পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট – ১ | পর্ব – ৩

১. কৌলিন্য প্রথা কে চালু করেন ?
ক) ধর্মপাল
খ) অশােক
গ] বল্লাল সেন।
ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য

২. বছরের কোন দিনটি ‘ জলবিষুব ‘ নামে পরিচিত ?
ক) ২১ শে মার্চ
খ] ২১ শে জুন
গ) ২৩ শে সেপ্টেম্বর
ঘ) ২১ শে ডিসেম্বর

৩. ২০১৮ সালে পঞ্চম ‘ আন্তর্জাতিক ইন্টারনেট সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে ?
ক) ভারত
খ) রাশিয়া
গ) আমেরিকা
ঘ) চিন
৪. কোনাে গ্যাসকে তরলে পরিণত করার শর্ত কি কি ?
ক) বেশি তাপমাত্রা ও উচ্চ চাপ।
খ] কম তাপমাত্রা ও উচ্চ চাপ
গ) বেশি তাপমাত্রা ও নিম্নচাপ
ঘ) কম তাপমাত্রা ও নিম্নচাপ
৫. ফোবিয়া সেন্ট্রালিস মানুষের দেহের কোন অঙ্গে দেখা যায় ?
ক) মস্তিষ্ক
খ) চোখ
গ) কান
ঘ) নাক


৬. ‘ক্যাসকেড তত্ত্ব ‘ কোন বিজ্ঞানীর গবেষণার ফসল ?
ক) পিয়ের কুরি
খ) জগদীশচন্দ্র বসু
গ] মাদাম কুরি
ঘ| হােমি জাহাঙ্গির ভাবা
৭. কার শাসনকালে ‘ রাজস্ব বাের্ড ‘ স্থাপিত হয় ?
ক] লর্ড ওয়েলেসলি
খ) লর্ড ডালহৌসি
গ] লর্ড কার্জন
ঘ) লর্ড ওয়ারেন হেস্টিংস
৮. রাজ তরঙ্গিনী গ্রন্থটি কার লেখা?
ক] কলহন
খ) আমির খসরু
গ] বেদব্যাস
ঘ)বাল্মিকী
৯. ‘What happened to Netaji’ -বইটির রচয়িতা
কে ?
ক) অনুজ ধর।
খ) জয় গােস্বামী
গ) সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ) বুদ্ধদেব বসু
১০. ‘ গৌড়ীয় নৃত্য ‘ কোথাকার বিখ্যাত নৃত্য শৈলী ?
ক) কর্ণাটক
খ) আসাম
গ) পশ্চিমবঙ্গ
ঘ) রাজস্থান
১১. ‘ The survey of India ‘ -এর হেড কোয়াটার
কোথায় অবস্থিত ? ক) কেরল
খ) মৌসিনরাম
গ) দেরাদুন
ঘ) দিল্লী
১২. বিশ্বের উচ্চতম পােস্ট অফিস কোথায় অবস্থিত ?
ক) উওরাখান্ড
খ) দার্জিলিং
গ) লাদাখ
ঘ) হিমাচল প্রদেশ
১৩. ‘ The Discovery of India’ -বইটি কার রচনা?
ক) জওহরলাল নেহেরু
খ) নেতাজি সুভাষচন্দ্র বসু
গ) মৌলানা আবুল কালাম আজাদ
ঘ) গান্ধীজি

১৪. ‘ NABARD ‘এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
ক) ব্যাঙ্গালাের।
খ) আমেদাবাদ
গ] দিল্লি
ঘ) মুম্বাই
১৫. ‘ম্যাকমােহন লাইন ‘ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
ক) ভারত ও পাকিস্তান
খ) পাকিস্তান ও চীন
গ) ভারত ও বাংলাদেশ
ঘ) ভারত ও চীন
১৬. স্পেনের রাজধানী শহরটির নাম কি?
ক) কলম্বাে
খ) মাদ্রিদ
গ) মস্কো।
ঘ) জাকার্তা

১৭. একটি পিঁপড়ে সর্বাধিক কত ওজন বহন করতে পারে ? ক) নিজের ওজনের প্রায় ৩০ গুণ
খ) নিজের ওজনের প্রায় ৪০ গুণ
গ) নিজের ওজনের প্রায় ৫০ গুন
ঘ) নিজের ওজনের প্রায় ৬০ গুণ

১৮. NASA-র পুরাে নাম কি ?
ক) National Aeronautics and Space
Administration.
খ) Natural Aeronautics and Space
Administration.
গ) National Air and Space Administration.
ঘ)National Aeronautics and Super
Administration.

১৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল ?
ক) ১৯৪৩ খ্রিস্টাব্দে
খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
গ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৪৬ খ্রিস্টাব্দে
২০. কত খ্রিস্টাব্দে Titanic জাহাজটি ডুবে যায় ?
ক) ১৯১০ খ্রিস্টাব্দে
খ] ১৯১২ খ্রিস্টাব্দে
গ] ১৯১৪ খ্রিস্টাব্দে
ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে
২১. অক্টোপাসের ক্যটি হৃদপিণ্ড আছে ?
ক) ১ টি
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) ৪ টি
২২. কোন ভাষায় বিশ্বের সবথেকে বেশি মানুষ কথা বলেন ?
ক) ইংরেজি
খ) হিন্দি
গ) আরবি ঘ) চীনা
২৩. কোন মাসে পৃথিবী সূর্যের সবথেকে কাছে আসে ?
ক) জানুয়ারি
খ) এপ্রিল
গ] ডিসেম্বর
ঘ) মে
২৪. লােহাকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতু ব্যবহৃত হয় ?
ক) অ্যালুমিনিয়াম
খ) কার্বন
গ) ক্রোমিয়াম
ঘ) টিন

২৫. মানব শরীরে কোন group এর রক্ত সবথেকে বেশি পাওয়া যায় ?
ক) A+
খ) B+
গ] AB+
ঘ] 0+

২৬. All _ glitters is not gold .
A] those
B] these
C] that
D] the
২৭. The company managed to stave off
bankruptcy for another few months. –
What is the meaning of the idiom’ STAVE
OFF’?
A] to delay something bad
B] cancel
C] implement instantly
D] follow

২৮. Most of my children take after my
husband . What is the meaning of the
idiom “TAKE AFTER’ ?
A] idolize
B] resemble
C] disagree
D] misunderstand
2৯. Which word is correctly spelt ?
A] Almighty
B] allmighty
C] almity
D] almigty
৩o. Synonym or similar word for’
JUVENILE’?
A] rustic
B] rude
C] snug
D] infantile
৩১. Antonym for the word ‘ CAPITULATE’
?
A] summarize
B] disobey
C] resist
D] deride
৩২. Spot the error -‘ If you have faith in
Almighty (A) / everything will turn out
(B)/ to be all right(C)/ no error(D)
A] A
B] B
C] С
D] D

৩৩. Spot the error -‘No stronger(A)/ a
figure than his(B)/is prescribed in the
history(C)/No error(D)
A] A
B] B
C] С
D] D
৩৪. A person who searches for and
collects discarded items is called
A] Scavenger
B] pauper
C] beggar
D] bankrupt
৩৫. I am well versed ———English.
A] for
B] in
C] about
D] with
৩৭. One who eats human flesh –
A] Cannibal
B] carnivore
C] harbivorous
D] none of these
3৮. Spot the error -‘Not only she went to
Kashmir(A)/but also stayed there(B)/for
a month(C)/ no error(D).’
A] A
B] B
C] C
D] D
৩৯. The best way to the children’s poortest grades is to teach again the lesson
and give a second test.
A] Rectify
B] right
C] revise
D] reform
৩৯. A soldier or sailor , who rebels or
refuses to obey the orders of a person in
authority -is called ?
A] radical
B] anarchist
C] mutineer
D] revolutionary
৪০. Improve the bracketed part of the
sentence – Many such mishaps can be
avoided if we (are) careful.
A] be
B] might be
C] were
D] no improvement
8১. Change the voice – ‘ The partners will
celebrate their triumph tomorrow’.
A] The triumph would be celebrated by
the partners a day after.
B] The triumph will be celebrated by the
partners tomorrow.
C] The triumph would have been
celebrated by partners a day after.
D] The triumph will have been celebrated
by the partners tomorrow.
৪২. Select the synonym of ‘SINISTER’ –
A] MalevolentB] magnanimous
C] auspicious
D] benevolent
89. Select the synonym of ‘PROBABLE’-
A] futile
B] plausible
C] absurd
D] preposterous
৪৪. I said to my sister, “Where were you
this evening ?” – Change the speech.
A] I asked my sister where she was that
evening.
B] I asked my sister where she had been
that evening.
C] I asked my sister where she was this
evening.
D] I asked my sister where she has been
that evening.
www.kolo
৪৫. My sister and _ are pleased to accept
your invitation.
A] me
B] myself
C] I
D] my
৪৬. This work of art is worthy – praise.
A] To
B] for
C] of
D] in
৪৭. Select the antonym for’ FROLIC’-
A] DrudgeryB] romp
C] antic
D] drolley
৪৮. Select the antonym for ‘AFFIDAVIT’ –
A] affirmation
B] slander
C] oath
D]testimony
৪৯. Leadership defines what the future
should look like and people with that
vision.
A] aligns
B] develops
C] trains
D] encourages
৫০. I agree _ your proposal but not with
your friend on all issues.
Α] Το
B] with
C] into
D] for

পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট

৫১. SHG, RIF, QJE, PKD, ? প্রশ্নবোধক স্থানে কি
কি বসবে?
ক) NME
খ) NLB
গ] OLE
ঘ| OLC

৫২. যদি DICTIONARY কে 1234256789 লেখা
হয় , তাহলে ORDINARY কে কিভাবে লেখা হবে ?
ক] 59126789
খ] 58126789 গ) 57326789
ঘ) 56126789
৫৩. যদি DEAF কে 3587 লেখা হয়, আর FILE কে
7465 লেখা হয়, তাহলে IDEAL কে কিভাবে লেখা হবে ?
ক) 43568
খ) 43586
গ) 63548
ঘ) 48536
৫৪. যদি ROME কে লেখা হয় MORE ,তাহলে DARE
কে কি লেখা হবে ?
ক) RDAE
খ) RDEA
গ) RAED
ঘ) RADE
৫৫. 2, 29, 38, 47,? -প্রশ্নবােধক চিহ্নের জায়গায় কি
বসবে?
ক) 52
খ) 58
গ] 59
ঘ] 56
৫৬. রমেন উত্তর দিকে 4 কিমি যায়, এরপর সে পূর্বদিকে 6 কিমি যায়, তারপর আবার উত্তর দিকে যায় 4 কিমি | যেখান থেকে রমেন যাত্রা শুরু করেছিল সেখান থেকে সে কত দূরে আছে ?
ক) ৪ কিমি
খ) 10 কিমি
গ) 6 কিমি
ঘ) 14 কিমি
৫৭. N, Mএর থেকে বেশি বুদ্ধিমান | M, Y এর মতবুদ্ধিমান নয় |X, V এর থেকে বেশি বুদ্ধিমান কিন্তু N এর মত অতটা বুদ্ধিমান নয় | Y, N এর মত বুদ্ধিমান নয় |সবচেয়ে বেশি বুদ্ধিমান কে ?
ক) M
খ) N
গ) Y
ঘ) X
৫৮. COURAGEOUS শব্দটি দিয়ে এর মধ্যে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না ?
ক| COURSE
খ) GRACE
গ) SECURE
ঘ) ARGUE
৫৯. WRITE : JEVGR :: WRONG:?
ক) JEBAT
খ) JECAT
গ) JEDAT
ঘ) JEDAD
৬০. 16: 56 :: 32:?
ক) 96
খ) 112
গ] 126
ঘ) 128
৬১. অপরাধ : কোর্ট :: রােগ : ?
ক) ডাক্তার।
খ) ওষুধ
গ) হসপিটাল
ঘ) চিকিৎসা
৬২. 1:1:: 10:?
ক) 12খ) 110
গ) 210
ঘ) 1000
৬৩. সীমার ছােট ভাই অনিল সীতার থেকে বড়াে | শ্বেতা। দীপ্তির থেকে ছােট কিন্তু সীমার থেকে বড় ।এদের মধ্যে সবচেয়ে বড় কে ?
ক) সীতা
খ) দীপ্তি
গ) সীমা
ঘ) শ্বেতা।

৬৪. রহিম আর তার কাকুর বয়সের পার্থক্য 30 বছর | 7 বছর পর যদি তাদের মােট বয়স 66 বছর হয়, তাহলে রহিমের কাকুর বর্তমান বয়স কত ?
ক) 39 বছর
খ) 41 বছর
গ) 51 বছর
ঘ) 49 বছর

৬৫. একটি ক্লাসে সােহমের স্থান প্রথম থেকে সপ্তম এবং শেষ থেকে 26 তম | তাহলে ক্লাসে মােট কত জন ছাত্র-ছাত্রী আছে ?
ক) 33 জন
খ) 34 জন।
গ) 31 জন
ঘ) 32 জন
৬৬. P এবং Q এর মাসিক গড় আয় 6000 টাকা , Q এবং R এর মাসিক গড় আয় 5250 টাকা , P এবং R এর মাসিক গড় আয় 5500 টাকা | P এর মাসিক আয় কত?
ক) 3500 টাকা
খ) 4500 টাকা
গ) 6250 টাকা
ঘ) 4800 টাকা

৬৭. একটি টেপ রেকর্ডার 950 টাকায় বিক্রি করায় 5 % ক্ষতি হয় ৷ রেকর্ডারটিকে 1040 টাকায় বিক্রি করলে কত লাভ হবে ?
ক] 4%
খ] 4.5%
গ] 5 %
ঘ) 9 %
৬৮. 6400 টাকা A, B ও C এর মধ্যে 3/5 : 2 : 5/3
অনুপাতে ভাগ করে দেওয়া হলে , B কত টাকা পাবে ?
ক) 2560 টাকা
খ) 3000 টাকা
গ] 3200 টাকা
ঘ) 3840 টাকা
৬৯. 2 জন পুরুষ এবং 3 জন মহিলা 10 দিনে একটি কাজ শেষ করেন | আবার 4 জন পুরুষ ওই কাজটি 10 দিনে শেষ করলে ; 3 জন পুরুষ ও 3 জন মহিলা একত্রে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে ?
কা 6 দিন
খ) 7 দিন
গ) ৪ দিন
ঘ) 9 দিন
৭০. যদি একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10 % বাড়ানাে হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে ?
ক) 10 %
খ) 15 %
গ] 40 %
ঘ) 21 %

৭১. একটি পরীক্ষায় পাশ করার জন্য মােট নম্বরের 36 % পেতে হবে | একটি ছাত্র 113 পায় এবং সে 85 নম্বরের জন্য পরীক্ষায় ফেল করে | পরীক্ষাটি কত নম্বরের ছিল ? ক) 500
খ) 550
গ] 640
ঘ) 1000
৭২. দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700 | যদি
একটি সংখ্যা 275 হয় তবে অপর সংখ্যাটি কত?
ক) 279
খ) 283
গ) 308
ঘ) 318
৭৩. 10 টি চেয়ার এর দাম 4 টি টেবিলের দাম এর সমান | 15 টি চেয়ার ও 2 টি টেবিলের মােট দাম 4000 টাকা হলে 12 টি চেয়ার ও 3 টি টেবিলের মােট দাম কত হবে ?
ক) 3300 টাকা
খ] 3900 টাকা।
গ] 4300 টাকা
ঘ) 4500 টাকা
৭৪. একটি সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 13 ; সংখ্যাটিকে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
ক) 4
খ) 5
গ) 6
ঘ] 13
৭৫. এক দালাল ক্রেতার কাছ থেকে 3 % কমিশন নেন এবং বিক্রেতার কাছে 4 % কমিশন নেন | তিনি একটি জায়গা বিক্রি করে যদি 7000 টাকা কমিশন পান তবে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল ?
ক) 100000 টাকা
খ) 200000 টাকা
গ] 40000 টাকা
ঘ] 70000 টাকা

৭৬. একটি চৌবাচ্চার দুটি নল চৌবাচ্চাটিকে যথাক্রমে 4 ও 6 ঘন্টায় পূর্ণ করে | অপর একটি নল 10 ঘন্টায় চৌবাচ্চাটিকে খালি করে তিনটি নল একইসঙ্গে খােলা থাকলে চৌবাচ্চাটি কখন পূর্ণ হবে ?
ক) 60/19 ঘন্টায়
খ] 19/60 ঘন্টায়
গ] 31/60 ঘন্টায়
ঘ| 60/31 ঘন্টায়
৭৭. সজলবাবু 22 বছর বয়সে বিয়ে করেন | বিয়ের তিন বছর পর তার বড় ছেলে কমল হয়, আবার কমলের তিন বছর পর অমল হয় , অমলের তিন বছর পর বিমলের জন্ম। হয় | বর্তমানে তিন ভাই ও বাবার বয়সের সমষ্টি 120 বছর হলে সজলবাবুর বর্তমান বয়স কত ?
ক) 50 বছর
খ] 55 বছর
গ) 51 বছর
ঘ| 53 বছর
৭৮. একদল বালকের প্রত্যেকের কাছে ওই দলে বালক এর সংখ্যা যত জন তত সংখ্যক করে মার্বেল আছে দলের সকল এর নিকট যে মার্বেল আছে তার মােট সংখ্যা 324 হলে ,দলে বালক এর সংখ্যা কত?
ক) 15 জন
খ) 16 জন
গ) 17 জন
ঘ) 18 জন
৭৯. 400 টাকা 4 বছরে সুদে-মূলে 480 টাকা হয় |বার্ষিক সুদ 2 % বেশি হলে সুদে-আসল কত টাকা হবে?
ক) 545 টাকা
খ) 512 টাকা
গ) 500 টাকা
ঘ) 430 টাকা

৮০. কোনাে একটি নির্বাচন কেন্দ্রে 10 % লােক ভােট দিতে আসেনি , 5 % ভােট বাতিল হয়ে যায় ।মােট ভােটের 45 % ভােট পেয়ে বিজয়ী প্রার্থী 2500 ভােটে প্রতিদ্বন্দীকে পরাজিত করে।মােট ভােটার সংখ্যা কত?
ক) 60000 জন।
খ] 45000 জন।
গ) 50000 জন
ঘ) 65000 জন
৮১. 60 টি আপেল ও50 টি কমলালেবু সবচেয়ে বেশি কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও লেবু পাবে ?
ক) 20 জন।
খ) 10 জন
গ) 30 জন
ঘ) 50 জন
৮২. একটি সৈন্য শিবিরে 600 জন সৈন্যের 90 দিনের
খাবার মজুদ আছে | 30 দিন পর আরও 300 জন সৈন্য যােগ দিলে বাকি খাদ্যে কতদিন চলবে ?
ক) 30 দিন
খ) 35 দিন
গ) 40 দিন
ঘ] 45 দিন
৮৩. একজন দোকানদার কোনাে জিনিসের ক্রয় মূল্যের উপর 30 % বাড়িয়ে রাখে ও বিক্রি করার সময় 15 % ছাড় দেয় সে 552.50 টাকায় ওই জিনিসটি বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে?
ক) 520 টাকা
খ) 500 টাকা
গ) 550 টাকা
ঘ] 600 টাকা

৮৪. রামের কাছে 12 টাকা ও রহিম এর কাছে 72 টাকা আছে। রহিম রাম কে কত টাকা দিলে রহিমের টাকা রামের টাকার দ্বিগুণ হবে ?
ক) 10 টাকা
খ) 16 টাকা
গ) 30 টাকা
ঘ) 20 টাকা
৮৫. স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ প্রতি ঘন্টায় 15.5 কিমি এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ প্রতি ঘন্টায় ৪.5 কিমি হলে , স্রোতের বেগ কত হবে?
ক) 3.5 কিমি/ঘন্টা
খ] 5.75 কিমি/ঘন্টা
গ) 6.5 কিমি/ঘন্টা
ঘ] 7 কিমি/ঘন্টা