
PRIMARY & UPPER PRIMARY TET : CHILD DEVELOPMENT & PEDAGOGY
শিখন( Learnings): শিশু শিক্ষা ও শিক্ষা মনস্তত্ব
শিখন( Learning) অধ্যায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো।
• মনোবিদ রবার্ট এস . গ্যানে কত প্রকার শিখনের কথা বলেছেন ?
উত্তর – ৮ প্রকার।
• শিখনের উপাদান হল ?
উত্তর – মনোযোগ।
• ইংরেজি “Motivation” শব্দটি লাতিন শব্দ – Movers থেকে এসেছে ।
• মনোযোগের বস্তুগত শর্ত হল ?
উত্তর – গতিশীলতা।
প্রাইমারী টেট ২০২২ সাজেসান ডাউনলোড করতে হলে ক্লিক করুন – DOWNLOAD
• মনোযোগের ব্যক্তিগত শর্ত হল ?
উত্তর – সেন্টিমেন্ট।
• লাতিন “Interest” শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল –
উত্তর – It matters.
• কত সালে গ্যানে আট প্রকার শিখনের কথা বলেছেন –
উত্তর – ১৯৭০ সালে।
• গ্যানে কোন বইতে আট প্রকার শিখনের কথা বলেছেন ?
উত্তর – ‘The conditions of learning’.
• গ্যানের আট প্রকার শিখনের প্রথম পর্যায়ের নাম কী –
উত্তর – সংকেতমূলক শিখন।
• গ্যানের আট প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কী –
উত্তর – সমস্যা সমাধান শিখন।
• স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ?
উত্তর – দুই প্রকার।
• স্পিয়ারম্যান কত সালে তার দ্বি-উপাদান তত্ত্ব প্রকাশ করেন ?
উত্তর – ১৯০৪ সালে।
• স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার সম্পর্কীয় তত্ত্বের নাম কী ?
উত্তর – দ্বি-উপাদানের তত্ত্ব।
• স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতার তত্ত্বটি কোন্ Journal-এ প্রকাশ করেন ?
উত্তর – American Journal of Psychology.
• থার্স্টোন তার বহু উপাদান তত্ত্বে প্রাথমিক উপাদানের কথা বলেছেন –
উত্তর – ৭ টি।
CTET ONLINE E-BOOK FOR CHILD DEVELOPMENT AND PEDAGOGY PDF
• থার্স্টোন কত রকমের বুদ্ধির অভীক্ষা নিয়ে কাজ করেছিলেন ?
উত্তর – ৫৬ রকমের।
• থার্স্টোনের মানসিক ক্ষমতার তত্ত্বের নাম কী ?
উত্তর – বহু উপাদানের তত্ত্ব ।
• স্পিয়ারম্যানের মতে জন্মগত মানসিক ক্ষমতা কোনটি –
উত্তর – সাধারণ মানসিক ক্ষমতা।
• স্পিয়ারম্যানের মতে সহগতি কয় প্রকার ?
উত্তর – ৩ প্রকার।
• স্পিয়ারম্যান কত সালে দলগত উপাদানের অস্তিত্বের কথা স্বীকার করেন ?
উত্তর – ১৯২০ সালে।
• ভার্নন কত সালে ‘C’বুদ্ধির কথা বলেছেন ?
উত্তর – ১৯৫৫ সালে।
• থর্নডাইক বুদ্ধির কথা বলেছেন –
উত্তর – তিন রকম।
• হেভের দু’রকম বুদ্ধির নাম কী ?
উত্তর – A ও B বুদ্ধি।
• স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি কোন্ প্রাচীন মতবাদের অনুকরণে প্রতিষ্ঠিত ?
উত্তর – রাজতন্ত্রবাদ।
• কোন মনােবিদ বুদ্ধির সংজ্ঞাগুলিকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন ?
উত্তর – মনােবিদ পিন্টনার।
• প্রেষণার ক্রিয়ার প্রথম পর্যায়ো কোনটি ?
উত্তর – চাহিদা।
• পরিণমন হল একটি –
উত্তর – জন্মগত প্রক্রিয়া।
• প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে ?
উত্তর – মনােবিদ প্যাভলভ।
• সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নীচের কোনটি নিয়ন্ত্রক ?
উত্তর – কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
• শিখনের গৌণ নীতির সংখ্যা কত ?
উত্তর – পাঁচটি।
• সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে ?
উত্তর – মনােবিদ স্কিনার।
• প্রচেষ্টা ও ভুল তথা সংযােজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা কে ?
উত্তর – থর্নডাইক।
• স্কিনারের তত্ত্বটি কী নামে পরিচিত ?
উত্তর – অপারেন্ট অনুবর্তন।
• শিখন তত্ত্বে প্রেষণা ও পুরস্কার লাভের ওপর কে বিশেষ গুরুত্ব দিয়েছেন ?
উত্তর – স্কিনার।
• সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে সক্রিয়তামূলক আচরণ কেমন ?
