ভারতের প্রথম আধুনিক কাগজকল 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে স্থাপিত হয় । এরপর 1870 সালে কলকাতার কাছে বালিতে স্থাপিত হয় ‘রয়্যাল পেপার মিল ‘ ৷ যা ভারতের প্রথম যন্ত্রচালিত কাগজকল।
ভারতের প্রথম নিউজপ্রিন্ট উৎপাদনের কারখানা 1955 সালে মধ্যপ্রদেশের নেপানগরে ন্যাশনাল নিউজপ্রিন্ট অ্যান্ড পেপার মিলস লিমিটেড এর তত্ত্বাবধানে গড়ে ওঠে ।
ভারতের উল্লেখযোগ্য কাগজ শিল্পকেন্দ্র গুলি হল —
1) বিহার (ডালমিয়ানগর)
2) অসম ( কাছাড় ও নওগাঁ)
3) উত্তরপ্রদেশ ( সাহারানপুর , লখনউ ও কানপুর )
4) মধ্যপ্রদেশ ( ভোপাল, নেপানগর, রতলম, বিদিশা )
5 ) মহারাষ্ট্র ( পুনে, গোরেগাঁও , খোপোলি )
6 ) অন্ধ্রপ্রদেশে ( রাজামুন্দ্রি, সিরপুর )
7 ) গুজরাট ( আমেদাবাদ, ভাদোদরা )
কাগজ শিল্পের কাঁচামালসমূহ:
উদ্ভিজ্জ কাঁচামাল : নরম কাঠ, সাবাই ঘাস, বাঁশ, আখের ছিবড়া, ধান ও গমের খড়, পাট, তুলাে ইত্যাদি।
রাসায়নিক কাঁচামাল : কস্টিক সােডা, সােডা অ্যাশ, ব্লিচিং পাউডার, সােডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, ক্লোরিন, চুন, ক্যালশিয়াম সালফেট ও কার্বনেট, গন্ধক, ফটকিরি, বিভিন্ন রং ইত্যাদি।