Police and Excise Exam Model Questions

পশ্চিমবঙ্গ পুলিশ ও আবগারি পরীক্ষার প্রশ্ন উত্তর পর্ব – 2

প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?
( A ) গ্রামণী

( B ) গ্রামমুখ

( C ) পাঞ্চাল

( D ) বালি

উত্তর :- ( A ) গ্রামণী

“ বুদ্ধচরিতের ” রচয়িতা কে ?

( A ) বুদ্ধঘােষ

( B ) অশ্বঘােষ

( C ) বসুমিত্র

( D ) লােপামুদ্রা

উত্তর :- ( B ) অশ্বঘােষ

উপনিষদের মূল বিষয়বস্তু কী ?

( A ) দর্শন

( B ) যােগ

( C ) আইন নীতি

( D ) ধর্ম

উত্তর :- ( A ) দর্শন

কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে ?

( A ) বুদ্ধদেব

( B ) মহাবীর

( C ) শংকরাচার্য

( D ) চৈতন্য

উত্তর :- ( A ) বুদ্ধদেব

ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধধর্ম বিস্তিত হয়েছিল ?

( A ) কম্বােডিয়া

( B ) থাইল্যান্ড

( C ) শ্রীলঙ্কা

( D ) চিন

উত্তর :- ( C ) শ্রীলঙ্কা।

শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত ?

( A ) বৌদ্ধধর্ম

( B ) জৈনধর্ম

( C ) শৈবধর্ম

( D ) বৈয়বধর্ম

উত্তর :- ( B ) জৈনধর্ম

( A ) শতদ্রু নদী

উওর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তত ছিল ?

( B ) পাঞ্জাব

( C ) বিতস্তা

( D ) হিন্দুকুশ

উত্তর :- ( D ) হিন্দুকুশ

Police and Excise Exam Model Questions

নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ?

( A ) তক্ষশীলা

( B ) কনৌজ

( C ) মগধ

( D ) উজ্জয়িনী

উত্তর :- ( C ) মগধ

হর্ষবর্ধনের জীবনী “ হর্ষচরিত ” কার লেখা ?

( B ) হিউয়েন সাঙ

( A ) ফা – হিয়েন

( C ) বানভট্ট

( D ) অশ্বঘােষ

সম্রাট অশােকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে ?

( A ) চক্রবর্তী

( B ) ধর্মকীর্তি

( C ) শৌর্যাদিত্য

( D ) প্রিয়দর্শী

( A ) ধর্মপাল

বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন ?

( B ) বিজয় সেন

( C ) বল্লাল সেন

( D ) শশাঙ্ক

কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল ?

( A ) হর্ষবর্ধন

( B ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

( C ) অশােক

( D ) সমুদ্রগুপ্ত

উত্তর :- ( B ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

___ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্য বিস্তত করেছিলেন ?

( A ) সমুদ্রগুপ্ত

( B ) কনিষ্ক

( C ) অশােক

( D ) হর্ষবর্ধন

উত্তর :- ( B ) কনিষ্ক

কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই – এর নাম কী ?

( A ) কাশ্মীর সমগ্র

( B ) রাজতরঙ্গিনী

( C ) রাজচক্রবর্তী

( D ) হিমাদ্রিপঞ্জী

উত্তর :- ( B ) রাজতরঙ্গিনী

অশােকের রাজত্বকাল কোন শতাব্দীতে ?

( A ) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী

( B ) খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী

( C ) দ্বিতীয় শতাব্দী খ্রিস্টাব্দ

( D ) তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দ

উত্তর :- ( B ) খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী।

নীচের কোনটি কনিষ্কের রাজধানী ?

( A ) কনৌজ

( B ) উজ্জয়িনী

( C ) পাটলিপুত্র

( D ) পেশােয়ার

উত্তর :- ( D ) পেশােয়ার

পশ্চিমবঙ্গ পুলিশ ও আবগারি প্রশ্নোত্তর পর্ব – 1

নীচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন ?

( A ) কনিষ্ক

( B ) চন্দ্রগুপ্ত মৌর্য

( C ) অশােক

( D ) সমুদ্রগুপ্ত

উত্তর :- ( D ) সমুদ্রগুপ্ত

কাকে “ ভারতের নেপােলিয়ান ” আখ্যা দেওয়া হয়েছে ?

( A ) সমুদ্রগুপ্ত

( B ) শােক

( C ) চন্দ্রগুপ্ত

( D ) হর্ষবর্ধন

উত্তর :- ( A ) সমুদ্রগুপ্ত

সমুদ্রগুপ্তের কীর্তি নীচের কোনটিতে বর্ণিত রয়েছে ?

