Madhyamik History Questions 2018

Madhyamik Examination (WBBSE) – 2018

History

বিভাগ—ক

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x২০ =২০

১.১ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি—

(ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী

Ans. (ঘ) আত্মজীবনী

১.২ ‘সোমপ্রকাশ’ ছিল একটি—

(ক) দৈনিক পত্রিকা (খ) সাপ্তাহিক পত্রিকা (গ) পাক্ষিক পত্রিকা (ঘ) মাসিক পত্রিকা

Ans. (খ) সাপ্তাহিক পত্রিকা

১.৩ ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন—

(ক) কালীপ্রসন্ন সিংহ (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) রেভাঃ জেমস লং

Ans. (ঘ) রেভাঃ জেমস লং

১.৪ সতীদাহ প্রথা রদ হয়—

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে (গ) ১৮৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

Ans. (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন—

(ক) বিজয় কৃষ্ণ গোস্বামী (খ) স্বামী বিবেকানন্দ (গ) শ্রীরামকৃষ্ণ (ঘ) কেশব চন্দ্র সেন

Ans. (গ) শ্রীরামকৃষ্ণ

১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল—

(ক) মেদিনীপুরে (খ) ঝাড়গ্রামে (গ) ছোটোনাগপুরে (ঘ) রাঁচিতে

Ans. (গ) ছোটোনাগপুরে

১.৭ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় —

(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

Ans. (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

১.৮ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন—

(ক) রমেশচন্দ্র মজুমদার (খ) সুরেন্দ্রনাথ সেন (গ) বিনায়ক দামোদর সাভারকার (ঘ) দাদাভাই নৌরজি

Ans. (গ) বিনায়ক দামোদর সাভারকার

১.৯ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে—

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

Ans. (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

১.১০ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন—

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) আনন্দমোহন বসু (গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (ঘ) শিবনাথ শাস্ত্রী

Ans. (গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল—

(ক) বর্ণপরিচয় (খ) এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাংগুয়েজ (গ) মঙ্গল সমাচার মতিয়ের (ঘ) অন্নদামঙ্গল

Ans. (খ) এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাংগুয়েজ

১.১২ ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ -এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন—

(ক) জগদীশচন্দ্র বসু (খ) সি.ভি. রমন (গ) প্রফুল্লচন্দ্র রায় (ঘ) সত্যেন্দ্রনাথ বসু

Ans. (খ) সি.ভি. রমন

১.১৩ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল—

(ক) বাংলার কৃষক শ্রেণি (খ) মধ্যবিত্ত শ্রেণি (গ) জমিদার শ্রেণি (ঘ) ছাত্রসমাজ

Ans. (ক) বাংলার কৃষক শ্রেণি

১.১৪ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন—

(ক) বিহারে (খ) যুক্তপ্রদেশে (গ) রাজস্থানে (ঘ) মহারাষ্ট্রে

Ans. (খ) যুক্তপ্রদেশে

১.১৫ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়—

(ক) মালাবার অঞ্চলে (খ) কোঙ্কন উপকূলে (গ) উড়িষ্যায় (ঘ) গোদাবরী উপত্যকায়

Ans. (ঘ) গোদাবরী উপত্যকায়

১.১৬ ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন—

(ক) উর্মিলা দেবী (খ) বাসন্তী দেবী (গ) কল্পনা দত্ত (ঘ) লীলা রায় (নাগ)

Ans. (ক) উর্মিলা দেবী

১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদলের নাম ছিল—

(ক) অনুশীলন সমিতি (খ) গদর দল (গ) ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি (ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স

Ans. (গ) ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি

১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন—

(ক) জ্যোতিবা ফুলে (খ) নারায়ণ গুরু (গ) গান্ধিজি (ঘ) ড. আম্বেদকর

Ans. (গ) গান্ধিজি

১.১৯ স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়—

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

Ans. (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

১.২০ গোয়া ভারতভুক্ত হয়—

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে

Ans. (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে

বিভাগ—খ

২. যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) : ১x১৬=১৬

উপবিভাগ—২.১ একটি বাক্যে উত্তর দাও:

২.১.১ ‘ভারতমাতা’ চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ?

Ans. ‘ভারতমাতা’ চিত্রটি স্বদেশি আন্দোলনের বা বঙ্গভাষা বিরোধী আন্দোলনের পটভূমিকায় রচিত হয় ।

২.১.২ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয় ?

Ans. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় বোম্বাই -এ ।

২.১.৩ ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?

Ans. ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩ রা মে ।

২.১.৪ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ?

Ans. মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন শ্রী হরিচাঁদ ঠাকুর ।

উপবিভাগ—২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর ।

Ans. সত্য

২.২.২ ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন ।

Ans. মিথ্যা

২.২.৩ ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম ।

Ans. মিথ্যা

২.২.৪ বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর ।

Ans. মিথ্যা

উপবিভাগ—২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :

২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা,

২.৪.২ মুন্ডা বিদ্রোহের এলাকা,

২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র ঝাঁসি,

২.৪.৪ দেশীয় রাজ্য জুনাগড়

অথবা, (কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

শূন্যস্থান পূরণ করো:

২.৪.১ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল —— খ্রিস্টাব্দে ।

Ans. ১৮০০ খ্রিস্টাব্দে

২.৪.২ —— ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা ।

Ans. তিতুমির

২.৪.৩ প্রফুল্লচন্দ্র রায় ছিলেন —— শাস্ত্রের অধ্যাপক ।

Ans. রসায়ন

২.৪.৪ ‘মাস্টারদা’ বলা হত —— কে ।

Ans. সূর্য সেন

উপবিভাগ—২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত ।

ব্যাখ্যা-১ কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল ।

ব্যাখ্যা-2 কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে ।

ব্যাখ্যা-৩ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল ।

Ans. ব্যাখ্যা-৩ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল ।

২.৫.২ বিবৃতি: ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ‘তিন আইন’ পাস করে ।

ব্যাখ্যা-১ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রীষ্টান সমাজকে ঐক্যবদ্ধ করা ।

ব্যাখ্যা-২ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা ।

ব্যাখ্যা-৩ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা ।

Ans. ব্যাখ্যা-৩ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা ।

২.৫.৩ বিবৃতি: রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না ।

ব্যাখ্যা-১ কারণ, এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ ।

ব্যাখ্যা-২ কারণ, এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা ।

ব্যাখ্যা-৩ কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না ।

Ans. ব্যাখ্যা-৩ কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না ।

২.৫.৪ বিবৃতি: সরলা দেবী চৌধুরানি লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন ।

ব্যাখ্যা-১ বিদেশি পণ্য বিক্রির জন্য ।

ব্যাখ্যা-২ আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য ।

ব্যাখ্যা-৩ স্বদেশী পণ্য বিক্রির জন্য ।

Ans. ব্যাখ্যা-৩ স্বদেশী পণ্য বিক্রির জন্য ।