis force) কোথায় সর্বোচ্চ?
ⓐ বিষুবরেখায়
ⓑ উঃ ও দঃ মেরু বিন্দুদ্বয়ে (South & North Pole) ✔
ⓒ 30 ° উত্তর অক্ষাংশে
ⓓ মকর সংক্রান্তিররেখায়
11. বায়ুমন্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত?
ⓐ ট্রপােস্ফিয়ার( Troposphere) ✔
ⓑ স্ট্র্যাটোস্ফিয়ার
ⓒ ট্রলােপজ
ⓓ আয়ােনােস্ফিয়ার
12. DNA থেকে RNA সৃষ্টিকারী প্রক্রিয়াকে কি বলে?
ⓐ DNA Replication
ⓑ RNA Polymerization
ⓒ DNA Transcription ✔
ⓓ DNA Duplication
13. 220 Volt, 100 Watt বৈদ্যুতিক বাল্বে রােধ কত?
ⓐ 100 Ω
ⓑ 200 Ω
ⓒ 484 Ω ✔
ⓓ 300 Ω
14. নিম্নলিখিত কোনটি নিউক্লিও প্রােটিন?
ⓐ ক্যাপসিড
ⓑ হিস্টোন✔
ⓒ টাইবােসােম
ⓒ প্রায়ন
15. কালাজ্বর (Kala – azar) রােগের সংক্রমণ ঘটায়
ⓐ স্যান্ড মাছি(sand fly) ✔
ⓑ গৃহ মাছি
ⓒ সাদা মাছি
ⓓ মশা
16. পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি ছিল?
ⓐ সাইট্রিক অ্যাসিড
ⓑ ইউরিয়া✔
ⓒ ফরমিক অ্যাসিড
ⓓ কিটোজ
17. একটি ডাক্তার থার্মোমিটার –
ⓐ গরিষ্ঠ থার্মোমিটার ✔
ⓑ ঘিষ্ঠ থার্মোমিটার
ⓒ রােধ থার্মোমিটার
ⓓ অ্যালকোহল থার্মোমিটার
18. হার্জ (Hz) কিসের একক হল –
ⓐ কম্পাঙ্কের ✔
ⓑ বেগের
ⓓ ত্বরণের
ⓒ দ্রুতির
19. ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটি সংক্রমণে?
ⓐ প্লাজমােডিয়াম ভাইভাক্স
ⓑ প্লাজমােডিয়াম ম্যালেরি
ⓒ প্লাজমােডিয়াম ওড়ে
ⓓ প্লাজমােডিয়াম ফ্যালসিপেরম ✔
20. ক্লোরােফিলে যে ধাতুটি আছে সেটি হল –
ⓐ তামা (Cu)
ⓑ ম্যাগনেসিয়াম (Mg)✔
ⓒ ম্যাঙ্গানিজ (Mn)
ⓓ ক্যালসিয়াম (Ca)
21. DNA যে বংশগতির রাসায়নিক ভিত্তি তা প্রমাণ করতে হার্সে ও চেজ (Hershey and Chase) যে ভাইরাস ব্যবহার করেছিলেন সেটি হল –
ⓐ ব্যাকটিরওফাজ(Bacteriophage)✔
ⓑ ফুলকপির মােজাইক ভাইরাস
ⓒ ডালিয়ার মজাক ভাইরাস
ⓓ T-ব্যাকটিরওফাজ (T -Bacteriophage)
West Bengal Police (WBP) SI (UB & AB) Kolkata Police 2006
1. নিচের কোনটি উপ চুম্বকীয় (Paramagnetic)?
ⓐ O2 ✔
ⓑ N2
ⓒ F2
ⓓ H2
2. ষ্ট্রেপ্টোমাইসিন (Streptomycin) একটি বহু ব্যবহৃত অণুজীবনাশক, এর উৎস হল –
ⓐ ব্যাকটেরিয়া✔
ⓑ ছত্রাক
ⓒ ভাইরাস
ⓓ ওপরের কোনােটিই নয়
3. নিচের কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে?
ⓐ KMnO4
ⓑ H2O2 ✔
ⓒ K2Cr2O7
ⓓ Ba02
4. উচ্চ শ্রেণীর মেরুদন্ডী প্রাণী মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে এই পর্দাগুলি মস্তিষ্কের সবচেয়ে কাছে থাকে?
