পশ্চিমবঙ্গ পুলিশ এবং আবগারি পরীক্ষার প্রশ্নোত্তর পর্ব – 1
কোন দেশকে ‘ মধ্যরাতের সূর্যের দেশ ‘ ( Land of the Midnight Sun ) বলা হয় ?
( 1 ) জাপান
( 2 ) ফিনল্যান্ড
( 3 ) নরওয়ে
( 4 ) সুইডেন
ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে ?
( 1 ) রাষ্ট্রপতি
( 2 ) প্রধানমন্ত্রী
( 3 ) ভারতের প্রধান বিচারপতি
( 4 ) অ্যাটর্নি জেনারেল
জাপানের পার্লামেন্টের নাম –
( 1 ) বুন্দেশটাগ
( 2 ) ডায়েট
( 3 ) কংগ্রেস
( 4 ) সেনেট
নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি রূপান্তরিত শিলা ?
( 1 ) শ্লেট
( 2 ) বালিপাথর
( 3 ) ব্যাসাল্ট
( 4 ) চুনাপাথর
বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ?
( 1 ) অক্সিজেন
( 2 ) হাইড্রোজেন
( 3 ) নাইট্রোজেন
( 4 ) কার্বন ডাই অক্সাইড
অস্ট্রিয়ার রাজধানীর নাম কি ?
( 1 ) ভিয়েনা
( 2 ) রােম
( 4 ) প্যারিস
( 3 ) ভেনিস
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
( 1 ) সুচেতা কৃপালণি
( 2 ) রাজকুমারী অমৃতা কাউর
( 3 ) অ্যানি বেসান্ত
( 4 ) সরােজিনী নাইডু
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন ?
( 1 ) সূর্য সেন
( 2 ) সুভাষ চন্দ্র বােস
( 3 ) ভগৎ সিং
( 4 ) চন্দ্রশেখর আজাদ
বাবর 1526 সালে প্রথম পাণিপথের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন ?
( 1 ) রাণা সঙ্গা
( 2 ) ইব্রাহিম লােধি
( 3 ) বহলুল লােধি
( 4 ) সিকান্দার লােধি
উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়, যা একটি স্বাভাবিক রঞ্জক এবং জীবাণুনাশক ?
( 1 ) মুল
( 2 ) কান্ড
( 3 ) ফল
( 4 ) ফুল
একটি বৃক্ষের বয়স নির্ধারণ করা যায় :
( 1 ) ওজনের দ্বারা
( 2 ) উচ্চতার দ্বারা
( 3 ) বর্ষবলয়ের দ্বারা
( 4 ) অনুপ্রবিষ্ট মুলের গভীরতার দ্বারা।
মানবদেহে হিমােগ্লোবিনের কি কাজ ?
( 1 ) রেচনকার্যে সহায়তা করা
( 2 ) বৃদ্ধির জন্য অ্যামাইনাে অ্যাসিডের যােগান দেওয়া
( 3 ) উৎসেচক ও হরমােনের যােগান দেওয়া
( 4 ) বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করা।
ত্বকের বহিঃ আবরণটি হল :
( 1 ) এপিডার্মিস
( 2 ) ডার্মিস
( 3 ) এনিডার্মিস
( 4 ) এক্সিডার্মিস
জাতীয় বােটানিক্যাল গবেষণা ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত ?
( 1 ) লাখ্নৌ
( 2 ) নয়াদিল্লি
( 3 ) পাটনা
( 4 ) কোলকাতা
ম্যাপল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক ?
( 1 ) পাকিস্তান
( 2 ) কানাডা
( 3 ) চিন
( 4 ) নেপাল
তেলেঙ্গনা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ?
( 1 ) চন্দ্রবাবু নাইডু
( 2 ) কে চন্দ্রশেখর রাও
( 3 ) কেশব রাও
( 4 ) জগমােহন রেড্ডি
মানচিত্র তৈরির বিজ্ঞান যে নামে পরিচিত ?
( 1 ) কার্টোগ্রাফি
( 2 ) জিওগ্রাফি
( 3 ) কার্পোলজি
( 4 ) জিওলজি
আলােকবর্ষ কিসের একক ?
( 1 ) সময়
( 2 ) দুরত্ব
( 3 ) আলাে
( 4 ) আলাের তীব্রতা
ক্যালামাইন নিচে দেওয়া যে ধাতুর আকরিক :
( 1 ) টিন
( 2 ) ম্যাগনেসিয়াম
( 3 ) জিঙ্ক
( 4 ) কপার
বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখক
( 1 ) রবীন্দ্রনাথ ঠাকুর
( 2 ) গিরিশচন্দ্র ঘােষ
( 3 ) দীনবন্ধু মিত্র
( 4 ) দ্বিজেন্দ্রলাল রায়
নিম্নলিখিত কোনটির সঙ্গে রক্তচাপের সম্পর্ক রয়েছে ?
( 1 ) যকৃৎ
( 2 ) অন্ডকোষ
( 3 ) অগ্ন্যাশয়
( 4 ) অ্যাড্রিনাল
কোন স্তন্যপায়ী প্রাণী ডিম দেয় ?
