✯ পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান— পশ্চিম বর্ধমান জেলার আসানসােল।
✯পশ্চিমবঙ্গের শীতলতম স্থান—দার্জিলিং।
✯পশ্চিমবঙ্গে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ — প্রায় 175 – 180 সেমিঃ ।
✯পশ্চিমবঙ্গের কোন অংশে স্বল্প বৃষ্টিপাত সংঘটিত হয় —বীরভূম জেলার ময়ূরেস্বরে ( 95 সেমিঃ )
✯পশ্চিমী ঝঞ্জা কোন সময় পরিলক্ষিত হয় ?
—শীতকালে ।
✯কোন সময় পশ্চিমবঙ্গে ‘ আশ্বিনের ঝড় ‘ হয়
— শরৎকালে ।
✯ পশ্চিমবঙ্গের কোন অংশে সর্বাধিক বৃষ্টিপাত সংঘটিত হয় —জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে ( 500 সেমিঃ ) ।
✯ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?
উত্তর – চক্রবর্তী রাজাগোপালাচারী।
✯ পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি?
উত্তর – মেছো বিড়াল।
✯ পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি?
উত্তর – শ্বেত কন্ঠ মাছরাঙা।
✯ পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি?
উত্তর – শিউলি।
✯ পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি?
উত্তর – ছাতিম গাছ।
✯ পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে?
উত্তর – 3 টি বাংলাদেশ, নেপাল ও ভুটান।
✯ পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে?
উত্তর – 5 টি আসাম, বিহার, সিকিম,ঝাড়খন্ড এবং ওড়িশা।
✯ পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি?
উত্তর – কলকাতা।
✯ পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই?
উত্তর – কলকাতায়।
আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
উত্তর – দক্ষিণ 24 পরগনা।১৯৮৬ সালের ১লা মার্চ চব্বিশ পরগনা জেলাকে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগণা এই দুভাগে ভাগ করা হয়েছে।
✯ আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর – কলকাতা।
✯ পশ্চিমবঙ্গের আয়তন কত?
উত্তর -88,752 পর্ব কিলোমিটার।
✯ আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কত শতাংশ?
উত্তর – 2.67% ।
✯ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি?
উত্তর – সান্দাকফু (3,636 মিটার)।
✯ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর – গঙ্গা।
✯ পূর্ব পশ্চিমে পশ্চিমবঙ্গের বিস্তার কত?
উত্তর – ৩২৪ কিলোমিটার।
✯ উত্তর দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তার?
উত্তর – ৬২৩ কিলোমিটার।
✯ আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তন কোন দেশের প্রায় সমান?
উত্তর – অস্ট্রিয়া এবং হাঙ্গেরি।
✯ পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের সীমানা সর্বাধিক?
উত্তর – বাংলাদেশের(২২১৭ কিলোমিটার)।
✯ পশ্চিমবঙ্গের কয়টি জেলার সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে?
উত্তর – 10 টি জেলা (কুচবিহার, জলপাইগুড়ি , উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা , মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর 24 পরগনা , দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং)।
✯ পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কোন রাজ্যের সীমানা দীর্ঘতম ?
উত্তর – ঝাড়খন্ডের ।
✯ আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি ?
উত্তর – ওড়িশা।
✯ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর – ভুটান।
✯ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর – বাংলাদেশ।
✯ কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে ?
উত্তর – পাঁচটি জেলার উপর দিয়ে ( নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া )।
✯ পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টি?
উত্তর – 42 টি।
✯ পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কয়টি?
উত্তর – 16 টি।
পশ্চিমবঙ্গের লােকসভার তফশিলি জাতির সংরক্ষিত আসন: ১০
পশ্চিমবঙ্গের লােকসভায় তফশিলি উপজাতির সংরক্ষিত আসন: ২
✯ টাইগার হিলের উচ্চতা কত?
উত্তর – ২৫৭৩ মিটার।
✯ পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি ?
উত্তর – ঘুম(২২৬০ মিটার)।
✯ তিস্তা নদীর পূর্বাংশ কি নামে পরিচিত?
উত্তর – ডুয়ার্স ।
✯ তিস্তা নদীর পশ্চিম অংশ কি নামে পরিচিত ?
উত্তর – তরাই।
✯ তরাই কথার অর্থ কি?
উত্তর – স্যাতস্যাতে জায়গা।
✯ পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য কত?
উত্তর – ৫২০ কিমি।
✯ ফারাক্কা ব্রিজ কত সালে নির্মিত হয়েছে?
উত্তর – 1961 থেকে 1975।
✯ উত্তর বঙ্গের প্রধান নদী কোনটি?
উত্তর – তিস্তা।
✯ কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়?
উত্তর – দামোদর নদী।
✯ কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?
উত্তর – কোশী নদী।
✯ কোন নদী বর্ধমান ও বীরভূমের মাঝে সীমানা নির্দেশ করেছে?
উত্তর – অজয় নদী।
✯ দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী মিলিত হয়ে তৈরি হয়েছে কোন নদীর উৎপন্ন হয়েছে?