ⓐ পিয়া মেটার ✔
ⓑ অ্যাবাকনডমেটার
ⓒ ডুরামেটার
ⓓ মেনিনজাইটিস
5. রকেটের কার্যনীতি নিউটনের কোন গতি সূত্র ওপর নির্ভরশীল?
ⓐ প্রথম সূত্র
ⓑ দ্বিতীয় সূত্র
ⓒ তৃতীয় সূত্র✔
ⓓ প্রথম ও দ্বিতীয় সূত্র
6. কোন পদার্থের তুল্যাঙ্কভার ‘E’, পারমাণবিক ভর ‘M’ ও ‘যােজ্যতা’ n এর মধ্যে সম্পর্ক হল –
ⓐ E = Mxn
ⓑ E = n/M
ⓒ E = M/n ✔
ⓓ E = M+n
7. এক প্রকার কোষ বিভাজনে ক্রোমােজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়৷ এই প্রকার কোষ বিভাজন সংঘটিত হয় –
ⓐ শুক্রাশয়ে
ⓑ ডিম্বাশয়ে
ⓒ শুক্রাশয় ও ডিম্বাশয়ে ✔
ⓓ বৃক্কে
8. নিচের কোন সংকেত অ্যালকেনের (Alkyne) উদাহরণ?
ⓐ C5H8
ⓑ C7H16 ✔
ⓒ C10H30
ⓓ C6H18
9. আলোকবর্ষ কিসের একক?
ⓐ দূরত্ব ✔
ⓑ সময়
ⓒ বেগ
ⓓ শক্তি
10. ভারী জল হল –
ⓐ H2O
ⓑ বারবার পাতন এর দ্বারা তৈরি জল
ⓒ D2O ✔
ⓓ 4° C এ জল
11. অ্যালুমিনা সংগৃহীত হয় _____ এর থেকে ?
ⓐ হেমাটাইট
ⓑ বক্সাইট ✔
ⓒ ম্যাগনেটাইট
ⓓ অ্যানথ্রাসাইট
12. নিচের পদার্থ গুলির মধ্যে কোনটি পরিবাহী –
ⓐ কাচ
ⓑ গ্রাফাইট ✔
ⓒ এবােনাইট
ⓓ সিল্ক
13. জীবদেহে ক্ষেত্রে নিম্নোক্ত এর মধ্যে কোনটি অনুপুষ্টিক দায়ক নয়?
ⓐ লোহা
ⓑ তামা
ⓒ লেবু ✔
ⓓ দস্তা
14. নিম্নলিখিত কোনটি জৈব সার?
ⓐ ডি ডি টি
ⓑ মলিবডেনাম
ⓒ নাইট্রেট
ⓓ রাইজোবিয়াম ✔
15. পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে বলা হয় –
ⓐ প্লাজমা ✔
ⓒ তরল
ⓓ গ্যাস
ⓑ কঠিন
16. দুধ একপ্রকার দ্রবণ যাকে বলা হয়?
ⓐ ইমালসন ✔
ⓑ জেল
ⓒ ফেনা
ⓓ সল
17. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একই পথ দেখায়?
ⓐ 40°
ⓒ 0°
ⓑ – 40° ✔
ⓓ – 60°
18. ভুসা কালি মাখানাে ধাতব বস্তু কে জলে ডােবালে উজ্জ্বল দেখায় নিম্নলিখিত ঘটনার জন্য?
ⓐ প্রতিফলন
ⓑ প্রতিসরণ
ⓒ বিচ্ছুরণ
ⓓ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ✔
19. ভারতের জাতীয় উদ্ভিদ হল –
ⓐ আম
ⓑ নিম
ⓒ বট ✔
ⓓ পদ্ম
20. প্রতি ঘন্টায় হৃদপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ –
ⓐ 300 লিটার ✔
ⓑ 600 লিটার
ⓒ 1000 লিটার
ⓓ 1200 লিটার
21. নিচের কোন ধাতুটি কার্বনেট লবণ অজানা ?
ⓐ Al
ⓑ Ca
ⓒ Fe ✔
ⓓ Cu
West Bengal Police (WBP) SI (UB & AB) Kolkata Police 2008
1. এইটা মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম?
