প্রাইমারী ও আপার প্রাইমারী টেট : সংবহন ও রক্ত

1. রক্ত সংবহনতন্ত্র কয় প্রকার?

🅐 2

🅑 3

🅒 4

🅓 6

উত্তর : ➠ 🅐 2

➥ প্রাণীদেহে প্রধানত দুই ধরনের রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। যথা – (i) মুক্ত রক্ত সংবহনতন্ত্র ও (ii) বদ্ধ রক্ত সংবহনতন্ত্র।

2. মুক্ত সংবহন দেখা যায় —

🅐 কেঁচোর

🅑 আরশোলার

🅒 ব্যাঙের

🅓 মানুষের

উত্তর : 🅑 আরশোলার

➥ আরশোলাসহ সমস্ত পতঙ্গ, চিংড়ি (সন্ধিপদ প্রাণী), শামুক, ঝিনুক (কম্বোজ প্রাণী) ইত্যাদির মুক্ত সংবহন দেখা যায়।

3. বদ্ধ সংবহন দেখা যায় —

🅐 কেঁচোর

🅑 চিংড়ির

🅒 স্পঞ্জের

🅓 হাইড্রার

উত্তর➠ 🅐 কেঁচোর|

➥ কেঁচো, জোঁক প্রভৃতি অমেরুদণ্ডী প্রাণী এবং সব মেরুদন্ডী প্রাণীতে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়।

4. পতঙ্গদের রক্তপূর্ণ দেহগহ্বরকে বলে —

🅐 হিমোসিল

🅑 হিমোসিলোমিক তরল

🅒 হিমোলিম্ফ

🅓 হিমোগ্লোবিন

উত্তর➠ 🅐 হিমোসিল ৷

আর্থ্রােপোডা পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ দেহ গহব্বরকে হিমোসিল বলে।

5. কোন্ প্রাণীর রক্ত শ্বাসরঞ্জকবিহীন?

🅐 বাদুড়

🅑 সাপ

🅒 রুইমাছ

🅓 প্রজাপতি

উত্তর➠ 🅓 প্রজাপতি

6. আরশোলার হৃদপিন্ডটি পরিবেষ্টিত থাকে যার দ্বারা, তা হল —

🅐 সাইনাস

🅑 পেরিকার্ডিয়াল সাইনাস

🅒 পেরিকার্ডিয়াম

🅓 সবকটি

উত্তর➠ 🅑 পেরিকার্ডিয়াল সাইনাস|

➥ অ্যালারি পেশি আরশোলার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদপিন্ডে রক্ত প্রবেশ করতে সাহায্য করে।

7. চিংড়ির রক্তরসে উপস্থিত শ্বাসরঞ্জকটি হল —

🅐 মায়োগ্লোবিন

🅑 হিমোগ্লোবিন

🅒 হিমোসায়ানিন

🅓 হিমোএরিথ্রিন


উত্তর➠ 🅒 হিমোসায়ানিন

➥ হিমোসায়ানিন রঞ্জকে উপস্থিত ধাতুটি হল তামা।

8. লসিকা কার মাধ্যমে রক্তে ফিরে আসে?

🅐 রক্তজালক

🅑 শিরা

🅒 লসিকাবাহ

🅓 ধমনি

উত্তর➠ 🅑 শিরা

9. কেঁচোর দেহে হিমোগ্লোবিন কোথায় থাকে?

🅐 রক্তরসে

🅑 লোহিত কণিকায়

🅒 অনুচক্রিকায়

🅓 শ্বেতকণিকায়

উত্তর➠ 🅐 রক্তরসে|

10. লসিকার প্রকৃতি —

🅐 তীব্র ক্ষার

🅑 তীব্র আম্লিক

🅒 ঈষৎ ক্ষারীয়

🅓 ঈষৎ আম্লিক

উত্তর➠ 🅒 ঈষৎ ক্ষারীয়

11. মানবদেহের দেহতরলের কত অংশ অন্তঃকোষীয় তরল?

