(১) নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ অস্ত্রের বিরুদ্ধে গান হল একটি –
(ক) ভক্তি মূলক কবিতা
(খ) স্বদেশী কবিতা
(গ) প্রেমের কবিতা
(ঘ) যুদ্ধ বিরোধী কবিতা
উত্তর : (ঘ) যুদ্ধ বিরোধী কবিতা
১.২ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত –
(ক) ভুতুম ভগবান
(খ) ঘুমিয়েছো, ঝাউপাতা
(গ) পাতার পোশাক
(ঘ) পালী তোমার সঙ্গে
উত্তর : (গ) পাতার পোশাক
১.৩ “আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি” – উদ্দীপ্ত লাইনটি নিচের কোন প্রসঙ্গটি উল্লেখ করেছে –
(ক) সভ্যতার বিবর্তন
(খ) মানুষের সংবদ্ধ প্রতিরোধ
(গ) সভ্যতার বিনাশ
(ঘ) মানুষের নব প্রজন্ম
উত্তর : (খ) মানুষের সংবদ্ধ প্রতিরোধ
১.৪ কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে তুলনা করেছেন –
(ক) যন্ত্রের সঙ্গে
(খ) পোশাকের সঙ্গে
(গ) অস্ত্রের সঙ্গে
(ঘ) বর্মের সঙ্গে
উত্তর : (ঘ) বর্মের সঙ্গে
১.৫ “মাথায় কত শকুন বা চিল” – মাথায় চিল বা শকুন ওড়ার অর্থ কি? –
(ক) সমাজে মোড়ক লেগেছে
(খ) আদর্শহীন সমাজ যেন ভাগাড়ে পরিণত হয়েছে
(গ) পাখিরা ভয় পেয়েছে
(ঘ) চিল শকুনিরা খাদ্যের সন্ধানে ঘুড়ছে
উত্তর : (খ) আদর্শ সমাজ যেন ভাগাড়ে পরিণত হয়েছে
১.৬ “গান-বাঁধবে সহস্র উপায়ে” – কে গান বাঁধবে?
(ক) গায়ক
(খ) টিয়া
(গ) কোকিল
(ঘ) গীতিকার
উত্তর : (গ) কোকিল
১.৭ “আদর গায়ে” কথাটির অর্থ হলো –
(ক) অনাবৃত শরীরে
(খ) অস্ত্র মোড়া শরীরে
(গ) গানের বর্ম পরিহিত শরীরে
(ঘ) মাথায় ময়ূর পালক গোজা শরীরে
উত্তর : (ক) অনাবৃত শরীরে
১.৮ ঋষি বালক এর মাথায় কি গোঁজা আছে –
(ক) পাতা
(খ) রঙিন কাপড়
(গ) ময়ূর পালক
(ঘ) পালক
উত্তর : (গ) ময়ূর পালক
১.৯ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শেষ লাইনে কবি কোথায় অস্ত্র রাখার কথা বলেছেন –
(ক) ঋষি বালক এর পায়ে
(খ) নদীর জলে
(গ) কথকের দুই পায়ে
(ঘ) গানের দুটি পায়ে
উত্তর : (ঘ) গানের দুটি পায়ে
১.১০ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির কবি হলেন –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) জয় গোস্বামী
(গ) মধুসূদন দত্ত
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর : (খ) জয় গোস্বামী
(২) নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ “আমি এখন হাজার হাতে পায়ে / এগিয়ে আসি,” -হাজার হাতে পায়ে কথার অন্তর্নিহিত অর্থ টি ব্যাখ্যা করো।
উত্তর : মানুষ সংঘবদ্ধভাবে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এগিয়ে আসছে।
২.২ “গানের বর্ম আজ পড়েছি গায়ে” – গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন?
উত্তর : গানে শক্তি দিয়ে তিনি হিংসাকে পরাজিত করতে চেয়েছেন।
২.৩ “আঁকড়ে ধরে সে খরকুটো” – কবি খড়কুটো আঁকড়ে ধরে কি করেন?
উত্তর : অন্তিম অবলম্বন হিসেবে গ্রহণ করে তার রক্তাক্ত হৃদয়কে শুশ্রূষা দান করেন।
২.৪ “মাথায় কত শকুন বা চিল” – শকুন বা চিল কি?
উত্তর : সমাজ ও রাষ্ট্রের স্বার্থপর, অর্থলোভী অমানবিক মানুষ এবং তাদের হিংসাত্মক আত্মকেন্দ্রিক মানসিকতা বা চিন্তাভাবনার প্রতীক।
২.৫ “গান বাধবে সহস্র উপায়” – কে সহস্র উপায়ে গান বাঁধবে?
উত্তর : প্রেম গানের প্রতীক ও ভালবাসার প্রতীক কোকিলটি সহস্র উপায় গান বাঁধবে।
২.৬ “আমার শুধু একটা কোকিল” – একটা কোকিল কি করবে বলে কবির বিশ্বাস?
উত্তর : কবির বিশ্বাস একটা কোকিল হাজারো উপায় গান বাঁধবে এবং সমস্ত কলুষতা ধুয়ে দেবে।
২.৭ “বর্ম খুলে দেখো আদর গায়ে” – বর্ম বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর : ক্ষমতার দম্ভ, অহংকার, মোহ প্রভৃতিকে; যা মানুষের মনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে।
২.৮ “গান দাঁড়ালো ঋষি বালক” – ঋষি বালক এর তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর : বাঁশির সুরের মূর্ছনায় জগৎবাসী কে অসুর দমন করে সুর প্রতিষ্ঠার আখিলায় শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক প্রসঙ্গেই এই উক্তিটি করা হয়েছে।
২.৯ “মাথায় গোজা ময়ূর পালক” – কার মাথায় ময়ূর পালক গজায় দেখা যায়?
উত্তর : শ্রীকৃষ্ণের মাথায়
২.১০ “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতায় অস্ত্রধারণ বিষয়ে কবি কি নির্দেশ দিয়েছেন?
উত্তর : যুদ্ধবাজ মানুষদের সুপথে ফিরে আসার অনুরোধ জানিয়ে তাদের অস্ত্রধারণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
(৩) নিচের ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে” – অস্ত্র সরিয়ে রাখার প্রভাব উল্লেখ করো।
৩.২ “হাত নাড়িয়ে বুলেট তারাই” – কিভাবে এটি সম্ভব তা উল্লেখ করো।
৩.৩ “রক্ত মুছি শুধু গানের গায়ে” – উদ্ধৃত লাইনটির অন্তর্নিহিত অর্থ উল্লেখ করো।
৩.৪ “মাথায় কত শকুন বা চিল” – মাথায় শকুন বা চিলের উপস্থিতির কারণ ব্যাখ্যা করো।
৩.৫ “বর্ম খুলে দেখো আদুয় গায়ে” – কবি কেন একথা বলেছেন?
৩.৬ “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়” – কবির এই উচ্চারণে কোন সত্যটি প্রকাশ পেয়েছেন তা উল্লেখ করো।
৩.৭ “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতায় গানের কোন ভূমিকার কথা ব্যক্ত হয়েছে তা লেখো।
(৪) নীচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতার বিষয়বস্তু উল্লেখ করে এর নামকরণের সার্থকতা বিচার করো।
৪.২ কবি জয় গোস্বামীর “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো।
৪.৩ “আমার শুধু একটা কোকিল/ গান বাঁধবে সহস্র উপায়” – কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে? মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
৪.৪ “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতায় কবি মানব জাতিকে উত্তরণের পথ দেখিয়েছেন তা কবিতাটি অবলম্বনে বুঝিয়ে দাও।