ⓐ থাইমাস
ⓑ প্লীহা ✔
ⓒ টনসি
ⓓ প্যালাটাইন টনসি
2. আলােক রশ্মি সংকট কোনে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় –
ⓐ 0 ° ✔
ⓑ 90 °
ⓒ 30 °
ⓓ 45 °
3. হাইড্রোজেন জ্বলন প্রক্রিয়াকে বলা হয় –
ⓐ হাইড্রোজেনশন (Hydrogenation)
ⓑ হাইড্রেশন (hydration)
ⓒ জারণ (oxidation)✔
ⓓ বিজারন (reduction)
4. পর্যায় সারণিতে সবচেয়ে হালকা ধাতু হল –
ⓐ Be
ⓒ Li ✔
ⓑ Hg
ⓓ Mg
5. সিলিকা জেল একটি –
ⓐ জলাকর্ষী পদার্থ ✔
ⓑ উদগ্রাহী পদার্থ
ⓒ উদত্যাগী পদার্থ
ⓓ জলবিকর্ষী পদার্থ
6. নিম্নলিখিত মধ্যে সব থেকে ভারী কনিকা হল –
ⓐ নিউট্রন
ⓑ ইলেক্ট্রন
ⓒ আলফা কণা ✔
ⓓ প্রােটন
7. পর্যায় সারণিতে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অবস্থান (Period) –
ⓐ চতুর্থ পর্যায়ে ✔
ⓑ তৃতীয় পর্যায়ে
ⓒ দ্বিতীয় পর্যায়ে
ⓓ পঞ্চম পর্যায়ে
8. যে সমস্ত পরমাণুর ভরসংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের বলা হয় –
ⓐ আইসােটোপ
ⓑ আইসােবার ✔
ⓒ আইসােটোন
ⓓ নিউক্লাইড
9. বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার হয় –
ⓐ উত্তল দর্পণ
ⓑ উত্তল লেন্স✔
ⓒ অবতল দর্পণ
ⓓ অবতল লেন্স
10. একটি লােহিত রক্ত কণিকা গড় আয়ুষ্কাল –
ⓐ 120 দিন ✔
ⓑ 150 দিন
ⓒ 200 দিন
ⓓ 1 বছর
11. তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হল –
ⓐ ত্বরণ
ⓑ সরণ
ⓒ ভরবেগ ✔
ⓓ গতিবেগ
12. সালােকসংশ্লেষ সম্পন্ন হওয়ার পর উৎপাদিত বস্তু সমূহ হলাে –
ⓐ গ্লুকোজ
ⓑ জল
ⓒ অক্সিজেন
ⓓ উপরােক্ত সবকটি ✔
13. 1000 ওয়াট ক্ষমতার একটি যন্ত্রের 1 মিনিটে কৃতকার্যের পরিমাণ কত?
ⓐ 60000 জুল✔
ⓑ 1000 জুল
ⓒ 600 জুল
ⓓ 3600 জুল
14. নিম্নেক্ত গুলির মধ্য কোনটি অপ্রাসঙ্গিক –
ⓐ অ্যাডরেনালিন
ⓑ পেনিসিলিন ✔
ⓒ ইনসুলিন
ⓓ ইরক্সিন
15. বিশুদ্ধ সুর পাওয়া যায় –
ⓐ গিটারের
ⓑ তানপুরায়
ⓒ সুরশলাকার ✔
ⓓ খোলা নলে
16. কার্বনের পরিমাণ সবথেকে কম থাকে –
ⓐ স্টিলের মধ্যে
ⓑ রট আয়রনের মধ্যে ✔
ⓒ কাস্ট আয়রন বা ঢালাই লােহার মধ্যে
ⓓ নিকোল স্টিলের মধ্যেে
17. নিম্নলিখিত কোন তন্তুর তন্তুর জন্য বায়ােসিনােসিস (Byssinosis) রােগ হয় –
ⓐ আখ
ⓑ তুলা✔
ⓒ পাট
ⓓ অ্যাসবেস্টস
18. মেডিকেল বর্জ্য বহনকারী ব্যাগের রং নির্দেশনাই লাল রঙের নির্দেশ করে যে, এতে আছে –
ⓐ পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ✔
ⓑ মানুষের ব্যবচ্ছেদই অঙ্গ
ⓒ ব্যবচ্ছেদে ব্যাবহিত কাপড় ও তুলা
ⓓ ক্ষতি করে এমন কিছু নয়।
West Bengal Police (WBP) & Kolakata Police SI 2013
1. কুড়ানকুলাম পারমাণবিক শক্তি (Kudankulam Nuclear Power Plant) চুল্লিটি অবস্থিত –
ⓐ কর্ণাটকে
ⓑ কেরালায়
ⓒ তামিলনাড়ুতে✔
ⓓ গুজরাটে
2. HIV পাওয়া যায় সংক্রামিত ব্যক্তির –
ⓐ রক্তে
ⓑ বীর্যে/যােনিরসে
ⓒ স্তনদুগ্ধে
ⓓ উপরের সবকটিতে✔
3. কোনটি ‘গ্রীন হাউস গ্যাস’ নয় ?
