পরিবেশ বিদ্যার নানা প্রকৃতি : প্রাইমারী ও আপার প্রাইমারী টেট এক্সাম

1. Environment শব্দটির উৎপত্তি হয়েছে – ফরাসি শব্দ Environ থেকে |

2. পরিবেশ সংক্রান্ত বিষয়ে প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় – সুইডেনের স্টকহোমে

জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন ১৯৭২ সালের ৫–১৬ জুন সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল।

3. ওজোন আবরণী রক্ষা করে – সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে

4. ভূমিকম্পের তীব্রতা মাপা হয় – রিখটার স্কেলে

5. ভূ- কম্প নির্ধারক যন্ত্রের নাম – সিসমোগ্রাফ

6. চীনসাগরে সৃষ্ট ঘূর্ণবাত – টাইফুন ( ক্রান্তীয়)

7. ১৯৮৪ সালে ভারতের ভোপালে গ্যাস দুর্ঘটনা – মিথাইল আইসো সায়ানেট ( MIC )

১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা (Bhopal Gas Tragedy) : এখনও ভারতের কাছে এক অভিশপ্ত দিন। ৩৭ বছর পরেও সেই ভয়ঙ্কর দিনটি পালন করা হয় জাতীয় দুষণ প্রতিরোধ দিবস (National Pollution Prevention Day ) হিসেবে। প্রতি বছর ডিসেম্বর মাসের ২ তারিখে দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করা হয়।

8. সর্বাধিক ভূমিকম্প প্রবন দেশ – জাপান

9. মিনামাটা ব্যাধির কারন – পারদ ( Hg) ঘটিত যৌগের বিষক্রিয়া

মিনামাটা রোগকে কখনও কখনও চিসো-মিনামাটা রোগ হিসাবে উল্লেখ করা হয়।
মিনামাটা রোগটি প্রথম 1956 সালে জাপানে আবিষ্কৃত হয়।
এটি একটি স্নায়বিক সিন্ড্রোম যা মারাত্মক পারদের বিষক্রিয়ার কারণে ঘটে।
এটি মিথাইলমারকিউরি (MeHg) বিষক্রিয়া যা মানুষের মধ্যে ঘটেছে যারা বর্জ্য জলে নিঃসৃত MeHg দ্বারা দূষিত মাছ এবং শেলফিশ গ্রহণ করে।
লক্ষণগুলির মধ্যে রয়েছে অ্যাটাক্সিয়া, হাত ও পায়ের অসাড়তা, পেশীর সাধারণ দুর্বলতা, দৃষ্টিশক্তির ক্ষেত্র সংকুচিত হয়ে যাওয়া এবং শ্রবণশক্তি ও বাকশক্তির ক্ষতি।

10. কৃষিক্ষেত্রে ব্যবহৃত যে কীটনাশক কিছু পক্ষী প্রজাতির বিনাশের কারণ সেটি হলো – DDT (Dichloro diphenyl trichloro ethane)

11. রাশিয়ার চেরনোবিল দুর্ঘটনা – ১৯৮৬

১৯৮৬ সালের ২৬ এপ্রিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষা চালানোর সময় ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই নিভে যায় ৩১টি প্রাণ। পারমাণবিক এ দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়।

12. পরিবেশের অবনতির কারণে সৃষ্ট রোগ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ:

13. ওড়িশা উপকূলে বিধ্বংসী ঝড় – সুপার সাইক্লোন

14. পৃথিবীর বৃহত্তম প্রাণী – নীলতিমি

1 5. ডাইনোসর বিলুপ্ত হয় – ১৯.৫ কোটি বছর আগে

16. ভূপৃষ্ঠের গড় উষ্ণতা – ২২ ডিগ্রী সোলসিয়াস

17. বাতাসের গতিবেগ মাপা হয় – অ্যানিমোমিটার দিয়ে ৷

18. জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হয় – CO2

19. ওজোনস্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে – CFC

20. অম্লবৃষ্টির জন্য দায়ী – SO2 , NO2

21. আদিম সৃষ্ট জীব হল – ব্যাকটেরিয়া

22. পৃথিবীতে প্রাণের আবির্ভাব – সমুদ্রের জলে

23. পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাস অনুপস্থিত ছিল – O2

24. আদিম মানুষের প্রথম আবির্ভাব হয়েছিল – আফ্রিকায়

25. ১৯৯৭ সালে পরিবেশের উপর রাষ্ট্রসংঘের সভা হয় – কিয়োটো শহরে ৷

কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়।