
মহাকাশ ও মহাকাশ গবেষণা সংক্রান্ত তথ্য সমূহ :
মহাকাশ| মহাকাশ গবেষণা
প্রশ্ন : মহাকাশ আসলে কী?
উত্তর : মহাকাশ আসলে মহাশূন্য।
প্রশ্ন : এরােপ্লেন বা বিমানে পৃথিবী থেকে কত ওপরে ওঠা যেতে পারে?
উত্তর : এরােপ্লেন বা বিমানে পৃথিবী থেকে মােটামুটি ৩৫ হাজার থেকে ৪০ হাজার ফুট ওপরে ওঠা যেতে পারে। তবে কিছু কিছু বিমান ৫১ থেকে ৬০ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠতে পারে।
প্রশ্ন : কোন যানে চড়ে মহাকাশ যাওয়া যায় ?
উত্তর : রকেট এবং তার সঙ্গে যুক্ত মহাকাশ যানে চড়ে মহাকাশে যাওয়া যায়।
প্রশ্ন : কৃত্রিম উপগ্রহ বলতে কী বােঝাে?
উত্তর : বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে ছােটো উপগ্রহ তৈরি করে রকেটের মাথায় বসিয়ে মহাকাশে পাঠিয়ে দেন। এই উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘােরে এবং তথ্য সংগ্রহ করে।
প্রশ্ন : কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানাে হয় কেন?
উত্তর : মহাকাশ ও পৃথিবীর সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য, জলবায়ু, আবহাওয়ার খবর ইত্যাদি জানার জন্য।
প্রশ্ন : কৃত্রিম উপগ্রহ কবে প্রথম মহাকাশে পাঠানাে হয়?
উত্তর : রাশিয়ার বিজ্ঞানীরা ১৯৫৭ সালের ৪ অক্টোবর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ১-কে মহাকাশে পাঠান।
প্রশ্ন : কোন প্রাণী প্রথম মহাকাশে গিয়েছিল?
উত্তর : ১৯৫৭ সালে রুশ মহাকাশ যান পুটিনিক ২-এ চেপে ‘লাইকা’ নামে একটি কুকুর প্রথম মহাকাশে গিয়েছিল।
মহাকাশ| মহাকাশ গবেষণা
প্রশ্ন : কোন্ মহাকাশচারী প্রথম মহাকাশ যানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন?
উত্তর : রুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিন ১৯৬১ সালের ১২ এপ্রিল ভেস্তক ১ মহাকাশ যানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন।
প্রশ্ন : কারা প্রথমে চাঁদের মাটিতে পা দেন? কবে?
উত্তর : মার্কিন মহাকাশচারী নীল আর্মস্টং এবং এডুইন অলড্রিন ১৯৬৯ সালের ২১ জুলাই অ্যাপােলাে ১১-তে চেপে প্রথম চাঁদের মাটিতে পা দেন।
প্রশ্ন : কোন্ মহিলা প্রথম মহাকাশে পাড়ি দেন ?
উত্তর : মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেসকোভা প্রথম মহাকাশে পাড়ি দেন। তিনি ১৯৬৩ সালের ১৬ জুন মহাকাশে পাড়ি দেন।
প্রশ্ন : ভারত প্রথম কবে চাঁদে মহাকাশযান পাঠায় ?
উত্তর : ভারত ২০০৮ সালে চাঁদে মহকাশযান পাঠায়। তার নাম চন্দ্রযান-১।
প্রশ্ন : কবে থেকে ভারতের মহাকাশ গবেষণা শুরু হয়?
উত্তর : ১৯৬৯ সাল থেকে ভারতের মহাকাশ গবেষণা শুরু হয়।
প্রশ্ন : ভারত প্রথম কবে কোন্ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়?
উত্তর : ১৯৭৫ সালের ১৯ এপ্রিল আর্যভট্ট’ নামে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। তবে এটি সােভিয়েত ইউনিয়নের সহযােগিতায় পাঠানাে হয়েছিল।
প্রশ্ন : ভারত নিজে থেকে প্রথম কবে, কোন্ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ?
উত্তর : ১৯৮০ সালের ১৮ জুলাই ‘রােহিনী’ নামে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়।
প্রশ্ন : ভারতীয়দের মধ্যে প্রথম কে মহাকাশ পাড়ি দেন? কবে ?
উত্তর : স্কোয়াড্রন লিডার—রাকেশ শর্মা প্রথম ভারতীয় মহাকাশ পাড়ি দেন। ১৯৮৪ সালে ৩ এপ্রিল, সােভিয়েত মহাকাশ যানে চেপে।
প্রশ্ন : কোন ভারতীয় মহিলা মহাকাশ অভিযানে অংশ নিয়ে প্রাণ দেন?
উত্তর : কল্পনা চাওলা মহাকাশ অভিযানে অংশ নিয়ে প্রাণ দেন।
প্রশ্ন : কোন মহিলা মহাকাশচারী মহাকাশে সবচেয়ে বেশি দিন কাটিয়েছিলেন?
উত্তর : সুনীতা উইলিয়ামস মহাকাশে সবচেয়ে বেশি দিন কাটিয়েছেন।
মহাকাশ| মহাকাশ গবেষণা
আরও দেখুন : শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তি বিদ্যার ভূমিকা
প্রশ্ন : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর : ব্যাঙ্গালুরু, কর্ণাটক।
প্রশ্ন : ভারতের মহাকাশ গবেষণার জনক কে ?
উত্তর : বিক্রম সারাভাই।
প্রশ্ন : ভারতের প্রথম মহাকাশ যানের নাম কি?
উত্তর : আর্যভট্ট।
প্রশ্ন : ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৫ ই আগস্ট, ১৯৬৯
প্রশ্ন : ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন ? উত্তর : বিক্রম অম্বালাল সারাভাই ।
প্রশ্ন : ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
উত্তর : এস সোমনাথ। (২০২২)

ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা কেন্দ্রসমূহ
1. সতীশ ধাওয়ান স্পেস সেন্টার➛শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ।
2. ISRO স্যাটেলাইট সেন্টার➛ব্যাঙ্গালোর,কর্ণাটক।
3. ISRO স্যাটেলাইট সেন্টার ➛থুম্বা, কেরল।
4. বিক্রম সারাভাই স্পেস সেন্টার [ VSCC ]➛ত্রিবান্দারাম, কেরল।
5. দ্য ডেভলপমেন্ট অ্যান্ড এডুকেশন্যাল কমিউনিকেশন ইউনিট (DUCU)➛ আমেদাবাদ, গুজরাট।
6. MESSAGE ➛ মুম্বাই, মহারাষ্ট্র।
7. AVID ➛ নিউ দিল্লী ,দিল্লী।
8. SAC (স্পেস এ্যাপ্লিকেশন সেন্টার)➛আমেদাবাদ, গুজরাট।
You must be logged in to post a comment.