OLD SYLLABUS
অভিব্যক্তির সংজ্ঞা ও ব্যাখ্যা (Definition and Explanation of Evolution)
জৈব বিবর্তন বা অভিব্যক্তি (Evolution)
সুচনা [Introduction]:- ল্যাটিন শব্দ ‘Evolver’ থেকে Evolution কথাটির উৎপত্তি হয়েছে । আর Evolution কথাটির অর্থ ‘ক্রমবিকাশ’ । পৃথিবীতে প্রথম উৎপন্ন জীব ছিল এককোশী এবং সরল প্রকৃতির । ওই এককোশী সরল জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত জটিল বহুকোশী জীবের সৃষ্টি হয় । এর পর যুগ যুগ ধরে ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে ধাপে ধাপে আধুনিক কালের জীবসমূহের উৎপত্তি হয়েছে । ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হওয়ার এই পদ্ধতিই হল জৈব বিবর্তন বা জৈব অভিব্যক্তি । ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হাবার্ট স্পেন্সারের [Herbert Spencer] মতে, কোনও সত্তার বিকাশ যখন মন্থর অথচ গতিশীল ও পর্যায়ক্রমিকভাবে ঘটে এবং নির্দিষ্ট সত্তা সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হয়, তখন ওই রকম পরিবর্তনকে ‘ইভোলিউশন’ [Evolution] বা অভিব্যক্তি বলে ।
অভিব্যক্তির সংজ্ঞা:- যে মন্থর গতিশীল প্রক্রিয়ায় ধারাবাহিক পরিবর্তন ও ক্রমিক রুপান্তরের মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ সরল উদবংশীয় জীব থেকে নতুন ও অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব এবং ক্রমবিকাশ ঘটে, তাকে জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন বলে ।
মিলার ও উরের পরীক্ষা:
পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রসমূহের বর্ণনা :
বিজ্ঞানী মিলার এবং ঊরে 1953 সালে একটি পাঁচ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন গোল কাচপাত্রে দুটি টাংস্টেন ইলেকট্রোড যুক্ত করে ফ্লাক্সটিকে একটি ঘনীভবন যন্ত্রের সঙ্গে যুক্ত করেন যাহাতে দুটি নল উপস্থিত আছে। একটি নল দিয়ে ঠান্ডা জল প্রবেশ করে, এবং অন্যটি দিয়ে গরম জল বেরিয়ে যায়।
যন্ত্রটিতে ঘনীভবন যন্ত্রের পরে একটি ‘U’ আকৃতির নল আটকান আছে। ইহার দ্বারা মাধ্যমে পরীক্ষায় উৎপন্ন পদার্থ সমূহ জমা হতে পারে। এরপরে একটি ছোটো ফ্লাক্স আছে যাকে নলের সাহায্যে বড়ো ফ্লাকটির সঙ্গে সংযুক্ত করা আছে।
পরীক্ষা :
পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রটির বড়ো ফ্লাক্সটিতে মিথেন, অ্যামোনিয়া, এবং হাইড্রোজেনকে 2:2:1 অনুপাতে নিয়ে তাহার সাথে ছোট ফ্লাক্স থেকে ফুটন্ত জলের জলীয় বাষ্পকে প্রেরণ করা হয়। ইহার পর ওই গ্যাসীয় মিশ্রণটিকে বিচ্ছুরিত তড়িৎ-এর মধ্য দিয়ে অনবরত চালনা করা হয়ে থাকে। এই বিচ্ছুরিত তড়িৎ বজ্রপাতের সময় বিদুৎক্ষরণের ন্যায় কাজ করে থাকে।
এরপর ওই বড়ো ফ্লাস্কটি থেকে নির্গত গ্যাসীয় পদার্থকে ঠান্ডা জলের মধ্য দিয়ে চালনা করলে, তা ঘণীভূত হয়ে পড়ে। ঘনীভূত করা হয় এবং ওই ঘনীভূত তরলকে আবার তাপ প্রয়োগের মাধ্যমে উত্তপ্ত করে, বাষ্পীভূত করা হয় এবং ওই বাষ্প কে আবার বিচ্ছুরিত তড়িৎ এর মধ্য দিয়ে চালনা করা হয়। এই পদ্ধতিটি টানা এক সপ্তাহ ধরে চালানো হয়
পর্যবেক্ষণ :
ঘনীভবন যন্ত্রের ‘U’ আকৃতির নলে এক সপ্তাহ ধরে জমা হওয়া যৌগগুলিকে ক্রোমাটোগ্রাফিক বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয়।শনাক্তকরণের পর লক্ষ্য করা যায় ঘনীভূত তরলে ফর্ম্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যালানিন,,ইত্যাদি উপস্থিত রয়েছে।
