ভারতের উপজাতি | Indian Tribe

ভারতের উপজাতি ৷ Indian Tribe


ভারতের উপজাতি ( Tribe ) মানুষেরা দেশের সামাজিক পরিবেশের অবিভাজ্য অঙ্গ। ভারতের মতাে এত বেশি সংখ্যায় এবং এত রকমের জনজাতি পৃথিবীর আর কোনাে দেশে নেই ।

ভারতের কিছু উপজাতি :

অরুণাচল প্রদেশ : অবর, আপাতানি, মিশমি

(১) অবর (Abors) :
নিবাস : অরুণাচল প্রদেশের সিয়াং, সুবনসিরি ও ডিবং জেলা।                                                    

বৈশিষ্ট্য – ✶ নিজস্ব সংস্কৃতিতে সমৃদ্ধ।
               ✶ প্রধান উৎসব হল “সােলুং” (Solung)। সােলুং হল ফসল কাটার উৎসব।
               ✶ এঁরা বর্ষাকালে চাষ আবাদ করেন। এঁদের কেউ কেউ খ্রিস্টান ও বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছেন। অবর উপজাতির অন্য নাম হল “আদি” (Adi)

(২) আপাতিনি (Apatanis) :

নিবাস – অরুণাচল প্রদেশের নিম্ন সুবনসিরি জেলার জিরাে উপত্যকা (Ziro Valley)।

বৈশিষ্ট্য : ✶ এঁরা পরিবেশ সচেতন ও নিজস্ব সংস্কৃতিতে সমৃদ্ধ।
✶ এরা বর্ষাকালে চাষ আবাদ করেন।                       

✶ চাষের কাজে প্রাণী ও বড়াে যন্ত্রপাতির ব্যবহার নেই।
✶ এঁদের দুটি প্রধান উৎসব আছে – “দ্রি” (Dree) এবং “মিয়ােকো” (Miyoko)। জুলাই মাসে পালিত হয় “দ্রি” অর্থাৎ ভালাে ফসলের জন্য প্রার্থনার উৎসব। মার্চ-এপ্রিল মাসে “মিয়ােকো” বা বন্ধুত্বের উৎসব।

(৩) মিশমি (Mishmi) :

নিবাস – অরুণাচল প্রদেশের ডিবং, লােহিত এবং আঞ্জ জেলা।

বৈশিষ্ট্য – ✶ এঁদের দুটি গােষ্ঠী আছে। একটি হল, “মিজু” (Miju) এবং অন্যটি “দিগারু” (Digaru)
✶চাষ আবাদ, পশুপালন ও মাছ ধরে ও ব্যাবসা করে এরা জীবিকানির্বাহ করেন। অনেকেই তিব্বতের সঙ্গে ব্যাবসা করেন।
✶ আগের মতাে ক্রীতদাস প্রথা ও নরহত্যার চল এখন
আর নেই।

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় : বৈগা, ভিল, গন্ড কোল [২০১১ সালের জনগণনা অনুসারে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক উপজাতির বাস]

(৪) বৈগা (Baigas) :

নিবাস : প্রধানত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। তবে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে এঁদের নিবাস রয়েছে।

বৈশিষ্ট্য – ✶ এরা তপশিলি জাতির (SC) মানুষ। এঁদের মধ্যে স্থায়ী ও জীবিকাভিত্তিক চাষের প্রথা নেই।
✶ এঁরা স্থানান্তরী (shifting) চাষ করেন, যার নাম “বেওয়ার” (Bewar) বা “দাহিয়া” (Dahiya)।    ✶এঁরা বনে বা অরণ্যে বাস করেন। কাঠ কাটেন। শিকার করেন।
✶ নিজস্ব নাচ, গান ও পুজোর ধরন আছে।
✶বাঘেরও পুজো করা হয়।

(৫) ভিল (Bhils) :

নিবাস – প্রধানত মধ্যপ্রদেশ। তবে গুজরাট এবং রাজস্থানেও ভিলরা বাস করেন।

বৈশিষ্ট্য – ✶ ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারে ভিলরা সংখ্যায় সবচেয়ে বড়াে উপজাতি।✶ কৃষি প্রধান জীবিকা।✶ অনেকে চাষের কাজে মজুর খাটেন।✶ সামান্য কিছু মানুষ শিকার করে দিন অতিবাহিত করেন। ✶ ভিলেদের নিজস্ব ভাষা আছে, নাম“ভিলি” (Bhili), “গারসিয়া” (Garasia) ইত্যাদি। নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি যেমন নাচ, গান, উৎসব আছে।

