অদল বদল: পান্নালাল প্যাটেল
(১) বহু বিকল্প প্রশ্ন গুলোর উত্তর দাও :
১.১ পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক?
(ক) ইংরেজি
(খ) হিন্দি
(গ) গুজরাটি
(ঘ) বাংলা
উত্তর : (গ) গুজরাটি
১.২ “সবদিক থেকেই একরকম।” – কিসের কথা বলা হয়েছে –
(ক) দুই বন্ধু চালচলন
(খ) দুই বন্ধুর চালচলন, কথাবার্তা
(গ) জামার রং, মাপ, কাপড়
(ঘ) উভয় বিদ্যা বুদ্ধি
উত্তর : (গ) জামার রং, মাপ, কাপড়
১.৩ “দুই বন্ধুতে মিলে শানবাঁধানো ফুটপাতে এসে বসতে…।” – দুই বন্ধু হল –
(ক) কৃষাণ ও ইসাব
(খ) কৃশানু ও ইসাব
(গ) অমৃত ও ইসাব
(ঘ) অমৃত ও বিমল
উত্তর : (গ) অমৃত ও ইসাব
১.৪ “অমৃতের এত জোর দিয়ে বলার কারণ ছিল।” – কারণটা হলো –
(ক) অমৃতরা খুব গরিব
(খ) অমৃত খুব সাহসী
(গ) জামার নোংরা করার ব্যাপারে মায়ের সাবধানবাণী
(ঘ) অমৃতের শরীর ভালো ছিল না
উত্তর : (গ) জামার নোংরা করার ব্যাপারে মায়ের সাবধানবাণী
১.৫ “এসো আমরা কুস্তি লড়ি।” – কথাটি বলেছিল –
(ক) ইসাব
(খ) অমৃত
(গ) কালিয়া
(ঘ) বুধিয়া
উত্তর : (গ) কালিয়া
১.৬ “হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল” – বুদ্ধিটা কি ছিল?
(ক) কালিয়া সঙ্গে কুস্তি লড়ার
(খ) স্কুলে না গিয়ে জামা আদায় করার
(গ) ইসাবের বাবার গোয়াল ঘরে লুকিয়ে থাকা
(ঘ) জামা অদল বদল করা
উত্তর : (ঘ) জামা অদল বদল করা
১.৭ “কিছুটা যেতেই অমৃতের নজরে এলো…।” – কি নজরে এসেছিল?
(ক) তার বাবা আসছিল
(খ) তার মা আসছিলো
(গ) হিসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গেছে
(ঘ) কালিয়া তার দলবল নিয়ে তাদের দিকে আসছে
উত্তর : (গ) হিসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গেছে
১.৮ “তোরা অদল-বদল করেছিস, হুম।”-বক্তা কথাটি কী উদ্দেশ্যে বলেছিল?
(ক) তাদের সঙ্গে মজা করার জন্য
(খ) তাদের সচেতন করে দেওয়ার জন্য
(গ) তাদের শাস্তি দেওয়ার জন্য
(ঘ) তাদের আনন্দকে মাটি করে দেওয়ার জন্য
উত্তর: (ঘ) তাদের আনন্দকে মাটি করে দেওয়ার জন্য
১.৯ ইসাবের বাবা অমৃতের মা-কে ডাকে –
(ক) বৌদি বলে
(খ) বাহালি বৌদি বলে
(গ) মাসি বলে
(ঘ) কাকিমা বলে
উত্তর: (খ) বাহালি বৌদি বলে
১.১০ “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”- ‘ও’কে?
(ক) অমৃতের মা
(খ) অমৃত
(গ) ইসাব
(ঘ) কালিয়া
উত্তর: (খ) অমৃত
(২) অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর (কমবেশি ২০ শব্দে)
২.১ “সব দিক থেকেই একরকম।”-কি সব দিক থেকে এক রকম?
উত্তর: ইসাব আর অমৃতের গায়ের জামার রং, মাপ ও কাপড় সব দিক থেকেই একরকম।
২.২ “বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে…”- তফাতটা কি?
উত্তর: অমৃতের পরিবারে বাবা-মা আর তিন ভাই ছিল আর ইসাবের ছিল শুধু বাবা।
২.৩ “তাহলে মা আমাকে ঠ্যাঙ্গাবে ।”-অমৃতের এই কথা মনে হওয়ার কারণ কি?
উত্তর : জামা ময়লা করলে বা ছিঁড়লে যে ঠ্যাঙানি খেতে হবে সে-বিষয়ে অমৃতের সন্দেহ ছিল না।
২.৪ “অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।”- ‘এতেও’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: নতুন জামা নেওয়ার ব্যাপারে বাবার হাতে অমৃতের মার খাওয়ার কথা বোঝানো হয়েছে।
২.৫ “আমি কুস্তি লড়তে চাই না,”-কে, কেন কুস্তি লরতে রাজি হয়নি?
