পঞ্চম শ্রেণীর পরিবেশ|Class Five Envs|Primary TET Envs

ডাইক্লোফেনাক: গবাদি পশুর বিভিন্ন অসুখে, বিশেষত হাড়ের অসুখে “ডাইক্লোফেনাক” নামক একটি ব্যথা কমানোর ওষুধ ব্যবহার
করা হয় | এই ওষুধটি মৃত গবাদি পশুর দেহে থেকে যায় | শকুন ওই মৃতদেহ খেলে ডাইক্লোফেনাকের প্রভাবে শকুনের বৃক্ক নষ্ট
হয়ে যায়। প্রধানত এই কারণেই ধীরে ধীরে শকুন হারিয়ে যাচ্ছে।

কুলিক নদী : উত্তর দিনাজপুর (রায়গঞ্জ )|

পঞ্চম শ্রেণীর পরিবেশ|Class Five Envs|Primary TET Envs

প্রঃ সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ত্বকের ক্যানসারকে আটকায় কে?

মেলানিন |

প্রঃ বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালিত হয় কবে?

15 জুন |

প্রঃ পৃথিবী থেকে চাঁদের দুরত্ব কত?

উঃ চার লক্ষ কিমি |

প্রঃ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে একথা প্রমাণ করেন কে ?

উঃ গ্যালিলিও |

প্রঃ দুটি অস্থি ও হাড়ের জোড় কে কি বলে?

উঃ অস্থিসন্ধি

প্রঃ BCG এর পুরো অর্থ কি ?

উঃ Bacillus Calmatte Guerin

প্রঃ থুথু থেকে কোন রোগের জীবাণু ছড়ায় ?

উঃ যক্ষা

প্রঃ 1994 সালে বৃহস্পতি গ্রহের উপর কোন ধুমকেতু আছড়ে পরেছিল ?

উঃ শুমেকার লেভি

প্রঃ চন্দ্রগ্রহণ কখন হয় ?

উঃ পৃথিবী যখন সূর্য ও চন্দ্রের মাঝে আসে |

প্রঃ ইনফ্লুয়েঞ্জা এর বাহকের নাম কী ?

উঃ বায়ুবাহিত

প্রঃ মাটির একটি অস্বাভাবিক বা ক্ষতিকারক উপাদানের নাম কী ?

উঃ পলিথিন

প্রঃ রসিক বিল জলাশয় কোন জেলায় অবস্থিত?

উঃ কোচবিহারে

প্রঃ রক্ত আমাশা সারাতে ব্যবহার হয় কোন পাতার রস?

উঃ আমরুল পাতার রস।

প্রঃ খাবারের যে অংশটি হজম হয়না সেটি কিছুক্ষনের জন্য কোথায় সঞ্চয় থাকে?

উঃ মলাশয়ে

প্রঃ একটি গুরুত্বপূর্ণ জৈব সারের নাম কি ?

উঃ কম্পোজিট সার ( কেঁচো )

প্রঃ মাতলা, বিদ্যাধারী, রায়মঙ্গল এগুলি কোন অঞ্চলের নদী

উঃ সুন্দরবন অঞ্চলের

প্রঃ একটি অর্থকরি পোকার নাম কি?

উঃ মৌমাছি

প্রঃ বোরো ধান চাষ করা হয় কোন ঋতুতে?

উঃ শীত ঋতুতে

প্রঃ চিরাচরিত শক্তির প্রধান উৎস কী ?

উঃ সূর্য

প্রঃ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?

উঃ ১২ ঘন্টা ২৬ মিনিট

প্রঃ বায়ুকে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমানে থাকে ?

উঃ নাইট্রোজেন গ্যাস

প্রঃ একটি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রানীর নাম কী ?

উঃ প্রবাল

প্রঃ দশ শতাংশ সূত্র আবিষ্কার করেন কে ?

