নদীর বিদ্রোহ : মানিক বন্দ্যোপাধ্যায়

নদীর বিদ্রোহ : মাধ্যমিক বাংলা



(১) নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ “আর বৃষ্টি হবে না, কি বল?” – কথাটি কে বলেছিল?
(ক) নতুন সহকারি
(খ) নদের চাঁদ
(গ) রেলের কর্মাধ্যক্ষ
(ঘ) রেলের টিকিট পরীক্ষক
উত্তর : (খ) নদেরচাঁদ

১.২ নদের চাঁদ লাইন ধরে যে দিকে হাঁটতে শুরু করেছিল তা হল –
(ক) স্টেশনের দিকে
(খ) বাড়ির দিকে
(গ) নদীর উপরের ব্রীজের দিকে
(ঘ) পরবর্তী স্টেশনের দিকে
উত্তর : (গ) নদীর উপরের ব্রীজের দিকে

১.৩ “ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল” – এখানে কার সম্পর্কে এরকম কথা বলা হয়েছে?
(ক) ট্রেনের খালাসী
(খ) নদের চাঁদ
(গ) ট্রেনের চালক
(ঘ) নতুন সহকারি
উত্তর : (খ) নদের চাঁদ

১.৪ “এমন ভাবে পাগলা হওয়া কি তার সাজে?” – কিসের জন্য নদের চাঁদ পাগলা হয়েছিল?
(ক) অবিরত বৃষ্টির জন্য
(খ) নদীর জন্য
(গ) নদীর কথা মানুষকে জানানোর জন্য
(ঘ) নিজের পত্নীর জন্য
উত্তর : (খ) নদীর জন্য

১.৫ নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল, কারণ –
(ক) নদীর ঢেউয়ের প্রভাবে ব্রিজ ভেঙে যাচ্ছিল
(খ) নদীতে বন্যা দেখা দিয়েছিল
(গ) তার প্রিয় নদীটি শুকিয়ে যাচ্ছিল
(ঘ) নদীতে ঢেউ উঠেছিল
উত্তর : (গ) তার প্রিয় নদীটি শুকিয়ে যাচ্ছিল

১.৬ নদের চাঁদ ব্রিজের মাঝামাঝি কোথায় এসে বসেছিল?
(ক) একটি কাঠের গুঁড়ির ওপর
(খ) একটি থামের উপর
(গ) ধারকস্তম্ভের শেষ প্রান্তে
(ঘ) একটি ইটের উপর
উত্তর : (গ) ধারক স্তম্ভের শেষ প্রান্তে

১.৭ “নদের চাঁদের ভারী আমোধ বোধ হইতে লাগিল” – এর কারণ কি ছিল?
(ক) ইচ্ছে করলেই হাত বাড়িয়ে নদীর জল স্পর্শ করতে পারবে বলে
(খ) নদীর পাড়ে বসতে পেরেছে বলে
(গ) নদীকে দেখতে পাচ্ছে বলে
(ঘ) ব্রিজের উপর বসতে পেরেছে বলে
উত্তর : (ক) ইচ্ছে করলেই হাত বাড়িয়ে নদীর জল স্পর্শ করতে পারবে বলে

১.৮ নদের চাঁদ নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিল একটি –
(ক) বইয়ের পৃষ্ঠা
(খ) শুকনো পাতা
(গ) খাতার পৃষ্ঠা
(ঘ) একটি পুরনো চিঠি
উত্তর : (ঘ) একটি পুরনো চিঠি

১.৯ একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে কি করেছিল?
(ক) রোমাঞ্চিত
(খ) দিশেহারা
(গ) আচ্ছন্ন
(ঘ) উন্মাদ
উত্তর : (খ) দিশেহারা

১.১০ “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।” – নদীর বিদ্রোহের কারণ কি?
(ক) অনাবৃষ্টি
(খ) লোহা ইট কাঠ কংক্রিট এর বন্ধন
(গ) বর্ষাকাল
(ঘ) অতিরিক্ত বৃষ্টি
উত্তর : (খ) লোহা ইট কাঠ কংক্রিট এর বন্ধন



(২) নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ “আমি চললাম হে!” – কে, কাকে একথা বলেছেন?
উত্তর : নদের চাঁদ তার সহকারীকে একথা বলেছিল।

