Madhyamik Math Suggestion 2022|মাধ্যমিক পরিমিতি সাজেসন

West Bengal Madhyamik Math Suggestion|মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন :  তামার তৈরি একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 11 সেমি , 9 সেমি. এবং 6 সেমি.। ওই ঘনটিকে গলিয়ে 3 সেমি. দৈর্ঘ্যের ব্যাসের এবং  ¼ সেমি. পুরু কতগুলি মুদ্রা তৈরি করা যাবে হিসাব করি।

উত্তর:

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022
মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন:  একটি সমকোণী চৌপল আকারের বা আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লেখো‌

উত্তর: ➪

Madhyamik Math Suggestion 2022
Madhyamik Math Suggestion 2022

প্রশ্ন: একটি লম্ববৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে,‌এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করো।

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022
মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন:  ৪ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লােহার গােলককে গলিযে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কটি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখো ।

উত্তর: ➪

মাধ্যমিক গনিত সাজেসন 2022
মাধ্যমিক গনিত সাজেসন 2022

প্রশ্ন: 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে নির্নয় করে লিখো ।

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022
মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন:  ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির ⅓ অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 12 ডেসিমিটার হলে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা নির্নয় করো।

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন |Madhyamik Math Suggestion 2022

প্রশ্ন:  3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের
তিনটি নিরেট তামার গােলক গলিয়ে একটি নিরেট
বড়াে গােলক তৈরি করা হলাে। বড়াে গােলকটির
ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি।

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022
মাধ্যমিক গনিত সাজেসন 2022

প্রশ্ন: 1 সেমি. ও 6 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট দুটি নিরেট গােলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গােলকে পরিণত করা হলে, নতুন গােলকটির বাইরের তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি।

উত্তর: ➪

মাধ্যমিক গনিত সাজেসন 2022

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন:  একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার
ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতাে তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতাে।
চোঙটির উচ্চতা নির্নয় করো।

উত্তর: ➪

Madhyamik Math Suggestion 2022
Madhyamik Math Suggestion 2022

প্রশ্ন:  একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করো।

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022
মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন: লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করো।

উত্তর: ➪

Madhyamik Math Suggestion 2022
Madhyamik Math Suggestion 2022

প্রশ্ন: লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লােক থাকতে পারে। প্রত্যেক লােকের জন্য ভূমিতে 4 বর্গ মিটার জায়গা লাগে এবং 20 ঘন মিটার বাতাসের প্রয়ােজন। ঠিক এই 11 জন লােকের জন্য নির্মিত তাবুর উচ্চতা নির্ণয় করি।

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

মাধ্যমিক গণিত সাজেশান | Madhyamik Math 2022 – Click Here

প্রশ্ন: 9 মিটার উচ্চতাবিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার
চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি. দৈর্ঘ্যের
ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাকটির ব্যাসের দৈর্ঘ্য কতো।

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন: কোনাে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন (100) ঘন সেমি. এবং উচ্চতা 12 সেমি. হলে, শঙ্কুর তির্যক
উচ্চতা কতো হবে?

উত্তর: ➪

প্রশ্ন: 21 ডেসিমি, দীর্ঘ, 11 ডেসিমি, প্রশস্ত এবং 6
ডেসিমি. গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ
আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি. দৈর্ঘ্যের ব্যাসের 100টি লােহার গােলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমি, উঠবে ?

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022
মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন: কোনাে শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি, ও 10 সেমি. হলে, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো।

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022
মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন: একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b এবং c একক এবং a + b + c = 25, ab + bc + ca = 240.5 হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে?

উত্তর: ➪

Madhyamik math suggestion 2022
Madhyamik math suggestion 2022

প্রশ্ন: 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া
একখন্ড নীচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য
ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা এবং 18.2
মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তােলা হবে।গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি।

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022
মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন: একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানাে হল। আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে?

উত্তর: ➪

Madhyamik math suggestion 2022

প্রশ্ন: একটি ফাপা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি লােহার নলের বহিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি এবং নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গসেমি হলে, নলটির দৈর্ঘ্য কত?

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022
মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

প্রশ্ন: একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানাে হল। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে।

উত্তর: ➪

মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022
মাধ্যমিক পরিমিতি সাজেসন 2022

Also ReadMadhyamik Objective