Acid Bug Sparks Panic|নয়া আতঙ্ক অ্যাসিড পোকা

অ্যাসিড পোকা কি? সংস্পর্শে এলে কি করবেন?
আতঙ্ক নয়, সতর্ক থাকুন। নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন।

করোনার (Coronavirus) উপদ্রব ক্রমশ বাড়ছে রাজ্যে। তারই মধ্যে নয়া আতঙ্ক অ্যাসিড পোকার আক্রমণ। দার্জিলিং (Darjeeling) জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ অ্যাসিড পোকার আক্রমণে বিধ্বস্ত। পাহাড় থেকে সমতল – সব জায়গাতেই এই পোকার প্রকোপ বাড়ছে। সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন পড়ুয়াও এই পোকার আক্রমণের শিকার হয়েছেন। জেলা প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে। এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
Nairobi fly হল পূর্ব আফ্রিকার আদিবাসী paederus প্রজাতির rove beetle-এর দুটি প্রজাতির সাধারণ নাম। এই বিটলগুলি কামড়ায় না, তবে এদের haemolymph-এ pederin-নামে পরিচিত একটি ক্ষয়কারী টক্সিন থাকে যা ত্বকের সংস্পর্শে এলে রাসায়নিক পোড়া হতে পারে। এই পোড়ার কারণে, নাইরোবি ফ্লাইকে dragon bug-ও বলা হয়।
পোকাটি কামড়ে হুল ফোটায়। ওর শরীরে ‘পিডেরিন’ নামক একপ্রকার বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ থাকে, যা মানুষের ত্বক ও কোষের মারাত্মক ক্ষতি করে। অ্যাসিডের সংস্পর্শে এলে যেমন মানুষের ত্বক পুড়ে (Burn) যায় বা ত্বকে ফোসকা পড়ে। ওই পোকা কামড়ালে বা হুল ফোটালে একই রকম অবস্থা হয়। পোকার কামড়ে শরীরের যে অংশে ক্ষত সৃষ্টি হবে, সেই অংশটি অন্য উন্মুক্ত অংশের সংস্পর্শে এলে সেখানেও একইরকম ক্ষত তৈরি হতে পারে। অ্যাসিড পোকা কামড়ালে ক্ষতস্থান ও আশেপাশের অংশে জ্বালাপোড়া, ব্যথা, বমি বা বমিভাব, মাথাব্যাথা, জ্বর হতে পারে। পোকাটি এতটাই ক্ষতিকর যে, পোকাটির সংস্পর্শে যদি কারো চোখে ক্ষত হয় তবে সেই ব্যক্তি দৃষ্টিশক্তিও হারাতে পারেন। চিকিৎসকদের একাংশ এমনই সতর্কবার্তা দিচ্ছেন।


কোনো প্রাপ্তবয়স্ক Nairobi fly প্রধানত কালো এবং লালচে রঙের হয় এবং দৈর্ঘ্যে 6-10 মিমি ও প্রস্থে 0.5-1.0 মিমি পর্যন্ত হয়। তাদের মাথা, তলপেট এবং এলিট্রা কালো, বক্ষ ও পেটের উপরের অংশ লাল।

এই বিটলগুলি আর্দ্র অঞ্চলে বাস করে এবং প্রায়শই কৃষির জন্য উপকারী কারণ এরা ফসলের জন্য ক্ষতিকারক কীটপতঙ্গগুলিকে খেয়ে ফেলে।

প্রবল বৃষ্টির ফলে কখনো কখনো নাইরোবি ফ্লাই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রায়শই রাতে, ঘুমন্ত ব্যক্তিরা অসাবধানতাবশত এই পোকার সংস্পর্শে আসেন। শরীরের উপরে বসলে আলতো করে এই পোকাটিকে ত্বক থেকে ঝেড়ে ফেলে দিন বা উড়িয়ে দিন, ভালো করে জায়গাটি ধুয়ে নিন। আর রাতে শোবার সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। পোকার সংস্পর্শে এলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।