উঃ লিণ্ডেম্যান

প্রঃ একসময় মানুষ জল বহন করার জন্য কি ব্যবহার করতো ?

উঃ চামরার তৈরি ব্যাগ

প্রঃ মানব শরীরের বর্মের নাম কি ?

উঃ চামরা বা ত্বক

প্রঃ চামরা বা ত্বকের কয়টি স্তর ?

উঃ দুইটি

প্রঃ মানব শরীরের চামরার উপরের স্তরে কি থাকে ?

উঃ জল জাতীয় পদার্থ থাকে।

প্রঃ চামরার রঙ কালো হওয়ার কারন কি ?

উঃ মেলালিন এর অবস্থান

প্রঃ ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়?

উঃ ভিটামিন -ডি

প্রঃ গন্ডারের খড়গ আসলে কি ?

উঃ জমাটবাঁধা চুল।

প্র: মানব দেহের কোন অংশ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে?

উঃ কান

প্রঃ স্টেথোস্কোপ কে আবিস্কার করেছেন?

উঃ রেনে লিনেক ১৮১৬ খ্রিস্টাব্দ।

প্রঃ পাহাড়ে অনেক ছোটো ছোটো ঝর্না থাকে। তাদের কি বলে?

উঃ ঝোরা।

প্রঃ মাছের ঘা সারাতে কি ব্যবহার করা হয়?

উঃ পটাশিয়াম পারম্যাঙ্গানাইট

প্রঃ জলদাপাড়া জঙ্গলে বড়ো বড়ো কালো গরুর মত জন্তু রয়েছে, তাদের নাম কি ?

উঃ গৌর। একে আবার ভারতীয় বাইসন ও বলা হয়।

প্রঃ অমেরুদণ্ডী প্রানী কারা?

উঃ শামুক, কেঁচো, প্রজাপতি, চিংড়ি প্রভৃতি।

প্রঃ চিংড়িকে কি মাছ বলা যায়?

উঃ না। চিংড়ির কাঁটা নেই। চিংড়ি একপ্রকার পোকা।

প্রঃ রবীন্দ্রনাথের বিখ্যাত গান “সোনার বাংলা” রচিত করেছিলেন কি দেখে?

উঃ তিনি এই গানটি লিখেছিলেন মূলত কলকাতা থেকে শিলাইদহ অঞ্চল পরিদর্শন করে।

প্রঃ “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” গানটি রবীন্দ্রনাথ কবে রচনা করেছিলেন?

উঃ ১৯০৫ সালে – বঙ্গভঙ্গের সময়।

প্রঃ ভারতীয় সুন্দরবনে কয়টি দ্বীপ রয়েছে ?

উঃ ১০২টি

প্রঃ ভারতীয় সুন্দরবনে ১০২টি দ্বীপের মধ্যে মানুষ বসবাস করে কয়টিতে?

উঃ ৫৪টি

প্রঃ সুন্দরবনের গুরুত্বপূর্ণ গাছের নাম কী কী?

উঃ সুন্দরি, গরান, গেঁয়ো, গোলপাতা প্রভৃতি।

প্রঃ মুর্শিদাবাদের দক্ষিণ অংশকে কি বলা হয়?

উঃ দক্ষিণ বঙ্গ

প্রঃ বক্সা-জয়ন্তি পাহাড় কোথায় অবস্থিত?

উঃ আলিপুর জেলায় অবস্থিত।

প্রঃ মহানন্দা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?

উঃ দাওহিল নামক স্থান থেকে।

প্রঃ ফজলি আম চাষ বেশি হয় কোন জেলায়?

উঃ মালদা জেলা।

প্রঃ কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত?

উঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত।

প্রঃ কোন কয়লাকে উন্নতমানের কয়লা বলে?

উঃ যে কয়লাতে কার্বনের পরিমান বেশি থাকে |

প্রঃ ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উঃ ভুটানের কাছে কালিংপন জেলায় ঝালং নামক স্থানে অবস্থিত।