( A ) গিরনার শিলালিপি

( B ) হাতিগুম্ফা শিলালিপি

( C ) এলাহাবাদ স্তম্ভ শিলালিপি

( D ) সারনাথ শিলালিপি

উত্তর :- ( C ) এলাহাবাদ স্তম্ভ শিলালিপি

ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ?

( A ) গুপ্তযুগ

( B ) মৌর্যযুগ

( C ) মােগল যুগ

( D ) কুষাণ যুগ

উত্তর :- ( A ) গুপ্তযুগ

গুপ্তযুগে কে “ উত্তর রামচরিত ” নাটক রচনা করেছিলেন ?

( A ) কালিদাস

( B ) বিশাখদত্ত

( C ) ভারবি

( D ) ভবভূতি

উত্তর :- ( D ) ভবভূতি

সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ ‘ এলাহাবাদ প্রশস্তি ’ কে রচনা করেছিলেন ?

( A ) শুদ্রক

( B ) হরিষেণ

( C ) ভবভূতি

( D ) ইসুবন্ধু

উত্তর :- ( B ) হরিষেণ

‘ শকাব্দের ‘ প্রবর্তক কে ?

( A ) অশােক

( B ) রুদ্রমন

( C ) কনিষ্ক

( D ) বিক্রমাদিত্য

উত্তর :- ( C ) কনিষ্ক

Police and Excise Model Questions

হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন ?

( A ) লক্ষ্মণ সেন

( B ) ধর্মপাল

( C ) ভাস্কর বর্মণ

( D ) শশাঙ্ক

উত্তর :- ( D ) শশাঙ্ক

ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন ?

( A ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

( B ) অশােক

( C ) বিম্বিসার

( D ) সমুদ্রগুপ্ত

উত্তর :- ( A ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত


কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?

( A ) চন্দ্রগুপ্ত মৌর্য

( B ) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য

( C ) হর্ষবর্ধন

( D ) অশােক

উত্তর :- ( A ) চন্দ্রগুপ্ত মৌর্য


কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যােগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ?

( A ) সেলুকাস

( B ) ফা – হিয়েন

( C ) মিনান্দার

( D ) মেগাস্থিনিস

উত্তর :- ( D ) মেগাস্থিনিস।


আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ?

( A ) 1001 খ্রিস্টাব্দে

( B ) 1018 খ্রিস্টাব্দে

( C ) 712 খ্রিস্টাব্দে

( D ) 760 খ্রিস্টাব্দে

উত্তর :- ( C ) 712 খ্রিস্টাব্দে


সম্রাট অশােকের সাম্রাজ্যে নীচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না ?

( A ) মাদ্রাজ

( B ) তক্ষশীলা

( C ) কাশ্মীর

( D ) কনৌজ

উত্তর :- ( A ) মাদ্রাজ


সংস্কৃত নাটক “ রত্নাবলী ” কে লিখেছিলেন ?

( A ) বানভট্ট

( B ) হর্ষবর্ধন

( C ) শ্রীহর্ষ

( D ) কালিদাস

উত্তর :- ( B ) হর্ষবর্ধন


চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?

( A ) চন্দ্রগুপ্ত মৌর্য

( B ) চন্দ্র গুপ্ত বিক্রমাদিত্য

( C ) অশােক

( D ) হর্ষবর্ধন

উত্তর :- ( B ) হর্ষবর্ধন


“ কাদম্বরী ” কাব্যের রচয়িতা কে ?

( A ) কালিদাস

( B ) বানভট্ট

( C ) বিশাখদত্ত

( D ) হরিষেণ

উত্তর :- ( B ) বানভট্ট


ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রীসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন ?

( A ) গুপ্ত যুগ

( B ) সুলতান যুগ

( C ) মৌর্য যুগ

( D ) মােগল যুগ

উত্তর :- ( A ) গুপ্ত যুগ


কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল ?

( A ) গুপ্ত

( B ) মােগল

( C ) মৌর্য

( D ) কুষাণ

উত্তর :- ( D ) কুষাণ


আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ?

( A ) সক্রেটিস

( B ) হােমার

( C ) এ্যারিস্টোটল

( D ) প্লেটো

উত্তর :- ( C ) এ্যারিস্টোটল।

মহাবীর ছিলেন—

( A ) প্রথম তীর্থঙ্কর

( B ) বিংশতিতম তীর্থঙ্কর

( C ) তেইশতম তীর্থঙ্কর

( D ) চব্বিশতম তীর্থঙ্কর

উত্তর :- ( C ) তেইশতম তীর্থঙ্কর


‘ দি ইন্ডিকা ’ কে লিখেছিলেন ?

