
মাধ্যমিক চলতড়িৎ সাজেশান | Madhyamik Physical Science
Question: পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে – ব্যাখ্যা করো। Ans: যে কোনো স্থির উষ্ণতায় কোনো তারের রোধ (R) তারটির— [i] দৈর্ঘ্য (l), [ii] প্রস্থচ্ছেদ (A) এবং [iii] উপাদানের ওপর নির্ভর করে ।
[i] দৈর্ঘ্যের ওপর নির্ভরশীলতা:- প্রস্থচ্ছেদ সুষম হলে একই উপাদান ও একই প্রস্থচ্ছেদবিশিষ্ট তারের রোধ তারের দৈর্ঘ্যের সমানুপাতিক হয় ।
অর্থাৎ,R∝l, যখন A ধ্রুবক ।
[ii] প্রস্থচ্ছেদের ওপর নির্ভরশীলতা:- একই উপাদান এবং একই দৈর্ঘ্যবিশিষ্ট বিভিন্ন তারের রোধ তারের প্রস্থচ্ছেদের ব্যাস্তানুপাতিক হয় ।অর্থাৎ,R∝1A,যখন l ধ্রুবক ।অতএব একই দৈর্ঘ্যের সরু তারের রোধ মোটা তারের রোধ অপেক্ষা বেশি হয় ।
[iii] উপাদানের ওপর নির্ভরশীলতা :- একই প্রস্থচ্ছে এবং একই দৈর্ঘ্যবিশিষ্ট বিভিন্ন তারের রোধ তারের উপাদানের ওপর নির্ভর করে । যেমন, একই প্রস্থচ্ছেদ এবং একই দৈর্ঘ্যবিশিষ্ট তামার ও রুপোর তারের রোধ কম ।
Question: রোধাংকের সংজ্ঞা দাও।এর একক লেখো। Ans : কোনো পদার্থের একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদবিশিষ্ট তারের রোধকে রোধাঙ্ক বলে ।
CGS পদ্ধতিতে রোধাঙ্কের একক:- ওহম-সেন্টিমিটার।
SI পদ্ধতিতে রোধাঙ্কের একক:- ওহম-মিটার ।
Question: ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি বিবৃত করো।
Ans: বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করলে যদি তর্জনী চুম্বক বলরেখার দিক এবং মধ্যমা পরিবাহীতে প্রবাহিত কারেন্টের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের ঘূর্ণনের দিক নির্দেশ করবে। এটাই ফ্লেমিং’স লেফট হ্যান্ড রুল বা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম হিসেবে পরিচিত।
Question: অ্যাম্পিয়ারের সন্তরন নিয়মটি লেখো।
Ans:তড়িৎপ্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ কোন দিকে হবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দ্বারা তা প্রকাশ করা যায় । অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম [Ampere’s swimming rule]:- একজন লোক তড়িৎবাহী তার বরাবর তড়িৎপ্রবাহের অভিমুখে দুহাত দুদিকে ছড়িয়ে এমনভাবে সাঁতার কেটে যাচ্ছে যেন তার মুখ সর্বদা চুম্বকের দিকে আছে । এই অবস্থায়, লোকটির বামহাত যেদিকে ছাড়ানো থাকে, সেই দিকেই চুম্বক শলাকার উত্তর মেরুটি বিক্ষিপ্ত হবে, অর্থাৎ দক্ষিণ মেরুটি ওই ব্যক্তির ডানহাতের দিকে বিক্ষিপ্ত হবে ।
Question: তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো।
Ans: প্রথম সূত্র – প্রবাহের সূত্রঃ
পরিবাহীর রোধ (R) এবং প্রবাহকাল (t) অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) প্রবাহের (I) বর্গের সমানুপাতিক। অর্থাৎ H∞t2 যখন I ও t ধ্রুবক।
দ্বিতীয় সূত্র – রোধের সূত্রঃ
প্রবাহ (I) এবং প্রবাহকাল t অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) পরিবাহীর রোধের (R) সমানুপাতিক হয়। অর্থাৎ H∞R , যখন I ও t ধ্রুবক।
তৃতীয় সূত্র – সময়ের সূত্রঃ
প্রবাহ (I) এবং পরিবাহীর রোধ (R) অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) প্রবাহকালের (t) সমানুপাতিক হয়। অর্থাৎ H∞t , যখন I ও R ধ্রুবক।
মাধ্যমিক চলতড়িৎ সাজেশান
Question: DC অপেক্ষা AC এর সুবিধা লেখো।
Ans: সমপ্রবাহ (DC) অপেক্ষা পরবর্তী প্রবাহ (AC) এর সুবিধা –
i ) AC উৎপাদন খরচ কম ।
ii) AC তড়িৎশক্তি সরবরাহ ও বন্টনে সময় অপচয় কম হয় ।
iii) AC ভোল্টেজকে ট্রান্সফরমার- এর সাহায্যে বাড়ানো বা কমানো যায় ।
iv) উচ্চ কম্পাঙ্কের AC তড়িৎশক্তিকে বহুদূরে সম্প্রচারিত করা যায় ।
Question:ফিউজ তার কী?