উত্তর – বহিরাগত।
• সক্রিয় অনুবর্তন কী ?
উত্তর – কয়েকটি প্রতিক্রিয়ার ধারাবাহিকতা।
• কে পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন ?
উত্তর – স্কিনার।
• কুকুরের ওপর কে গবেষণা করেছেন ?
উত্তর – প্যাভলভ।
• অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা কে ?
উত্তর – স্কিনার।
• মনোবিদ স্কিনার কোন ধারার বিজ্ঞানী ?
উত্তর – আচরণবাদী।
• মনোবিদ কোহলার কোন ধারার বিজ্ঞানী ?
উত্তর – সমগ্ৰতাবাদী।
• যে প্রক্রিয়াটি আমাদের তাৎক্ষণিক অভিজ্ঞতা বাড়ায় ?
উত্তর – অনুভূতি।
• কোহলার যার উপর পরীক্ষা করেন ?
উত্তর – শিম্পাঞ্জি।
• শিখনের অর্থ হল ?
উত্তর – লুকায়িত শিখন।
• ‘পরিহারমূলক শিখন’ -এর লুপ্তপ্রায় অংশ হল ?
উত্তর – ধীর
CTET CHILD DEVELOPMENT AND PEDAGOGY QUESTIONS BENGALI VERSION
• আমাদের শোনা তখনই পরিণতি লাভ করে যদি আমরা শুনি ?
উত্তর – অগ্ৰগামী শিখন
• থর্নডাইক যে প্রাণীর উপর তার পরীক্ষা পরিচালনা করেছিলেন সেটি হল ?
উত্তর – বিড়াল
• শিক্ষার্থীর সম্পাদনাকে বর্ধিত করে ?
উত্তর – অভিপ্রদর্শন করা
• থর্নডাইক পর্যবেক্ষণ করেছেন ?
উত্তর – যান্ত্রিক শিখন
• শিখন যার উপর আধিপত্য বিস্তার করে সেটি হল ?
উত্তর – নির্দিষ্ট মুহূর্ত
• শিখনের বিজ্ঞানভিত্তিক অভিজ্ঞতার বয়সসীমা ?
উত্তর – 100
• বুদ্ধিদীপ্ত আচরণের জন্য শিখন হল ?
উত্তর – পরিবর্তন।
• পরীক্ষা এবং ভ্রান্তির কয়টি বৈশিষ্ট্য ?
উত্তর – তিনটি।
• কোন শিখনের দ্বারা পর্যবেক্ষণমূলক শিখন হয় ?
উত্তর – অনুকরণ।
• পর্যবেক্ষণীয় শিখন কোন ক্ষেত্রে বেশি দেখা যায় ?
উত্তর – শিশু।
• প্যাপলভের তত্ত্বের সঙ্গে কার তত্ত্বের মিল রয়েছে ?
উত্তর – স্কিনার।
• স্কিনার কোনটির উপর পরীক্ষা
করেছেন ?
উত্তর – ইঁদুর।
• প্যাভলভের শর্তের অপর নামটি হল ?
উত্তর – উচ্চাবস্থা।
• অভিপ্রায়মূলক শিখনের সঙ্গে কোন শিখন যুক্ত ?
উত্তর – অন্তর্দৃষ্টি।
• অভিপ্রায় ব্যাখ্যা করে ?
উত্তর – আচরণের ‘কারণ’
• শিখন কোন ধরনের চিন্তা বা অভিজ্ঞতার পরিবর্তিত রূপ ?
উত্তর – আচরণ।
• কার কার্যকরী অবস্থার তত্ত্ব S-R তত্ত্বের ব্যাপ্তি ঘটায় ?
উত্তর – এফ . স্কিনার।
• ধনাত্মক অনুভূতি হল ?
উত্তর – পুরস্কার।
• অন্তর্নিহিত অভিপ্রায় হল ?
উত্তর – চালনশক্তি।
• প্রশিক্ষণের পরিবর্তন কোন ক্ষেত্রে সহজ হয় ?
উত্তর – অভিন্ন অবস্থা।
• শিখনের শেষ উপাদান কি ?
উত্তর – ব্যক্তিত্ব।
• কার্যের সূত্র কার দ্বারা উন্নতি লাভ করেছিল ?
উত্তর – থর্নডাইক।
• আংশিক অনুভূতি হল ?
উত্তর – উচ্চাবস্থার হস্তক্ষেপ করা।
• ‘তিরস্কার করা’ হল – এর উদাহরণ ?
উত্তর – ঋণাত্মক অনুভূতি।
• পুরস্কার এবং তিরস্কারের উৎস হল ?
উত্তর – ভিন্নজাতীয়।
• প্রশিক্ষণের পরিবর্তন হল ?
উত্তর – এক অবস্থা থেকে অন্য অবস্থায় শিখনের ব্যবহার।
• স্কিনারের বাস্ক ব্যবহারের কারণ ?
উত্তর – গতিশীল শিখন।
• ফলাফলের জ্ঞান হল ?
উত্তর – উন্নত শিখন।