কার্পাস – বয়ন ভারতের একক বৃহত্তম শিল্প|
বিশুদ্ধ কাঁচামাল নির্ভর এই শিল্প অস্থানু চরিত্রের শিল্প ( Foot loose Industry ) | (শিকড় আলগা শিল্প )
ভারতের প্রথম আধুনিক কার্পাস – বয়ন শিল্পকেন্দ্র 1854 সালে মুম্বাইতে স্থাপিত হয়, যার নাম ছিন Bombay Spinning and weaving Company | সি . এন. দেবার এটি স্থাপন করেন ৷
ভারতের প্রথম যন্ত্রচালিত বস্ত্রবয়ন কেন্দ্র 1818 সালে হাওড়ার ঘুসুড়িতে ( ফোর্ট গ্লোস্টার ) স্থাপিত হয় |
তামিলনাড়ুতে কাপড় মিলের সংখ্যা সর্বাধিক ৷
সবরমতী নদীর তীরে অবস্থিত আমেদাবাদ বস্ত্রশিল্পের খ্যাতির জন্য ভারতের ম্যাঞ্চেস্টার নামে পরিচিত ৷
কোয়েম্বোটারকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় |
কানপুরকে উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়|
মুম্বাইকে CottonPolis of India বলা হয়
ভারতের কার্পাস – বয়ন শিল্প কেন্দ্র :

You must be logged in to post a comment.