( A ) আলেকজান্ডার

( B ) পতঞ্জলি

( C ) হিউয়েন সাঙ

( D ) মেগাস্থিনিস

উত্তর :- ( D ) মেগাস্থিনিস


ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ?

( A ) বৈদিক যুগে

( B ) মৌর্য যুগে

( C ) গুপ্ত যুগে

( D ) মােগল যুগে

উত্তর :- ( B ) মৌর্য যুগে


ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয় ?

( A ) অশােক

( B ) কনিষ্ক

( C ) পুষ্যমিত্র সুঙ্গ

( D ) চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তর :- ( D ) চন্দ্রগুপ্ত মৌর্য


মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন ?

( A ) দারিয়ুস

( B ) আলেকজান্ডার

( C ) মহম্মদ বিন কাসিম

( D ) সেলুকস নিকেটর

উত্তর :- ( D ) সেলুকস নিকেটর


কনিষ্ক এ রাজধানী কোথায় ছিল ?

( A ) পাটলিপুত্র

( B ) কনৌজ

( C ) তক্ষশীলা

( D ) পেশােয়ার

উত্তর :- ( D ) পেশােয়ার


সম্রাট অশােকের অনুশাসন কোন লিপিতে খােদিত করা হয়েছিল ?

( A ) পালি

( B ) সংস্কৃত

( C ) প্রকৃত

( D ) ব্রাহ্মী

উত্তর :- ( D ) ব্রাহ্মী

Police and Excise Model Questions

যে হুণেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল ?

( A ) মধ্য এশিয়া

( B ) পশ্চিম এশিয়া

( C ) মঙ্গোলিয়া

( D ) দক্ষিণ পূঃ এশিয়া

উত্তর :- ( B ) পশ্চিম এশিয়া


চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশি নীচের কোন শাসককে পরাজিত করেছিলেন ?

( A ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

( B ) ধর্মপাল

( C ) হর্ষবর্ধন

( D ) সমুদ্রগুপ্ত

উত্তর :- ( C ) হর্ষবর্ধন ।


“ পঞ্চতন্ত্র ” কে রচনা করেছিলেন ?

( A ) পাণিনি

( B ) ভারবী

( C ) বানভট্ট

( D ) বিষ্ণুশর্মা

উত্তর :- ( D ) বিষ্ণুশর্মা


বিশ্বের একশাে সর্বোত্তম বই এর মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত । কোন রচনাটি ?

( A ) কুমারসম্ভব

( B ) শকুন্তলা

( C ) মেঘদূত

( D ) রঘুবংশ


“ বৃহৎ সংহিতা ” কার রচনা ?

( A ) বরাহমিহির

( B ) শুদ্রক

( C ) বানভট্ট

( D ) হরিষেণ

উত্তর :- ( A ) বরাহমিহির।


বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন ?

( A ) চিকিৎসাশাস্ত্র

( B ) শারীরবিদ্যা

( C ) জ্যোতির্বিদ্যা

( D ) সাহিত্য

উত্তর :- ( C ) জ্যোতির্বিদ্যা ।


“ গীত গােবিন্দ ” কে রচনা করেছিলেন ?

( A ) সুরদাস

( B ) জয়দেব

( C ) বিদ্যাপতি

( D ) শ্রীচৈতন্য

উত্তর :- ( B ) জয়দেব


নাগার্জুন কে ছিলেন ?

( A ) দাক্ষিণাত্যের এক হিন্দু রাজা

( B ) একজন বৌদ্ধ দার্শনিক

( C ) বৈদিক যুগের একজন ঋষি

( D ) জৈনধর্মের এক তীর্থঙ্কর

উত্তর :- ( C ) বৈদিক যুগের একজন ঋষি



নীচের কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন ?

( A ) চোল

( B ) চালুক্য

( C ) পল্লব

( D ) পান্ড্য

উত্তর :- ( C ) পল্লব



শকাব্দ ” কবে থেকে শুরু হয়েছিল ?

( A ) 78 খ্রিস্টাব্দে

( B ) 4 খ্রিস্টপূর্ব

( C ) 76 খ্রিস্টাব্দ

( D ) 76 খ্রিষ্টপূর্ব

উত্তর :- ( A ) 78 খ্রিস্টাব্দে।