ⓐ মিথেন
ⓑ হাইড্রোজেন ✔
ⓒ কার্বন ডাই অক্সাইড
ⓓ নাইট্রাস অক্সাইড
4. HIV সংক্রমণ বাহিত হয় না –
i) সংক্রামিত ব্যাক্তির সঙ্গে করমর্দন করলে
ii) একই ট্যাক্সি, অটো বা বাসে ভ্রমণ করলে
iii) সংক্রামিত ব্যাক্তির ব্যবহৃত শৌচালয় ব্যবহার করলে
iv) বর্জ্য ব্যবহার্য যন্ত্রপাতি দিয়ে রক্ত দেওয়া হলে
ⓐ কেবল (i) এবং (ii) সঠিক
ⓑ কেবল (iv) সঠিক✔
ⓒ উপরের সবকটি ভুল
ⓓ উপরের সবকটি ঠিক
5. খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় –
ⓐ জীবাণুনাশক হিসাবে✔
ⓑ রঞ্জক দ্রব্য হিসাবে
ⓒ অশুদ্ধতা দূরীকরণের জন্য
ⓓ pH কমানাের জন্য
6. মৌমাছি ও পিপড়ের হুলে যে তরল বিষ থাকে তা হল –
ⓐ ফরমিক অ্যাসিড ✔
ⓑ টারটারিক অ্যাসিড
ⓒ অ্যাসিটিক অ্যাসিড
ⓓ হাইড্রোক্লোরিক অ্যাসিড
7. দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা –
ⓐ সর্বদা 1–এর বেশি✔
ⓑ সর্বদা 1–এর কম
ⓒ সর্বদা 1–এর সমান
ⓓ উপরের কোনটিই নয়
8. বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন, নীচের মাধ্যমগুলির কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয় ?
ⓐ জল, লােহা এবং বায়ু
ⓑ লৌহ, বায়ু এবং জল
ⓒ বায়ু, জল এবং লোহা ✔
ⓓ লােহা, জল এবং বায়ু
9. Byssinosis রােগটি কোন শিল্পক্ষেত্রের শ্রমিকদের মধ্যে দেখা যায় ?
ⓐ রাবার শিল্প
ⓑ মৃৎশিল্প
ⓒ বস্ত্র শিল্প ✔
ⓓ লৌহ ও ইস্পাত শিল্প
10. খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয়, কারণ –
ⓐ দাঁতের ক্ষয় নিবারণের জন্য
ⓑ পানীয় জলের অতিরিক্ত ফ্লুওরাইড নিয়ন্ত্রণের জন্য
ⓒ সহজে খাদ্য হজমের জন্য✔
ⓓ হাড়ের শক্তি বর্ধনের জন্য
11. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর হয় –
ⓐ সৌরশক্তি যান্ত্রিক শক্তিতে
ⓑ সৌরশক্তি আলোক শক্তিতে
ⓒ সৌরশক্তি রাসায়নিক শক্তিতে✔
ⓓ রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে
12. দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে তা হল –
ⓐ সালফার
ⓑ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
ⓒ ফসফরাস ✔
ⓓ এন্টিমনি সালফাইড
13. নীচের স্তম্ভদুটি সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন –
স্তম্ভ-I স্তম্ভ-II
A) ক্যাটারাক্ট ১। বোনস
B) জন্ডিস ২। আই
C) ডায়াবেটিস ৩। লিভার
D) আর্থারাইটিস ৪। প্যানক্রিয়াস
A B C D
ⓐ 2 3 4 1 ✔
ⓑ 2 3 1 4
ⓒ 1 3 4 2
ⓓ 3 2 4 1
14. একটি অর্ধপরিবাহীর (Semiconductor) তাপমাত্রা বাড়ালে তার রােধ কী হবে?
ⓐ বাড়বে
ⓑ কমবে ✔
ⓒ একই থাকবে
ⓓ কমে শূন্য হবে
15. নীচের কোনটি Degenerative রোগ নয় ?
ⓐ আর্থারাইটিস
ⓑ হিমোফিলিয়া
ⓒ টাইফয়েড✔
ⓓ ডায়াবেটিস মেলিটাস
16. নীচের কোনটি ভাইরাল অসুখ নয় ?