🅐 50%

🅑 60%

🅒 40%

🅓 30%


উত্তর➠ 🅑 60%

12. সচল অস্থিসন্ধিতে দুটি অস্থির মাঝে উপস্থিত থাকে —

🅐 এন্ডোলিম্ফ

🅑 পেরিলিম্ফ

🅒 সাইনোভিয়াল তরল

🅓 লসিকা

উত্তর➠ 🅒 সাইনোভিয়াল তরল|

13. কোন্ বহিঃকোষীয় তরলটি মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে?

🅐 লসিকা

🅑 রক্ত

🅒 কলারস

🅓 CSF


উত্তর➠ 🅑 রক্ত|

14. নিম্নলিখিত কোন্ প্রাণীটির RBC থাকে না?

🅐 মানুষ

🅑 ব্যাং

🅒 কেঁচো

🅓 মাছ


উত্তর➠ 🅒 কেঁচো

15. মানুষের অনুচক্রিকার গড় আয়ু কত দিন?

🅐 1-2 দিন 🅑 2-5 দিন 🅒 5-9 দিন 🅓 9-15 দিন


উত্তর➠ 🅒 5-9 দিন

16. রক্তে RBC -এর পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে?

🅐 ওলিগোসাইথিমিয়া

🅑 পলিসাইথিমিয়া

🅒 অ্যানিমিয়া

🅓 লিউকোপিনিয়া

উত্তর➠ 🅑 পলিসাইথিমিয়া|

17. রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে যে রোগ হয়, তা হল —

🅐 অ্যানিমিয়া

🅑 পারপিউরা

🅒 লিউকেমিয়া

🅓 লিউকোপিনিয়া

উত্তর➠ 🅑 পারপিউরা

18. ব্লাড ক্যান্সার হল —

🅐 লিউকোপিনিয়া

🅑 লিউকেমিয়া

🅒 লিউকোসাইটোসিস

🅓 অ্যানিমিয়া

উত্তর➠ 🅑 লিউকেমিয়া|

19. নিউক্লিয়াসবিহীন রক্তকণিকাটি হল —

🅐 নিউট্রোফিল

🅑 মনোসাইট

🅒 এরিথ্রোসাইট

🅓 লিম্ফোসাইট

উত্তর➠ 🅒 এরিথ্রোসাইট|

20. যে-প্রকার WBC অ্যালার্জি প্রতিরোধ করে, তা হল —

🅐 লিম্ফোসাইট

🅑 নিউট্রোফিল

🅒 বেসোফিল

🅓 ইওসিনোফিল

উত্তর➠ 🅓 ইওসিনোফিল

21. প্রদত্ত কোনটি দানাবিহীন শ্বেতকণিকা?

🅐 নিউট্রোফিল

🅑 ইওসিনোফিল

🅒 বেসোফিল

🅓 লিম্ফোসাইট

উত্তর➠ 🅓 লিম্ফোসাইট

22. অ্যান্টিবডি উৎপাদনকারী রক্তকণিকা হল —

🅐 B-লিম্ফোসাইট

🅑 RBC

🅒 অনুচক্রিকা

🅓 নিউট্রোফিল

উত্তর➠ 🅐 B-লিম্ফোসাইট

23. সিরামে অনুপস্থিত উপাদানটি হল —

🅐 অ্যালবুমিন

🅑 ফাইব্রিনোজেন

🅒 গ্লোবিউলিন

🅓 বিলিরুবিন


উত্তর➠ 🅑 ফাইব্রিনোজেন

24. অ্যান্টিজেনবিহীন রক্তশ্রেণীটি হল —

🅐 A

🅑 B

🅒 AB

🅓 O


উত্তর➠ 🅓 O

25. নিম্নলিখিত কোনটি মুক্ত সংবহনে উপস্থিত থাকে না?

🅐 ধমনি

🅑 হৃদপিণ্ড

🅒 রক্তজালক

🅓 হিমোসিল

উত্তর➠ 🅒 রক্তজালক

26. কোন্ রক্তগ্রুপবিশিষ্ট মানুষ সব মানুষকে রক্ত দান করতে পারে?

