সৌরজগৎ সম্পর্কে প্রশ্ন

সৌরজগৎ সম্পর্কে প্রশ্ন |Questions about the solar system

সৌরজগৎ সম্পর্কে প্রশ্ন
প্রশ্ন : সৌরজগৎ কাকে বলে?
উত্তর : ➛সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে অনবরত পৃথিবীসহ অন্যান্য গ্রহ, উপগ্রহ, বামন গ্রহ, উল্কা, ধূমকেতু প্রভৃতি অনেক জ্যোতিষ্ক সবসময় প্রদক্ষিণ করে চলেছে। এইসব গ্রহ, উপগ্রহ বামন গ্রহ প্রভৃতি নিয়ে সূর্যের যে বিশাল পরিবার, তাকেই সৌরজগৎ বা সৌর পরিবার বলে।

প্রশ্ন : সৌরজগৎ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ কোপার্নিকাস।


প্রশ্ন : সূর্য কী?
উত্তর :➛ সূর্য সৌরজগতের মধ্যে সর্ব বৃহৎ উজ্জ্বলতম নক্ষত্র বা তারা। এটি উত্তপ্ত গ্যাস ও বিভিন্ন ধাতুর তৈরি জ্বলন্ত আগুনের পিণ্ড।

প্রশ্ন : সূর্য কী দিয়ে তৈরি ?
উত্তর : ➛সূর্য বিপুল পরিমানে উত্তপ্ত গ্যাস ও গলিত ধাতু দিয়ে তৈরি। এদের মধ্যে শতকরা ৭০ শতাংশ হাইড্রোজেন, ২৮ শতাংশ লিথিয়াম, দেড় শতাংশ কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেন আর আধ শতাংশ বিভিন্ন ধাতু যেমন নিয়ন, আয়রন, সিলিকন, ম্যাগনেশিয়াম ও সালফার।

প্রশ্ন : সূর্যের আলােয় কয়টি রং আছে? কী কী?
উত্তর : ➛সূর্যের আলােয় সাতটি রং আছে। যথা— বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলদে,
কমলা এবং লাল। সংক্ষেপে মনে রাখার জন্য এই সাতটি রংকে ‘বেনীআসহকলা’ বলে।

প্রশ্ন : সূর্যের এই সাতটি রং আমরা কখন দেখতে পাই?
উত্তর :➛ যখন রামধনু ওঠে তখন সূর্যের এই সাতটি রং আমরা দেখতে পাই।

প্রশ্ন : সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় ?
উত্তর : ➛সূর্য পৃথিবীর থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড়।

প্রশ্ন : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তর : ➛পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলােমিটার।

প্রশ্ন : সৌরজগতের কয়টি গ্রহ আছে? কী কী?
উত্তর : ➛সৌরজগতের আটটি গ্রহ আছে। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী এদের নাম বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। [পূর্বে প্লুটো নামে আরও একটি গ্রহ ছিল, কিন্তু বর্তমানে বৈজ্ঞানিকদের মতে ৫টি বামন গ্রহ
আছে, সেগুলি হল প্লটো, সেরেস, এরিস, হাউমেয়া এবং মাকিমাকি]


প্রশ্ন : সূর্যের সবচেয়ে বড়াে ও সবচেয়ে ছােটো গ্রহের নাম কী?
উত্তর :➛ সূর্যের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ও সবচেয়ে ছােটো গ্রহ বুধ।

প্রশ্ন : পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর : ➛পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।

প্রশ্ন : কোন গ্রহের বলয় আছে?
উত্তর :➛ শনি গ্রহের বলয় আছে।

প্রশ্ন : দিনের বেলা গ্রহ-নক্ষত্র দেখা যায় না কেন?
উত্তর :➛ সূর্যের প্রখর আলাের জন্য দিনের বেলা গ্রহ-নক্ষত্রদের দেখা যায় না।

প্রশ্ন : চাঁদ কী ?
উত্তর :➛ চাঁদ পৃথিবীর উপগ্রহ।

প্রশ্ন :ধূমকেতু কী ?
উত্তর :➛ ধূমকেতু হল জ্যোতিষ্কের গ্যাসীয় উপাদানে তৈরি একটি উজ্জ্বল মাথা এবং বঁটার মতাে দেখতে লক্ষ লক্ষ কিলােমিটার লম্বা উজ্জ্বল লেজযুক্ত বাষ্পময় বা ধুলিময় জ্যোতিষ্ক।

প্রশ্ন : সবচেয়ে বিখ্যাত ধূমকেতুর নাম কী?
উত্তর :➛ সবচেয়ে বিখ্যাত ধূমকেতুর নাম হ্যালির ধূমকেতু

প্রশ্ন : উল্কাপাত কী?
উত্তর : ➛ অনেক সময় পৃথিবীর বুকে নক্ষত্রের মতাে উজ্জ্বল বস্তুর পিণ্ড খসে পড়তে দেখা যায়। একে উল্কাপাত বা তারা খসা বলে।

প্রশ্ন : ছায়াপথ কী?
উত্তর :➛ ছায়াপথ হল সৌরজগতে কোটি কোটি জ্যোতিষ্কের সমষ্টি দিয়ে তৈরি বৃত্তাকার পথ।

আরও দেখুন : শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা

প্রশ্ন : সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে ?