ⓐ যক্ষা✔
ⓑ জলাতঙ্ক
ⓒ জলবসন্ত
ⓓ হেপাটাইটিস।
West Bengal Police (WBP) Excise Constable Main 2013
1. গর্ভাবস্থায় ভ্রণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত?
যুক্তি 1: হ্যাঁ, নতুবা কন্যা ভ্রুণ বাড়বে না
যুক্তি 2: না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে
ⓐ উভয় যুক্তি সঠিক
ⓑ যুক্তি 1 সঠিক✔
ⓒ যুক্তি 2 সঠিক
ⓓ উভয় যুক্তি ভুল
2. নিম্নোক্ত তথ্যগুলির কোনগুলি সঠিক?
1. শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ
2. শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়
3. জল থেকে তৈরী বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা
ⓐ কেবল 1
ⓑ কেবল 2
ⓒ 1 এবং 2
ⓓ 1, 2 এবং 3 ✔
3.নীচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় ?
ⓐ CFC নির্গমন ✔
ⓑ কার্বন- ডাই- অক্সাইড নির্গমন
ⓒ বৃক্ষছেদন
ⓓ মিথেন নির্গমন
4. কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী?
ⓐ ভিটামিন C ✔
ⓑ ভিটামিন A
ⓒ ভিটামিন B
ⓓ ভিটামিন K
5. সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডােবার একটু পরেও দিগন্তরেখার ওপরে সূর্যকে দেখতে পাওয়ার কারণ –
ⓐ প্রতিসরণ ✔
ⓑ নিম্নচাপ
ⓒ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
ⓓ বিচ্ছুরণ
6. নীচের তালিকা দুটি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন –
তালিকা-I (আসিড) তালিকা-II (উৎস)
A)ল্যাকটিক অ্যাসিড 1. তেঁতুল
B)টারটারিক অ্যাসিড 2. লেবু
C)অক্সালিক অ্যাসিড 3. টম্যাটো
D)সাইট্রিক অ্যাসিড 4. টক দই
A B C D
ⓐ 2 3 4 1
ⓑ 2 3 1 4
ⓒ 1 3 4 2
ⓓ 4 1 3 2 ✔
7. নীচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে ?
ⓐ গ্লুকোজ
ⓑ ফুকটোজ
ⓒ কলিচুন ✔
ⓓ বালি
8. খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে দুষিত হতে পারে –
ⓐ অ্যালুমিনিয়াম দ্বারা
ⓑ লোহা দ্বারা
ⓒ সীসা দ্বারা ✔
ⓓ ম্যাগনেসিয়াম
West Bengal Police (WBP) Constable 2015
1. একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম হল –
ⓐ ঘনীভবন
ⓑ উর্ধপাতন✔
ⓒ বাষ্পীভবন
ⓓ অবক্ষেপণ
2. নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রঙ বলা হয়?
ⓐ নীল, লাল, হলুদ
ⓑ লাল, হলুদ, সবুজ
ⓒ লাল, নীল, সবুজ ✔
ⓓ হলুদ, নীল, সবুজ
3. ELISA টেস্টটি কোন রােগ শনাক্ত করতে সাহায্য করে?
ⓐ ক্যানসার
ⓑ HIV/এইডস ✔
ⓒ ম্যালেরিয়া
ⓓ ব্রেন টিউমার
4. যে গ্রন্থিটি মস্তিস্কের সবচেয়ে কাছে অবস্থিত, সেটি হল –
ⓐ পিটুইটারী গ্রন্থি ✔
ⓑ থাইরয়েড গ্রন্থি
ⓒ অগ্ন্যাশয়
ⓓ অ্যাড্রিনাল গ্রন্থি
5. একটি ট্রাফিক সিগনালের দিকে তাকালে উপর থেকে নীচে এই ক্রমে কোন আলাে দেখা যায়?
ⓐ লাল, সবুজ, হলুদ
ⓑ সবুজ, লাল, হলুদ
ⓒ সবুজ, হলুদ, লাল,
ⓓ লাল, হলুদ, সবুজ ✔
Written by: Tarik Ajij
Prettу nice post. I simply stumbled upon yοur bloɡ and wiѕhed to mention that I have truly enjoyed Ƅrowsing үour weblog рosts.
In any case I will be subscribing for your гss feed and I hope you write again sоon!