Ans: ফিউজ তার হল নিম্ন গলনাঙ্কের একটি পরিবাহী তার। এটি সাধারণত 75% সিসা এবং 25% টিন দিয়ে তৈরি সংকর ধাতু থেকে নির্মাণ করা হয়। কোনাে কারণে শর্ট সার্কিট (Short circuit) হলে কিংবা বেশি ক্ষমতার তড়িৎ যন্ত্র ব্যবহারের ফলে বর্তনীতে অকস্মাৎ প্রবাহমাত্রা বেড়ে গেলে, ফিউজ তারটি গরমে গলে গিয়ে বর্তনী ছিন্ন করে দেয়।
Question: আর্থিং কাকে বলে ? এর প্রয়োজনীয়তা উল্লেখ কর ।
Ans. আর্থিং: – একটি মোটা তামার তারের এক প্রান্ত মিটারের সঙ্গে যুক্ত করে অন্য প্রান্তটি মাটির নিচে রাখা তামার একটি প্লেটের সঙ্গে যুক্ত রাখা হয়, একে আর্থিং বলে ।
আর্থিং– এর প্রয়োজনীয়তা: শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে বর্তনীর তড়িৎপ্রবাহ বেশি হলে সেই তড়িৎ আর্থ তারের মাধ্যমে মাটিতে চলে যায় । ফলে বর্তনীর তার বেশি উত্তপ্ত হয়ে পুড়ে যায় না ।
কোনো কারণে লাইভ তারটি যন্ত্রের আবরণীর সংস্পর্শে এলে তড়িৎপ্রবাহ আর্থ তারের মাধ্যমে মাটিতে চলে যায় । ফলে কোনো শক লাগে না ।
Question: থ্রি– পিন প্লাগের আর্থ– পিনটি বড়ো এবং মোটা হয় কেন ?
Ans. থ্রি- পিন প্লাগের আর্থ- পিনটি মোটা রাখা হয় যাতে ভুলক্রমে এটি সকেটের লাইভ বা নিউট্রাল তারের সঙ্গে যুক্ত ছিদ্রে প্রবেশ করতে না পারে ।
আর্থ- পিনটি লম্বায় বড়ো রাখা হয় এই জন্য যে সকেটে প্লাগটি প্রবেশ করালে প্রথমে আর্থ পিনটি যুক্ত হয় । ফলে বৈদ্যুতিক যন্ত্রটি খারাপ থাকলেও আমরা শক- এর হাত থেকে বেঁচে যাব, কারণ তখন বেশিরভাগ তড়িৎ আর্থ তারের মধ্যে দিয়ে চলে যাবে ।
Question: ফ্লেমিং– এর ডান হস্ত নিয়ম বিবৃত করো?
Ans. ডান হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, ও মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখ ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে তবে মধ্যমা আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে । এই নিয়মটিকে ডায়নামো নিয়মও বলা হয় ।
Question: তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি বিবৃত করো?
Ans. তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎপ্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে ।
মাধ্যমিক চলতড়িৎ সাজেশান
Question: তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রাবলি বিবৃত করো ।
Ans. ফ্যারাডের প্রথম সূত্র: – কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয় । চৌম্বক প্রবাহ যতক্ষণ পরিবর্তন হতে থাকবে, আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হবে ।
ফ্যারাডের দ্বিতীয় সূত্র: – সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয়, আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক হবে ।
Question: তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়?
