Environment Movement

ভারতের পরিবেশ আন্দোলন |Environment Movement

Check Point: (1) বিষ্ণই আন্দোলন (2) চিপকো আন্দোলন (3) সাইলেন্ট ভ্যালি আন্দোলন (4) জঙ্গল বাঁচাও আন্দোলন (5) আপ্পিকো আন্দোলন (6) নর্মদা বাঁচাও আন্দোলন (7) তেহরি বাঁধ সংঘাত।

পরিবেশের মূল উপাদান গুলি যেমন প্রাণী ,উদ্ভিদ,বনভূমি, পশুপাখি ও অবায়ুজীবী জীব ইত্যাদির মধ্যে যে পারস্পরিক সহযোগী সম্পর্ক আছে তা বজায় রাখা। যে সকল নীতি বা কর্মসূচী কার্যকর করতে গিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং ওই কর্মসূচি ব্যর্থ করার জন্য আন্দোলন করা এবং দীর্ঘমেয়াদী স্বতঃস্ফূর্ত সংগ্রাম চালিয়ে যাওয়া — এটি পরিবেশ আন্দোলনের মূল উদ্দেশ্য ।

যে সকল আন্দোলন পরিবেশের বিভিন্ন উপাদানগুলির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে ও সংরক্ষণ করতে এবং পরিবেশ দূষণ ও অবক্ষয় প্রতিরোধ করতে এবং সর্বোপরি পরিবেশ ও মানব জাতির স্বার্থে সংঘটিত হয় তাদের পরিবেশ আন্দোলন বলা হয়।

Environment Movement|পরিবেশ আন্দোলন

ভারতে সংঘটিত বিভিন্ন পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল ➛
—————————————————————–
বিষ্ণই আন্দোলন➛

সাল:1730
স্থান:খেজারলি, মারওয়ার এলাকা, রাজস্থান
নেতৃত্ব: অমৃতা দেবী
আলোচ্য তথ্য: রাজার নতুন প্রাসাদ তৈরির জন্য পবিত্র গাছ কাটা বন্ধের উদ্দেশ্যেই এই আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে অংশ নেওয়া ৩৬৩ জন মানুষ মারা গিয়েছিল সৈন্যদের হাতে।
—————————————————————–
চিপকো আন্দোলন ➛

হিন্দি ভাষায় চিপকো শব্দের অর্থ ‘জড়িয়ে ধরা’
সাল: 1973
স্থান: উত্তরাখন্ডের চামোলি এবং পরে তেহরি গাড়ওয়াল জেলা।
নেতৃত্ব: সুন্দরলাল বহুগুণা, চন্ডি প্রসাদ ভট্ট, গৌরী দেবী, সুদেষ্ণা দেবী।
আলোচ্য তথ্য: ঠিকাদারদের হাত থেকে হিমালয়ের পাদদেশে গাছগুলিকে বাঁচানোই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য।
—————————————————————–
সাইলেন্ট ভ্যালি আন্দোলন➛

সাল: 1978
স্থান: পালাকর, কেরালা
নেতৃত্ব: কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, কবি সুগাথা কুমারী প্রমুখ।
আলোচ্য তথ্য: চিরহরিৎ সাইলেন্ট ভ্যালি অঞ্চলের গাছ কেটে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রতিবাদেই এই আন্দোলনের সূচনা হয়। —————————————————————–

জঙ্গল বাঁচাও আন্দোলন➛

সাল: 1982
স্থান: বিহারের সিংভুম জেলা।
নেতৃত্ব: স্থানীয় উপজাতিরা।
আলোচ্য তথ্য: শাল গাছের জঙ্গল কাটা বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন।
—————————————————————–
আপ্পিকো আন্দোলন➛

কন্নর ভাষায় আপ্পিকো শব্দের অর্থ ‘আলিঙ্গন করা’
সাল: 1983
স্থান: উত্তর কান্নাডা, শিমোগো জেলা, কর্নাটক।
নেতৃত্ব: পান্ডুরঙ্গ হেগড়ে
আলোচ্য তথ্য: প্রাকৃতিক জঙ্গল রক্ষার উদ্দেশ্যেই এই আন্দোলন সংঘটিত হয়েছিল। —————————————————————-

আরও দেখুন➛ বিবেকানন্দ: চিকাগো বক্তৃতার প্রাসঙ্গিকতা ও তাৎপর্য

—————————————————————–

নর্মদা বাঁচাও আন্দোলন➛

সাল: 1985
স্থান: গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র
নেতৃত্ব: মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রায় প্রমুখ। অভিনেতা আমির খানও এর সাথে যুক্ত ছিলেন।
আলোচ্য তথ্য: নর্মদা নদীতে বাঁধ তৈরির ফলে গৃহহীন পরিবার গুলির পুনর্বাসনের দাবিতেই এই আন্দোলন শুরু হয়েছিল।
—————————————————————–
তেহরি বাঁধ সংঘাত➛

সাল: 1990
স্থান: উত্তরাখন্ডের তেহরি জেলার ভাগীরথী নদী।
নেতৃত্ব: সুন্দরলাল বহুগুনা
আলোচ্য তথ্য:তেহরি বাঁধ নির্মান বন্ধ করার জন্যই এই আন্দোলন।