জৈব রসায়ন: ষষ্ঠ উপঅধ্যায়
‘ক’ বিভাগ
১. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখোঃ
(১.১) একই সমগনীয় শ্রেণির পরপর দুটি সমগনের মধ্যে আনবিক ভরের পার্থক্য –
(ক) 8
(খ) 12
(গ) 14
(ঘ) 26
উত্তরঃ (গ) 14
(১.২) কোন্টি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? –
(ক) CH4
(খ) C2H6
(গ) C2H4
(ঘ) C3H8
উত্তরঃ (গ) C2H4
(১.৩) সরলতম অ্যালকেন হল –
(ক) মিথেন
(খ) ইথেন
(গ) প্রোপেন
(ঘ) বিউটেন
উত্তরঃ (ক) মিথেন
(১.৪) মিথেন অনুতে H-C-H বদ্ধন-কোনের মান হল –
(ক) 105⁰
(খ) 110⁰
(গ) 109⁰28′
(ঘ) 108⁰19′
উত্তরঃ (গ) 109⁰28′
(১.৫) ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় –
(ক) মিথেন
(খ) ইথিলিন
(গ) LPG
(ঘ) CNG
উত্তরঃ (খ) ইথিলিন
(১.৬) মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহার হয় –
(ক) অ্যাসিটিলিন
(খ) ইথিলিন
(গ) ইথেন
(ঘ) মিথেন
উত্তরঃ (খ) ইথিলিন
(১.৭) ইথিলিন অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমাবয়বতা দেখা যায় তা হল –
(ক) শৃংখলঘটিত
(খ) অবস্থানঘটিত
(গ) কার্যকরীমূলকঘটিত
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) কার্যকরীমূলকঘটিত
(১.৮) নন্-স্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার যৌগটি ব্যবহৃত হয় সেটি হল –
(ক) পলিভিনাইল ক্লোরাইড
(খ) পলিথিন
(গ) টেফলন
(ঘ) পলিস্টাইরিন
উত্তরঃ টেফলন
(১.৯) CNG-এর প্রধান উপাদান –
(ক) মিথেন
(খ) ইথেন
(গ) বিউটেন
(ঘ) প্রোপেন
উত্তরঃ (ক) মিথেন
(১.১০) ভিনিগারে যে জৈব পদার্থটি থাকে সেটি হল –
(ক) ফর্মিক অ্যাসিড
(খ) ফর্ম্যালডিহাইড
(গ) অ্যাসিটিক অ্যাসিড
(ঘ) অ্যাসিট্যাল ডিহাইড
উত্তরঃ (গ) অ্যাসিটিক অ্যাসিড
‘খ’ বিভাগ
২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
(২.১) মিথেন অনুর জ্যামিতিক আকৃতি কীরূপ?
উত্তরঃ সমচতুস্তলকীয়
(২.২) এমন একটি হাইড্রোকার্বন যৌগের উদাহরন দাও যেটি একটি গ্রিনহাউস গ্যাস।
উত্তরঃ মিথেন
(২.৩) কার্বন ব্ল্যাক কী?
উত্তরঃ 1000⁰C উষ্ণতায় মিথেন বিয়োজিত হয়ে সূক্ষ কার্বন গুঁড়ো উৎপন্ন করে। একে কার্বন ব্ল্যাক বলা হয়।
(২.৪) সরলতম অ্যালকাইনের IUPAC নাম লেখো।
উত্তরঃ ইথাইন
(২.৫) নীল লিটমাসকে লাল করে এমন একটি জৈব যৌগের উদাহরন দাও।
উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড
(২.৬) ভিনিগার কী?
উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিডের 5-8% জলীয় দ্রবনকে ভিনিগার বলে।
(২.৭) শুন্যস্থান পূরন করোঃ
CNG-এর সম্পূর্ন কথাটি হল ___________ ।
উত্তরঃ Compressed Natural Gas
(২.৮) শুন্যস্থান পূরন করোঃ
LPG-এর সম্পূর্ন কথাটি হল__________।
উত্তরঃ Liquefied Petrileum Gas
(২.৯) সত্য না মিথ্যা লেখোঃ
ইথেন অনুতে সমযোজী বদ্ধন সংখ্যা 7।
উত্তরঃ সত্য
(২.১০) সত্য না মিথ্যা লেখোঃ
আলেয়া উৎপাদনকারী প্রধান গ্যাসটি হল মিথেন।
উত্তরঃ সত্য
‘গ’ বিভাগ
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
(৩.১) ‘আলেয়া’ কীভাবে উৎপন্ন হয়?
(৩.২) সমাবয়বতা বলতে কী বোঝায় ? উদাহরন দাও।
(৩.৩) মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী? বিক্রিয়াটির প্রথম ধাপের সমীকরনটি লেখো।
(৩.৪) গঠনগত সমাবয়বতা বলতে কী বোঝায়? উদাহরন দাও।
(৩.৫) অতিরিক্ত পরিমান অ্যাসিটিলিন গ্যাস তরল ব্রোমিনে চালনা করলে কী চাক্ষুষ পরিবর্তন ঘটে সমীকরনসহ লেখো।
(৩.৬) কার্যকরী গ্রুপ বলতে কী বোঝায়? উদাহরন দাও।
‘ঘ’ বিভাগ
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
(৪.১) জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
(৪.২) ইথিলিন ও পলিথিনের মধ্যে পার্থক্য লেখো।
(৪.৩) টেফলন ও পলিথিনের মনোমারের নাম ও সংকেত লেখো ও একটি করে ব্যবহার উল্লেখ করো।