উত্তর: অমৃত কুস্তি লড়তে রাজি হয়নি দুটি কারণে-প্রথমত,তার নতুন জামা নষ্ট হয়ে যেতে এবং দ্বিতীয়ত, ইসাব ছিল তার ঘনিষ্ঠ বন্ধু।
২.৬ “ইসাবের মেজাজ চড়ে গেল।” – ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কী?
উত্তরঃ কালিয়া অমৃতকে কুস্তির নামে মাটিতে ছুড়ে ফেলে দিয়েছিল, তাই দেখে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল।
২.৭ “ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে” – কোন্ ব্যাপারকে ‘ঘোরালো’ বলা হয়েছে?
উত্তরঃ অমৃতের মার খাওয়ার বদলা নিতে ইসাব কালিয়াকে মাটিতে ফেলে দিলে ব্যাপারটা ঘোরালো হয়ে যায়।
২.৮ “এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন।” – কখন তারা ইসাবের বাবার ডাক শুনতে পেয়েছিল?
উত্তরঃ ইসাব ও অমৃত যখন ভয়ে জামার কতটা, কি ছিঁড়েছে তা পরীক্ষা করছিল, এমন সময় তারা ইসাবের বাবার ডাক শুনতে পেল।
২.৯ “আমার সঙ্গে আয়” – কে, কাকে আসতে বলেছিল?
উত্তরঃ তারা দুজনে পরস্পর জামা অদলবদল করবে বলে অমৃত ইসাবের তার সঙ্গে আসতে বলেছিল।
২.১০ “উনি ভুরু কুঁচকোলেন।” – কে, কেন ভুরু কুঁচক্রছিলেন?
উত্তরঃ অমৃতের মা অমৃতের ছেঁড়া জামা দেখে ভুরু কুঁচকেছিল।
২.১১ “তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগল।” – কারা, কেন ছুটে পালাচ্ছিল?
উত্তরঃ ইসাব ও অমৃত আশঙ্কা করেছিল যে, তাদের দুজনের বাবা জামা অদলবদল করার ব্যাপারটা জেনে যাবেন।
২.১২ “ও আমাকে শিখিয়েছে, খঁটি জিনিস কাকে বলে।” – বক্তা ‘খাঁটি জিনিস’ বলতে কী বোঝায় চেয়েছেন?
উত্তরঃ অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতিকে ‘খাঁটি জিনিস’ বলে উল্লেখ করেছেন।
(৩) ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর (কমবেশি ২০ শব্দে)
৩.১ “বলতে গেলে ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে….।”-ছেলে দুটি কে কে? তাদের মিল ও অমিল উল্লেখ করো।
৩.২ “অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল।” -অমৃত জোর দিয়ে কী বলেছিল? তার জোর দিয়ে কী ছিল?
৩.৩ “অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল।”-অমৃতের এরূপ আচারণের কারণ ব্যাখ্যা করো।
৩.৪ “অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।”-অমৃত কখন, কেন পিছপা হতে রাজি হয়নি?
৩.৫ “তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে”-কোন ব্যাপার, কীভাবে ‘ঘোরালো’ হয়ে পড়েছিল?
৩.৬ “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”- ‘ও’ কে? উদ্দিষ্ট ব্যক্তি ‘খাঁটি জিনিস’ বলতে কী বুঝিয়েছেন?
৩.৭ “আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব।”-উক্তিটির তাৎপর্য সংক্ষেপে বুঝিয়ে দাও।
(৪) রচনাধর্মী প্রশ্নোত্তর (কমবেশি ১৫০ শব্দে )
৪.১ “ইসাবের বাবা ছিঁড়া শার্ট দেখামাত্র ওর চামড়া তুলে নেবে।”-ইসাবের জামা কীভাবে ছিঁড়ে গিঅদল বদল: পান্নালাল প্যাটেলয়েছিল? ইসাবের বাবার হাত থেকে রক্ষা পেতে ইসাব কোন পথ অবলম্বন করেছিল?
৪.২ “বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার।”-বক্তা কে? বাহালি বৌদির ছেলে কে? বক্তা কেন এমন কথা বলেছেন?
৪.৩ ‘অদল বদল’ গল্পে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নিদর্শন মেলে তা সংক্ষেপে আলোচনা করো।
৪.৪ ‘অদল বদল’ গল্প অবলম্বনে ইসাবের বাবা হাসান চরিত্রটিকে বিশ্লেণ করো।