উত্তর – রূপনারায়ণ।
✯ কংসাবতী ও কেলাঘাই নদী মিলিত হয়ে কোন নদী উৎপন্ন হয়েছে?
উত্তর – হলদি নদী।
✯ বরাকর ও কোনার নদী মিলিত হয়ে কোন নদী উৎপন্ন হয়েছে?
উত্তর – দামোদর।
✯ বিদ্যাধরী ও রায়মঙ্গল মিলিত হয়ে কোন নদী উৎপন্ন করেছে ?
উত্তর – ইছামতী।
✯ সুন্দরবন এলাকার সবচেয়ে বেশি জলপরী বহনকারী নদী কোনটি?
উত্তর – মাতলা।
✯ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কোন প্রকৃতির অরন্য দেখা যায়?
উত্তর – ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী প্রকৃতির।
✯ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর – ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।
✯ পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি?
উত্তর – ফোর্ট উইলিয়াম,১৮০০ সাল।
✯ পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি?
উত্তর – ব্যাপটিস্ট মিশন স্কুল।
✯ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি?
উত্তর – বেথুন।
✯ পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ?
উত্তর – কোলকাতা মেডিকেল কলেজ,১৮৩৫।
✯ পশ্চিমবঙ্গের কোন দুটি জায়গার মধ্যে প্রথম ট্রেন চলাচল শুরু হয় ?
উত্তর – হাওড়া থেকে হুগলি,১৮৫৪।
✯ পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর – হিকির বেঙ্গল গ্যাজেট,১৭৮০।
✯ প্রথম পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
উত্তর – সমাচার দর্পণ,১৮১৮।
✯ পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার কোনটি?
উত্তর – উইলিয়াম কেরি লাইব্রেরি, ১৮০০।
✯ পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা হলো —পশ্চিম বর্ধমান।
✯পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন: হাওড়া
✯পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন: শিয়ালদহ
✯পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম: খড়গপুর
✯পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ: সান্দাকফু (৩.৬৩৬ মিটার)
✯পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ: জেলেপােলা
✯পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গণ: যুবভারতী ক্রীড়াঙ্গণ
✯পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ: ফারাক্কা ব্যারেজ (গঙ্গার ওপর নির্মিত ২,২৪৫ মিটার লম্বা)
✯পশ্চিমবঙ্গের বৃহত্তম বাধ: ফারাক্কা বাঁধ
✯পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু: হাওড়া ব্রীজ (দৈঘ্য—৪৫৭ মিটার)
✯ পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রীজ: বিদ্যাসাগর সেতু (২৭০০ ফুট)
শ্চিমবঙ্গের সর্বাপেক্ষা শিক্ষিত জেলা: কলকাতা (৮১.৩১%)
পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয়: কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতার নামকরণ করেন: চার্লস আয়ার
পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ: শহীদ মিনার (১৬৫ ফুট)
পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু: রূপনারায়ণ সেতু কোলাঘাট (৩৩১৪ ফুট)
পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়াে বাঁধ: দামােদর বাধ
পশ্চিমবঙ্গের প্রথম কাগজের কল: বালিতে, রয়েল পেপার মিল
পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধঃ ভিক্টোরিয়া মেমােরিয়াল (উচ্চতা—১৮২ ফুট)
পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ: হাজারদুয়ারি (মুর্শিদাবাদ)
পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল: বিড়লা প্ল্যানেটোরিয়াম
পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান: বােটানিক্যাল গার্ডেন, শিবপুর, (হাওড়া)
পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা: জুলজিক্যাল গার্ডেনস্ (আলিপুর, কলকাতা)
পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা: গঙ্গাসাগর মেলা
পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলবাজার: মল্লিকহাট
পশ্চিমবঙ্গের বৃহত্তম ব-দ্বীপ: সুন্দরবন ব-দ্বীপ অঞ্চল
পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী: ভাগীরথী (দৈর্ঘ্য—৫৩০ কিমি)
পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব: ক্যালকাটা ডালহৌসি ক্লাব
পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর: কলকাতার দমদম বিমানঘাঁটি (নেতাজী সুভাষচন্দ্র বােস ইন্টারন্যাশানাল এয়ারপাের্ট)
পশ্চিমবঙ্গের সর্বপ্রথম কাপড়ের কল: শ্রীরামপুরে বঙ্গলক্ষ্মী কটন মিল
পশ্চিমবঙ্গের একমাত্র কুইনাইন উৎপাদন কারখানা: দার্জিলিং জেলার মংপুতে
পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী: দুর্গাপুর
পশ্চিমবঙ্গের জলবায়ুর নাম: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
পশ্চিমবঙ্গের প্রধান ফসল: ধান
পশ্চিমবঙ্গের যে গ্রামকে ‘গ্রামরত্ন’ বলা হয়: ফুলিয়া (নদীয়া)
বাংলার ‘অক্সফোর্ড’ বলে: নবদ্বীপকে
পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল: পদ্মজা নাইডু
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী : মমতা ব্যানার্জী