সিদ্ধান্ত : বিভিন্ন অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের উৎপত্তি ঘটেছে। অর্থাৎ, ইহা প্রমাণিত হল যে আদিম পৃথিবতে অক্সিজেনবিহীন পরিবেশে অতিবেগুনিরশ্মি, তাপশক্তি, এবং তড়িৎশক্তির ও UV রশ্মির প্রভাবে বিভিন্ন অজৈব যৌগ থেকে জটিলযৌগ যেমন NH3 , H2O, CH4প্রভৃতি উৎপন্ন হয়ে থাকে যাহা সগরে তরল, গরম স্যুপ সৃষ্টি করে থাকে ও ওই গরম তরল স্যুপ থেকেই কোয়াসারভেট এবং জীবনের উৎপত্তি।
অভিব্যক্তির স্বপক্ষে অঙ্গসংস্থানগত ও জীবাশ্মঘটিত বা প্রত্নজীববিদ্যা সংক্রান্ত প্রমাণ
(Morphological and Palaentological Evidence in favour of Evolution)
‘জীব জগতে অভিব্যক্তি ঘটছে’ —এই তথ্যের স্বপক্ষে নানা প্রমাণ পাওয়া যায় । এইসব প্রমাণগুলি হল :
[ক] অঙ্গসংস্থান সংক্রান্ত প্রমাণ [Morphological Evidence]:-
জীবদেহের যে সমস্ত অঙ্গের বাহ্যিক গঠন ও কাজ আলাদা হলেও উত্পত্তি এবং অভ্যন্তরীণ গাঠনিক কাঠামো মূলগতভাবে [basically] এক, তাদের সমসংস্থ অঙ্গ বলে ।
বিভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গের প্রাথমিক গঠনগত মিল দেখে জৈব-বিবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় । এগুলির মধ্যে মেরুদন্ডী প্রাণীদের অগ্রপদ, হৃতপিন্ড ও লুপ্তপ্রায় অঙ্গ ঘটিত সাদৃশ্য জৈব বিবর্তনের স্ব-পক্ষে উৎকৃষ্ট প্রমাণ, যেমন;
[1] অগ্রপদের সাদৃশ্য [Similarity in limbs]:- তিমি, ঘোড়া, পাখি, মানুষ ইত্যাদির অগ্রপদের অস্থির গঠনের তুলনা করলে তাদের মধ্যে একটি সাদৃশ্য লক্ষ করা যায়, যেমন এদের প্রত্যেকের অগ্র বাহুই প্রায় একইরকম অস্থি দিয়ে গঠিত ।
যেমন : তিমির প্যাডেল, মানুষের হাত, বাদুড় ও পাখির ডানা, ঘোড়ার সামনের পা প্রভৃতি অঙ্গগুলি একই ভাবে উত্পত্তি লাভ করেছে । প্রত্যেকক্ষেত্রেই এইসব অঙ্গগুলি হিউমেরাস, রেডিয়াস ও আলনা, কারপ্যালস, মেটাকারপ্যালস ফ্যালানেজস ইত্যাদি হাড় নিয়ে গড়ে উঠেছে ।
এইসব অঙ্গের মধ্যে যেসব আপাত পার্থক্য দেখা যায় সেগুলি বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের কাজের জন্য ঘটেছে, যেমন : পাখির ও বাদুড়ের অগ্রপদ (ডানা) আকাশে উড়বার অঙ্গ; ঘোড়ার অগ্রপদ দৌড়বার উপযুক্ত, তিমির অগ্রপদ (প্যাডেল) সাঁতার কাটবার অঙ্গ এবং মানুষের অগ্রপদ (হাত) কোনও বস্তুকে ধরা অথবা সুক্ষ্ম কোনও কাজ করার উপযুক্ত অঙ্গ ।
এই সব ঘটনা থেকে প্রমাণিত হয় যে, বিভিন্ন রকম মেরুদন্ডী প্রাণী একই রকম পূর্বপুরুষ বা উদবংশীয় জীব থেকেই সৃষ্টি হয়েছে । সমসংস্থ অঙ্গগুলো অভিসারী বিবর্তনকেও নির্দেশ করে ।
[2] হৃৎপিন্ড ঘটিত সাদৃশ্য [Similarity in hearts]:- নির্দিষ্ট গোষ্ঠীর বিভিন্ন জীবের কোনও অঙ্গের গঠন পর্যালোচনা করলে তাদের মধ্যে বেশ কিছু সাদৃশ্য লক্ষ করা যায়, একে তুলনামূলক শারীরস্থানীয় প্রমাণ বলা হয় । যেমন : মাছ, ব্যাঙ সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী —ইত্যাদি মেরুদন্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিন্ডের গঠনের তুলনা করলে দেখা যাবে যে, এরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত । হৃৎপিন্ডের গঠন ও কার্যকারিতা মাছ থেকে স্তন্যপায়ী প্রাণীদেহে ক্রমশ সরল থেকে জটিল হয়েছে । মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিন্ডের গঠন পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে মাছের হৃৎপিন্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, উভচরদের হৃৎপিন্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপদের নিলয়টি অর্ধবিভক্ত হয়েছে, যা পক্ষী ও স্তন্যপায়ীদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিন্ডের উদ্ভব হয়েছে । হৃৎপিন্ডের এই রকম ধারাবাহিকতা থেকে অনুমান করা যায় যে মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ এবং সরীসৃপ থেকে দুই ধারায় পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের উদ্ভব হয়েছে ।
