
প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো এবং তাদের বৈশিষ্ট্য লেখ।অথবা উত্তর থেকে দক্ষিনে হিমালয়ের শ্রেণীবিভাগ করো এবং তাদের বৈশিষ্ট্য লেখ।
ভারতের অন্যতম প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ হল উত্তরের পার্বত্য অঞ্চল যা হিমালয় পর্বতমালা নামে পরিচিত। পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ে প্রস্থ বরাবর উত্তর-দক্ষিণে চারটি সমান্তরাল পর্বতশ্রেণি রয়েছে। এগুলি হল —- (1) টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়, (2) হিমাদ্রি বা উচ্চ হিমালয়, (3) হিমাচল বা মধ্য হিমালয় বা অবহিমালয় এবং (4) শিবালিক বা বহিঃহিমালয়।
(1) টেথিস হিমালয় :-
(i) হিমালয়ের সবচেয়ে উত্তরে অবস্থিত টেথিস হিমালয় পর্বতশ্রেণিটি ধীরে ধীরে তিব্বত মালভূমিতে গিয়ে মিশেছে।
(ii) এই পর্বতশ্রেণিটি প্রায় ৪০ কিমি চওড়া ও এর গড় উচ্চতা প্রায় ৩,০০০-৪,৩০০ মিটার।
(iii) জাসকর-দেওসাই পর্বত এই হিমালয়ের প্রধান অংশ। জাসকর-এর উচ্চতম শৃঙ্গ হল লিওপারগেল (৭,৪২০ মি)। (iv) ভারতীয় অংশে টেথিস পর্বত প্রায় ক্ষয়ে গিয়েছে।
(v) এই পর্বতশ্রেণির দৈর্ঘ্য প্রায় ১,০०० কিমি।
(vi) এই পর্বতশ্রেণির অধিকাংশই তিব্বতে অবস্থিত এবং ভারতে জন্মু-কাশ্মীর প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ।
(2) হিমাদ্রি বা উচ্চ হিমালয় :-
(i) প্রায় ৭ কোটি বছর আগে টেথিস হিমালয়’ সৃষ্টির সময় ‘হিমাত্রি রও উত্থান ঘটেছিল।
(ii) টেখিস হিমালয়ের দক্ষিণে গড়ে ৬,০০০ মিটার উঁচু ও প্রায় ৫০ কিমি প্রশস্ত যে সর্বোচ্চ পর্বতশ্রেণিটি দেখা যায় তার নাম হিমাদ্রি বা উচ্চ হিমালয়।
(iii) হিমালয়ের বিখ্যাত শৃঙ্গুলি এখানেই অবস্থিত, যেমন-এভারেস্ট (পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ৮,৮৪৮ মি), কাঞ্নজঙ্ঘা (৮,৫৯৮ মি), ধবলগিরি (৮,১৭২ মি), অন্নপূর্ণা (৮,০৭৮ মি), নন্দাদেবী (৭,৮১৭ মি) প্রভৃতি।
(iv) এই পর্বতশ্রেণি অতিপ্রাচীন রূপান্তরিত ও পাললিক শিলা দ্বারা গঠিত।
(3) হিমাচল বা মধ্য হিমালয় :-
(i) প্রায় ২ কোটি বছর আগে পরবর্তী প্রবল ভূ-আলােড়নের সময় হিমাদ্রির দক্ষিণে হিমাচল পর্বতশ্রেণির সৃষ্টি হয়।
(ii) দক্ষিণে শিবালিক পাহাড় ও উত্তরে হিমাদ্রি হিমালয়ের মধ্যে হিমাচল হিমালয় প্রসারিত হয়েছে।
(iii)এই পর্বতশ্রেণি ১,৫০০ থেকে ৪,৫০০ মিটার উঁচু ও ৬০-৮০ কিমি প্রশস্ত।
(iv) পিরপাঞ্জাল, ধওলাধর, নাগটিব্বা প্রভৃতি পর্বতশ্রেণি এখানে দেখা যায়।
(v) এই অংশে অনেক উপত্যকা দেখা যায়, যেমন কুলু, কাংড়া প্রভৃতি।
(4) শিবালিক বা বহিঃহিমালয় :-
(i) প্রায় ৭০ লক্ষ বছর আগে হিমালয় পার্বত্য অঞ্চলে শেষ প্রবল ভূ-আলােড়নের সময় শিবালিক পর্বতশ্রেণির সৃষ্টি হয়।
(ii) শিবালিক পর্বতশ্রেণি গড়ে ৬০০ থেকে ১,৫০০ মিটার উঁচু এবং ১০ থেকে ৫০ কিমি চওড়া। মুসৌরি, জম্মু, ডাফলা, মিরি, আবাের প্রভৃতি পাহাড় এখানে অবস্থিত।
(iii) এই পর্বতশ্রেণি বিভিন্ন উপত্যকা (বা, দুন) ও গিরিখাত দ্বারা মধ্য হিমালয় থেকে বিচ্ছিন্ন।