🅐 ‘A’ শ্রেণি

🅑 ‘B’ শ্রেণি

🅒 ‘AB’ শ্রেণি

🅓 ‘O’ শ্রেণি


উত্তর➠ 🅓 ‘O’ শ্রেণি

27. কোন্ রক্তগ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?

🅐 ‘A’ শ্রেণি

🅑 ‘B’ শ্রেণি

🅒 ‘AB’ শ্রেণি

🅓 ‘O’ শ্রেণি

উত্তর➠ 🅒 ‘AB’ শ্রেণি

28. কোন্ রোগে রক্ত তঞ্চিত হয় না?

🅐 অ্যানিমিয়া

🅑 হিমোফিলিয়া

🅒 লিউকেমিয়া

🅓 পারপিউরা

উত্তর➠ 🅑 হিমোফিলিয়া

29. ব্লাড ব্যাংকে কোন্ অজৈব পদার্থ তঞ্চনরোধক পদার্থরূপে ব্যবহৃত হয়?

🅐 সোডিয়াম সাইট্রেট

🅑 সোডিয়াম ক্লোরাইড

🅒 হিমোগ্লোবিন

🅓 হেপারিন

উত্তর➠ 🅐 সোডিয়াম সাইট্রেট

30. রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজ মৌলটি হল —

🅐 সোডিয়াম

🅑 পটাশিয়াম

🅒 ক্যালশিয়াম

🅓 ম্যাগনেশিয়াম

উত্তর➠ 🅒 ক্যালশিয়াম

➥ রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনটি হল – ভিটামিন-K।

31. যে-শ্রেণির রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, তা হল —

🅐 A

🅑 B

🅒 AB

🅓 O


উত্তর➠ 🅒 AB

32. A ও B দুই রকমের অ্যান্টিজেন থাকে যে-গ্রুপের রক্তে, তা হল —

🅐 A

🅑 B

🅒 AB

🅓 O


উত্তর➠ 🅒 AB

33. রক্ত সঞ্চারনে সংক্রমণের সম্ভাবনা থাকে যে-রোগটিতে, তা হল —

🅐 টাইফয়েড

🅑 হেপাটাইটিস

🅒 পোলিয়ো

🅓 কলেরা


উত্তর➠ 🅑 হেপাটাইটিস|

34. দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী যে-প্রোটিন প্লাজমায় পাওয়া যায়, তা হল —

🅐 অ্যান্টিজেন

🅑 ইনটারফেরন

🅒 ইমিউনোগ্লোবিউলিন

🅓 টক্সয়েড

উত্তর➠ 🅒 ইমিউনোগ্লোবিউলিন|

35. সঠিক ক্রস ম্যাচিং না-করে রক্ত সঞ্চালন করলে গ্রহীতার দেহে যে-ঘটনাটি ঘটতে পারে, তা হল —

🅐 ABO বিসংগতি

🅑 অ্যাগ্লুটিনেশন

🅒 হিমোলাইসিস

🅓 সবকটি

উত্তর➠ 🅓 সবকটি|

36. মানুষের ও কুমীরের হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা —

🅐 2 টি

🅑 3 টি

🅒 4 টি

🅓 5 টি

উত্তর➠ 🅒 4 টি|

37. হৃদপিন্ডের রক্ত গ্রহণকারী প্রকোষ্ঠটি হল —

🅐 অলিন্দ

🅑 নিলয়

🅒 A ও B উভয়ই

🅓 কোনোটিই নয়

উত্তর➠ 🅐 অলিন্দ|

38. হৃদপিন্ডের আবরকের নাম কি?

