JFM ( Joint Forest Management):
JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ভারত সরকারের একটি সংস্থা | এর মূল পরিকল্পনা হল ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার ও পতিত জমিতে বনসৃজনের জন্য স্থানীয় মানুষের এবং সরকারি বনদপ্তরের যৌথ উদ্যোগের মাধ্যমে সুষ্ঠুভাবে বনসংরক্ষণ ও বনসৃজন দ্বারা স্থানীয় মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো এবং বনাঞ্চলকে সুরক্ষিত করা |
JFM এর উদ্দেশ্য :
i) JFM এর সাহায্যে স্থানীয় মানুষকে অংশগ্রহণ করিয়ে এবং সচেতন করে চোরাশিকারিদের হাত থেকে মূল্যবান উদ্ভিদ ও প্রাণীদের রক্ষা করা |
ii) স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ঘটিয়ে এবং কর্মসংস্থান বাডিয়ে জীববৈচিত্র্যের ওপর মানুষের আক্রমণ প্রতিহত করা, যাতে সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের উন্নতি হয় |
PBR ( People’s Biodiversity Resister) :
পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার হল স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা একটি প্রামাণ্য নথি , যেখানে স্থানীয় জীবসম্প্রদায় সম্বন্ধে জ্ঞান, তাদের প্রাপ্তি সাধ্যতা , তাদের ব্যবহার এবং তাদের সম্পর্কে ঐতিহ্যবাহী পরম্পারগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য মজুত থাকে |
PBR এর ভূমিকা :
i) কোনো অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে এবং অঞ্চলটির জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে ধারনা জন্মায় |
ii) কী কী কারণে অঞ্চলটিতে জীববৈচিত্র্যের সংখ্যা কমে আসছে ও স্থানীয় লোকেরা কোন্ কোন্ জীববৈচিত্র্য অধিক মাত্রায় ব্যবহার করেন তা জানা যায় |
PBR – এ জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয় গুলি লিপিবদ্ধ করা হয় :
i) স্থানীয় জীবজ সম্পদের ব্যবহার ৷
ii) স্থানীয় এনডেমিক ও বিপন্নপ্রায় প্রজাতির শনাক্তকরণ .
iii) স্থানীয় জীবজ সম্পদের প্রাচুর্য ও ওই সম্পর্কে জ্ঞান লাভ |