উত্তর :➛ সূর্যের আলো পৃথিবীতে আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড।

প্রশ্ন : সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র কোনটি?

উত্তর :➛আলফা সেনটাউরি (alpha Centauri)।

প্রশ্ন : ➛সৌরজগতের উজ্জ্বল নক্ষত্র কোনটি ?
উত্তর ➛ শুক্র।

প্রশ্ন : সৌরজগতের কোন গ্রহের আবর্তনের বেগ সবচেয়ে বেশি?
উত্তর ➛ বৃহস্পতি।

প্রশ্ন ➛ সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কী?
উত্তর ➛ শুক্র।

সৌরজগৎ সম্পর্কে প্রশ্ন |Questions about the solar system

প্রশ্ন ➛সবুজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তর ➛ ইউরেনাস কে।

প্রশ্ন : ➛লাল গ্রহ কাকে বলা হয়?
উত্তর ➛ মঙ্গল কে।

প্রশ্ন : ➛সৌরজগতের শীতলতম গ্রহের নাম কী ?
উত্তর ➛ ইউরেনাস।

প্রশ্ন : বামন গ্রহ বলা হয় কাকে ?

উত্তর ➛ হাইড্রোজেন ও হিলিয়াম।

উত্তর ➛প্লুটো কে।

প্রশ্ন : সূর্যে প্রধানত কোন কোন গ্যাস থাকে ?

প্রশ্ন : কোন গ্রহ পূর্ব থেকে থেকে পশ্চিম দিকে আবর্তন করে?

উত্তর ➛শুক্র।

প্রশ্ন : সূর্য কোন গালাক্সির অন্তর্গত ?

উত্তর ➛মিল্কিওয়ে গালাক্সির।

সৌরজগৎ সম্পর্কে প্রশ্ন
সৌরজগৎ

আরও পড়ুন : মহাকাশ ও মহাকাশ গবেষণা সংস্থা

প্রশ্ন : পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তর ➛ শুক্র কে।

প্রশ্ন : সূর্যের তাপমাত্রা কত ?
উত্তর ➛৫৭৭৮ ডিগ্রি সেলসিয়াস।

প্রশ্ন : সূর্য পৃথিবীর চেয়ে কত গুন বড়ো ?
উত্তর ➛১০৯ গুন বড়ো।

প্রশ্ন : সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কী?
উত্তর ➛নেপচুন।

প্রশ্ন : সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহের নাম কী?
উত্তর ➛ বৃহস্পতির উপগ্রহ গ্যানিমেড।

প্রশ্ন : সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি ?
উত্তর ➛ শনি।

প্রশ্ন : বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি ?
উত্তর ➛৭৯ টি।

প্রশ্ন : শনি গ্রহের উপগ্রহ কয়টি ?
উত্তর ➛৬২ টি।

প্রশ্ন : পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী ?
উত্তর ➛শুক্র।

প্রশ্ন : কোন কোন গ্রহের উপগ্রহ নেই ?
উত্তর ➛ বুধ ও শুক্র।

প্রশ্ন : কোন গ্রহ উত্তর থেকে দক্ষিনে ঘোরে ?
উত্তর ➛ ইউরেনাস।

প্রশ্ন : কোন গ্রহে দুই বার সূর্যোদয় হয় ?
উত্তর ➛বুধ গ্রহে।

প্রশ্ন : সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
উত্তর ➛ মঙ্গল।

প্রশ্ন : সৌরজগতের রত্ন বা অলংকার বলা হয় কোন গ্রহ কে ?
উত্তর ➛ শনি গ্রহ কে।

প্রশ্ন : বুধ গ্রহের থেকে বড়ো সৌরজগতের দুটি উপগ্রহ কি কি ?
উত্তর ➛গ্যানিমেড (বৃহস্পতির উপগ্রহ) এবং টাইটান ( শনির উপগ্রহ)।

প্রশ্ন : কোন কোন গ্রহের বলয় আছে ?
উত্তর ➛ শনি ও ইউরেনাস গ্রহের।

প্রশ্ন : সৌরজগতের কোন কোন উপগ্রহের নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে ?
উত্তর ➛শনির উপগ্রহ টাইটান এবং নেপচুনের উপগ্রহ ট্রিটনের নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে।

প্রশ্ন : পৃথিবী ব্যতিত অন্য কোন গ্রহের রঙ নীল এবং কেন ?
উত্তর ➛নেপচুন গ্রহের কারণ এই গ্রহের বাইরের অংশে মিথেন গ্যাসের উপস্থিতি ।

প্রশ্ন : সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি ?
উত্তরঃ ডিমোস।

প্রশ্ন : কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় ?
উত্তরঃ পৃথিবী।