1. ‘হরমোন’ শব্দটির প্রবর্তক করা?
উ: বিজ্ঞানী বেইলিস ও স্টারলিং|
2.প্রথম আবিস্কৃত হরমোনটির নাম কী?
উ: সিক্রিটিন|
3.ফাইটোহরমোন কাকে বলে?
উ: উদ্ভিদ হরমোন গুলিকে ফাইটোহরমোন বলে |
4.জিব্বারেলিনের রাসায়নিক নাম কী?
উ: জিব্বারেলিক অ্যাসিড|
5.কোন উদ্ভিদ হরমোন “অগ্রমুকুলের প্রাধান্য”-এর জন্য দায়ী?
উ: অক্সিন|
6.একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কী?
উ: কাইনিন|
7.MCPA-এর পুরো নাম কী?
উ: মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড|
8.একটি টারপেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম করো|
উ: জিব্বারেলিন
9.একটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম কী?
উ: জিব্বারেলিন|
10.কোন ছত্রাক থেকে প্রথম জিব্বারেলিন আবিস্কৃত হয়?
উ: জিব্বারেল্লা ফুজিকোরই|
11.একটি অ্যান্টি-অক্সিনের নাম কী?
উ: ট্রাইআয়োডো বেনজোয়িক অ্যাসিড|
12.কোন হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গ করে?
উ: জিব্বারেলিন|
13.জীবের বংশগত খর্বতা রোধে কোন হরমোন সাহায্য করে?
উ: জিব্বারেলিন|
14.উদ্ভিদের কোষ বিভাজনকালে ক্যারিওকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন?
উ: অক্সিন|
15. উদ্ভিদের কোষ বিভাজনকালে সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন?
উ: সাইটোকাইনিন|
16.অক্সিনের রাসায়নিক সংকেত কী?
উ: C10H9O2N
17.জিব্বারেলিনের রাসায়নিক সংকেত কী?
উ: C19H22O6
18.সাইটোকাইনিনের রাসায়নিক সংকেতের নাম কী?
উ: C10H9N5O
19.হেটেরোঅক্সিন কী?
উ: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে হেটেরোঅক্সিন বলে
20.কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দীর্ঘিকরণ ঘটায়?
উ: জিব্বারেলিন|
21.উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উ: অক্সিন|
22.কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে কোন কৃত্রিম হরমোন?
উ: ডাই ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড [ 2,4-D ]
23.বীজপত্র ও পরিপক্ক বীজে পাওয়া যায় কোন হরমোন?
উ: জিব্বারেলিন|
24.উদ্ভিদের জরা রোধে সাহায্য করে কোন হরমোন?
উ: কাইনিন|
25.কোন হরমোন প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদে প্রথম বছর ফুল ফোটানো হয়?
উ: জিব্বারেলিন|
26.নারকেলের শস্যে কোন হরমোন পাওয়া যায়?
উ: কাইনিন|
27.উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন?
উ: কাইনিন|
28.উদ্ভিদের অপরিনত অঙ্গের মোচন রোধে কোন হরমোন স্প্রে করা হয়?
উ: কৃত্রিম অক্সিন|
29.অক্সিনের একটি কাজ বলো|
উ: উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে
30.পার্থেনোকার্পি কী?
উ: অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে পার্থেনোকার্পি বলা হয়|
31.কোন উদ্ভিদ হরমোন বাষ্পমোচন কমায়?
উ: অ্যাবসিসিক অ্যাসিড|
32.একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম কী?
উ: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড|
33.উদ্ভিদের একটি প্রকল্পিত হরমোনের নাম কী?
উ: ফ্লোরিজেন -এটি ফুল ফোটাতে সাহায্য করে|
34.একটি গ্যাসীয় হরমোনের নাম?
উ: ইথিলিন-এটি ফল পাকাতে সাহায্য করে|
35.অক্সিনের আলোক অবলুপ্তি বলতে কী বোঝো?
উ: আলোর প্রভাবে অক্সিনের ঘনত্ব ক্রমশ হ্রাস পায় ,একে অক্সিনের আলোক অবলুপ্তি বলে |
36.একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কী?
উ: অ্যাবসিসিক অ্যাসিড|
37.উদ্ভিদের কোলিওপটাইলে পাওয়া যায় কোন হরমোন?
উ: অক্সিন|
38.একটি ঘটিত N2 ক্ষারীয় হরমোনের নাম কী?
উ: সাইটোকাইনিন|
39.GA3-এর সম্পূর্ণ নাম কী?
উ: জিব্বারেলিক অ্যাসিড
40.লেটুস শাকের বীজের দ্রুত অঙ্কুরোদগমের জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়?
উ: জিব্বারেলিন|
41.ভুট্টায় যে কাইনিন পাওয়া যায় তার নাম কী?
উ: জিয়াটিন|
42. আগছা নাশক হিসাবে ব্যবহৃত হয় কোন্ হরমোন ?
উ : 2, 4 – D