(৬) গণ্ড (Gonds) :

নিবাস – মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ওড়িশা।             

বৈশিষ্ট্য – “গণ্ড” উপজাতি অধ্যুষিত এলাকা বা গণ্ডদের নিবাস হল “গন্ডােয়ানাল্যাণ্ড”। এঁরা সাতপুরা, মহাকাল, বস্তার অঞ্চলের পাহাড়ি মানুষ ✶গণ্ডি’ (Gondi) ভাষায় কথা বলেন।✶নিজস্ব সংস্কৃতি আছে। ধর্ম আছে।✶ সাপের পুজোর চল আছে।✶ এঁরা চাষ আবাদ করে। কেউ কেউ ব্যাবসা করে।✶ ২০১১ সালের জনগণনা অনুসারে গণ্ডরা ভারতের অন্যতম বৃহৎ জনজাতি।

(৭) কোল (Kols) :

নিবাস – প্রধানত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ছাড়াও বিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরাতে কোলরা বসবাস করেন।

বৈশিষ্ট্য : ✶ অধিকাংশই ভূমিহীন কৃষিমজুর। বনের পাতা ও কাঠ সংগ্রহ করে অনেকে বেঁচে আছেন।✶ চাষ আবাদও করা হয়। কোলদের নিজেদের গ্রামকে বলে “কোলহান” (Kolhan)।✶ এঁরা “বাঘেলি” (Bagheli) বা “বাঘেলখণ্ডি”
(Baghelkhandi) ভাষায় কথা বলেন।এঁরা ভারতের অন্যতম প্রাচীন উপজাতি। 

 ভারতের উপজাতি ৷ Indian Tribe

পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড : সাঁওতাল, মুণ্ডা, ওরাওঁ

(৮) সাঁওতাল (Santhals/Santals) :

নিবাস – পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ড। এছাড়া বিহার, আসাম ও নেপাল।।

বৈশিষ্ট্য :  ✶ নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি আছে।✶ নাচ, বাজনা ও উৎসব আছে।✶ প্রধান উৎসব হল “সােহরাই” (Sohrai) অর্থাৎ শীতে ফসল কাটার উৎসব; “করম” (Karam) অর্থাৎ করম গাছ পুঁতে দেবতাকে খুশি করার উৎসব এবং “ডিসুম” অর্থাৎ শিকার উৎসব । ✶ এঁরা সাঁওতালি ভাষায় কথা বলেন। সাঁওতালি পশ্চিমবঙ্গের অন্যতম ভাষা। ✶ চাষ আবাদ, বনসম্পদ সংগ্রহ করা ছাড়াও অনেক ব্যাবসা করেন, মজুর-এর কাজ করেন ও চাকরি
করেন।

(৯) মুণ্ডা (Mundas) :

নিবাস – পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা।             

বৈশিষ্ট্য – ✶ এঁরা আগে শিকার করলেও এখন অধিকাংশই চাষ আবাদ করে।✶“মুণ্ডা” – এঁদের ধর্ম। এঁরা “মুণ্ডারি” (Mundari) ভাষায় কথা বলে।✶ এঁদের সংস্কৃতির সঙ্গে সাঁওতালদের উৎসব-সংস্কৃতির প্রচুর মিল আছে।

(১০) ওরাওঁ (Oraon) :

নিবাস : পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা।            

বৈশিষ্ট্য –✶ এঁরা মূলত অরণ্যবাসী মানুষ।✶ চাষ আবাদ করেন। ✶ এঁদের ভাষা “কুরুখ” (Kurukh)।                          ✶ এঁদের নিজস্ব সংস্কৃতি আছে✶“সারহুল” (Sarhul) হল চাষ আবাদের উৎসব।

Also Read : 20 Famous Indian Scientists

আন্দামান ও নিকোবর : জারওয়া, ওঙ্গি, সেন্টিনেলি

(১১) জারওয়া (Jarawas) :