( 1 ) বাদুর
( 2 ) কাঠবিড়ালী
( 3 ) ক্যাঙ্গারু
( 4 ) ডাক-বিল্ড প্লাটিপাস।
ময়ূর সিংহাসন বানিয়েছিলেন
( 1 ) জাহাঙ্গীর
( 2 ) ঔরঙ্গজেব
( 3 ) আকবর
( 4 ) শাহজাহান।
রমন এফেক্টের যে বৈশিষ্ট্যের সঙ্গে মিল রযেছে, তা হল :
( 1 ) তাপ
( 2 ) অলাে
( 3 ) বিদ্যুৎ
( 4 ) ম্যাগনেটিজম।
বুলি শব্দটির সম্পর্ক রয়েছে :
( 1 ) ক্রিকেট
( 2 ) ফুটবল
( 3 ) হকি
( 4 ) ভলিবল।
আমজাদ আলি খান সম্বন্ধিত হচ্ছেন :
( 1 ) বেহালা
( 2 ) সেতার
( 3 ) সরােদ
( 4 ) বীণা।
গণিতের অলৌকিক ক্ষমতায় যে ভারতীয় কমপিউটারকে পরাস্ত করেছেন :
( 1 ) রাজা রমান্না
( 2 ) শকুন্তলা দেবী
( 3 ) রামানুজম
( 4 ) রিনা পাণিগ্রাহী।
যােজনা পর্ষদের চেয়ারম্যান হলেন :
( 1 ) পরিকল্পনা মন্ত্রী
( 2 ) অর্থমন্ত্রী
( 3 ) রাষ্ট্রপতি
( 4 ) প্রধানমন্ত্রী।
হিরের ভৌতরূপ বা অন্যরূপ হল :
( 1 ) সিলিকন
( 2 ) কার্বন
( 3 ) সালফার
( 4 ) জর্মেনিয়াম।
নিম্নলিখিত পদার্থের মধ্যে সাধারনভাবে কাকে পলিমাইড বলে ?
( 1 ) রেয়ন
( 2 ) ওরিয়ন
( 3 ) টেরিলিন
( 4 ) নাইলন।
কর্মশক্তির জন্য গ্লুকোজের প্রয়ােজনীয়তা রয়েছে :
( 1 ) মুত্রাশয় বা বৃক্ক
( 2 ) দেহের পেশি
( 3 ) মস্তিস্ক
( 4 ) যকৃৎ এর।
বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন :
( 1 ) খ্রীষ্টপূর্ব 581
( 2 ) খ্রীষ্টপূর্ব 567
( 3 ) খ্ৰীষ্টপুর্ব 576
( 4 ) খ্রীষ্টপূর্ব 534
পাণিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল :
( 1 ) 1526
( 2 ) 1556
( 3 ) 1761
( 4 ) 1456
কোন জীবের সবচেয়ে বড় বাচ্চা হয় ?
( 1 ) উট
( 3 ) হাতি
( 2 ) সিংহ
( 4 ) নীল তিমি।
নিম্নলিখিত রােগগুলির মধ্যে কোনটি সংক্রামক নয় ?
( 1 ) টাইফয়েড
( 2 ) হাম
( 3 ) হিস্টিরিয়া
( 4 ) ইনফ্লুয়েঞ্জা।
সুপার নােভা হল :
( 1 ) গ্রহাণুপুঞ্জ
( 2 ) ব্ল্যাক হােল
( 3 ) ধুমকেতু
( 4 ) মরণাপন্ন নক্ষত্র।
পৃথিবীর ঘূর্ণনের গতি হল :
( 1 ) 25 km/sec
( 2 ) 31 km/sec
( 3 ) 39.5 km/sec
( 4 ) 0.47 km/sec
নিম্নলিখিত কোন উদাহরণ অধঃক্ষেপণের রূপ নয় ?
( 1 ) কুয়াশা
( 3 ) তুষারপাত
( 2 ) শিলাবৃষ্টি
( 4 ) বৃষ্টিপাত।
কোন রাজ্যের সীমার সঙ্গে চিনের সীমান্ত রয়েছে ?
( 1 ) জম্মু ও কাশ্মীর
( 2 ) সিকিম
( 3 ) অরুণাচল প্রদেশ
( 4 ) হিমাচল প্রদেশ
সুয়েজ খাল যুক্ত করে :
( 1 ) লােহিত সাগর ও আরব সাগর
( 2 ) লােহিত সাগর ও ভূমধ্যসাগর
( 3 ) আরব সাগর ও ভূমধ্যসাগর
( 4 ) উত্তর সাগর ও বাল্টিক সাগর।
মে মাসে থর মরুভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকে :
( 1 ) 35°C – 37°C
( 2 ) 37°C – 39°C
( 3 ) 40°C – 43°C
( 4 ) 43°C – 45°C
নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি দুঃখের নদী নামে পরিচিত ?
( 1 ) হুগলি
( 2 ) দামােদর
( 3 ) ঘর্ঘর
( 4 ) কোশি।
খরিফ ফসল কোন মাসে বপন করা হয় ?
( 1 ) এপ্রিল
( 2 ) জুন
( 3 ) সেপ্টেম্বর
( 4 ) নভেম্বর
নিম্নলিখিত উদাহরণের মধ্যে কোনটিকে বয়স্কের ঘর ( ‘ House of older ‘ ) বলা হয় ?
( 1 ) রাজ্যসভা
( 2 ) লোকসভা
( 3 ) গ্রামসভ
( 4 ) বিধানসভা।