উচ্চ মাধ্যমিক ভূগোল : অর্থনৈতিক ক্রিয়াকলাপ
MCQ প্রশ্নোত্তর [ মান – 1]
1. ভিক্ষাবৃত্তি যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ –
(a) প্রথম (b) চতুর্থ (c) তৃতীয় (d) কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয়
ans. (d) কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয়
2. অর্থনৈতিক ক্রিয়াকলাপের নবীনতম সংযোজন –
(a) কোয়ার্টনারি (b) টারসিয়ারি (c) সেকেন্ডারি (d) কুইনারি
ans. (a) কোয়ার্টনারি
3. শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলি হলো—
(a) প্রথম স্তরের কার্যাবলি (b) দ্বিতীয় বা গৌণ স্তরের কার্যাবলি (c) তৃতীয় বা পরিষেবা স্তরের কার্যাবলি (d) নব্য স্তরের কার্যাবলি
ans. (a) প্রথম স্তরের কার্যাবলি
4. নির্ণায়কের কাজ কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত ?
(a) দ্বিতীয় (b) তৃতীয় (c) প্রথম (d) পঞ্চম স্তরের
ans. (d) পঞ্চম স্তরের
5. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত নয় –
(a) বিমা (b) বিজ্ঞাপন (c) পরিবহণ (d) গবেষণা
ans. (d) গবেষণা
6. যে ধরনের শ্রমিক পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত –
(a) কৃষক(b) শিল্পশ্রমিক (c) পরিবহণ কর্মী (d) নীতিনির্ধারক
ans. (d) নীতিনির্ধারক
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান – 1]
1. চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের উদাহরণ দাও।
ans. ব্যাঙ্কিং, বিমা, মিউনিসিপ্যাল পরিষেবা, তথ্যপ্রযুক্তি, অধিক উন্নত আধুনিক পেশা, সফটওয়্যার নির্মাতা।
2. পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের উদাহরণ দাও।
ans. আইনি পরামর্শ, আর্থিক উপদেষ্টা, পেশাদার উপদেষ্টা, পলিসি বা নীতি, নারীর ক্ষমতায়ন, নির্ণায়কের কাজ, নীতি নির্ধারক ইত্যাদি।
3. প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপের উদাহরণ দাও।
ans. বনজ সম্পদ সংগ্রহ ও পশুশিকার, খনিজ সম্পদ আহরণ, মৎস্যশিকার, জীবিকাসত্তাভিত্তিক কৃষি ইত্যাদি।
4. দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপের উদাহরণ দাও।
ans. শ্রমশিল্প, প্রক্রিয়াকরণ ও দ্রব্যের রূপান্তরকরণ, নির্মাণকাজ।
5. তৃতীয় স্তরের ক্রিয়াকলাপের উদাহরণ দাও।
ans. ব্যাবসাবাণিজ্য, যোগাযোগ ও পরিবহণ পরিষেবা, পর্যটন, শিক্ষকের শিক্ষাদান, আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি।
বিশ্লেষণ বা বর্ণনাভিত্তিক প্রশ্নোত্তর [ মান – 7]
1. বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বর্ণনা দাও।