Madhyamik Math |মাধ্যমিক পাটীগণিত |rlearn

মাধ্যমিক পাটীগণিত |Madhyamik Patiganit|Class Ten Ganit|Madhyamik Arithmetic |মাধ্যমিক গণিত সাজেশন

1. কোনাে মূলধন 20 বছরে তিনগুণ হলে,বার্ষিক সরল সুদের হার হবে —
(a) 10%
(b) 15%
(C) 20%
(d) 25%

Madhyamik Arithmetic

2. কোনাে মূলধন 10 বছরে দ্বিগুন হলে বার্ষিক
সরলসুদের হার হবে—
(a) 5%
(b) 10%
(c) 15%
(d) 20%

মাধ্যমিক পাটীগণিত

3. বার্ষিক 5% হার সুদে 300 টাকার কত বছরের
সুদ 120 টাকা হবে?
(b) 8
(a) 4
(C) 12½
(d) 12

Class Ten Mathematic

4. কোনাে মূলধনের 4 বছরের মােট সুদ মূলধনের 1/5 অংশ হলে,বার্ষিক সুদের হার হবে
(a) 4%
(c) 10%
(b) 5%
(d) 20%

    Madhyamik Arithmetic Short Questions
Madhyamik Arithmetic

5.কত বছরে 10% সরল সুদের হারে আসল এবং তা থেকে প্রাপ্ত সুদের অনুপাত 10:3 হবে?
(a) 12 বছরে
(b) 3 বছরে
(c) 10 বছরে
(d) 13 বছরে

মাধ্যমিক পাটীগণিত

6. 5000 টাকা বার্ষিক ৪% সরল সুদের হারে কত বছরে বৃদ্ধি পেয়ে 7400 টাকা হবে
(a) 3 বছরে
(b) 4 বছরে
(c) 5 বছরে
(d) 6 বছরে

7. বার্ষিক শতকরা কত হার সুদে 325 টাকার 4
বছরে সুদ 52 টাকা হবে?
(a) 3%
(b) 4%
(c) 5%
(d) 6%

8. 5 বছরে কোনাে আসলের সুদ যদি আসলের 3/8 অংশ হয় তবে সুদের হার কত?
(a) 6%
(b) 7.5%
(c) ৪%
(d) 10.5%

মাধ্যমিক পাটীগণিত

9. 8000 টাকা সুদে আসলে 5 বছরে 12000 টাকা হলে সুদের হার কত?
(a) ৪%
(b) 10%
(C) 12%
(d) 15%

10. কিছু টাকা সরল সুদে 30 বছরে তিনগুন হল সুদের হার কত?
(a) 6⅔%
(b) 10%
(c) 15%
(d) 6%

11. 4% হার সুদে কত বছরে 350 টাকার সুদ 70
টাকা হবে?
(a) 5 বছর
(b) 10 বছর
(c) ৪ বছর
(d) 7 বছর

Madhyamik Gonit Objectives

12. বার্ষিক 5% হারে কত বছরে 520 টাকার
সবৃদ্ধিমূল 611 টাকা হবে?
(a) 5¼ বছরে
(b) 3½ বছরে
(C) 10 বছরে।
(d) ৪ বছরে

Class Ten Patigonit short Questions

13. কোনাে অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2 : 1/3 হলে, তাদের মূলধনের অনুপাত ?
(a) 2:3
(C) 1:1
(b) 3:2
(d) 5:3

14. কোনাে মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার
(a) 5%
(b) 10%
(C) 15%
(d) 20%

Madhyamik Arithmetic Short Questions

15. সরল সুদের হারে 9999 টাকা দশ বছরে সুদে মুলে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত?
(a) 10%
(c) 50%
(b) 25%
(d) 100%

মাধ্যমিক গণিত সাজেশন | Madhyamik Arithmetic

Also Read : মাধ্যমিক জীবন বিজ্ঞান

মাধ্যমিক ভৌত বিজ্ঞান