নিবাস : দক্ষিণ ও মধ্য আন্দামান দ্বীপপুঞ্জ।       

বৈশিষ্ট্য – ✶ এঁরা যাযাবর প্রকৃতির আদিবাসী মানুষ। ✶ শিকার এদের জীবনধারণের মূল উপায়।✶ এছাড়া বনের ফলমূল ও মধু সংগ্রহ করেন।✶ এঁরা নিজেদের মতাে আলাদা থাকতে ভালােবাসেন। তবে নিয়মিতভাবে এঁদের গ্রামে ট্যুরিস্টদের যাওয়া-আসা নানা সময়ে বিরক্তির কারণ হয়।✶ এঁদের কথ্যভাষা হল “জারওয়া”। গ্রেট আন্দামান ট্রাঙ্ক রােড জারওয়া বসতির ভেতর দিয়ে গিয়েছে। ফলে জারওয়াদের জীবনে এর প্রভাব পড়েছে।

(১২) ওঙ্গি (Onges) :

নিবাস : আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। মূলত লিট্‌ল আন্দামান।                                                           

বৈশিষ্ট্য –✶ এঁরা শিকারিজীবী আদিবাসী মানুষ। ✶এঁরা ভারতের মধ্যে আদিমত্ম উপজাতি।✶ এরা যাযাবরী প্রকৃতির।

(১৩) সেন্টিনেলি (Sentinelese) :

নিবাস : আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপ।     

বৈশিষ্ট্য – ✶ এরা অত্যন্ত হিংস্র প্রকৃতির (hostile) আদিবাসী শিকারি মানুষ।✶ সভ্য আধুনিক মানুষদের এঁরা এড়িয়ে চলেন।✶ ২০০৪ সালে সুনামির পরেও এঁদের সঙ্গে ভারত সরকার কোনাে যােগাযােগ তৈরি করতে পারেননি।

ভারতের উপজাতি ৷ Indian Tribe

তামিলনাড়ু : টোডা

(১৪) টোডা (Todas) :

নিবাস : তামিলনাড়ুর নীলগিরি পাহাড়। এঁদের বসবাসের এলাকা “UNESCO ওয়ার্লড হেরিটেজ সাইট”-এর অন্তর্গত।                                          

বৈশিষ্ট্য – ✶ এঁরা প্রধানত মহিষপালক মানুষ।✶ টোডাদের গ্রামগুলি আকারে ছােটো হয়।✶ এঁরা গ্রামকে বলেন “মুন্ড” (Munds)। ✶ বসতবাড়িগুলি বাঁশ ও পাতা দিয়ে তৈরি করা হয়। ✶ এঁদের কথ্য ভাষা হল “টোডা”। ✶ বর্তমানে পশুপালনের পরিবর্তে অনেকে চাষবাস করছেন।✶ এঁদের নিজস্ব সংস্কৃতি আছে।✶ মন্দির নির্মাণের নিজস্ব ধরন আছে।

মেঘালয় : গারাে, খাসি

(১৫) গারাে (Garos) :
নিবাস : মূলত মেঘালয় হলেও আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এমনকি বাংলাদেশেও গারাে বসতি আছে।

বৈশিষ্ট্য : ✶ মাতৃতান্ত্রিক পরিবার।✶স্থানান্তরী কৃষিকাজে অভ্যস্ত। ✶ নিজস্ব নাচ, গান ও উৎসবের সংস্কৃতি আছে। কথ্যভাষা হল “গারাে”।

(১৬) খাসি (Khasis) :
নিবাস – মেঘালয় এবং আসাম।                        

বৈশিষ্ট্য : ✶ মাতৃতান্ত্রিক পরিবার।✶ এঁরা কৃষিকাজে অভ্যস্ত।                                                                       ✶  এঁদের নাচ, গান, উৎসব ও পােশাকের নিজস্ব ধরন আছে।                                                                      ✶ এঁদের অধিকাংশই খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন। ✶ নভেম্বর মাসে পাঁচদিন ধরে এঁদের বিখ্যাত “নংক্রেম”
(Nongkrem) নাচের উৎসব হয়। এটি মূলত ভালাে ফসলের জন্য প্রকৃতিকে ধন্যবাদ জ্ঞাপনের উৎসব।

