
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। গানটির রচনাকাল জানা যায় না। ১৯১১ খ্রিষ্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয়। ১৯৫০ খ্রিষ্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটিও সমমর্যাদায় জাতীয় সংগীতের স্বীকৃতি লাভ করে। বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সংগীত বা রাষ্ট্রগান (ন্যাশানাল অ্যানথেম) ও বন্দেমাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত (ন্যাশানাল সং) বিবেচিত হয়।
আমাদের জাতীয় সঙ্গীত ” গণ মন অধিনায়ক জয় হে” – কে বিশ্বের সবচেয়ে সেরা জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষনা করেছে UNESCO.
জাতীয় সংগীত|National Anthem
জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।
পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কটদুঃখত্রাতা।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।। ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
স্নেহময়ী তুমি মাতা।
জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।
রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে –
গাহে বিহঙ্গম, পূণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।
রবীন্দ্রনাথ ঠাকুর
আরও দেখুন : বাংলা গানের ধারা
রবীন্দ্রনাথ বিরচিত জাতীয় বন্দনার ইংরেজি অনুবাদ
The morning song of India
Thou art the rular of the minds of all people,
dispenser of India destiny
Thy name of rouses the herts of Punjab, Sind,Gujrat and Maratha,
Of the Dravida and Orisa and Bengal;
It echoes in the hills of the Vindhyas and
Himalayas,
Mingles in the music of Jammuna and Ganges
and is chanted by the waves of the Indian sea.
They pray for the blessings and sing thy praise.
The savings of all people waits in thy hand,
Thou dispenser of India’s destiny.
Victory Victory Victory of thee.
জাতীয় সঙ্গীত বিষয়ক কিছু তথ্য :
ভারতের জাতীয় সংগীতের মূল গানটি বাংলাতেই রচনা করা হয়েছিল।পরবর্তী কালে এটি হিন্দি এবং উর্দুতে অনুবাদ করেন ভারতীয় জাতীয় সেনা অফিসার ক্যাপ্টেন আবিদ হাসান সাফরানী।
‘জন গণ মন’ এর প্রথম সংস্করণ ১৯১১ সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অধিবেশনে গাওয়া হয়েছিল।
১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি জন গণ মনকে ভারতের জাতীয় সংগীত/স্তোত্র হিসাবে ঘোষণা করা হয়েছিল।
আইন অনুসারে ভারতের জাতীয় সংগীত গাওয়ার জন্য নির্ধারিত সময় ৫২ সেকেন্ড ।
জাতীয় সঙ্গীত বিষয়ক কিছু প্রশ্ন :
প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত বা National Anthem রচয়িতা কে?
উত্তর : ভারতের জাতীয় সঙ্গীত বা National Anthem – এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ভারতের National Anthem বা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ হয় কত সালে ?
উত্তর : ভারতের National Anthem বা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ হয় ২৪ জানুয়ারি, ১৯৫০ সালে।
প্রশ্নঃ ভারতের National Anthem বা জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত পত্রিকা এর নাম কী?
উত্তর : রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় ১৯১২ সালে প্রথম প্রকাশিত হয়।
প্রশ্ন : প্রথম প্রকাশের সময় কবিতার নাম কি ছিল?
উত্তর : প্রথম প্রকাশের সময় কবিতার নাম ছিল ‘ভারত বিধাতা’।
প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীতের ইংরাজি অনুবাদক কে?
প্রশ্ন : ‘ভারত বিধাতা’ ইংরাজিতে এই কবিতার নাম
উত্তর : ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের ইংরাজি অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর : ‘ভারত বিধাতা’ ইংরাজিতে এই কবিতার নাম The Morning song of India.
প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত কয়টি স্তবক?
উত্তর : ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের পাঁচটি স্তবক ।
প্রশ্নঃ সৈন্যবাহিনী ক’টি স্তবক গাইতে পারে ?
উত্তর : কেবল একটি স্তবক।
প্রশ্নঃ গানটি প্রথম গাওয়া হয়েছিল কোথায়?
উত্তর : ২৭ ডিসেম্বর, ১৯১১ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে।
প্রশ্ন : ভারতের জাতীয় সংগীত গাইবার সময় লাগে কত?
উত্তর : ৫২ সেকেন্ড।
প্রশ্নঃ গানটিকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করেন ?
উত্তর : ভারতের সংবিধান সভা।
You must be logged in to post a comment.