বংশগতি : মাধ্যমিক সাজেসন 2022

বংশগতি : মাধ্যমিক জীববিজ্ঞান সাজেসন 2022

বংশগতি : মাধ্যমিক জীববিজ্ঞান সাজেসন 2022

প্রশ্ন : বংশগতি কাকে বলে ? মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় কেন?

উত্তর : যে পদ্ধতিতে পিতা-মাতার বা জনিতৃ জনুর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয তাকে হেরিডিটি বা বংশগতি বলে
যে বিদ্যা অধ্যয়ন করলে বংশগতি সম্বন্ধে জানা যায় তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স বা সুপ্রজননবিদ্যা বলে।

জিনতত্ত্বের জনক : বর্তমানে বংশগতি বিদ্যায় যে সব আধুনিক সূত্র ও তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কৃত মূল তথ্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বলে মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়।

প্রশ্নঃ মেন্ডেল কী কারণে তার পরীক্ষার জন্য নমুনা হিসেবে মটরগাছ নির্বাচন করেছিলেন ?

উত্তর : মেন্ডেল মটর গাছকে যে কারণে পরীক্ষার জন্য মনোনীত করেছিলেন সেগুলি হল –
১) মটর গাছ উভলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ ঘটানো সম্ভব।
২) মটরগাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম। অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব।
৩) মটর গাছ বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম।

বংশগতি সম্পর্কিত কিছু সংজ্ঞা :
অ্যালিল : সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানের এক-একটিকে অ্যালিল বলে। যেমন- লম্বা ও বেঁটে, কালো ও সাদা, সবুজ ও হলুদ ৷

লোকাস : ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলে।

প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য : দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে পরনিষেক ঘটালে প্রথম অপত্য বংশে অর্থাৎ F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।

ফিনোটাইপ ও জিনোটাইপ: কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য গুলির বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। অপরপক্ষে, জীবের নির্দিষ্ট জিনগত গঠন বা জিনের সংযুক্তিকে জিনোটাইপ বলে।

জিন বা ফ্যাক্টর: জিন হল বংশগতির গঠনগত ও কার্যগত একক। যে উপাদান জীবের বাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপ চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায় তাকে জিন বলে।

প্রশ্নঃ মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী সাত জোড়া বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর :

বৈশিষ্ট্য

প্রকট

প্রচ্ছন্ন

বীজের আকার

গোল

কুঞ্চিত

বীজের বর্ণ

হলুদ

সবুজ

ফুলের বর্ণ

বেগুনি

সাদা

ফুলের অবস্থান

কাক্ষিক

শীর্ষস্থ

ফলের আকার

পরিপুষ্ট

খাঁজযুক্ত

ফলের বর্ণ

সবুজ

হলুদ 

কান্ডের দৈর্ঘ্য

দীর্ঘ

খর্ব

প্রশ্নঃ মেন্ডেলের সাফল্য লাভের কারণ কী ছিল ?
উত্তর : ১) মেন্ডেল সংকরায়ণ পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যে সব উদ্ভিদ নির্বাচন করেছিলেন সবগুলি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল।
২) মেন্ডেল সংকরায়ণ পরীক্ষাকালে কেবল একজোড়া কিংবা দু- জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষা গুলি সহজে সম্পন্ন হয়েছিল ৷

বংশগতি : মাধ্যমিক সাজেসন 2022

প্রশ্নঃ বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি – একটি ক্রসের মাধ্যমে দেখাও ।
অথবা, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা মুখ্য কেন ?
অথবা, কন্যা সন্তানের জন্য পিতাই দায়ী, মাতা নয়- চেকার বোর্ডের সাহায্যে দেখাও ।
অথবা, মানুষের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও ।

উত্তরঃ মানুষের লিঙ্গ নির্ধারণ : মানবদেহের একটি ডিপ্লয়েড কোশে (2n) 44টি অটোজোম এবং 2টি অ্যালােজোম থাকে। লিঙ্গ নির্ধারণের সময় হ্যাপ্লয়েড (n) পুং গ্যামেট (22A+X অথবা 22A + Y)-এর সঙ্গে স্ত্রী গ্যামেট (22A + X) মিলিত হয়। ‘X’ ক্রোমােজোম বহনকারী পুং গ্যামেট স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করলে কন্যাসন্তান ও ‘Y’ ক্রোমােজোম বহনকারী পুং গ্যামেট স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করলে পুত্রসন্তান উৎপন্ন হয়। সুতরাং, বলা যায়, পুং গ্যামেট দ্বারাই বা পিতার দ্বারাই পরােক্ষভাবে লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে।