[i] মাছের হৃৎপিন্ড:- মাছের হৃৎপিন্ড দু’প্রকোষ্ঠযুক্ত, যেমন : একটি অলিন্দ ও একটি নিলয়, যা গঠনগত ভাবে খুবই সরল এবং জলে বাস করার উপযুক্ত ।
[ii] ব্যাঙের হৃৎপিন্ড:- ব্যাঙ উভচর প্রাণী ; এদের হৃৎপিন্ড তিন প্রকোষ্ঠযুক্ত, যেমন : দুটো অলিন্দ ও একটি নিলয় । তবুও মাছের মতো ব্যাঙের হৃৎপিন্ডে দূষিত এবং বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে ।
[iii] সরীসৃপ প্রাণীর হৃৎপিন্ড:- সরীসৃপ শ্রেণিভুক্ত প্রাণীর হৃৎপিন্ড বেশি উন্নত ধরনের । এটি অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠযুক্ত, যেমন : দুটো অলিন্দ এবং অসম্পূর্ণভাবে বিভক্ত দুটো নিলয় নিয়ে গঠিত । এখানে দূষিত এবং বিশুদ্ধ রক্তের মিশ্রণ রোধ করার চেষ্টা দেখা যায় ।
[iv] পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিন্ড:- পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিন্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠযুক্ত যা দুটো অলিন্দ এবং দুটো নিলয় নিয়ে গড়ে উঠেছে, এর ফলে দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত কখনই মিশতে পারে না ।
সুতরাং, মেরুদন্ডী প্রাণীদের হৃৎপিন্ড পর্যবেক্ষণ করলে সহজেই প্রমাণিত হয় যে, এরা সকলেই একই পূর্বপুরুষ বা উদবংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে এবং এদের অঙ্গগুলিও সরল থেকে ক্রমশ জটিল ও উন্নতমানের হয়েছে । হৃৎপিন্ডের তুলনামূলক শারীরস্থান থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে :
[i] সমস্ত জীব একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে এবং
[ii] সরল জীব থেকে বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব বা অভিব্যক্তি ঘটেছে ।
[3] নিষ্ক্রিয়, ক্ষয়িষ্ণু বা লুপ্তপ্রায় অঙ্গঘটিত সাদৃশ্য [Similarity in Vestigial Organs]:- জীবদেহের যে সব অঙ্গ এককালে পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল, কিন্তু ক্রমবিবর্তনের ফলে বর্তমান প্রজন্মে কর্মক্ষমতা হারিয়ে অপেক্ষাকৃত ছোটো আকারের এবং কাজহীন অঙ্গে পরিণত হয়েছে, তাদের লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ বলে ।
প্রাণীদের বিভিন্ন ক্ষয়িষ্ণু অঙ্গ পর্যবেক্ষণ করলেও জৈববিবর্তন সম্পর্কে ধারণা জন্মায় । যেমন : গিনিপিগের সক্রিয়া অঙ্গ ‘সিকাম’ মানুষের ক্ষেত্রে ‘অ্যাপেন্ডিক্স’ নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে । বানরের সক্রিয় অঙ্গ লেজ মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ কক্সিস -এ রুপান্তরিত । এর থেকে অনুমান করা যেতে পারে যে, সক্রিয় অঙ্গ বিশিষ্ট প্রাণী থেকে নিষ্ক্রিয় অঙ্গ বিশিষ্ট প্রাণীর উদ্ভব হয়েছে ।
প্রাণীদের মতো উদ্ভিদেরও লুপ্তপ্রায় অঙ্গের সন্ধান মেলে । ভূনিম্নস্থ কান্ডের শল্কপত্র, আম, কাজুবাদাম, কালকাসুন্দির বন্ধ্যা পুংকেশর বা স্ট্যামিনোড, শতমূলী উদ্ভিদের বন্ধ্যা গর্ভকেশর বা পিস্টিলোড লুপ্তপ্রায় অঙ্গ ।
এই সব ঘটনা থেকে সিদ্ধান্ত করা যায় যে, নিষ্ক্রিয় অঙ্গযুক্ত জীব, ওই একই প্রকৃতির সক্রিয় অঙ্গযুক্ত পূর্বপুরুষ বা উদবংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে ।

Next Page—
You must be logged in to post a comment.