Ans: (1) একটি তড়িৎচুম্বকে অন্তরিত তামার তারের পাকসংখ্যা বাড়িয়ে তড়িৎচুম্বকের শক্তি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি করা যায়।
(2) একটি তড়িৎচুম্বকের মধ্য দিয়ে সমপ্রবাহমাত্রার মান বাড়িয়ে তড়িৎচুম্বকের শক্তি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি করা যায়।
(3) তড়িৎচুম্বকে ইষ্পাতের পরিবর্তে কাঁচালোহা ব্যবহার করলে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি পায়।
Question : বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন?
Ans: বাড়ির তড়িদ-বর্তনীতে কোনো ত্রুটির কারণে বৈদ্যুতিক শক থেকে রক্ষার জন্য আর্থিং করা হয়।
Question: কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220V-100W লেখা আছে। এর অর্থ কী?
Ans: এর অর্থ বালবটি ২২০ ভোল্ট বিভব পার্থক্যে সর্বোচ্চ পরিমাণ আলো দেবে ও এ সময় প্রতি সেকেন্ড এ ১০০ জুল করে শক্তি খরচ করতে পারবে।
Question: হ্রস্ব বর্তনী বা শর্ট সার্কিট কী? এই ক্ষেত্রে ফিউজ তারের ভূমিকা লেখো।
Ans: বিপরীতধর্মী তড়িতের দুটি লাইন বা তড়িৎ কোশের দুই বিপরীত মেরু খুব অল্প রোধের মাধ্যমে যুক্ত হয়ে গেলে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা খুব বেড়ে যায় । একে শট সার্কিট বলে । শট সার্কিট হলে প্রচুর তাপ সৃষ্টি হয়ে লাইনে আগুন ধরে যেতে পারে।
ফিউজ তারের ভূমিকা: কোনো কারণে বাড়ি ঘরের সরবরাহ লাইনে অতিরিক্ত বিভবের কারণে উচ্চমাত্রায় তড়িৎ প্রবাহের ফলে এর সাথে যুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্থ হতে পারে। অতিরিক্ত প্রবাহের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ফিউজ ব্যভহার করা হয়। অতিরিক্ত প্রবাহের কারণে ফিউজ গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
মাধ্যমিক চলতড়িৎ সাজেশান
Question: কুলম্বের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো।
Ans: নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।
Question: ওহমের সূত্রটি লেখো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও ।
Ans : ওহমের সূত্র : উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদের সমানুপাতিক হয় । ভৌত অবস্থা বলতে পরিবাহীর উপাদান, ঘনত্ব, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ইত্যাদি বোঝায় ।
ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা : ওহমের সূত্র থেকে পাই,
R=V/i
সুতরাং, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা পাই, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে ।
আরও দেখুন : মাধ্যমিক আলো সাজেশান
Question: কিলোওয়াট-ঘন্টা বা BOT এর সংজ্ঞা দাও।
Ans: বিদ্যুৎ-সরবরাহ কোম্পানি বাড়িতে যে বিদ্যুত সরবরাহ করে তার পরিমাপ শক্তির একক অনুযায়ী করা হয় । একে কিলোওয়াট-ঘন্টা বা বোর্ড অফ ট্রেড একক বলা হয় ।
1 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ-শক্তি ব্যয় হয়, তাকে 1 কিলোওয়াট-ঘন্টা বলে । 1 B.O.T. একক = 1 কিলোওয়াট-ঘন্টা = 1000 ওয়াট ঘন্টা
অর্থাৎ কিলোওয়াট-ঘন্টা বা B.O.T. একক
= (ওয়াট-ঘন্টা ÷ 1000 ) = (ভোল্ট ╳ অ্যাম্পিয়ার ╳ ঘন্টা) ÷ 1000
প্রত্যেক বাড়ির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার সঙ্গে ইলেকট্রিক কোম্পানি একটি মিটার বসিয়ে দেয় । এই মিটার B.O.T. একক অনুযায়ী বাড়িতে মোট তড়িৎ-শক্তি খরচের হিসেব রাখে । এই একক সাধারণ কথায় ‘ইউনিট’ নামে পরিচিত ।
Question: তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের
(a) একটি বিন্দু, একটি গোলাকৃতি (b) দুটিই গোলাকৃতি (c) একটি বিন্দু, অন্যটি বিস্তৃত (d) দুটিই বিন্দু
Ans. (d) দুটিই বিন্দু ।
Question: ফিউজ তারের বৈশিষ্ট্য হল-
(a) রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ (b) রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন (c) রোদ নিম্ন, গলনাঙ্ক উচ্চ (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন
Ans. (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন।
Question: এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ।
Ans. বৈদ্যুতিক মোটরে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
Question: গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ?
