বলিউডকে টেক্কা দিতে আসছে জিতের রাবণ

জিতের ‘রাবণ’ চলচ্চিত্রে সীতার ভূমিকায় দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে

যখন একের পর এক দক্ষিণের সিনেমা টেক্কা দিচ্ছে বলিউডের সিনেমাকে ঠিক সেই সময়ই জিৎ অভিনীত রাবণের ট্রেলার মুক্তি পেল, যা দেখে দর্শকরা যথেষ্টই উচ্ছ্বসিত, নতুনরূপে তাদের জনপ্রিয় অভিনেতা জিৎকে পেয়ে। এবার শুধুমাত্র নায়ক নয় খলনায়ক হয়ে পর্দায় ফিরতে চলেছেন জিৎ, তেমনই ট্রেলার সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায়।

এই ট্রেলার দেখে সমস্ত নেটিজেনরা অভিভূত হয়ে পড়েছেন, চিরাচরিত বাঙালি সিনেমা যেমন হয়ে থাকে এটি যে ঠিক তেমন নয়, তা ছবির ট্রেলারেই স্পষ্ট দেখা যাচ্ছে, এই সিনেমায় জিতের দ্বৈত ভূমিকা দেখতে পাবো, রাম এবং রাবণ দুটি চরিত্রই তিনি একাই ফুটিয়ে তুলবেন অর্থাৎ বোঝাই যাচ্ছে তার জন্য কত নিপুর দক্ষতা থাকা প্রয়োজন।

পাভেল (Pavel) পরিচালিত ফিল্ম ‘অসুর’-এর মতো ‘রাবণ’-এও জিৎ-এর লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে জিৎ-এর চুল লম্বা ও মুখে দাড়ি-গোঁফ। বাঁ দিকের ভ্রু-তে গভীর কাটা দাগ। এমনকি বাঁ চোখের মণিও টকটকে লাল ও ঠোঁটে কুটিল হাসি। জিৎ-এর পরনে কালো পোশাক। ফিল্মটির প্রযোজক জিৎ, গোপাল মাডনানি (Gopal Madnani) ও অমিত জুমরানি (Amit Jumrani)।

তবে এখনো পর্যন্ত দর্শকদের কাছে সবথেকে আকর্ষনীয় লেগেছে তার রাবণের চরিত্রটি, যদিও ট্রেলার মুক্তির আগে এই ছবির পোস্টার প্রকাশিত হয়েছিল তা দেখে অভিভূত হয়েছিল দর্শকরা। এই ছবিটি আগামী ২৯ শে এপ্রিল মুক্তি পেতে চলেছে। তবে ছবির ট্রেলার দেখে যা মনে হচ্ছে তাতে চরিত্রটি এমন যে নির্বিচারে মানুষ খুন করতেও ভাবে না, তবে জিৎ ছাড়াও রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, তিনি রয়েছেন পুলিশ অফিসারের ভূমিকায়। তবে নেটপ্রেমীদের উচ্ছ্বাস নিয়ে আশাবাদী রয়েছেন জিৎও।

আরও দেখুন : KGF 2 (কেজিএফ চ্যাপ্টার ২ )

প্রেক্ষাগৃহে যে বড় সাফল্য পেতে চলেছে তাঁর ছবি, তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও জিৎকে এখন শুধুমাত্র সিনেমার পর্দায় নয়, টেলিভিশনের পর্দাতেও দেখতে পাই আমরা, কারণ ইতিমধ্যেই স্টার জলসার রিয়েলিটি শো- ইস্মার্ট জোড়িতে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাচ্ছি।

আমরা এছাড়াও জি বাংলা ডান্স বাংলা ডান্সের রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায়ও আসীন হয়েছেন তিনি, তবে এবার তিনি এক নতুন রূপে হাজির হতে চলেছেন দর্শকের কাছে নিজেকে সম্পূর্ণ ভেঙ্গে তৈরি করেছেন, যাকে ঘিরে দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো।