আমাদের দেশে (ভারতবর্ষ) গ্রামীণ ডাকসেবক নিয়োগের অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। অনলাইন আবেদন করা যাবে ৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত (India post gds recruitment)।
৩৮৯২৬ পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়া পোস্ট। গ্রামীণ ডাকসেবক (Gramin Dak Sevak) হিসেবে নিয়োগের জন্যই এই বিজ্ঞপ্তি। ডাকসেবক ছাড়াও BPM/ABPM পদেও নিয়োগ করছে ইন্ডিয়া পোস্ট। ইচ্ছুক প্রার্থীদের ৫ জুনের মধ্যে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। অফলাইনে করা কোনও আবেদন গ্রাহ্য করবে না ইন্ডিয়া পোস্ট। জেনে রাখা জরুরি যে ইন্ডিয়া পোস্টের এই GDS Recruitment পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সিস্টেম কতৃক মেরিট লিস্টের মাধ্যমেই প্রার্থীদের বাছাই করা হবে।
পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ১৯৭৬।
ভারতের বাদ বাকী রাজ্যের শূন্যপদের হিসেব https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে।
পশ্চিমবঙ্গে ব্রাঞ্চ পোস্ট মাস্টার (বিপিএম) এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার/ ডাকসেবক পদে নিয়াগ করা হবে।
বয়সসীমা: ৫ জুন ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: দশম শ্রেণি বা সমতুল পাশ। ম্যাথমেটিক্স এবং ইংরেজি কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে। স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে।
স্থানীয় ভাষা: ন্যূনতম ক্লাস টেন পর্যন্ত স্থানীয় ভাষায় শিক্ষিত হতে হবে।
আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি (Application Procedure ): https://indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত।
অন্যান্য প্রাসঙ্গিক যাবতীয় তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে ।
বেতন কত?
ইন্ডিয়া পোস্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 12 হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন নিযুক্তরা। BPM পদে নিযুক্তরা 12 হাজার টাকা এবং ডাকসেবক পদে নিযুক্তরা 10 হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।
ইচ্ছুক ব্যক্তিরা indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।