নাগাল্যান্ড : নাগা।

(১৭) নাগা (Nagas) :
নিবাস – নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর।                                                           

বৈশিষ্ট্য : ✶ যোদ্ধা জনজাতির মানুষ।✶ বর্তমানে এঁরা চাষবাস করেন। আগের মতাে নরহত্যা বা শিকারি জীবনযাপন করেন না।✶ এঁদের সমাজ পিতৃতান্ত্রিক। ✶ নাগাদের নানা গােষ্ঠী আছে এবং গােষ্ঠীগুলির নিজস্ব কথ্যভাষা আছে, যেমন— “আংগামি” (Angami), “আও” (Ao),
– নাগারা যােদ্ধা “চাং” (Chang), “মাও” (Mao), “ফোম” (Phom), “তাংখুল” (Tangkhul) ইত্যাদি।✶ এঁদের নিজস্ব নাচ, গান, উৎসব ও পােশাক আছে। প্রতি বছর ১ থেকে ১০ ডিসেম্বর বিভিন্ন নাগা গােষ্ঠীর মানুষ “হর্নবিল” উৎসব (Hornbill festival) পালন করেন। ফলে নাগা সংস্কৃতির সঙ্গে বাইরের মানুষের পরিচয়ের সুযােগ হয়েছে।

ভারতের উপজাতি ৷ Indian Tribe

উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর : ভুটিয়া

(১৮) ভুটিয়া বা ভােটিয়া (Bhotiyas) :
নিবাস : উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরে লাদাখ, উত্তরপ্রদেশ, সিকিম,অরুণাচল প্রদেশ ছাড়াও নেপাল ও তিব্বত।

বৈশিষ্ট্য : ✶ এঁরা যাযাবরী পশুপালক  সমাজের মানুষ।✶ পরিবার পিতৃতান্ত্রিক।✶ এঁদের নিজস্ব নাচ, পােশাক ও বাদ্যযন্ত্র আছে।✶ এঁরা মূলত বৌদ্ধ।                                                                                                               

ভারতের বিভিন্ন অঞ্চল ও রাজ্য অনুসারে উপজাতিদের বন্টন নিম্নে দেওয়া হল ➪

অঞ্চল ➪ উত্তর-পূর্ব ভারত

রাজ্য :

মেঘালায় গারো ,খাসি ।

অরুণাচল প্রদেশ অবর, আপাতনি, মিশমি ।

নাগাল্যান্ড নাগা

মিজোরাম অবর, আপাতানি, মিশমি ।

মণিপুর ব্রু (রিয়াং), চাকমা, তানচাংইয়া

ত্রিপুরা চাইমল, জামাতিয়া, কুকি, ভুটিয়া, খাসি

আসাম বােড়াে, খেলমা, খামতি

অঞ্চল ➪ মধ্যভারত :

রাজ্য ➪

মধ্যপ্রদেশ   ছত্তিশগড় বইগা, গণ্ড, ভিল, কোল

মহারাষ্ট্র ভিল, গণ্ড, কোলি, ওরাওঁ

অঞ্চল ➪ পশ্চিম ভারত :

রাজ্য ➪ 

রাজস্থান ভিল, মিনা, ডামর ।

গুজরাট বাভাচা, বামচা, রাবারি, ভিল।

অঞ্চল ➪ দক্ষিণ ভারত :

রাজ্য ➪ 

তামিলনাড়ু টোডাে, কুরুম্বা, কট্টনায়কন।

কর্ণাটক   আড়িয়ান, ভিল, চেনচু ।

অন্ধ্রপ্রদেশ তেলঙ্গানা ভিল, গণ্ড, গৌড়, বাগাটা।

অঞ্চল ➪ পূর্ব ভারত :

রাজ্য ➪ 

পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড  সাঁওতাল, ওরাওঁ, মুণ্ডা, ভূমিজ, খাড়িয়া, শবর ।

অঞ্চল ➪ দ্বীপপুঞ্জ

রাজ্য ➪ 

আন্দামান নিকোবর জারওয়া, ওঙ্গি, সেন্টিনেলি।
লাক্ষাদ্বীপ আমিনদিভি, কয়া, মালমি, মালাচেরি।