২.২ স্টেশন থেকে নদীর উপর ব্রিজের দূরত্ব কত?
উত্তর : এক মাইল

২.৩ নদের চাঁদ কত দিন নদীকে দেখা হয়ে ওঠেনি?
উত্তর : পাঁচ দিন

২.৪ “না দেখিলে সে বাঁচিবে না।” – কে, কি না দেখলে বাঁচবে না?
উত্তর : নদীকে না দেখলে নদের চাঁদ বাঁচবেনা।

২.৫ ” সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল।” – কে এবং কি কারণে কেঁদে ফেলেছিল?
উত্তর : ছোট বেলায় একবার অনাবৃষ্টিতে নদীর জল শুকিয়ে যাওয়ায় নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল।

২.৬ “আজ যেন সেই নদী ক্ষেপিয়া গিয়াছি” – নদীর ক্ষেপে যাওয়ার কারন কি?
উত্তর : পাঁচদিন অনবরত বৃষ্টির জলে নদী ফুলে-ফেঁপে উঠেছিল যা নদীর ক্ষেপে যাওয়ার সঙ্গে তুলনা করা যায়।

২.৭ “আজও সে সেই খানে গিয়া বসিল।” – কে এবং কোথায় গিয়ে বসলো?
উত্তর : রেল স্টেশন থেকে প্রায় এক মাইল দূরে একটি ব্রীজের মাঝামাঝি স্থানে একটা ধারক স্তম্ভের শেষ প্রান্তে।

২.৮ “লোভটা সামলাইতে পারিল না” – এখানে কোন লোভের কথা বলা হয়েছে?
উত্তর : নদীর জলের সঙ্গে খেলা করার লোভকে নদের চাঁদ সামলাতে পারেনি।

২.৯ নদের চাঁদ কত বছর স্টেশনমাস্টারের দায়িত্ব পালন করেছে?
উত্তর : চার বছর

২.১০ কোন ট্রেনটি নদের চাঁদ কে পিষে দিয়ে চলে যায়?
উত্তর : সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার



(৩) নিচের সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক প্রশ্ন গুলোর উত্তর দাও :

৩.১ “নিজের এই পাগলামীতে যেন আনন্দই উপভোগ করে।” – কার কথা এখানে বলা হয়েছে? তার আচরণকে পাগলামি বলার কারণ কি?

৩.২ “সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল” – এখানে ‘সে’ বলতে কার কথা বলা হয়েছে? তার এরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কেন?

৩.৩ “আরো বেশি অপরিচিত মনে হইল।” – কাকে, কার অপরিচিত বলে মনে হয়েছিল? কোন ঘটনায় তাকে অপরিচিত মনে হয়েছিল?

৩.৪ “নদের চাঁদের মোন হইতে ছেলেমানুষি আমোদ মিলাইয়া গেল” – কিভাবে নদের চাঁদের মন থেকে ‘ছেলেমানুষি’ আমোদ মিলিয়ে গিয়েছিল?

৩.৫ “নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে।” – কীসের জন্য নদের চাঁদ গর্ভ অনুভব করেছে?

৩.৬ “নদীর বিদ্রোহ” গল্পের প্রকৃতির কিরূপ ছবি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখ।



(৪) নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :

৪.১ “নদীর চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল।” – বর্ষণ পুষ্ট নদী সম্পর্কে নদের চাঁদের যে ভাবনার উদয় হয় তা গল্পের শেষে কিভাবে প্রভাব বিস্তার করেছে তা লেখ।

৪.২ “প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্বিত হইয়া গেল” – নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ কি দেখেছিল? সে স্তম্ভিত হয়ে গিয়েছিল কেন?

৪.৩ “একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদ কে দিশেহারা করিয়া রাখিল।” – নদের চাঁদ দিশেহারা হয়ে পড়েছিল কেন তা সংক্ষেপে লেখ।

৪.৪ “নদীর বিদ্রোহ” গল্প অবলম্বনে নদের চাঁদের চরিত্রটি বিশ্লেষণ করো।

৪.৫ “বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের।” – নদের চাঁদের ভয়ের কারণ গল্প অবলম্বনে লেখো।