মানুষের লিঙ্গ নির্ধারণ

প্রশ্নঃ একজন বর্ণান্ধ মহিলা, একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো।

উত্তরঃ

বংশগতি : মাধ্যমিক সাজেসন 2022

সিদ্ধান্তঃ দম্পতির যদি চারজন সন্তান জন্ম হয় , তাদের ৫০% কন্যা ও ৫০% পুত্র হবে। কন্যাদের মধ্যে (১০০%) সকল কন্যাই বাহক হবেন এবং সকল( ১০০%) পুত্রই বর্ণান্ধ হবে।

বংশগতি : মাধ্যমিক সাজেসন 2022

প্রশ্নঃ অস্পূর্ণ প্রকটতা কী? চেকার বোর্ডের সাহায্যে অস্পূর্ণপ্রকটতার প্রকাশ উপস্থাপন করো।
অথবা,মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের ব্যতিক্রমটি কী? একটি উদাহরণের সাহায্যে দেখাও ৷
অথবা , সন্ধ্যামালতি ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও ৷

উত্তরঃ

বেশির ভাগ উদ্ভিদ ও প্রানীতে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটলেও বিশেষ কিছু ক্ষেত্রে , যেমন – সন্ধ্যামালতি উদ্ভিদে প্রকটতা প্রকাশ পায় না। প্রকটতার অসমপূর্ণ প্রকাশ ঘটে। একে অসম্পূর্ণ প্রকটতা বলে ৷ এটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম।

পরীক্ষা : যদি লাল ফুলযুক্ত (RR) গাছের সঙ্গে সাদা ফুলযুক্ত (ww)গাছের পরাগযােগ ঘটানাে হয়, তাহলে F1 জনুতে উৎপন্ন গাছে গােলাপি (Rw) ফুল প্রস্ফুটিত হবে। এর থেকে বােঝা যায় লাল বা সাদা কোনাে বৈশিষ্ট্যটিই প্রকট নয়, এবং লাল বৈশিষ্ট্যটি অসম্পূর্ণ প্রকট হওয়ার জন্য,মধ্যবর্তী গােলাপি রঙের ফুল সৃষ্টি হয়েছে।

নীচে চেকারবাের্ডের সাহায্যে সমগ্র পরীক্ষাটিকে দেখানাে হল—

বংশগতি : মাধ্যমিক সাজেসন 2022

Also Read ☞ বংশগতি : কয়েকটি সাধারণ জিনগত রোগ

প্রশ্ন : মটর গাছের ক্ষেত্রে পৃথকভবনের সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হল। এরকম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো।
উত্তর : মটর গাছের ক্ষেত্রে পৃথক ভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলে আমি বিপরীত গুনসহ যে দুটি বৈশিষ্ট্য নির্বাচন করব সেটি হল –
১) কান্ডের দৈর্ঘ্যঃ লম্বা- প্রকট
বেঁটে- প্রচ্ছন্ন
২) বীজের বর্ণঃ হলুদ- প্রকট
সবুজ-প্রচ্ছন্ন

প্রশ্ন : দ্বি সংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YyRr থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে ?
উত্তর : চারপ্রকার গ্যামেট উৎপন্ন হবে।
YR, Yr, yR, yr

প্রশ্ন : অস্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে ?
উত্তর : ফিনোটাইপ অনুপাত ➞ 1 : 2 : 1
জিনোটাইপ অনুপাত ➞ 1 : 2 : 1
প্রশ্ন : মেন্ডেল তাঁর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন ?
উত্তর : স্বাধীন সঞ্চারণের সূত্র ৷

প্রশ্ন : সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন দুটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও ৷
উত্তর : ১) রোলার জিভ
২) মুক্ত কানের লতি।

প্রশ্ন : মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাত লেখো।
উত্তর : 1 : 2 : 1

প্রশ্ন : গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কী একই হবে?
উত্তর : 9 : 3 : 3 : 1

প্রশ্ন : মেন্ডেলের দ্বি সংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত লেখো।
উত্তর : 9 : 3 : 3 : 1
প্রশ্ন : কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় ?
উত্তর : হোমোজাইগাস অবস্থায় ৷
প্রশ্ন : RRyy জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা লেখো ৷
উত্তর : একধরনের ৷

প্রশ্ন : একসংকর জনন কাকে বলে ? মেন্ডেলের একসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও ৷ এই পরীক্ষাটি থেকে কী সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ?