🅐 প্লুরা

🅑 পেরিকার্ডিয়াম

🅒 মেনিনজেস

🅓 ক্যাপসুল


উত্তর➠ 🅑 পেরিকার্ডিয়াম|

39. নিম্নমহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত ক্ষয়প্রাপ্ত কপাটিকা হল —

🅐 থিবেসিয়ান কপাটিকা

🅑 ইউস্টেচিয়ান কপাটিকা

🅒 মিট্রাল কপাটিকা

🅓 ট্রাইকাসপিড কপাটিকা


উত্তর➠ 🅑 ইউস্টেচিয়ান কপাটিকা|

40. অধিক কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত বহন করে —

🅐 ফুসফুসীয় শিরা

🅑 ফুসফুসীয় ধমনি

🅒 মহাধমনি

🅓 করোনারি ধমনি


উত্তর➠ 🅑 ফুসফুসীয় ধমনি|

➥ অধিক অক্সিজেনযুক্ত রক্ত বহন করে ফুসফুসীয় শিরা।

41. মানব হৃদপিন্ডের যে-প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়, তা হল —

🅐 ডান নিলয়

🅑 বাম নিলয়

🅒 ডান অলিন্দ

🅓 বাম অলিন্দ


উত্তর➠ 🅓 বাম অলিন্দ|

42. ডান নিলয় থেকে ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত সরবরাহকারী রক্তবাহটি হল —

🅐 মহাধমনি

🅑 ফুসফুসীয় ধমনি

🅒 ফুসফুসীয় শিরা

🅓 করোনারি শিরা

উত্তর➠ 🅑 ফুসফুসীয় ধমনি|

43. মানব হৃদপিন্ডে একমুখী রক্তপ্রবাহে সাহায্য করে —

🅐 শিরা

🅑 ধমনি

🅒 কপাটিকা

🅓 জালক

উত্তর➠ 🅒 কপাটিকা|

44. ‘হিজ’ -এর বান্ডিল থাকে —

🅐 ফুসফুসে

🅑 হৃৎপিন্ডে

🅒 বৃক্কে

🅓 যকৃতে

উত্তর➠ 🅑 হৃৎপিন্ডে|

45. হৃদপিন্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলে?

🅐 সিস্টোল

🅑 ডায়াস্টোল

🅒 পেরিস্টলসিস

🅓 ডায়ালাইসিস

উত্তর➠ 🅐 সিস্টোল|

➥ হৃদপিন্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে বলে ডায়াস্টোল।

46. হৃদপিন্ডের ‘রিজার্ভ পেস-মেকার’ হল —

🅐 AV নোড

🅑 SA নোড

🅒 বান্ডিল অফ হিজ

🅓 পারকিনজি তন্তু


উত্তর➠ 🅐 AV নোড|

➥ অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে AV নোড অবস্থিত। AV নোডের স্পন্দনহার মিনিটে 55-60 বার।

47. হৃদপিন্ডের ‘স্বাভাবিক পেস-মেকার’ হল —

🅐 AV নোড

🅑 SA নোড

🅒 বান্ডিল অফ হিজ

🅓 পারকিনজি তন্তু


উত্তর➠ 🅑 SA নোড|

➥ ডান অলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরার সংযোগস্থলে SA নোড অবস্থিত।

SA নোডের স্পন্দনহার মিনিটে 72-80 বার।

48. একচক্রী হৃৎপিণ্ড যুক্ত প্রাণীটি হল —

🅐 মাছ

🅑 পক্ষী

🅒 কুমির

🅓 মানুষ


উত্তর➠ 🅐 মাছ |

➥ মাছের হৃদপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়।

49. দ্বিচক্রী সংবহনের সঙ্গে সম্পর্কযুক্ত হল —

🅐 পোর্টাল সংবহন

🅑 রেনাল সংবহন

🅒 সিস্টেমিক সংবহন

🅓 সেরিব্রাল সংবহন


উত্তর➠ 🅒 সিস্টেমিক সংবহন |

50. হৃদস্পন্দন কোন্ ধমনিতে মাপা হয়?

🅐 রেডিয়াল ধমনি

🅑 ফুসফুসীয় ধমনি

🅒 মহাধমনি

🅓 সবকটি


উত্তর➠ 🅐 রেডিয়াল ধমনি|