Ans. গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি দুটি তার হল আর্থিং তার ও নিউট্রাল তার।
মাধ্যমিক চলতড়িৎ সাজেশান
Question: দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হলেঅন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো ।
Ans : নিজে করো ৷

Question: তড়িৎক্ষমতা বলতে কী বোঝায় ? একটি বাল্বের রেটিং লেখা আছে 220V−100W — এর অর্থ কী ?
Ans. প্রথম অংশ: কোনো তড়িৎযন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎক্ষমতা বলা হয়।
দ্বিতীয় অংশ: কোনো বাবের রেটিং ‘220V-100W’ বলতে বোঝায়, বাবের দুপ্রান্তের বিভবপ্রভেদ 220V হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাতিটি প্রতি সেকেন্ডে 100J তড়িৎশক্তি ব্যয় করবে৷
Question: অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভবপ্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা I হলে নীচের কোনটি সত্য ?
(a) V∝I (b) V∝I² (c) V∝I¹ (d) V∝I³
Ans. (a) V∝I
Question: তড়িৎচালক বল (V), কার্য (W) ও আধান (Q) -এর মধ্যে সম্পর্কটি হলো
(a) Q=WV (b) Q=V/W (c) Q=V/W²(d) Q=W/V
Ans. (d) Q=W/V
Question: একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও ।
Ans. একটি অর্ধপরিবাহীর উদাহরণ হল সিলিকন (Si)।
Question: একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান । একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে ?
Ans. মোটা তারটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে। কারণ, একই পরিবাহী পদার্থের একই দৈর্ঘ্যের সরু তারের চেয়ে মোটা তারের রোধ কম। আবার বিভবপ্রভেদ অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহ, রোধের ব্যাস্তানুপাতিক হয়। তাই মোটা তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে।
Question:জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো ।
Ans. জলবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত পাহাড়ের মাথায় বা খরস্রোতা নদীতে বাঁধ নির্মাণ করে জলাধারে জল সঞ্চয় করে রাখা হয়। এবার অনেক উঁচুতে থাকা জলাধারের জলকে সুইস গেট খুলে নীচে ফেলা হয়। নীচে পড়ার জন্য জলের স্থিতিশক্তির হ্রাসপায় এবং গতিশক্তি বৃদ্ধি পায়। এই গতিশীল জলের ধাক্কায় টারবাইন ঘুরতে শুরু করে। এই টারবাইন একটি অক্ষদন্ডের মাধ্যমে একটি জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে। টারবাইনের গতিশক্তি থেকে ডায়নামোর সাহায্যে তড়িৎশক্তি উৎপন্ন করা হয়।
মাধ্যমিক চলতড়িৎ সাজেশান
Question:নীচের এককগুলির মধ্যে কোনটি রোধের SI একক ?
(a) ভোল্ট (b) অ্যাম্পিয়ার (c) কুলম্ব (d) ওহম
Ans. ওহম
Question:গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ?
(a) আর্থ লাইন (b) লাইভ লাইন (c) নিউট্রাল লাইন (d) লাইভ ও নিউট্রাল উভয় লাইন
Ans. লাইভ লাইন
Question:নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় ?
(a) পরিবাহী (b) অর্ধপরিবাহী (c) অতিপরিবাহী (d) অন্তরক
Ans. (b) অর্ধপরিবাহী
Question:যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে ?
Ans. চক্রটি বিপরীত দিকে ঘুরবে
Question; 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে ?
Ans. জুল
Question:ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো ।
Ans. ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের সুবিধা— (1) ভাস্বর বাতির চেয়ে CFL বেশি শক্তি সাশ্রয়কারী। ভাস্বর বাতি ব্যয়িত তড়িৎশক্তির প্রায় 2% এবং CFL ব্যয়িত তড়িৎশক্তির প্রায় 7% থেকে 9% দৃশ্যমান আলো উৎপন্ন করে। (2) ভাস্বর বাতির চেয়ে CFL -এর জীবনকাল বেশি। ভাস্বর বাতির জীবনকাল যেখানে প্রায় 1000 h সেখানে CFL এর জীবনকাল প্রায় 10000 h.
You must be logged in to post a comment.