উত্তর : বিপরীত ধর্মী এক চরিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে যে যৌন জনন ঘটানো হয় তাকে একসংকর জনন বলে।

মটর গাছের একসংকর জনন পরীক্ষা :

মটর গাছের একসংকর জনন পরীক্ষা :বংশগতি : মাধ্যমিক সাজেসন 2022

চেকার বোর্ডে প্রদর্শিত F2 জনুর ফিনোটাইপ ও জিনোটাইপ এবং তাদের অনুপাত :

ফিনোটাইপ অনুপাত = 3:1
জিনোটাইপ অনুপাত = 1: 2:1

একসংকর জনন থেকে মেন্ডেলের সিদ্ধান্ত :

প্রথম অপত্য জনুতে (F1) উদ্ভূত সংকর জীবের মধ্যে সঞ্চারিত জনিতৃ জনুর (P) বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির মিশ্রণ ঘটে না। উপরন্তু সংকর জীবগুলির মধ্যে গ্যামেট গঠন কালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় ৷ এই সিদ্ধান্ত মেন্ডেলের পৃথক ভবনের সূত্র নামে পরিচিত। এটি বংশগতির প্রথম সূত্র ।

প্রশ্ন : মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকারএই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষায় F2 জনুতে যে কটি হলুদ ও গােলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়, তাদের জিনােটাইপগুলি লেখাে৷ মেন্ডেলের স্বাধীন সঞ্চরণ সূত্রটি বিবৃত করো ৷
অথবা, মেন্ডের দ্বি সংকর জনন পরীক্ষা চেকার বোর্ড সহ দেখাও।

উত্তর : দ্বিসংকর জনন পরীক্ষার ছকসহ চেকার বোর্ড :

মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষার চেকার বোর্ড বংশগতি : মাধ্যমিক সাজেসন 2022

মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 এর ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতঃ

মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রঃ

দ্বিসংকর জননের ফলাফল বিশ্লেষণ করে মেন্ডেল উপরােক্ত মত পােষণ করেছিলেন এবং স্বাধীন সারণের সূত্র (Law of Independent Assortment) প্রবর্তন করেন। এই সূত্রানুযায়ী “কোনাে জীবের একাধিকযুগ্মবিপরীতধর্মী বৈশিষ্ট্য
তাদের পৃথভবনের ব্যাপারে অন্য কোনাে জোড়ার ওপর নির্ভরশীল নয় এবং এই ব্যাপারে তারা সম্পূর্ণ স্বাধীন।”—এটি মেন্ডেলের দ্বিতীয় সূত্র।

প্রশ্ন : একটি বিশুদ্ধ কালাে (BB) ও অমসৃণ লােমযুক্ত (RR) গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা (bb) ও মসৃণ লােমযুক্ত (rr) গিনিপিগের মধ্যে সংকরায়ণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বাের্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ণ থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করাে।
অথবা গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাও ৷ মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো।

উত্তর :

গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষার চেকার বোর্ড

স্বাধীণ সঞ্চারণ সূত্রঃ

কোনাে জীবের একাধিকযুগ্মবিপরীতধর্মী বৈশিষ্ট্য তাদের পৃথভবনের ব্যাপারে অন্য কোনাে জোড়ার ওপর নির্ভরশীল নয় এবং এই ব্যাপারে তারা সম্পূর্ণ স্বাধীন।”—এটি মেন্ডেলের দ্বিতীয় সূত্র।

প্রশ্ন : একটি সংকর কালাে গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বাের্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথভবনের সূত্রটি বিবৃত করাে।

উত্তর :

পৃথক্ ভবনের সূত্র :প্রথম অপত্য জনুতে (F1) উদ্ভূত সংকর জীবের মধ্যে সঞ্চারিত জনিতৃ জনুর (P) বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির মিশ্রণ ঘটে না। উপরন্তু সংকর জীবগুলির মধ্যে গ্যামেট গঠন কালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় ৷ এই সিদ্ধান্ত মেন্ডেলের পৃথক ভবনের সূত্র নামে পরিচিত।