
দাদাসাহেব ফালকে পুরস্কার 2022
বিগত রবিবার মুম্বইতে আয়োজিত হয়েছিল ২০২২ সালের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। প্রত্যেক বছরের মতো এবছরও নজর ছিল কার বা কাদের ঝুলিতে গেল সিনেদুনিয়ার এই সেরা পুরস্কার – দাদাসাহেব ফালকে।
Dhundiraj Govind Phalke, popularly known as Dadasaheb Phalke, was an Indianproducer-director-screen writer, known as “the Father of Indian cinema”. His debut film, Raja Harishchandra, was the first Indian movie released in 1913, and is now known as India’s first full-length feature film.
সেই তালিকায় রয়েছেন রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী, কণিকা কাপুর, লারা দত্ত , কেন ঘোষ থেকে কৃতী শ্যাননও। আবার ওটিটি দুনিয়ায় সেরার শিরোপা গেল মনোজ বাজপেয়ী ও রবিনা টন্ডনের কাছে।দর্শকদের পছন্দ অনুসারে সেরা পিপলস চয়েস বেস্ট অ্যাক্টর হিসেবে দাদাসাহেব ফালকে পেলেন অভিমন্যু দাসানি।
নিচে এক নজরে দেখে নেওয়া যাক দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2022 এর তালিকা ➛
বছরের সেরা সিনেমা ➛পুষ্পা: দ্য রাইস
সেরা ছবি ➛ শেরশাহ
সেরা অভিনেতা ➛ রণবীর সিং
সেরা অভিনেত্রী ➛ কৃতী শ্যানন
সেরা পরিচালক➛ কেন ঘোষ
সিনে ইন্ডাস্ট্রিতে সেরা অবদান➛ আশা পারেখ
সেরা পুরুষ প্লে-ব্যাক ➛ বিশাল মিশ্র
সেরা মহিলা প্লে-ব্যাক ➛ কণিকা কাপুর
সেরা সিনেম্যাটোগ্রাফার ➛ জয়কৃষ্ণা গুম্মাড়ি
সেরা সহ অভিনেতা➛ সতীশ কৌশিক। সেরা সহঅভিনেত্রীর পুরস্কার ➛ লারা দত্ত। সেরা খলনায়ক ➛ আয়ুশ শর্মা।

দাদাসাহেব ফালকে পুরস্কারের তালিকায় সর্বোচ্চ আলোচিত সিনেমা হিসেবে পুরস্কার জিতে নিল সুজিত সরকারের ➛ সর্দার উধম। বেস্ট ক্রিটিকস অভিনেতার শিরোপা গেল ➛ সিদ্ধার্থ মালহোত্রার মুকুটে। নেপথ্যে ক্যাপটেন বিক্রম বাত্রার বায়োপিক➛ ‘শেরশাহ’। ওই একই সিনেমার জন্য সেরা ক্রিটিকস অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে পেলেন ➛ কিয়ারা আডবাণী।
দর্শকদের পছন্দ অনুসারে সেরা পিপলস চয়েস বেস্ট অ্যাক্টর হিসেবে দাদাসাহেব ফালকে পেলেন➛ অভিমন্যু দাসানি। অন্যদিকে এই একই বিভাগে সেরা অভিনেত্রীর শিরোপা গেল ➛ রাধিকা মদনের ঝুলিতে।
Also Read : Legend Tom Cruise
সেরা নবাগত অভিনেতা হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন অহন শেট্টি। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম➛‘অ্যানাদার রাউন্ড’। সেরা ওয়েব সিরিজ➛‘ক্যান্ডি’। ওটিটি প্ল্যাটফর্মে সেরা ওয়েব সিরিজ অভিনেতার খেতাব গেল মনোজ বাজপেয়রীর ঝুলিতে। নেপথ্যে সাড়া জাগানো সিরিজ- ‘ফ্যামিলি ম্যান’। ওয়েব সিরিজে ‘আরণ্যক’-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে পেলেন রবিনা ট্যান্ডন। সেরা ছোট দৈর্ঘ্যের ছবি ➛পাওলি।
বছরের সেরা টেলিভিশন সিরিজ ➛ অনুপমা। টেলিদুনিয়ায় সেরা অভিনেতা হিসেবে দাদাসাহেব ফালকে পেলেন ➛ শাহির শেখ। টেলিদুনিয়ায় সেরা অভিনেত্রীর শিরোপা গেল➛ শ্রদ্ধা আর্যর ঝুলিতে। টেলিভিশন ইন্ডাস্ট্রির মোস্ট প্রমিসিং অ্যাক্টর-এর খেতাব গেল ➛ ধীরজ ধূপারের কাছে। টেলিভিশন ইন্ডাস্ট্রির মোস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে নিলেন ➛ রূপালী গঙ্গোপাধ্যায়।
You must be logged in to post a comment.